১। কে রাজনৈতিক অধিকার ভোগ করে ?
ক) অধিবাসী
খ) নাগরিক
গ) বিদেশী
ঘ) নাগরিক ও বিদেশী উভয়েই
উত্তর:- খ) নাগরিক
৩। ভোটাধিকার আছে __
ক) শুধু নাগরিকদের
খ) অধিবাসীদের
গ) শুধু বিদেশীদের
ঘ) নাগরিক ও বিদেশী উভয়েরই
উত্তর:- ক) শুধু নাগরিকদের
৪। রাজনৈতিক কাজের সমালোচনা করা একটি
ক) রাজনৈতিক অধিকার
খ) সামাজিক অধিকার
গ) পৌর অধিকার
ঘ) নৈতিক অধিকার
উত্তর:- ক) রাজনৈতিক অধিকার
৫। অধিকার ও কর্তব্য
ক) পরস্পর সম্পর্কযুক্ত
খ) পরস্পর সম্পর্কযুক্ত নয়
গ) আংশিক সম্পর্কযুক্ত
ঘ) পরস্পর বিপরীধর্মী
উত্তর:- ক) পরস্পর সম্পর্কযুক্ত
৬। আইন মান্য করা কীসের প্রতি কর্তব্য ?
ক) রাষ্ট্রের
খ) সমাজের
গ) পরিবারের
ঘ) জনসমাজের
উত্তর:- ক) রাষ্ট্রের
৭। সব অধিকারের উৎস হল
ক) রাষ্ট্র
খ) সরকার
গ) সমাজ
ঘ) প্রতিষ্ঠান
উত্তর:- ক) রাষ্ট্র
৮। মানবাধিকারের প্রকৃতি হল
ক) সর্বজনীন
খ) আঞ্চলিক
গ) রাষ্ট্রীয়
ঘ) সামাজিক
উত্তর:- ক) সর্বজনীন
৯। বার্কার তাঁর অধিকারের ধারণায় শর্ত উল্লেখ করেছেন ।
ক) ২ টি
খ) ৩ টি
গ) ৪ টি
ঘ) ৫ টি
উত্তর:- ক) ২ টি
১০। কোথায় দাস , শ্রমিক এবং স্ত্রীলোক দের নাগরিক মর্যাদা দেওয়া হত না ?
ক) প্রাচীণ গ্রিসে
খ) রোমে
গ) মিশরে
ঘ) চিনে
উত্তর:- ক) প্রাচীণ গ্রিসে
১১। আইনগত অধিকার কয় প্রকারের হয় ?
ক) ২ প্রকারের
খ) ৩ প্রকারের
গ) ৪ প্রকারের
ঘ) ৬ প্রকারের
উত্তর:- গ) ৪ প্রকারের
১২। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত বিশ্বজনীন ঘোষণা পত্র গৃহীত হয় ?
ক) ১৯৪৬ সালে
খ) ১৯৪৭ সালে
গ) ১৯৪৮ সালে
উত্তর:- গ) ১৯৪৮ সালে
১৩। কোন অধিকার অবাধ নয় ?
ক) মানবাধিকার
খ) মৌলিক অধিকার
গ) সামাজিক অধিকার
ঘ) রাজনৈতিক অধিকার
উত্তর:- খ) মৌলিক অধিকার
১৪। প্রতিপালিত হওয়ার অধিকার হল______অধিকার ।
ক) পৌর
খ) সামাজিক
গ) রাজনৈতিক
ঘ) অর্থনৈতিক
উত্তর:- ঘ) অর্থনৈতিক
১৫। প্রতিবছর ________ডিসেম্বর তারিখটি কে " মানবাধিকার দিবস " হিসেবে চিহ্নিত করা হয় ।
ক) ৭
খ) ৮
গ) ৯
ঘ) ১০
উত্তর:- ঘ) ১০
১৬। ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতি সমূহ গৃহীত হয়েছে ________ সংবিধান কে অনুসরণ করে ।
ক) কানাডার
খ) ব্রিটেনের
গ) মার্কিন যুক্তরাষ্ট্রের
ঘ) আয়াল্যান্ড
উত্তর:- ঘ) আয়াল্যান্ড
১৭। ভারতীয় সংবিধানের যে অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা হয়েছে সেটি হল
ক) তৃতীয় অংশে
খ) চতুর্থ অংশে
গ) পঞ্চম অংশে
ঘ) ষষ্ট অংশে
উত্তর:- ক) তৃতীয় অংশে
১৮। ভারতের নাগরিকদের জন্য ________মৌলিক অধিকার স্বীকৃত আছে ।
ক) ৬ টি
খ) ৭ টি
গ) ১০ টি
ঘ) কোনোটিই নয়
উত্তর:- ক) ৬ টি
১৯। সুপ্রিমকোর্ট কত সালে মানেকা গান্ধী মামলার রায় দেয় ?
ক) ১৯৫০ সালে
খ) ১৯৫২ সালে
গ) ১৯৫৫ সালে
ঘ) ১৯৭৮ সালে
উত্তর:- ঘ) ১৯৭৮ সালে
২০। জীবনের অধিকার ভারতীয় নাগরিকদের ?
ক) পৌর অধিকার
খ) সামাজিক অধিকার
গ) অর্থনৈতিক অধিকার
ঘ) রাজনৈতিক অধিকার
উত্তর:- ক) পৌর অধিকার
২১। সংবিধানের ৩২নং ধারা অনুযায়ী লেখ , নির্দেশ জারি করে কোন আদালত ?
ক) সুপ্রিমকোর্ট
খ) হাইকোর্ট
গ) লোক আদালত
ঘ) স্থানীয় আদালত
উত্তর:- ক) সুপ্রিমকোর্ট
২২। ভারতের সংবিধান সুনিশ্চিত করে ?
ক) শোষণের বিরুদ্ধে অধিকার
খ) কর্মের অধিকার
গ) বেকার ভাতার অধিকার
ঘ) উদবাস্তু পূর্নবাসনের অধিকার
উত্তর:- ক) শোষণের বিরুদ্ধে অধিকার
২৩। ভারতীয় সংবিধানে ক-টি স্বাধীনতার অধিকার প্রদান করা হয়েছে ?
ক) ৫ টি
খ) ৬ টি
গ) ৭ টি
ঘ) ৮ টি
উত্তর:- খ) ৬ টি
২৪। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কবে মানবাধিকার কমিশন গঠন করে ?
ক) ১৯৪৬ সালের জানুয়ারী মাসে
খ) ১৯৪৬ সালের ফেব্রুয়ারি মাসে
গ) ১৯৪৭ সালের জানুয়ারী মাসে
ঘ) ১৯৪৬ সালের ফেব্রুয়ারি মাসে
উত্তর:- গ) ১৯৪৭ সালের জানুয়ারী মাসে
২৫। বিদেশী পুঁজির প্রত্যক্ষ বিনিয়োগ (FDI ) আইন কবে প্রণীত হয় ?
ক) ২০০৯ সালে
খ) ২০১০ সালে
গ) ২০১১ সালে
ঘ) ২০১২ সালে
উত্তর:- ঘ) ২০১২ সালে
২৬। পার্লামেন্ট এবং রাজ্য আইনসভার সদস্যরা বেশ কয়েকটি_______ভোগ করেন ।
ক) বিশেষাধিকার
খ) অধিকার
গ) সামাজিক অধিকার
ঘ) রাজনৈতিক অধিকার
উত্তর:- ক) বিশেষাধিকার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন