রাষ্ট্রবিজ্ঞান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রাষ্ট্রবিজ্ঞান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৬ জুলাই, ২০২২

রাজনৈতিক দল এবং চাপসৃষ্টিকারী গোষ্ঠী McQ প্রশ্নোত্তর

 

একাদশ শ্রেণী class xi 11 eleven রাষ্ট্রবিজ্ঞান রাজনৈতিক দল এবং চাপসৃষ্টিকারী গোষ্ঠী McQ প্রশ্নোত্তর political science rajnoitik dol abong chapsrishtikari goshti mcq questions answer


১। ভারতীয় জাতীয় কংগ্রেস হল একটি ?


ক) নথিভুক্ত রাজনৈতিক দল 


খ) জাতীয় দল 


গ) আঞ্চলিক দল 


ঘ) স্বীকৃত রাজ্য দল 


উত্তর:- খ) জাতীয় দল

২। ভারতীয় জনতা পার্টির ( বিজেপি ) উদ্ভব হয় কত সালে ?


ক) ১৯৭৮ সালে 


খ) ১৯৮০ সালে  


গ) ১৯৮৫ সালে 


ঘ) ১৯৮৬ সালে 


উত্তর:- খ) ১৯৮০ সালে  


৩। ভারতের কমিউনিস্ট পার্টি কবে বিভক্ত হয় ?


ক) ১৯৫২ সালে 


খ) ১৯৫০ সালে 


গ) ১৯৬৪ সালে 


ঘ) ১৯৬৫ সালে 


উত্তর:- গ) ১৯৬৪ সালে


৪। ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন ?


ক) নেতাজী 


খ) নেহরু 


গ) প্যাটেল 


ঘ) রাজেন্দ্র প্রসাদ 


উত্তর:- ক) নেতাজী


৫। কেবল________রাজনৈতিক দল গঠন করতে পারে ।


ক) বিদেশিরা 


খ) নাগরিকরা 


গ) নাগরিক ও বিদেশি 


ঘ) স্বাধীন ব্যাক্তিরা 


উত্তর:- খ) নাগরিকরা

৬।" দলহীন গণতন্ত্র অচল " কে বলেছেন ?


ক) হেনরি অষ্ঠিন 


খ) পাইলি 


গ) জোহারি 


ঘ) অ্যালান বল 


উত্তর:- ঘ) অ্যালান বল


৭। তেলুগু দেশম একটি 


ক) জাতীয় দল 


খ) আঞ্চলিক দল 


গ) বামপন্থী দল 


ঘ) দক্ষিণপন্থী দল 


উত্তর:- খ) আঞ্চলিক দল


৮। দলব্যাবস্থা অপরিহার্য 


ক) গণতন্ত্রে 


খ) রাজতন্ত্রে 


গ) একনায়কতন্ত্রে 


ঘ) অভিজাততন্ত্রে 


উত্তর:- ক) গণতন্ত্রে


৯। সর্ব প্রথম দল প্রথার উদ্ভব ঘটে 


ক) ভারতে 


খ) ফ্রান্সে 


গ) ইংল্যান্ডে 


ঘ) আমেরিকায় 


উত্তর:- গ) ইংল্যান্ডে


১০। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল ?


ক) ১৮৮০ সালে 


খ) ১৮৮৫ সালে 


গ) ১৮৯০ সালে 


ঘ) ১৮৯৫ সালে 


উত্তর:- খ) ১৮৮৫ সালে

১১। কংগ্রেস সমর্থিত শ্রমিক সংগঠনের নাম কি ?


ক) সিআইটিইউ 


খ) আইএনটিইউসি


গ) এআইটিইউসি


ঘ) আইএনটিটিইউসি


উত্তর:- খ) আইএনটিইউসি


১২। চাপসৃষ্টিকারী গোষ্ঠী গুলি কীভাবে কাজ করতে বেশি পছন্দ করে ।


ক) প্রকাশ্যভাবে 


খ) মিলেমিশে 


গ) গোপনভাবে 


ঘ) প্রচারের মাধ্যমে 


উত্তর:- গ) গোপনভাবে


১৩। অ্যালান বল চাপসৃষ্টিকারি গোষ্ঠী গুলি কে______ভাগে ভাগ করেছেন ।


ক) এক 


খ) দুই 


গ) তিন 


ঘ) চার 


উত্তর:- ঘ) চার


১৪। চাপসৃষ্টিকারীর গোষ্ঠীর প্রাধান্য সবচেয়ে বেশি ।


ক) উদারনৈতিক গণতন্ত্রে 


খ) প্রত্যক্ষ গণতন্ত্রে 


গ) সমাজতন্ত্রে 


ঘ) একনায়কতন্ত্রে 


উত্তর:- ক) উদারনৈতিক গণতন্ত্রে


১৫। ভারতীয় মজদুর সংঘ কোন জাতীয় দলের সঙ্গে যুক্ত ?


ক) কংগ্রেস 


খ) বিজেপি 


গ) সিপিআই ( এম ) 


ঘ) সিপিআই 


উত্তর:- খ) বিজেপি

১৬। চতুর্দশ লোকসভা নির্বাচনে ক-টি দল জাতীয় দলের স্বীকৃতি পেয়েছিলেন ?


ক) ৪ টি 


খ) ৫ টি 


গ) ৬ টি 


ঘ) ৭ টি 


উত্তর:- গ) ৬ টি


১৭। ভারতে আঞ্চলিক দল প্রথম সরকার গঠন করে ।


ক) মহারাষ্ট্রে 


খ) কেরলে 


গ) তামিনাড়ুতে 


ঘ) পাঞ্জাবে 


উত্তর:- খ) কেরলে


১৮। ভারতে দলত্যাগ রোধের জন্য কততম সংবিধান সংশোধনী আইন প্রণীত হয় ?


ক) ৪১ তম 


খ) ৪২ তম 


গ) ৫২ তম 


ঘ) ৮৫ তম 


উত্তর:- গ) ৫২ তম


১৯। ভারতের প্রথম রাজনৈতিক দল হল ?


ক) জাতীয় কংগ্রেস 


খ) ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 


গ) মুসলিম লিগ 


ঘ) আত্মীয় সভা 


উত্তর:- ক) জাতীয় কংগ্রেস

২০। ভারতীয় দলব্যাবস্থায় জোট রাজনীতির উদ্ভব ঘটে ?


ক) চতুর্থ সাধারণ নির্বাচনের পরে 


খ) পঞ্চম সাধারণ নির্বাচনের পরে 


গ) ষষ্ট সাধারণ নির্বাচনের পরে 


ঘ) সপ্তম সাধারণ নির্বাচনের পরে 


উত্তর:- ক) চতুর্থ সাধারণ নির্বাচনের পরে

২১। ভারতে দলত্যাগ নিরোধক আইন পাস হয় ______ খ্রী: ।


ক) ১৯৮৫ 


খ) ১৯৯০


গ) ১৯৯৫ 


ঘ) ২০০০


উত্তর:- ক) ১৯৮৫


২২। ডিএমকে কোন রাজ্যের প্রধান রাজনৈতিক দল ?


ক) তামিলনাড়ু 


খ) কর্ণাটক 


গ) অন্ধ্রপ্রদেশ 


ঘ) মহারাষ্ট্র 


উত্তর:- ক) তামিলনাড়ু


২৩। বর্তমানে পশ্চিম বঙ্গের ক্ষমতাসীন দল হল 


ক) সিপিআই ( এম )


খ) কংগ্রেস 


গ) টিএমসি 


ঘ) বামফ্রন্ট 


উত্তর:- গ) টিএমসি


২৪। নীচের কোনটি ভারতের একটি ভাষাভিত্তিক দল ?


ক) গোর্খা লিগ 


খ) লোকদল 


গ) জনতা দল 


ঘ) আকালি দল 


উত্তর:- ক) গোর্খা লিগ


২৫। ভারতের মূল সংবিধানে_________এর কোনো উল্লেখ ছিল না ।


ক) স্বার্থগোষ্ঠীর 


খ) ভোটাধিকারের 


গ) দলব্যাবস্থার 


ঘ) নির্বাচন কমিশনের 


উত্তর:- গ) দলব্যাবস্থার

২৬। ২০০৮ সালে_______ প্রথম ইউপিএ সরকার থেকে সমর্থন তুলে নেয় ।


ক) তৃনমূল কংগ্রেস 


খ) ডিএমকে 


গ) বামপন্থীরা 


ঘ) এআই এডিএমকে 


উত্তর:- গ) বামপন্থীরা


২৭। দলত্যাগের পিছনে থাকে _________রাজনীতি ।


ক) দলীয় 


খ) স্বার্থপর 


গ) নীতিহীন 


ঘ) আনুগত্যহীন 


উত্তর:- গ) নীতিহীন


২৮। ভারতে _______ ব্যাবস্থা আছে ।


ক) একদলীয় 


খ) দ্বিদলীয় 


গ) বহুদলীয়


উত্তর:- গ) বহুদলীয়


২৯। জাতীয় দল হতে গেলে ভারতে রাজনৈতিক দলকে অন্তত_________রাজ্যের স্বীকৃতি পেতে হবে ।


ক) তিনটি 


খ) চারটি 


গ) পাঁচটি 


উত্তর:- খ) চারটি

জাতি , জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা MCQ প্রশ্নোত্তর

 

একাদশ শ্রেণী class xi 11 eleven রাষ্ট্রবিজ্ঞান জাতি , জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা MCQ প্রশ্নোত্তর jatiyotabad o antorjatikota mcq questions answer


১। রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজ কে কী বলে ?


ক) জাতি 


খ) জাতীয় জনসমাজ 


গ) জাতীয়তা 


ঘ) জনসমষ্টি 


উত্তর:- খ) জাতীয় জনসমাজ

২। রাজনৈতিক ভাবে সংগঠিত , বহি:শাসন থেকে সর্ব প্রকারে মুক্ত অথবা মুক্তকামী একটি জন সমাজকে কী বলে ?


ক) জাতি 


খ) জাতীয় জনসমাজ 


গ) জনসমাজ 


ঘ) জনসমষ্টি 


উত্তর:- ক) জাতি


৩। জাতীয় জনসমাজের ধারণা মূলত কীরূপ ?


ক) রাজনৈতিক 


খ) সামাজিক 


গ) ধর্মীয় 


ঘ) অরাজনৈতিক 


উত্তর:- ক) রাজনৈতিক


৪। " জাতীয় জনসমাজ মূলত একটি আত্মিক প্রশ্ন ।" কে বলেছেন ?


ক) হায়েস 


খ) জির্মান 


গ) শেফার 


ঘ) উইলসন 


উত্তর:- খ) জির্মান


৫। বাংলাদেশের বাঙালিরা একটি ?


ক) জাতি 


খ) জাতি নয় 


উত্তর:- ক) জাতি

৬। ভারতীয়রা একটি ?


ক) জাতি 


খ) জাতীয় জনসমাজ 


গ) জাতীয় জনসমষ্টি 


ঘ) জনসমষ্টি 


উত্তর:- ক) জাতি


৭। জাতীয় জনসমাজের ধারণা মূলত কীরূপ ?


ক) ধর্মগত 


খ) বংশগত 


গ) ভাবগত 


ঘ) জাতিগত 


উত্তর:- গ) ভাবগত


৮। জাতীয় জনসমাজ ও জাতি কীরূপ ?


ক) সমার্থক 


খ) সমার্থক নয় 


গ) বিপরীত 


ঘ) পরিপূরক 


উত্তর:- খ) সমার্থক নয় 


৯। ভাষা জাতি গঠনের একটি ?


ক) বৈশিষ্ট্য 


খ) বস্তু 


গ) উপাদান 


ঘ) উপাদান নয় 


উত্তর:- গ) উপাদান


১০। রাষ্ট্র ও জাতি হল একে অপরের ?


ক) পরিপূরক 


খ) অনুপূরক 


গ) বিপরীধর্মী 


ঘ) সমধর্মী 


উত্তর:- ক) পরিপূরক

১১। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে , রাষ্ট্র কি ?


ক) রাজনৈতিক ধারণা 


খ) সামাজিক ধারণা 


গ) ভাবগত ধারণা 


ঘ) আইনগত ধারণা 


উত্তর:- ঘ) আইনগত ধারণা


১২। কোন বিপ্লবের ফলে জাতি রাষ্ট্রের উদ্ভব হয় ?


ক) ফরাসি বিপ্লব 


খ) রুশ বিপ্লব


গ) গৌরবময় বিপ্লব


ঘ) চিনের জনগনতান্ত্রিক বিপ্লব 


উত্তর:- ক) ফরাসি বিপ্লব


১৩। জাতীয় জনসমাজ কীরূপ জনসমাজ ?


ক) সামাজিক চেতনাসম্পন্ন


খ) রাজনৈতিক চেতনাসম্পন্ন 


গ) সাংস্কৃতিক চেতনাসম্পন্ন 


ঘ) ধর্মীয় চেতনাসম্পন্ন 


উত্তর:- খ) রাজনৈতিক চেতনাসম্পন্ন 


১৪। একটি জনসমাজকে জাতীয় জনসমাজে রূপান্তরিত করে ?


ক) সংঘ গঠনের আকাঙ্ক্ষা 


খ) সমাজ গঠনের আকাঙ্ক্ষা


গ) প্রতিষ্ঠান গঠনের আকাঙ্ক্ষা 


ঘ) রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা 


উত্তর:- ঘ) রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা 


১৫। " নেশন " শব্দটি এসেছে ___________শব্দ " নেশিও " থেকে ।


ক) জার্মান 


খ) লাতিন 


গ) গ্রিক 


উত্তর:- খ) লাতিন 

১৬। ইজরায়েল রাষ্ট্র গঠিত হয় কত সালে ?


ক) ১৮৪৮ 


খ) ১৯৪৮ 


গ) ১৮১৫ 


ঘ) ১৯০২ 


উত্তর:- খ) ১৯৪৮ 


১৭। ________ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাই একটি জনসমাজ কে জাতীয় সমাজে রূপান্তরিত করে ।


ক) সংঘ 


খ) সমাজ 


গ) সরকার 


ঘ) রাষ্ট্র 


উত্তর:- ঘ) রাষ্ট্র 


১৮। " নেশন " শব্দটি এসেছে লাতিন _______ শব্দ থেকে ।


ক) Natio


খ ) Nato 


গ) Nat 


ঘ) National


উত্তর:- ক) Natio


১৯। আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতির কীরূপ প্রয়োগ কাম্য ?


ক) অবাধ 


খ) সীমিত 


গ) অনিয়ন্ত্রিত 


ঘ) নিরঙ্কুশ 


উত্তর:- খ) সীমিত 


২০। প্রতিটি জাতীয় জনসমাজের নিজস্ব________গঠনের অধিকার কে আত্মনিয়ন্ত্রণের অধিকার বলে ।


ক) সরকার 


খ) রাষ্ট্র 


গ) জাতি 


ঘ) জাতীয় জনসমাজ 


উত্তর:- খ) রাষ্ট্র 

২১।" এক জাতি , এক রাষ্ট্র " এর নীতিকে তুলে ধরে ?



ক) জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার 


খ) জাতীয়তাবাদ 


গ) আন্তর্জাতিকতাবাদ 


ঘ) জাতীয় জনসমাজ 


উত্তর:- ক) জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার 


২২। আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার স্লোগান কী ?


ক) জাতি রাষ্ট্রনীতি 


খ) একজাতি একরাষ্ট্র নীতি 


গ) বহুজাতিক রাষ্ট্রনীতি 


ঘ) বহু ভাষাভাষী রাষ্ট্রনীতি 


উত্তর:- খ) একজাতি একরাষ্ট্র নীতি 


২৩। " আত্মনিয়ন্ত্রণের অধিকার একটি দু - মুখো তরোয়াল " এ কথা বলেছেন ?


ক) জন স্টুয়ার্ট মিল 


খ) কাল মার্কস 


গ) লর্ড কার্জন 


উত্তর:- গ) লর্ড কার্জন 


২৪। রাজনৈতিক সচেতনতা একটি জাতির প্রধান ?


ক) উপাদান 


খ) উপাদান নয় 


উত্তর:- ক) উপাদান


২৫। আত্মনিয়ন্ত্রণের অধিকার কীরূপ রাষ্ট্রের দাবিকে সমর্থন করে ?


ক) জাতিভিত্তিক 


খ) বহুজাতিক 


গ) উগ্রজাতিভিত্তিক 


ঘ) প্রকৃত জাতিভিত্তিক 


উত্তর:- ক) জাতিভিত্তিক

২৬। জাতীয়তাবাদ কি ?


ক) সামাজিক অনুভূতি 


খ) রাজনৈতিক অনুভূতি


গ) মানসিক অনুভূতি 


ঘ) আধ্যাত্মিক অনুভূতি 


উত্তর:- গ) মানসিক অনুভূতি


২৭। জাতীয়তাবাদের সঙ্গে আন্তর্জাতিকতার সম্পর্ক কীরূপ ?


ক) পরিপন্থী 


খ) সহযোগী 


গ) বিকল্প 


ঘ) পরিপূরক 


উত্তর:- ঘ) পরিপূরক


২৮। বিকৃত জাতীয়তাবাদ আন্তর্জাতিকতার  ?


ক) শত্রু 


খ) মিত্র 


গ) সমধর্মী 


ঘ) বিকল্প 


উত্তর:- ক) শত্রু


২৯। জাতীয়তাবাদ মূলত কীরূপ ধারণা ?


ক) ধর্মগত 


খ) ভাবগত 


গ) বংশগত


ঘ) জাতিগত 


উত্তর:- খ) ভাবগত


৩০। সম্মিলিত জাতিপুঞ্জ ( UNO ) কখন তৈরী হয় ?


ক) প্রথম বিশ্বযুদ্ধের আগে


খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে


গ) প্রথম বিশ্বযুদ্ধের পরে


ঘ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে


উত্তর:- ঘ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে

৩১। আদর্শ জাতীয়তাবাদ হল আন্তর্জাতিকতার ?


ক) পরিপন্থী 


খ) সহযোগী 


গ) বিপরীত 


ঘ) বিকল্প 


উত্তর:- ক) পরিপন্থী


৩২। সম্মিলিত জাতিপুঞ্জ কীরূপ সংগঠন ?


ক) জাতীয় সংগঠন 


খ) রাষ্ট্রীয় সংগঠন 


গ) আন্তর্জাতিক সংগঠন 


ঘ) সামাজিক সংগঠন


উত্তর:- গ) আন্তর্জাতিক সংগঠন


৩৩। জাতীয়তাবাদের জনক বলে পরিচিত কে ?


ক) রবীন্দ্রনাথ 


খ) নিটসে 


গ) মাৎসিনি 


ঘ) উইলসন 


উত্তর:- গ) মাৎসিনি


৩৪। সাম্রাজ্যবাদের স্রষ্টা হল ?


ক) আন্তর্জাতিকতাবাদ 


খ) উগ্র জাতীয়তাবাদ 


গ) আদর্শ জাতীয়তাবাদ 


ঘ) জাতীয় রাষ্ট্রের ধারণা 


উত্তর:- খ) উগ্র জাতীয়তাবাদ


৩৫। জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকার জাতি রাষ্ট্রের ?


ক) উপাদান 


খ) উপাদান নয় 


গ) ভিত্তি 


ঘ) ভিত্তি নয় 


উত্তর:- গ) ভিত্তি

৩৬) রবীন্দ্রনাথ তাঁর নেশন কী নামক প্রবন্ধে নেশনকে কীরূপ সত্তা বলেছেন ?


ক) নির্জীব সত্তা 


খ) সজীব সত্তা


গ) আদর্শ সত্তা 


ঘ) রাষ্ট্রীয় সত্তা 


উত্তর:- খ) সজীব সত্তা


৩৭। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবীন্দ্রনাথ কীসের অনুগত হওয়ার পক্ষপাতী ছিলেন ?


ক) স্বদেশী জিনিসের 


খ) বিদেশী জিনিসের 


গ) স্বাধীনতার আদর্শের 


ঘ) শান্তি বজায় রাখার 


উত্তর:- ক) স্বদেশী জিনিসের


৩৮। ১৯১৪ সালে ______শুরু হলে রবীন্দ্রনাথের পক্ষে আর নীরব থাকা সম্ভব হল না ।


ক) প্রথম বিশ্বযুদ্ধ 


খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ 


গ) ফরাসি বিপ্লব 


ঘ) চিন - জাপান যুদ্ধ 


উত্তর:- ক) প্রথম বিশ্বযুদ্ধ


৩৯। আন্তর্জাতিকতার একটি বিশ্বজনীন প্রতিষ্ঠান হল ?


ক) সম্মিলিত জাতিপুঞ্জ 


খ) কমনওয়েলথ 


গ) আসিয়ান 


ঘ) সার্ক 


উত্তর:- ক) সম্মিলিত জাতিপুঞ্জ


৪০। Nationalism গ্রন্থটি লিখেছেন ?


ক) রবীন্দ্রনাথ ঠাকুর 


খ) ড. ভি পি ভার্মা 


গ) গোল্ডস্মিথ 


ঘ) এ আর দেশাই 

 

উত্তর:- ক) রবীন্দ্রনাথ ঠাকুর

আধুনিক রাজনীতির মৌলিক ধারণাসমূহ MCQ প্রশ্নোত্তর

 

একাদশ শ্রেণী class xi 11 eleven রাষ্ট্রবিজ্ঞান আধুনিক রাজনীতির মৌলিক ধারণাসমূহ MCQ প্রশ্নোত্তর political science adhunik rajnitir moulik dharonasomuho mcq questions answer

১। কার মতে রাষ্ট্র আইনের স্রষ্টা নয় ?


ক) হেনরি মেইনের 


খ) মিলের 


গ) হবহাউসের 


ঘ) গ্রিনের 


উত্তর:- ক) হেনরি মেইনের

২। কে " পার্থক্য নীতি " প্রণয়ন করেছিলেন ?


ক) প্লেটো 


খ) অ্যারিস্টটল 


গ) রলস 


ঘ) নোজিক 


উত্তর:- গ) রলস


৩। " রাষ্ট্রের কতৃত্ব আইনকে বৈধতা দেয় আর ন্যায় বিচার তাকে দেয় মূল্য " একথা কে বলেছেন ?


ক) বার্কার 


খ) অষ্ঠিন 


গ) লাস্কি 


ঘ) মিল 


উত্তর:- ক) বার্কার


৪। আইনের উৎস ক-টি ?


ক) ৫ টি 


খ) ৬ টি 


গ) ৭ টি 


ঘ) ১০ টি 


উত্তর:- খ) ৬ টি


৫। আইনের ধারণা কীরূপ ?


ক) স্থিতিশীল 


খ) গতিশীল 


গ) সাবেকি 


ঘ) আধুনিক 


উত্তর:- খ) গতিশীল

৬। আইনের প্রকৃতি কীরূপ ?


ক) সীমিত 


খ) অসীম 


গ) সর্বজনীন 


ঘ) সর্বজনীন নয় 


উত্তর:- ঘ) সর্বজনীন নয় 


৭। কোন আইন লঙ্ঘন করলে শাস্তি পেতে হয় ?


ক) নৈতিক আইন 


খ) প্রাকৃতিক আইন


গ) ধর্মীয় আইন 


ঘ) রাষ্ট্রীয় আইন 


উত্তর:- ঘ) রাষ্ট্রীয় আইন


৮। ভারতের সংবিধানে আইনের চোখে সমতা সুরক্ষিত হয়েছে কত নম্বর ধারায় ?


ক) ১৪ 


খ) ১৯ 


গ) ১৫ 


ঘ) ১৬ 


উত্তর:- ক) ১৪


৯। আইন বলতে কার আদেশকে বোঝায় ?


ক) রাষ্ট্রের 


খ) সংঘের 


গ) প্রতিষ্ঠানের 


ঘ) সংগঠনের 


উত্তর:- ক) রাষ্ট্রের


১০। সাংবিধানিক আইন কী ?


ক) সাধারণ আইন 


খ) মৌলিক আইন 


গ) আন্তর্জাতিক আইন 


ঘ) জাতীয় আইন 


উত্তর:- খ) মৌলিক আইন

১১। আন্তর্জাতিক আইন কমিশন কবে গঠিত হয় ?


ক) ১৯৪৭ সালে 


খ) ১৯৪৮ সালে 


গ) ১৯৩০ সালে 


ঘ) ১০৩১ সালে 


উত্তর:- ক) ১৯৪৭ সালে


১২। রাষ্ট্রবিজ্ঞানে ___________অর্থে আইন প্রযুক্ত হয় না ।


ক) ব্যাপক 


খ) সংকীন 


গ) সামাজিক 


ঘ) নৈতিক 


উত্তর:- ক) ব্যাপক


১৩। বার্কারের মতে স্বাধীনতা হল _______!


ক) অবাধ 


খ) শর্তসাপেক্ষ


গ) অনিয়ন্ত্রিত 


ঘ) স্বেচ্ছাচার 


উত্তর:- খ) শর্তসাপেক্ষ


১৪। সাম্যের নির্যাস হল 


ক) রাজনৈতিক সমতা 


খ) আইনগত সমতা 


গ) অর্থনৈতিক সমতা 


ঘ) সামাজিক সমতা 


উত্তর:- গ) অর্থনৈতিক সমতা


১৫। প্রকৃতি ন্যায় ধারণার অন্যতম ?


ক) কেন্দ্র 


খ) কেন্দ্র নয় 


গ) উৎস 


ঘ) উৎস নয় 


উত্তর:- গ) উৎস

১৬। ন্যায় বিচার কে প্রতিষ্ঠা করে কে ?


ক) আইন 


খ) কর্তব্য 


গ) প্রথা 


ঘ) রীতিনীতি 


উত্তর:- ক) আইন


১৭। ন্যায় কে " একটি দুমুখো ধারণা " বলেছেন ?


ক) বার্কার 


খ) লেস্কি 


গ) রাফেল 


ঘ) পিথাগোরাস 


উত্তর:- গ) রাফেল


১৮। স্বাধীনতা কে ব্যাখ্যার ক্ষেত্রে কে অধিকার কে প্রাধান্য দেননি ?


ক) লাস্কি 


খ) মিল 


গ) হবস


ঘ) বার্কার 


উত্তর:- গ) হবস


১৯। " সমাজতন্ত্র ছাড়া গণতন্ত্র অসম্পূর্ণ " কে বলেছেন ?


ক) রুশো 


খ) মার্কস 


গ) লাস্কি 


ঘ) মতেস্কু 


উত্তর:- গ) লাস্কি


২০। সম্মলিলিত গণতন্ত্রের নির্দশন হল ?


ক) ভারত 


খ) ব্রিটেন 


গ) সুইজারল্যান্ড 


ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র 


উত্তর:- গ) সুইজারল্যান্ড

২১। গণতন্ত্রে সাবভৌম হল ?


ক) সরকার 


খ) জনগন 


গ) দল 


ঘ) গোষ্ঠী 


উত্তর:- খ) জনগন


২২। বর্তমানে প্রত্যক্ষ গণতন্ত্র বিদ্যমান ?


ক) ভারতে 


খ) ব্রিটেনে 


গ) ফ্রান্সে 


ঘ) সুইজারল্যান্ডে


উত্তর:- ঘ) সুইজারল্যান্ডে


২৩। প্রত্যক্ষ গণতন্ত্র পরোক্ষ গণতন্ত্রের মতো______নয় ।


ক) জটিল 


খ) ব্যয়বহুল 


গ) আমলাতান্ত্রিক 


ঘ) অনিশ্চিত 


উত্তর:- খ) ব্যয়বহুল


২৪। প্রাচীনকালে নগররাষ্ট্রগুলির জনসংখ্যা কীরূপ ছিল ?


ক) অল্প 


খ) বেশি 


গ) মাঝারি 


ঘ) অত্যল্প 


উত্তর:- ঘ) অত্যল্প


২৫। অনেকের মতে কেবল গণতন্ত্রেই ________শাসন প্রতিষ্ঠিত হতে পারে ।


ক) রাজার 


খ) মানুষের 


গ) আইনের 


ঘ) সকলের 


উত্তর:- গ) আইনের

২৬। এ গ্রামার অব পলিটিকস গ্রন্থটির লেখক হলেন ?


ক) বার্কার 


খ) লেষ্কি 


গ) হবহাউস


ঘ) লক 


উত্তর:- খ) লেষ্কি


২৭। সমাজতান্ত্রিক দেশে একনায়কতন্ত্রের রূপটি হল 


ক) সামরিক 


খ) দলগত 


গ) ব্যক্তিগত 


ঘ) উপরের কোনোটিই নয় 


উত্তর:- ঘ) উপরের কোনোটিই নয়


২৮। দলগত একনায়কতন্ত্রে কেবল একটিমাত্র _____ অস্তিত্ব থাকে ।


ক) গোষ্ঠীর 


খ) শ্রেণীর 


গ) ব্যাক্তির 


ঘ) দলের 


উত্তর:- খ) শ্রেণীর


২৯। মিশরের কর্নেল নাসের কীরূপ একনায়কতন্ত্রে প্রতিষ্ঠা করেছিলেন ?


ক) দলগত 


খ) ব্যাক্তিগত


গ) গোষ্ঠীগত


ঘ) সামরিক 


উত্তর:- ঘ) সামরিক


৩০। একনায়কতন্ত্রের মূলভিত্তি হল_________।


ক) জনকল্যাণ 

খ) দমনপীড়ন

গ) জনস্বার্থরক্ষা

ঘ)অত্যাচার 

উত্তর:- খ) দমনপীড়ন

মৌলিক অধিকার ও কর্তব্য McQ প্রশ্নোত্তর

 

একাদশ শ্রেণী class xi 11 eleven রাষ্ট্রবিজ্ঞান মৌলিক অধিকার ও কর্তব্য McQ প্রশ্নোত্তর political science moulik odhikar o kotobbo mcq questions answer

১। কে রাজনৈতিক অধিকার ভোগ করে ?


ক) অধিবাসী 


খ) নাগরিক 


গ) বিদেশী 


ঘ) নাগরিক ও বিদেশী উভয়েই 


উত্তর:- খ) নাগরিক

৩। ভোটাধিকার আছে __


ক) শুধু নাগরিকদের 


খ) অধিবাসীদের 


গ) শুধু বিদেশীদের 


ঘ) নাগরিক ও বিদেশী উভয়েরই 


উত্তর:- ক) শুধু নাগরিকদের


৪। রাজনৈতিক কাজের সমালোচনা করা একটি 


ক) রাজনৈতিক অধিকার 


খ) সামাজিক অধিকার


গ) পৌর অধিকার 


ঘ) নৈতিক অধিকার 


উত্তর:- ক) রাজনৈতিক অধিকার


৫। অধিকার ও কর্তব্য 


ক) পরস্পর সম্পর্কযুক্ত 


খ) পরস্পর সম্পর্কযুক্ত নয় 


গ) আংশিক সম্পর্কযুক্ত 


ঘ) পরস্পর বিপরীধর্মী 


উত্তর:- ক) পরস্পর সম্পর্কযুক্ত

৬। আইন মান্য করা কীসের প্রতি কর্তব্য ?


ক) রাষ্ট্রের 


খ) সমাজের 


গ) পরিবারের 


ঘ) জনসমাজের 


উত্তর:- ক) রাষ্ট্রের


৭। সব অধিকারের উৎস হল 


ক) রাষ্ট্র 


খ) সরকার 


গ) সমাজ 


ঘ) প্রতিষ্ঠান 


উত্তর:- ক) রাষ্ট্র


৮। মানবাধিকারের প্রকৃতি হল 


ক) সর্বজনীন 


খ) আঞ্চলিক 


গ) রাষ্ট্রীয় 


ঘ) সামাজিক 


উত্তর:- ক) সর্বজনীন


৯। বার্কার তাঁর অধিকারের ধারণায় শর্ত উল্লেখ করেছেন ।


ক) ২ টি 


খ) ৩ টি 


গ) ৪ টি 


ঘ) ৫ টি 


উত্তর:- ক) ২ টি


১০। কোথায় দাস , শ্রমিক এবং স্ত্রীলোক দের নাগরিক মর্যাদা দেওয়া হত না ?


ক) প্রাচীণ গ্রিসে 


খ) রোমে 


গ) মিশরে 


ঘ) চিনে 


উত্তর:- ক) প্রাচীণ গ্রিসে

১১। আইনগত অধিকার কয় প্রকারের হয় ?


ক) ২ প্রকারের 


খ) ৩ প্রকারের


গ) ৪ প্রকারের


ঘ) ৬ প্রকারের


উত্তর:- গ) ৪ প্রকারের


১২। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত বিশ্বজনীন ঘোষণা পত্র গৃহীত হয় ?


ক) ১৯৪৬ সালে 


খ) ১৯৪৭ সালে


গ) ১৯৪৮ সালে 


উত্তর:- গ) ১৯৪৮ সালে 


১৩। কোন অধিকার অবাধ নয় ?


ক) মানবাধিকার 


খ) মৌলিক অধিকার 


গ) সামাজিক অধিকার 


ঘ) রাজনৈতিক অধিকার 


উত্তর:- খ) মৌলিক অধিকার


১৪। প্রতিপালিত হওয়ার অধিকার হল______অধিকার ।


ক) পৌর 


খ) সামাজিক 


গ) রাজনৈতিক 


ঘ) অর্থনৈতিক 


উত্তর:- ঘ) অর্থনৈতিক


১৫। প্রতিবছর ________ডিসেম্বর তারিখটি কে " মানবাধিকার দিবস " হিসেবে চিহ্নিত করা হয় ।


ক) ৭ 


খ) ৮ 


গ) ৯ 


ঘ) ১০ 


উত্তর:- ঘ) ১০

১৬। ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতি সমূহ গৃহীত হয়েছে ________ সংবিধান কে অনুসরণ করে ।


ক) কানাডার 


খ) ব্রিটেনের 


গ) মার্কিন যুক্তরাষ্ট্রের 


ঘ) আয়াল্যান্ড 


উত্তর:- ঘ) আয়াল্যান্ড


১৭। ভারতীয় সংবিধানের যে অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা হয়েছে সেটি হল 


ক) তৃতীয় অংশে 


খ) চতুর্থ অংশে 


গ) পঞ্চম অংশে 


ঘ) ষষ্ট অংশে 


উত্তর:- ক) তৃতীয় অংশে


১৮। ভারতের নাগরিকদের জন্য ________মৌলিক অধিকার স্বীকৃত আছে ।


ক) ৬ টি 


খ) ৭ টি 


গ) ১০ টি 


ঘ) কোনোটিই নয় 


উত্তর:- ক) ৬ টি


১৯। সুপ্রিমকোর্ট কত সালে মানেকা গান্ধী মামলার রায় দেয় ?


ক) ১৯৫০ সালে 


খ) ১৯৫২ সালে 


গ) ১৯৫৫ সালে 


ঘ) ১৯৭৮ সালে 


উত্তর:- ঘ) ১৯৭৮ সালে


২০। জীবনের অধিকার ভারতীয় নাগরিকদের ?


ক) পৌর অধিকার


খ) সামাজিক অধিকার 


গ) অর্থনৈতিক অধিকার 


ঘ) রাজনৈতিক অধিকার 


উত্তর:- ক) পৌর অধিকার

২১। সংবিধানের ৩২নং ধারা অনুযায়ী লেখ , নির্দেশ জারি করে কোন আদালত ?


ক) সুপ্রিমকোর্ট 


খ) হাইকোর্ট 


গ) লোক আদালত 


ঘ) স্থানীয় আদালত 


উত্তর:- ক) সুপ্রিমকোর্ট


২২। ভারতের সংবিধান সুনিশ্চিত করে ?


ক) শোষণের বিরুদ্ধে অধিকার 


খ) কর্মের অধিকার 


গ) বেকার ভাতার অধিকার 


ঘ) উদবাস্তু পূর্নবাসনের অধিকার 


উত্তর:- ক) শোষণের বিরুদ্ধে অধিকার

২৩। ভারতীয় সংবিধানে ক-টি স্বাধীনতার অধিকার প্রদান করা হয়েছে ?


ক) ৫ টি 


খ) ৬ টি 


গ) ৭ টি 


ঘ) ৮ টি 


উত্তর:- খ) ৬ টি 


২৪। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কবে মানবাধিকার কমিশন গঠন করে ?


ক) ১৯৪৬ সালের জানুয়ারী মাসে 


খ) ১৯৪৬ সালের ফেব্রুয়ারি মাসে 


গ) ১৯৪৭ সালের জানুয়ারী মাসে 


ঘ) ১৯৪৬ সালের ফেব্রুয়ারি মাসে 


উত্তর:- গ) ১৯৪৭ সালের জানুয়ারী মাসে


২৫। বিদেশী পুঁজির প্রত্যক্ষ বিনিয়োগ (FDI ) আইন কবে প্রণীত হয় ?


ক) ২০০৯ সালে 


খ) ২০১০ সালে 


গ) ২০১১ সালে 


ঘ) ২০১২ সালে 


উত্তর:- ঘ) ২০১২ সালে


২৬। পার্লামেন্ট এবং রাজ্য আইনসভার সদস্যরা বেশ কয়েকটি_______ভোগ করেন ।


ক) বিশেষাধিকার 


খ) অধিকার 


গ) সামাজিক অধিকার 


ঘ) রাজনৈতিক অধিকার 


উত্তর:- ক) বিশেষাধিকার

সরকারের বিভিন্ন রূপ McQ প্রশ্নোত্তর

 

একাদশ শ্রেণী class xi 11 eleven রাষ্ট্রবিজ্ঞান সরকারের বিভিন্ন রূপ McQ প্রশ্নোত্তর political science sorkarer bivinno rup mcq questions answer


১। একটি জাতীয় রাজধানী অঞ্চল সহ বর্তমান ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল ক-টি ?


ক) ৬ টি 


খ) ৭ টি 


গ) ৮ টি 


ঘ) ৯ টি 


উত্তর:- খ) ৭ টি

২। কোন দেশ যুক্তরাষ্ট্রীয় ব্যাবস্থার আদর্শ উদাহরণ ?


ক) ইংল্যান্ড 


খ) ভারত 


গ) ইউ এস এ 


ঘ) অস্ট্রেলিয়া 


উত্তর:- গ) ইউ এস এ


৩। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় প্রাধান্য দেখা যায় ?


ক) আইন বিভাগের 


খ) সরকারের 


গ) শাসন বিভাগের 


ঘ) সংবিধানের 


উত্তর:- ঘ) সংবিধানের


৪। যুক্তরাষ্ট্রে প্রধানত কটি সরকারের অস্তিত্ব থাকে ?


ক) ১ টি 


খ) ২ টি 


গ) ৩ টি 


ঘ) ৪ টি 


উত্তর:- খ) ২ টি


৫। উদ্দেশ্যগত বিচারে অ্যারিস্টটল সরকারকে কটি শ্রেণীতে ভাগ করেন ?


ক) ২ টি 


খ) ৩ টি 


গ) ৪ টি 


ঘ) ৫ টি 


উত্তর:- ক) ২ টি

৬। সম্মিলিত জাতিপুঞ্জ কী ?


ক) সার্বভৌম রাষ্ট্র 


খ) যুক্তরাষ্ট্র 


গ) অতিরাষ্ট্র 


ঘ) রাষ্ট্র সমবায় 


উত্তর:- ঘ) রাষ্ট্র সমবায়


৭। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি কার কাছে দায়ী থাকেন ?


ক) জনগণের কাছে 


খ) বিচার বিভাগের কাছে 


গ) মন্ত্রিসভার কাছে 


ঘ) পার্লামেন্টের কাছে 


উত্তর:- ক) জনগণের কাছে


৮। বর্তমানে ভারতে রাজ্য তালিকা ভুক্ত বিষয় কটি ?


ক) ৬১ টি 


খ) ৬৬ টি 


গ) ৬৯ টি 


ঘ) ৭০ টি 


উত্তর:- ক) ৬১ টি


৯। বর্তমানে ভারতীয় যুক্তরাষ্ট্রে যুগ্ম তালিকা ভুক্ত বিষয় কটি ?


ক) ৪৭ টি 


খ) ৪৮ টি 


গ) ৫২ টি 


ঘ) ৫৫ টি 


উত্তর:- গ) ৫২ টি


১০। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় কার প্রাধান্য রয়েছে ?


ক) সংবিধানের 


খ) বিচার বিভাগের 


গ) রাজ্য আইনসভার 


ঘ) কেন্দ্রীয় আইনসভার 


উত্তর:- ঘ) কেন্দ্রীয় আইনসভার

১১। বর্তমান ভারতে অঙ্গরাজ্য গুলির সংখ্যা ?


ক) ২৫ 


খ) ২৬ 


গ) ২৯ 


উত্তর:- গ) ২৯


১২। ভারতে জরুরি অবস্থা কে জারি করেন ?


ক) প্রধানমন্ত্রী 


খ) রাষ্ট্রপতি 


গ) সুপ্রিমকোর্ট 


ঘ) মন্ত্রীপরিষদ 


উত্তর:- খ) রাষ্ট্রপতি


১৩। কোথায় দ্বৈত নাগরিকত্বের নিয়ম চালু আছে ?


ক) ভারতে 


খ) মার্কিন যুক্তরাষ্ট্রে 


গ) বাংলাদেশে


ঘ) পাকিস্থানে 


উত্তর:- খ) মার্কিন যুক্তরাষ্ট্রে


১৪। এককেন্দ্রীক শাসন ব্যবস্থার উদাহরণ হল ?


ক) মার্কিন যুক্তরাষ্ট্র 


খ) ব্রিটেন 


গ) ভারত


ঘ) মায়ানমার 


উত্তর:- খ) ব্রিটেন


১৫। ফ্রান্সে কীরূপ সরকার আছে ?


ক) সংসদীয় সরকার 


খ) যুক্তরাষ্ট্রীয় সরকার 


গ) এককেন্দ্রীক সরকার 


ঘ) রাষ্ট্রপতি শাসিত সরকার 


উত্তর:- গ) এককেন্দ্রীক সরকার

১৬। সংসদীয় শাসনব্যবস্থার মাতৃভূমি বলা হয় ?


ক) ব্রিটেন 


খ) ভারত 


গ) আমেরিকা 


ঘ) ফ্রান্স 


উত্তর:- খ) ভারত


১৭। ভারতে শাসন ব্যবস্থার সর্বোচ্চ প্রতিষ্ঠান কোনটি ?


ক) সংবিধান 


খ) কেন্দ্রীয় সরকার


গ) শাসন বিভাগ 


ঘ) শাসন ও আইন বিভাগ 


উত্তর:- ক) সংবিধান


১৮। ভারতে কেন্দ্রীয় সরকারের জন্য অধ্যাদেশে কে জারি করতে পারেন ?


ক) প্রধানমন্ত্রী 


খ) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি 


গ) কেন্দ্রীয় আইনমন্ত্রী 


ঘ) রাষ্ট্রপতি 


উত্তর:- ঘ) রাষ্ট্রপতি


১৯। সংসদীয় শাসন ব্যবস্থায় কাকে কেন্দ্র করে মন্ত্রীসভা আবর্তিত হয় ?


ক) প্রধামন্ত্রীকে 


খ) রাষ্ট্রপ্রধানকে 


গ) ক্যাবিনেটকে 


ঘ) আইনসভাকে


উত্তর:- ক) প্রধামন্ত্রীকে


২০। সংসদীয় শাসন ব্যবস্থার অন্যতম গুরুত্ব পূর্ন বৈশিষ্ট্য কী ?


ক) শক্তিশালী আইনসভার উপস্থিতি


খ) শক্তিশালী বিচার বিভাগের উপস্থিতি 


গ) শক্তিশালী মন্ত্রীসভার উপস্থিতি 


ঘ) শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি


উত্তর:- ঘ) শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি

২১। গণতন্ত্রকে কটি ভাগে ভাগ করা যায় ?


ক) দুই 


খ) তিন 


গ) চার 


ঘ) পাঁচ 


উত্তর:- ক) দুই


২২। ভারতে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় কোন তালিকার অন্তভূক্ত ?


ক) রাজ্য 


খ) যুগ্ম 


গ) কেন্দ্রীয় 


ঘ) অবশিষ্ট 


উত্তর:- গ) কেন্দ্রীয়


২৩। ভারতে পরিকল্পনা কমিশনের সভাপতি হলেন______।


ক) রাষ্ট্রপতি 


খ) প্রধানমন্ত্রী 


গ) কেন্দ্রীয় পরিকল্পনা মন্ত্রী 


ঘ) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী 


উত্তর:- খ) প্রধানমন্ত্রী


২৪। রাষ্ট্রপতি শাসিত শাসনব্যবস্থায় মন্ত্রীরা মনোনীত ও নির্যুক্ত হন ________. 


ক) জনগণের দ্বারা 


খ) প্রধান বিচারপতির দ্বারা 


গ) রাষ্ট্রপতির দ্বারা 


ঘ) প্রধানমন্ত্রীর দ্বারা 


উত্তর:- গ) রাষ্ট্রপতির দ্বারা


২৫। সংসদীয় ব্যবস্থায় কোনো মন্ত্রীকে কীসের সদস্য হতেই হয় ?


ক) শাসন বিভাগের 


খ) আইনসভার 


গ) বিচার বিভাগের 


ঘ) সরকারের 


উত্তর:- খ) আইনসভার

২৬। সংসদীয় শাসন ব্যবস্থায় দেশের প্রকৃত শাসক হলেন ।


ক) প্রধানমন্ত্রী 


খ) রাষ্ট্রপতি 


গ) উপরাষ্ট্রপতি 


ঘ) প্রধান বিচারপতি 


উত্তর:- ক) প্রধানমন্ত্রী


২৭। সংসদীয় ব্যবস্থায় মন্ত্রীসভা দায়িত্বশীল থাকে 


ক) রাষ্ট্রপতির কাছে 


খ) প্রধানমন্ত্রীর কাছে 


গ) আইনসভার কাছে 


ঘ) কোনোটিই নয় 


উত্তর:- গ) আইনসভার কাছে


২৮। ভারতে_______অঙ্গরাজ্যের পৃথক সংবিধান আছে ।


ক) হিমাচল প্রদেশ 


খ) কেরল 


গ) পশ্চিমবঙ্গ 


ঘ) জম্মু ও কাশ্মীর 


উত্তর:- ঘ) জম্মু ও কাশ্মীর


২৯। ভারতের রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিরোধের মীমাংসা করে 


ক) হাইকোর্ট 


খ) সুপ্রিমকোর্ট 


গ) নির্বাচন ট্রাইবিউনাল 


ঘ) ভারতের নির্বাচন কমিশন 


উত্তর:- খ) সুপ্রিমকোর্ট


৩০। মন্ত্রিসভা পরিচালিত সরকারে ক্যাবিনেট দায়িত্ব শীল থাকে 


ক) উচ্চকক্ষের কাছে 


খ) নিম্নকক্ষের কাছে 


গ) বিচার বিভাগের কাছে 


ঘ) রাষ্ট্রপতির কাছে 


উত্তর:- খ) নিম্নকক্ষের কাছে

সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার McQ প্রশ্নোত্তর

 

একাদশ শ্রেণী class xi 11 eleven সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার McQ প্রশ্নোত্তর রাষ্ট্রবিজ্ঞান সাজেশন political science sarbik prapto boyosker votadhikar MCQ question answer


১। ভারতে ভোটদাতাকে অবশ্যই কত বছর বয়সী হতে হবে ?


ক) ১৮ বছর


খ) ১৯  বছর


গ) ২১ বছর


ঘ) ২৩ বছর


উত্তর:- ক) ১৮ বছর

২। ভোটধিকার কীরূপ অধিকার  ?


ক) সামাজিক অধিকার 


খ) রাজনৈতিক অধিকার 


গ) ব্যাক্তিগত অধিকার 


ঘ) জন্মগত অধিকার 


উত্তর:- খ) রাজনৈতিক অধিকার


৩। ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির পদের নির্বাচন কার বা কাদের দ্বারা পরিচালিত হয় ?


ক) লোকসভার অধ্যক্ষ


খ) রাজ্যসভার ডেপুটি স্পিকার


গ) রাজ্যসভার চেয়ারম্যান 


ঘ) নির্বাচন কমিশন 


উত্তর:- ঘ) নির্বাচন কমিশন


৪। ভারতে কবে থেকে নারীর ভোটাধিকার স্বীকৃত হয়েছে ?


ক) প্রথম সাধারণ নির্বাচন 


খ) দ্বিতীয় সাধারণ নির্বাচন 


গ) তৃতীয় সাধারণ নির্বাচন 


ঘ) চতুর্থত সাধারণ নির্বাচন


উত্তর:- ক) প্রথম সাধারণ নির্বাচন


৫। ভারতে স্বীকৃত ?


ক) সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার 


খ) শিক্ষার ভিত্তিতে ভোটাধিকার


গ) সাক্ষরতার ভিত্তিতে ভোটাধিকার


ঘ) সম্পত্তির ভিত্তিতে ভোটাধিকার 


উত্তর:- ক) সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার 

৬। ভারতে সর্বপ্রথম সার্বিক প্রাপ্ত বয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে ?


ক) ১৯৪৭ 


খ) ১৯৫০ 


গ) ১৯৫২ 


ঘ) ১৯৫৩ 


উত্তর:- ক) ১৯৪৭ 


৭। ________ হলেন নারীর ভোটাধিকারের প্রবক্তা ?


ক) জন স্টুয়ার্ট মিল 


খ) ব্লুন্টসলি 


গ) মেকলে 


উত্তর:- ক) জন স্টুয়ার্ট মিল


৮। ভোট দান করা নাগরিকের একটি 


ক) রাজনৈতিক কর্তব্য


খ) নৈতিক কর্তব্য


গ) আইনগত কর্তব্য


ঘ) সামাজিক কর্তব্য


উত্তর:- খ) নৈতিক কর্তব্য


৯। কোন অধিকার নাগরিকদের জন্মগত অধিকার ?


ক) রাজনৈতিক অধিকার


খ) স্বাভাবিক  অধিকার


গ) সামাজিক অধিকার


ঘ) ভোটাধিকার 


উত্তর:- ঘ) ভোটাধিকার


১০। ভারতে কীসের অভাব সংসদীয় গণতন্ত্র কে দূর্বল করেছে ?


ক) শিক্ষিত জনগণের 


খ) রাজনৈতিক চেতনার 


গ) উপযুক্ত পরিবেশের 


ঘ) শক্তিশালী বিরোধী দলের 


উত্তর:- ঘ) শক্তিশালী বিরোধী দলের

১১। ভারতে আজও প্রায় কতজন নাগরিক ভোটাধিকার প্রয়োগ করেন না ?


ক) শতকরা ২০ ভাগ 


খ) শতকরা ৩০ ভাগ 


গ) শতকরা ৪০ ভাগ 


ঘ) শতকরা ৫০ ভাগ 


উত্তর:- গ) শতকরা ৪০ ভাগ


১২। ভারতীয় সংবিধানের ভোটাধিকারের কথা বলা হয়েছে ?


ক) দ্বাদশ অংশে 


খ) ত্রয়োদশ অংশে


গ) চতুর্দশ অংশে


ঘ) পঞ্চদশ অংশে


উত্তর:- ঘ) পঞ্চদশ অংশে


১৩। মার্কিন যুক্তরাষ্ট্রে________বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ভোটাধিকার প্রদান করা হয়েছে ?


ক) ২১ 


খ) ১৮ 


গ) ২০ 


ঘ) ১৬ 


উত্তর:- খ) ১৮


১৪। ভোটাধিকার না থাকলে নাগরিকরা _____ সম্পর্কে উদাসীন হয়ে পড়বে ।


ক) সমাজনীতি 


খ) রাজনীতি 


গ) অর্থনীতি 


ঘ) আইন 


উত্তর:- খ) রাজনীতি


১৫) কত সালের নির্বাচনে কেন্দ্রে কংগ্রেস দলের একক প্রাধান্যে ক্ষুণ্ন হয়েছিল ?


ক) ১৯৭৭ 


খ) ১৯৭৯ 


গ) ১৯৮০ 


ঘ) ১৯৮৯ 


উত্তর:- ক) ১৯৭৭

১৬। ভারতে শতকরা প্রায় কত শতাংশ মানুষ নিরক্ষর ?


ক) ৩০ 


খ) ৩২ 


গ) ২৬ 


ঘ) ৩৬ 


উত্তর:- ঘ) ৩৬


১৭। ১৯৭৫ সালে তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্বাচন কে অবৈধ বলে _________ হাইকোর্ট রায় দিয়েছিল ।


ক) দিল্লি 


খ) লখনউ


গ) এলাহাবাদ 


ঘ) হায়দ্রাবাদ 


উত্তর:- গ) এলাহাবাদ


১৮। নির্বাচনে অসাধু আচরণের জন্য ভারতের যে রাজ্য ১০ বছরের জন্য ভোটাধিকার খর্ব করা হয় , তা হল ?


ক) পশ্চিমবঙ্গ


খ) উত্তর প্রদেশ 


গ) জম্মু ও কাশ্মীর 


ঘ) অন্ধ্রপ্রদেশ


উত্তর:- গ) জম্মু ও কাশ্মীর


১৯। কোন দেশে মহিলাদের ভোটাধিকার এখনও স্বীকৃত নয় ?


ক) কুয়েত 


খ) সৌদি আরব 


গ) ইয়েমেন 


ঘ) কাতার 


উত্তর:- খ) সৌদি আরব


২০। মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের ভোটদানের বয়স ছিল ?


ক) ১৪ বছর 


খ) ২০ বছর


গ) ২১ বছর 


ঘ) ২৫ বছর 


উত্তর:- গ) ২১ বছর

২১। ভারতের নারীর ভোটাধিকার স্বীকৃত হয়  ?


ক) 1947 খ্রি:


খ) 1952 খ্রি:


গ) 1955 খ্রি:


ঘ) 1975 খ্রি:


উত্তর:- খ) 1952 খ্রি:


২২। ভারতের নির্বাচন সংক্রান্ত বিরোধ মীমাংসা করে   ?


ক) আইনসভা 


খ) নির্বাচন কমিশন 


গ) বিচার বিভাগ 


ঘ) প্রধানমন্ত্রীর সচিবালয় 


উত্তর:- গ) বিচার বিভাগ


২৩। কারা ভোটাধিকার থেকে বঞ্চিত ?


ক) ১৮ বছরের কম বয়স্ক জনগন 


খ) অশিক্ষিত জনগন 


গ) দরিদ্র জনগন 


ঘ) নিম্ন সম্প্রদায়ভুক্ত জনগন 


উত্তর:- ক) ১৮ বছরের কম বয়স্ক জনগন 


২৪। বিধানসভা ও লোকসভায় নির্বাচনে প্রাথীদের বয়স কমপক্ষে ______ বছর হওয়া উচিত ?


ক) ২৫ বছর 


খ) ২৬ বছর 


গ) ২৭ বছর


ঘ) ২৮ বছর


উত্তর:- ক) ২৫ বছর


২৫। ভারতের নির্বাচন কমিশন কতজন সদস্য বিশিষ্ট ?


ক) এক 


খ) দুই 


গ) তিন 


ঘ) বহু 


উত্তর:- ঘ) বহু

২৬। ভারতের অন্যান্য নির্বাচন কমিশনার কে নিয়োগ করেন কে ?


ক) মুখ্য নির্বাচন কমিশনার 


খ) রাষ্ট্রপতি 


গ) কেন্দ্রীয় মন্ত্রিসভা 


ঘ) প্রধানমন্ত্রী 


উত্তর:- খ) রাষ্ট্রপতি


২৭। ভারতে নির্বাচন প্রাথীদের প্রতীক চিহ্ন দেয় কে ?


ক) কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর 


খ) নির্বাচন কমিশন 


গ) কেন্দ্রীয় মন্ত্রীসভা 


ঘ) সুপ্রিমকোর্ট 


উত্তর:- খ) নির্বাচন কমিশন


২৮। ভারতের নির্বাচন কমিশনের সদস্য দের কার্যকালের মেয়াদ 


ক) তিন বছর 


খ) পাঁচ বছর


গ) ছয় বছর


ঘ) সাত বছর 


উত্তর:- গ) ছয় বছর


২৯। ভারতের নির্বাচন কমিশনারগণ কার সমান বেতন , ভাতা ইত্যাদি পাবেন ?


ক) প্রধানমন্ত্রীর 


খ) হাইকোর্টের বিচারপতির 


গ) সুপ্রিমকোর্টের বিচারপতির 


ঘ) রাজ্যপালের 


উত্তর:- গ) সুপ্রিমকোর্টের বিচারপতির


৩০। নির্বাচন কমিশনের সুপারিশ ও পরামর্শ মেনে নিতে ________ বাধ্য নয় ।


ক) কেন্দ্রীয় সরকার 


খ) রাজ্য সরকার 


গ) রাষ্ট্রপতি 


ঘ) রাজ্যপাল 


উত্তর:- ক) কেন্দ্রীয় সরকার

৩১। মুখ্য নির্বাচন কমিশনার কে তাঁর কর্ম থেকে অপসারিত করতে পারেন ।


ক) রাষ্ট্রপতি 


খ) প্রধানমন্ত্রী 


গ) আইনসভার সদস্য ও রাষ্ট্রপতি 


ঘ) এদের কেউ নয় 


উত্তর:- গ) আইনসভার সদস্য ও রাষ্ট্রপতি

৩২। ব্যালটের ব্যাবহার ছাড়াও ভারতে ________এর মাধ্যমে ভোট গৃহীত হয় ।

ক) ফেসবুক 

খ) টুইটার 

গ) বৈদ্যুতিন ভোটদান যন্ত্র ( ইভিএম )


উত্তর:- গ) বৈদ্যুতিন ভোটদান যন্ত্র ( ইভিএম )

মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বোঝ ? এর মূল বৈশিষ্ট্য গুলি আলোচনা করো

 

একাদশ শ্রেণী class 11 xi eleven যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বোঝ এর মূল বৈশিষ্ট্য গুলি আলোচনা করো প্রশ্নোত্তর political science ruktorastriyo sorkar bolte ki bojho ar mul boishishto guli alochona koro


প্রশ্ন : যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বোঝ ? এর মূল বৈশিষ্ট্য গুলি আলোচনা করো ।


উত্তর:- ক্ষমতা বিকেন্দ্রকরনের নীতির ভিত্তিতে যুক্তরাষ্ট্রীয় সরকারের উদ্ভব ঘটে । অধ্যাপক কে সি হোয়ার এর মতে , যুক্তরাষ্ট্র বলতে সেই শাসন ব্যাবস্থাকে বোঝায় যেখানে সংবিধান কতৃক কেন্দ্রীয় সরকার ও আঞ্চলিক সরকার গুলির মধ্যে এমনভাবে ক্ষমতা বন্টন করা হয় যাতে উভয় সরকার নিজ নিজ প্রশাসনিক এলাকায় স্বাধীনভাবে কাজ করতে পারে । রাষ্ট্রবিজ্ঞানী বাঁচ  যুক্তরাষ্ট্রের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন , যুক্তরাষ্ট্র হল সেই শাসন ব্যাবস্থা যেখানে যাবতীয় ক্ষমতা একটি কেন্দ্রীয় সরকার ও কয়েকটি আঞ্চলিক সরকারের মধ্যে এমনভাবে বণ্ঠিত হয় যাতে এই দু ধরনের সরকার পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করতে পারে এবং নিজেদের প্রতিনিধিদের মাধ্যমে উভয়ই প্রত্যক্ষ ভাবে জনগন কে শাসন করতে পারে ।

প্রসঙ্গগত বলা যায় , সাধারনত দুটি পদ্ধতিতে যুক্তরাষ্ট্র গড়ে ওঠে । একটি হল বিভক্তি করণের প্রক্রিয়া , যার মাধ্যমে কোনো এক কেন্দ্রিক রাষ্ট্র কয়েকটি অঙ্গরাজ্য বিভক্ত হয়ে একটি যুক্তরাষ্ট্র  গঠন করে । অন্যটি হল সংহতি সাধনের প্রক্রিয়া  , যার মাধ্যমে কয়েকটি সার্বভৌম রাষ্ট্র একত্রিত হয়ে নিজেদের মধ্যে চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র গঠন করে ।



যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্য সমূহ 


এক বিশেষ ধরনের শাসন ব্যাবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের কয়েকটি স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে । সেই বৈশিষ্ট্য গুলি হল 


দু ধরনের সরকারের উপস্থিতি : যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় ও আঞ্চলিক এই দু ধরনের সরকারের সহাবস্থান লক্ষ করা যায় । সমগ্র দেশের শাসন কার্য পরিচালনার দায়িত্ব থাকে কেন্দ্রীয় সরকারের হাতে । অন্যদিকে , বিভিন্ন অঞ্চলের শাসনের দায়িত্ব থাকে বিভিন্ন আঞ্চলিক বা অঙ্গরাজ্যের সরকারের হাতে ।



ক্ষমতা বন্টন : ক্ষমতা বন্টন যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার অন্যতম অপরিহার্য বৈশিষ্ট্য । এখানে লিখিত সংবিধানের মাধ্যমে কেন্দ্রীয় ও আঞ্চলিক সরকার গুলির মধ্যে শাসন ক্ষমতা সুনির্দিষ্ট ভাবে বণ্টন করা হয় ।



সংবিধান প্রাধান্য : সংবিধানকে দেশের সর্বোচ্চ মৌলিক আইনের স্বীকৃতি দিয়ে যুক্তরাষ্ট্রে সংবিধানের প্রাধান্য স্বীকার করা হয় । এ খানে কেন্দ্রীয় ও আঞ্চলিক উভয় সরকারই সংবিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করতে বাধ্য । সংবিধানই এ খানে সমস্ত ক্ষমতার উৎস ।


যুক্তরাষ্ট্রীয় আদালত : সংবিধানের অভিভাবক ও চূড়ান্ত ব্যাখ্যা কর্তা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার একটি অপরিহার্য বৈশিষ্ট্য । কেন্দ্রীয় ও আঞ্চলিক সরকার গুলির মধ্যে ক্ষমতা সম্পর্কিত বিষয়ে সৃষ্ট যে কোনো বিরোধের চূড়ান্ত মীমাংসা কর্তা হল এই আদালত । উভয় সরকারের কাজকর্ম সংবিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব ও যুক্তরাষ্ট্রীয় আদালতের ।


দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা : যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার আর একটি লক্ষণীয় বৈশিষ্ট্য হল দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা । আইনসভার নিম্নকক্ষ হল জনপ্রতিনিধিত্বমূলক কক্ষ , আর উচ্চকক্ষ হল অঙ্গরাজ্য গুলির প্রতিনিধিত্বমূলক কক্ষ । উচ্চকক্ষে ছোটো বড়ো নির্বিশেষে প্রতিটি অঙ্গরাজ্যের সমসংখ্যক প্রতিনিধিত্বকে যুক্তরাষ্ট্রের অন্যতম নীতি বলে মনে করা হয় ।


স্বতন্ত্র রাজস্বব্যবস্থা : যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় ও আঞ্চলিক উভয় সরকারেরই পর্যাপ্ত আর্থিক সংগতি থাকা প্রয়োজন । নতুবা কোনো সরকারের পক্ষেই সুষ্ঠ ভাবে দায়দায়িত্ব পালন করা সম্ভব হয় না । সেজন্য কেন্দ্র ও রাজ্যের জন্য স্বতন্ত্র রাজস্ব ব্যবস্থার উল্লেখ যুক্তরাষ্ট্রীয় সংবিধানের একটি গুরুত্ব পূর্ন বৈশিষ্ট্য ।




স্বতন্ত্র সংবিধান : অঙ্গরাজ্য গুলির জন্য পৃথক সংবিধানের অস্তিত্ব যুক্তরাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য । উদাহরণ স্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রে ৫০ টি অঙ্গরাজ্যের জন্য ৫০ টি স্বতন্ত্র সংবিধান আছে । অবশ্য অঙ্গরাজ্যের সংবিধান কে জাতীয় সংবিধানের সঙ্গে সংগতি পূর্ন হতে হয় ।


দ্দ্বৈত নাগরিকত্ব : বিশ্বের কোনো রাষ্ট্রে দ্দ্বৈত নাগরিকত্ব স্বীকৃত । দ্দ্বৈত নাগরিকত্ব বলতে একই সঙ্গে সমগ্র দেশের ও নিজ নিজ রাজ্যের নাগরিকত্ব কে বোঝায় । অবশ্য দ্দ্বৈত নাগরিকত্বকে অপরিহার্য বৈশিষ্ট্য বলে স্বীকার করা হয় না ।

সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

রাষ্ট্র ও সমাজের পার্থক্য ব্যাখ্যা করো

 

একাদশ শ্রেণী class 11 xi eleven রাষ্ট্র ও সমাজের পার্থক্য ব্যাখ্যা করো প্রশ্নোত্তর rastro o somajer parthokko bakkha koro questions answer political science suggestions

প্রশ্ন : রাষ্ট্র ও সমাজের পার্থক্য ব্যাখ্যা করো । 


উত্তর:- বর্তমানে রাষ্ট্র ও সমাজকে এক বলে মনে করা হয় না । আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী গণ এবং মার্কসবাদী রাষ্ট্রবিজ্ঞানী গণও রাষ্ট্র ও সমাজ কে এক বলে মনে করেন না । রাষ্ট্র হল বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য সৃষ্ট এক প্রতিষ্ঠান । অন্যদিকে , সমাজ বলতে স্বেচ্ছায় প্রতিষ্ঠিত সংঘের সমষ্টিকে বোঝায় । রাষ্ট্র ও সমাজের মধ্যে নিম্নলিখিত পার্থক্য গুলি লক্ষ করা যায় ।

উদ্ভব : রাষ্ট্রের তুলনায় সমাজের উদ্ভব আগে হয়েছে  । রাষ্ট্র সৃষ্টির অনেক আগে থেকেই সমাজের অস্তিত্ব পরিলক্ষিত হয় । পক্ষান্তরে, সামাজিক বিবর্তনের একটি স্তরে রাষ্ট্রের উদ্ভব হয়েছে ।


উদ্দেশ্য : রাষ্ট্রের উদ্দেশ্য হল , তার সদস্যদের কল্যাণ সাধন করা । আদিম মানুষের সুন্দর ও স্বয়ং সম্পূর্ন জীবন যাপনের উদ্দেশ্যে রাষ্ট্র গড়ে উঠেছে । অন্যদিকে , সমাজের আর্থিক , নৈতিক , ধর্মীয় ইত্যাদির বহু উদ্দেশ্য বর্তমান । বহুবিধ উদ্দেশ্য সমাজের নানাবিধ সংগঠনের মাধ্যমে সাধিত হয় ।


ব্যাপকতা : রাষ্ট্রের তুলনায় সমাজের উদ্দেশ্য অনেক ব্যাপক । রাষ্ট্র কেবল মাত্র বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য গড়ে উঠেছে । কিন্তু সমাজ বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্দয়ে গড়ে উঠেছে । ওই বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে রাষ্ট্র হল একটি প্রতিষ্ঠান । 


সদস্যপদ : কোনো নাগরিক কে তার রাষ্ট্রের সদস্য হতেই হয় । অন্যভাবে বলা যায় যে , রাষ্ট্রের সদস্য পদ গ্রহণ করা বাধ্যতামূলক । তবে কোনো ব্যাক্তি একই সঙ্গে একাধিক রাষ্ট্রের সদস্য হতে পারে না । অন্যদিকে , সমাজ হল বহু সংগঠনের সমষ্টি । কোনো ব্যক্তি তাঁর প্রয়োজন পূরণের জন্য এক বা একাধিক সামাজিক সংগঠনের সদস্য হতে পারে । সামাজিক সংগঠনের সদস্য পদ গ্রহণ করা বাধ্যাতামূলক নয় ।

সরকার : রাষ্ট্র গড়ে ওঠার জন্য সরকার আবশ্যক । সরকারের মাধ্যমেই রাষ্ট্রের উদ্দেশ্য বাস্তবায়িত হয় । অর্থাৎ , সরকারের মাধ্যমেই রাষ্ট্র মূর্ত হয়ে ওঠে । পক্ষান্তরে , সমাজ গড়ে ওঠার জন্য সরকারের প্রয়োজন হয় না । সমাজের সদস্যগণ নিজেরাই সামাজিক কার্যকলাপ পরিচালনা করেন ।


ভূখন্ড : রাষ্ট্র গড়ে ওঠার জন্য একটি অপরিহার্য উপাদান হল ভূখন্ড । নির্দিষ্ট ভূখন্ড ছাড়া রাষ্ট্র গঠনের কথা কল্পনাই করা যায় না । কিন্তু সমাজ গড়ে ওঠার জন্য নির্দিষ্ট ভূখণ্ডের আবশ্যকতা নেই ।

বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

একাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান সাজেশন

 

একাদশ শ্রেণী class xi 11 eleven political science suggestions রাষ্ট্রবিজ্ঞান সাজেশন


                    প্রতিটি প্রশ্নের মান : ৮ 


১। রাষ্ট্রবিজ্ঞান কী বিজ্ঞান ? এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও ।


২। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়ে । রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাক্ষেত্রের পরিধি বিশ্লেষণ করো ।

৩। রাষ্ট্রের প্রধান উপাদান গুলি বিশ্লেষণ করো ।


৪। রাষ্ট্র ও সমাজের পার্থক্য করো ।


৫। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বল প্রয়োগ মতবাদ আলোচনা করো ।


৬। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিবর্তনবাদ বা ঐতিহাসিক মতবাদ আলোচনা করো ।

৭। সংবিধান কাকে বলে ? সংবিধানের শ্রেণী বিভাজন করো ।


৮। লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো ।


৯। ভারতীয় সংবিধানের অপরিহার্য বৈশিষ্ট্য গুলি আলোচনা করো ।


১০। যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বোঝ ? এর মূল বৈশিষ্ট্য গুলি আলোচনা করো ।


১১। অধিকার বলতে কি বোঝ ? পৌর অধিকার ও রাজনৈতিক অধিকার সম্পর্কে আলোচনা করো ।


১২। ভারতের সংবিধানে স্বীকৃত সাম্যর অধিকারটি আলোচনা করো ।


১৩। নির্দেশ মূলক নীতি বলতে কি বোঝ ? সংক্ষেপে গুরুত্বপূর্ন নির্দেশমূলক নীতি গুলি উল্লেখ করো ।


১৪। মৌলিক অধিকার ও নির্দেশ মূলক নীতির মধ্যে পার্থক্য গুলি লেখো ।

বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

ভারতের সংবিধানে স্বীকৃত সাম্যর অধিকারটি আলোচনা করো ।

 

একাদশ শ্রেণী class 11 xi eleven ভারতের সংবিধানে স্বীকৃত সাম্যর অধিকারটি আলোচনা করো প্রশ্নোত্তর india songbidhane swikrito sammer odhikarti alochona koro questions answer

প্রশ্ন: ভারতের সংবিধানে স্বীকৃত সাম্যর অধিকারটি আলোচনা করো ।

উত্তর:- ভারতীয় সংবিধানে ১৪-১৮ নং ধারায় সাম্যর অধিকার ঘোষিত ও স্বীকৃত হয়েছে ।


[ ১  ] আইনগত সাম্য প্রতিষ্ঠা : সংবিধানের ১৪নং ধারায় দুটি অধিকারের উল্লেখ রয়েছে 



[  i  ] আইনের দৃষ্টিতে সমতা : আইনের দৃষ্টিতে সমতার অর্থ হল সব নাগরিক আইনের চোখে সমান । ক্ষমতা , পদমর্যাদা ও অবস্থা নির্বিশেষে কোনো ব্যক্তি দেশের আইনের ঊর্ধেব নয় । কিন্তু ভারতীয় সংবিধানে " আইনের দৃষ্টিতে সমতা " নীতির কয়েকটি উল্লেখযোগ্য ব্যাতিক্রম রয়েছে । যেমন (১) সাধারণ নাগরিকের তুলনায় পুলিশ কর্মচারীরা ব্যাপক ক্ষমতা ভোগ করে থাকেন এবং (২) সংবিধানের ৩৬নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি  , প্রধানমন্ত্রী ও রাজ্যপালের বিরূদ্ধে ফৌজদারী মামলা দায়ের করা যায় না ।


[  ii  ] আইন কতৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার : আইন সমূহ কতৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকারের মাধ্যমে সমপর্যায়ভুক্ত ব্যাক্তি দের ক্ষেত্রে আইন সমভাবে প্রযুক্ত হবে । এই অধিকারের অর্থ হল লোকের অবস্থা বা প্রকৃতির বিভিন্নতা বিচার করে প্রত্যেক আইনকে সব ব্যাক্তির ক্ষেত্রে সমভাবে প্রয়োগ করতে হবে । অবশ্য রাষ্ট্র যুক্তিযুক্ত ভাবে বিভিন্ন ব্যাক্তি কে শ্রেণী বিভক্ত করতে পারে এবং পৃথক পৃথক শ্রেণীর জন্য রাষ্ট্র পৃথক আইন প্রয়নয় করতে পারে । উদাহরণ স্বরূপ বলা যায় , প্রত্যেকে সমান ভাবে কর দেবে এরূপ নয় । আয়কর নিধারণের ক্ষেত্রে ব্যাক্তি গণকে আয়ের পরিমাণ অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে ভাগ করে বিভিন্ন হারে আয়কর ধার্য করা হয় ।



[  ২  ] বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধকরন : সংবিধানের ১৫নং ধারায় বলা হয়েছে যে ধর্ম জাতি বর্ন স্ত্রী পুরুষ এবং জন্মস্থানজনিত কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্যমূলক আচরণ করবে না । এছাড়া কোনো নাগরিককে উপরোক্ত যে কোনো করণের জন্য দোকান , সাধারণের ব্যাবহায রেস্তোরাঁ , হোটেল ও প্রমদস্থলে প্রবেশ এবং রাষ্ট্র কতৃক পূর্ণভাবে বা আংশিকভাবে তৈরী করা কূপ , জলাশয় , স্নানের ঘাট , রাস্তা ও আশ্রয়স্থল ব্যাবহার করার অধিকার থেকে বঞ্চিত করা চলবে না । তবে রাষ্ট্র নারী , শিশু ও সামাজিক বা শিক্ষাগত দিক থেকে অনগ্রসর শ্রেণী সমূহ , তপশিলি জাতি ও উপজাতিদের জন্য বিশেষ ব্যাবস্থা অবলম্বন করতে পারে ।


[   ৩  ] সরকারি চাকরির ক্ষেত্রে সমানাধিকার : ১৬নং ধারায় বলা হয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে জাতি , ধর্ম , স্ত্রী , পুরুষ বংশধারা , বর্ন , জন্মস্থান বা বাসস্থানের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্যমূলক আচরণ করা চলবে না । নিয়োগ ছাড়াও বেতন , ছুটি , পেনশন ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে । অবশ্য এই অধিকারের কিছু ব্যাতিক্রম আছে । যেমন 


(i ) ধর্ম বা ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত চাকরি সংশ্লিষ্ট ধর্মাবল্মিদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা যেতে পারে ।


(ii) সংসদ আইন করে কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে সরকারী চাকরীতে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট অঞ্চলে বসবাসগত যোগ্যতা কে আবশিক শর্ত হিসেবে আরোপ করতে পারে ।



[ ৪ ] উপাধি নিষিদ্ধকরন : সংবিধানে ১৮নং ধারায় নাগরিকদের মধ্যে গণতন্ত্র সুলভ সাম্য প্রতিষ্ঠাকল্পে বলা হয়েছে যে , কোনো ভারতীয় নাগরিক দেশী বা বিদেশী পদবি বা উপাধি গ্রহণ করতে পারবে না , কিন্ত সামরিক বা শিক্ষা সংস্কৃতিমূলক উপাধির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না ।

 

মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান ? এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও ।

 

একাদশ শ্রেণী class 11 xi eleven রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও প্রশ্নোত্তর political science suggestions rastro biggan ki biggan pokhe bipokhe jukti dao

প্রশ্ন: রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান ? এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও ।


উত্তর:- সাধারণভাবে বিজ্ঞান বলতে এক সুসংবদ্ধ বিশেষ জ্ঞানকে বোঝায় । " রাষ্ট্রবিজ্ঞান " শব্দটির মধ্যে  " বিজ্ঞান " শব্দটি থাকায় অনেকদিন আগেই একটি বিতর্কের সূত্রপাত হয়েছে । রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যেও এই নিয়ে সংশয় ও মতবিরোধ রয়েছে । রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় কীনা , তার পক্ষে ও বিপক্ষে রাষ্ট্রবিজ্ঞানীরা যে মতামত প্রকাশ করেছেন , তা নীচে আলোচনা করা হল ।


                       পক্ষে যুক্তি 


রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান কিনা সে বিষয়ে মতামত দিতে গেলে বিজ্ঞান বলতে কি বোঝায় সে সম্পর্কে জ্ঞান থাকা দরকার । বিজ্ঞান হল কোনো বিষয়ে সুসংবদ্ধ ও সৃশৃঙ্খল জ্ঞান , যা পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে লাভ করা যায় ।



[  ১  ] সুসংবদ্ধ জ্ঞান : যে কোনো সুসংবদ্ধ জ্ঞানকে বিজ্ঞান আখ্যা দেওয়া হলে রাষ্ট্রবিজ্ঞান ও একটি বিজ্ঞান । রাষ্ট্রবিজ্ঞানেও পর্যবেক্ষণ , পরীক্ষা , শ্রেণী বিভক্তিকরন , কার্যকারণ , সম্পর্ক নির্ণয়ের মধ্য দিয়ে নাগরিকদের আচার আচরণ , রাস্ট্রের উৎপত্তি ও প্রকৃতি সম্পর্কে সুসংবদ্ধ জ্ঞান অর্জন করা সম্ভব ।


[   ২  ] পর্যবেক্ষণ সম্ভব : রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার সূত্রপাত করেছিলেন প্রাচীণ গ্রিক দার্শনিক প্লেটো ও অ্যারিস্টটল । সেই থেকেই রাজনৈতিক ব্যাবস্থা নিয়ে পর্যবেক্ষণ শুরু হয় , যা আজও চলছে । যেমন , মন্তেস্কুর ক্ষমতাস্বতন্ত্রিকরণ নীতি , গণতান্ত্রিক ব্যাবস্থার শ্রেষ্ঠত্ব ইত্যাদি বিষয় গুলি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার ফল ।


[   ৩   ] পরীক্ষণ সম্ভব : রাষ্ট্রবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় হল মানুষ । রাষ্ট্রবিজ্ঞানীগণ মানুষকে নিয়েই নিরন্তর পরীক্ষা নিরীক্ষা করে চলেছেন । এই পরীক্ষা নিরীক্ষা মাধ্যমেই রাষ্ট্রবিজ্ঞানিগণ আদর্শ ও জনকল্যাণকর রাষ্ট্রের ছবি তুলে ধরেছেন ।




[  ৪   ] সাধারণ সূত্র প্রতিষ্ঠা : বিজ্ঞানের মতো রাষ্ট্রবিজ্ঞানে ও আহরিত জ্ঞান থেকে একটি সাধারণ সূত্র প্রতিষ্ঠা করা যায় । সেই সূত্র অনেক সময়ই রাজনৈতিক সমস্যা সমাধানের পথ নির্দেশ করার ক্ষেত্রে সহায়ক হয় ।



[   ৫   ] সর্বজনীন বিধি প্রণয়ন : অ্যারিষ্টল , ফাইনার , ব্রাউস প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন ধরনের রাজনৈতিক জীবন পর্যালোচনা করে কয়েকটি সর্বজনীন বিধি ও পদ্ধতি প্রণয়ে প্রয়াসী হয়েছিলেন । রাষ্ট্রবিজ্ঞানের কোনো নির্দিষ্ট গবেষণাগার না থাকলেও বিভিন্ন দেশের রাজনৈতিক জীবনের বিবর্তন , উত্থাপনের ইতিবৃত্ত , রাজনৈতীক কাঠামোর পরিবর্তন ইত্যাদির গবেষণা সর্বজনীন বিধি প্রণয়নে সাহায্য করে ।


[  ৬   ] তথ্যনির্ভর বিশ্লেষণ : রাষ্ট্রবিজ্ঞানে শুধু তত্ত্বের ওপর গুরুত্ব দেওয়া হয় না , বিজ্ঞানের মতো রাষ্ট্রবিজ্ঞানে ও তথ্যের ওপর নির্ভর করে সিদ্ধান্তে পৌঁছাতে হয় । মানব ইতিহাসের বিভিন্ন অধ্যায়ের তথ্য গুলি বিশ্লেষণের মাধ্যমে মার্কস ও এঞ্জেলস সমাজ বিকাশের ধারার বিজ্ঞান সম্মত ব্যাখ্যা দিয়েছিলেন ।



[  ৭  ] ভবিষ্যতবাণী সম্ভব : রাষ্ট্রবিজ্ঞানেও পদার্থবিদ্যা বা রসায়নবিদ্যার মতো ভবিষ্যতবাণী করা সম্ভব । যেমন , বর্তমানে বিভিন্ন গণতান্ত্রিক দেশে নির্বাচনের আগেই জনমত সমীক্ষার মাধ্যমে নির্বাচনের ফলাফল সম্পর্কে ভবিষ্যতবাণী করা হয় । এই ভবিষ্যতবাণী পুরোপুরি না মিললেও অধিকাংশ ক্ষেত্রেই মিলে যায় ।



                     বিপক্ষে যুক্তি 


[   ১   ]  অনিশ্চিত প্রকৃতিবিশিষ্ট : রাষ্ট্রবিজ্ঞান যেসব বিষয় নিয়ে আলোচনা করে তাদের প্রকৃতি অনিশ্চিত , জটিল ও পরিবর্তনশীল । পদার্থবিদ্যা বা রসায়নশাস্ত্রের মতো এখানে নিখুঁত পর্যবেক্ষণ , বিশ্লেষণ ও তত্ত্ব গঠন সম্ভব নয় ।



[  ২   ] গবেষণাগারে পরীক্ষার অযোগ্য : রাষ্ট্রবিজ্ঞানের আলোচিত বিষয় গুলি কোনো নির্দিষ্ট গবেষনা গারে পরীক্ষা করা যায় না । প্রকৃত পক্ষে সমগ্র মানব সমাজই হল রাষ্ট্র বিজ্ঞানীর ইচ্ছা অনুসারে নির্মিত হয় না । একজন ভৌতবিজ্ঞানী গবেষণাগারে যেভাবে গবেষণাগার অনুকূল পরিবেশ কৃত্রিম ভাবে সৃষ্টি করতে পারেন , একজন রাষ্ট্রবিজ্ঞানীর পক্ষে তা সম্ভব নয় ।


[   ৩  ] তথ্য অপেক্ষা তত্ত্বের প্রাধান্য : বিজ্ঞানীরা যেভাবে তত্ত্ব ও তথ্যের ওপর সমান গুরুত্ব দিয়ে বৈজ্ঞানিক অনুশীলন করে থাকেন , রাষ্ট্রবিজ্ঞানে তা দেখা যায় না । রাষ্ট্রবিজ্ঞানে তথ্যের চেয়ে তত্ব বেশি প্রাধান্য পায় । রাষ্ট্রবিজ্ঞানীরা বৈজ্ঞানিক অনুশীলনের পরিবর্তে দার্শনিক চিন্তার উপর বেশি গুরুত্ব দিয়ে থাকেন ।


[   ৪   ] সর্বসম্মত পদ্ধতির অনুপস্থিতি : বিজ্ঞানের অন্যান্য শাখার মতো সর্বসম্মত পদ্ধতি বলে রাষ্ট্রবিজ্ঞানে কিছু দেখা যায় না । তাই রাষ্ট্রবিজ্ঞানীরা ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পদ্ধতি অনুসরণ করে থাকেন ।



[  ৫   ] সংখ্যায়ণের নিরপেক্ষ নয় : রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা কে কখনও ভৌতবিজ্ঞানের মতো সম্পুর্ন মূল্যামান নিরপেক্ষ করে গড়ে তোলা যায় না । রাষ্ট্রবিজ্ঞানীর এই প্রকার গবেষণা সমূহ তাঁর রাজনৈতিক মূল্যবোধ ও ব্যাক্তিগত বিশ্বাসের দ্বারা প্রভাবিত হয় ।


[  ৬   ]  সর্বজনীনতার অভাব : ভৌতবিজ্ঞানের গবেষণায় যেভাবে সংখ্যায়ণের সাহায্য গবেষণার ফলাফল কে প্রকাশ করা যায় , রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে গবেষণার ফলাফল সব দেশে সার্বিকভাবে প্রয়োগ করা যায় না ।




[   ৭  ] সূত্রের প্রতিষ্ঠাতা অসম্ভব : রাষ্ট্রবিজ্ঞানের মৌল আলোচ্য বিষয় হল , মানুষের রাজনৈতিক আচার আচরণ । রাজনৈতিক আচার আচরণের সঙ্গে জড়িত মানুষের অনুভূতি ও আবেগ বহু ধরনের উপাদানের দ্বারা প্রভাবিত হয় । এজন্য ভৌতবিজ্ঞানের মতো কোনো সাধারণ নিয়ম বা সূত্র রাষ্ট্রবিজ্ঞানে গড়ে তোলা যায় না ।