সরকারের বিভিন্ন রূপ McQ প্রশ্নোত্তর
১। একটি জাতীয় রাজধানী অঞ্চল সহ বর্তমান ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল ক-টি ?
ক) ৬ টি
খ) ৭ টি
গ) ৮ টি
ঘ) ৯ টি
উত্তর:- খ) ৭ টি
২। কোন দেশ যুক্তরাষ্ট্রীয় ব্যাবস্থার আদর্শ উদাহরণ ?
ক) ইংল্যান্ড
খ) ভারত
গ) ইউ এস এ
ঘ) অস্ট্রেলিয়া
উত্তর:- গ) ইউ এস এ
৩। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় প্রাধান্য দেখা যায় ?
ক) আইন বিভাগের
খ) সরকারের
গ) শাসন বিভাগের
ঘ) সংবিধানের
উত্তর:- ঘ) সংবিধানের
৪। যুক্তরাষ্ট্রে প্রধানত কটি সরকারের অস্তিত্ব থাকে ?
ক) ১ টি
খ) ২ টি
গ) ৩ টি
ঘ) ৪ টি
উত্তর:- খ) ২ টি
৫। উদ্দেশ্যগত বিচারে অ্যারিস্টটল সরকারকে কটি শ্রেণীতে ভাগ করেন ?
ক) ২ টি
খ) ৩ টি
গ) ৪ টি
ঘ) ৫ টি
উত্তর:- ক) ২ টি
৬। সম্মিলিত জাতিপুঞ্জ কী ?
ক) সার্বভৌম রাষ্ট্র
খ) যুক্তরাষ্ট্র
গ) অতিরাষ্ট্র
ঘ) রাষ্ট্র সমবায়
উত্তর:- ঘ) রাষ্ট্র সমবায়
৭। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি কার কাছে দায়ী থাকেন ?
ক) জনগণের কাছে
খ) বিচার বিভাগের কাছে
গ) মন্ত্রিসভার কাছে
ঘ) পার্লামেন্টের কাছে
উত্তর:- ক) জনগণের কাছে
৮। বর্তমানে ভারতে রাজ্য তালিকা ভুক্ত বিষয় কটি ?
ক) ৬১ টি
খ) ৬৬ টি
গ) ৬৯ টি
ঘ) ৭০ টি
উত্তর:- ক) ৬১ টি
৯। বর্তমানে ভারতীয় যুক্তরাষ্ট্রে যুগ্ম তালিকা ভুক্ত বিষয় কটি ?
ক) ৪৭ টি
খ) ৪৮ টি
গ) ৫২ টি
ঘ) ৫৫ টি
উত্তর:- গ) ৫২ টি
১০। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় কার প্রাধান্য রয়েছে ?
ক) সংবিধানের
খ) বিচার বিভাগের
গ) রাজ্য আইনসভার
ঘ) কেন্দ্রীয় আইনসভার
উত্তর:- ঘ) কেন্দ্রীয় আইনসভার
১১। বর্তমান ভারতে অঙ্গরাজ্য গুলির সংখ্যা ?
ক) ২৫
খ) ২৬
গ) ২৯
উত্তর:- গ) ২৯
১২। ভারতে জরুরি অবস্থা কে জারি করেন ?
ক) প্রধানমন্ত্রী
খ) রাষ্ট্রপতি
গ) সুপ্রিমকোর্ট
ঘ) মন্ত্রীপরিষদ
উত্তর:- খ) রাষ্ট্রপতি
১৩। কোথায় দ্বৈত নাগরিকত্বের নিয়ম চালু আছে ?
ক) ভারতে
খ) মার্কিন যুক্তরাষ্ট্রে
গ) বাংলাদেশে
ঘ) পাকিস্থানে
উত্তর:- খ) মার্কিন যুক্তরাষ্ট্রে
১৪। এককেন্দ্রীক শাসন ব্যবস্থার উদাহরণ হল ?
ক) মার্কিন যুক্তরাষ্ট্র
খ) ব্রিটেন
গ) ভারত
ঘ) মায়ানমার
উত্তর:- খ) ব্রিটেন
১৫। ফ্রান্সে কীরূপ সরকার আছে ?
ক) সংসদীয় সরকার
খ) যুক্তরাষ্ট্রীয় সরকার
গ) এককেন্দ্রীক সরকার
ঘ) রাষ্ট্রপতি শাসিত সরকার
উত্তর:- গ) এককেন্দ্রীক সরকার
১৬। সংসদীয় শাসনব্যবস্থার মাতৃভূমি বলা হয় ?
ক) ব্রিটেন
খ) ভারত
গ) আমেরিকা
ঘ) ফ্রান্স
উত্তর:- খ) ভারত
১৭। ভারতে শাসন ব্যবস্থার সর্বোচ্চ প্রতিষ্ঠান কোনটি ?
ক) সংবিধান
খ) কেন্দ্রীয় সরকার
গ) শাসন বিভাগ
ঘ) শাসন ও আইন বিভাগ
উত্তর:- ক) সংবিধান
১৮। ভারতে কেন্দ্রীয় সরকারের জন্য অধ্যাদেশে কে জারি করতে পারেন ?
ক) প্রধানমন্ত্রী
খ) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি
গ) কেন্দ্রীয় আইনমন্ত্রী
ঘ) রাষ্ট্রপতি
উত্তর:- ঘ) রাষ্ট্রপতি
১৯। সংসদীয় শাসন ব্যবস্থায় কাকে কেন্দ্র করে মন্ত্রীসভা আবর্তিত হয় ?
ক) প্রধামন্ত্রীকে
খ) রাষ্ট্রপ্রধানকে
গ) ক্যাবিনেটকে
ঘ) আইনসভাকে
উত্তর:- ক) প্রধামন্ত্রীকে
২০। সংসদীয় শাসন ব্যবস্থার অন্যতম গুরুত্ব পূর্ন বৈশিষ্ট্য কী ?
ক) শক্তিশালী আইনসভার উপস্থিতি
খ) শক্তিশালী বিচার বিভাগের উপস্থিতি
গ) শক্তিশালী মন্ত্রীসভার উপস্থিতি
ঘ) শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি
উত্তর:- ঘ) শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি
২১। গণতন্ত্রকে কটি ভাগে ভাগ করা যায় ?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
উত্তর:- ক) দুই
২২। ভারতে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় কোন তালিকার অন্তভূক্ত ?
ক) রাজ্য
খ) যুগ্ম
গ) কেন্দ্রীয়
ঘ) অবশিষ্ট
উত্তর:- গ) কেন্দ্রীয়
২৩। ভারতে পরিকল্পনা কমিশনের সভাপতি হলেন______।
ক) রাষ্ট্রপতি
খ) প্রধানমন্ত্রী
গ) কেন্দ্রীয় পরিকল্পনা মন্ত্রী
ঘ) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
উত্তর:- খ) প্রধানমন্ত্রী
২৪। রাষ্ট্রপতি শাসিত শাসনব্যবস্থায় মন্ত্রীরা মনোনীত ও নির্যুক্ত হন ________.
ক) জনগণের দ্বারা
খ) প্রধান বিচারপতির দ্বারা
গ) রাষ্ট্রপতির দ্বারা
ঘ) প্রধানমন্ত্রীর দ্বারা
উত্তর:- গ) রাষ্ট্রপতির দ্বারা
২৫। সংসদীয় ব্যবস্থায় কোনো মন্ত্রীকে কীসের সদস্য হতেই হয় ?
ক) শাসন বিভাগের
খ) আইনসভার
গ) বিচার বিভাগের
ঘ) সরকারের
উত্তর:- খ) আইনসভার
২৬। সংসদীয় শাসন ব্যবস্থায় দেশের প্রকৃত শাসক হলেন ।
ক) প্রধানমন্ত্রী
খ) রাষ্ট্রপতি
গ) উপরাষ্ট্রপতি
ঘ) প্রধান বিচারপতি
উত্তর:- ক) প্রধানমন্ত্রী
২৭। সংসদীয় ব্যবস্থায় মন্ত্রীসভা দায়িত্বশীল থাকে
ক) রাষ্ট্রপতির কাছে
খ) প্রধানমন্ত্রীর কাছে
গ) আইনসভার কাছে
ঘ) কোনোটিই নয়
উত্তর:- গ) আইনসভার কাছে
২৮। ভারতে_______অঙ্গরাজ্যের পৃথক সংবিধান আছে ।
ক) হিমাচল প্রদেশ
খ) কেরল
গ) পশ্চিমবঙ্গ
ঘ) জম্মু ও কাশ্মীর
উত্তর:- ঘ) জম্মু ও কাশ্মীর
২৯। ভারতের রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিরোধের মীমাংসা করে
ক) হাইকোর্ট
খ) সুপ্রিমকোর্ট
গ) নির্বাচন ট্রাইবিউনাল
ঘ) ভারতের নির্বাচন কমিশন
উত্তর:- খ) সুপ্রিমকোর্ট
৩০। মন্ত্রিসভা পরিচালিত সরকারে ক্যাবিনেট দায়িত্ব শীল থাকে
ক) উচ্চকক্ষের কাছে
খ) নিম্নকক্ষের কাছে
গ) বিচার বিভাগের কাছে
ঘ) রাষ্ট্রপতির কাছে
উত্তর:- খ) নিম্নকক্ষের কাছে
কোন মন্তব্য নেই