বুধবার, ৬ জুলাই, ২০২২

সরকারের বিভিন্ন রূপ McQ প্রশ্নোত্তর

 

একাদশ শ্রেণী class xi 11 eleven রাষ্ট্রবিজ্ঞান সরকারের বিভিন্ন রূপ McQ প্রশ্নোত্তর political science sorkarer bivinno rup mcq questions answer


১। একটি জাতীয় রাজধানী অঞ্চল সহ বর্তমান ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল ক-টি ?


ক) ৬ টি 


খ) ৭ টি 


গ) ৮ টি 


ঘ) ৯ টি 


উত্তর:- খ) ৭ টি

২। কোন দেশ যুক্তরাষ্ট্রীয় ব্যাবস্থার আদর্শ উদাহরণ ?


ক) ইংল্যান্ড 


খ) ভারত 


গ) ইউ এস এ 


ঘ) অস্ট্রেলিয়া 


উত্তর:- গ) ইউ এস এ


৩। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় প্রাধান্য দেখা যায় ?


ক) আইন বিভাগের 


খ) সরকারের 


গ) শাসন বিভাগের 


ঘ) সংবিধানের 


উত্তর:- ঘ) সংবিধানের


৪। যুক্তরাষ্ট্রে প্রধানত কটি সরকারের অস্তিত্ব থাকে ?


ক) ১ টি 


খ) ২ টি 


গ) ৩ টি 


ঘ) ৪ টি 


উত্তর:- খ) ২ টি


৫। উদ্দেশ্যগত বিচারে অ্যারিস্টটল সরকারকে কটি শ্রেণীতে ভাগ করেন ?


ক) ২ টি 


খ) ৩ টি 


গ) ৪ টি 


ঘ) ৫ টি 


উত্তর:- ক) ২ টি

৬। সম্মিলিত জাতিপুঞ্জ কী ?


ক) সার্বভৌম রাষ্ট্র 


খ) যুক্তরাষ্ট্র 


গ) অতিরাষ্ট্র 


ঘ) রাষ্ট্র সমবায় 


উত্তর:- ঘ) রাষ্ট্র সমবায়


৭। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি কার কাছে দায়ী থাকেন ?


ক) জনগণের কাছে 


খ) বিচার বিভাগের কাছে 


গ) মন্ত্রিসভার কাছে 


ঘ) পার্লামেন্টের কাছে 


উত্তর:- ক) জনগণের কাছে


৮। বর্তমানে ভারতে রাজ্য তালিকা ভুক্ত বিষয় কটি ?


ক) ৬১ টি 


খ) ৬৬ টি 


গ) ৬৯ টি 


ঘ) ৭০ টি 


উত্তর:- ক) ৬১ টি


৯। বর্তমানে ভারতীয় যুক্তরাষ্ট্রে যুগ্ম তালিকা ভুক্ত বিষয় কটি ?


ক) ৪৭ টি 


খ) ৪৮ টি 


গ) ৫২ টি 


ঘ) ৫৫ টি 


উত্তর:- গ) ৫২ টি


১০। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় কার প্রাধান্য রয়েছে ?


ক) সংবিধানের 


খ) বিচার বিভাগের 


গ) রাজ্য আইনসভার 


ঘ) কেন্দ্রীয় আইনসভার 


উত্তর:- ঘ) কেন্দ্রীয় আইনসভার

১১। বর্তমান ভারতে অঙ্গরাজ্য গুলির সংখ্যা ?


ক) ২৫ 


খ) ২৬ 


গ) ২৯ 


উত্তর:- গ) ২৯


১২। ভারতে জরুরি অবস্থা কে জারি করেন ?


ক) প্রধানমন্ত্রী 


খ) রাষ্ট্রপতি 


গ) সুপ্রিমকোর্ট 


ঘ) মন্ত্রীপরিষদ 


উত্তর:- খ) রাষ্ট্রপতি


১৩। কোথায় দ্বৈত নাগরিকত্বের নিয়ম চালু আছে ?


ক) ভারতে 


খ) মার্কিন যুক্তরাষ্ট্রে 


গ) বাংলাদেশে


ঘ) পাকিস্থানে 


উত্তর:- খ) মার্কিন যুক্তরাষ্ট্রে


১৪। এককেন্দ্রীক শাসন ব্যবস্থার উদাহরণ হল ?


ক) মার্কিন যুক্তরাষ্ট্র 


খ) ব্রিটেন 


গ) ভারত


ঘ) মায়ানমার 


উত্তর:- খ) ব্রিটেন


১৫। ফ্রান্সে কীরূপ সরকার আছে ?


ক) সংসদীয় সরকার 


খ) যুক্তরাষ্ট্রীয় সরকার 


গ) এককেন্দ্রীক সরকার 


ঘ) রাষ্ট্রপতি শাসিত সরকার 


উত্তর:- গ) এককেন্দ্রীক সরকার

১৬। সংসদীয় শাসনব্যবস্থার মাতৃভূমি বলা হয় ?


ক) ব্রিটেন 


খ) ভারত 


গ) আমেরিকা 


ঘ) ফ্রান্স 


উত্তর:- খ) ভারত


১৭। ভারতে শাসন ব্যবস্থার সর্বোচ্চ প্রতিষ্ঠান কোনটি ?


ক) সংবিধান 


খ) কেন্দ্রীয় সরকার


গ) শাসন বিভাগ 


ঘ) শাসন ও আইন বিভাগ 


উত্তর:- ক) সংবিধান


১৮। ভারতে কেন্দ্রীয় সরকারের জন্য অধ্যাদেশে কে জারি করতে পারেন ?


ক) প্রধানমন্ত্রী 


খ) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি 


গ) কেন্দ্রীয় আইনমন্ত্রী 


ঘ) রাষ্ট্রপতি 


উত্তর:- ঘ) রাষ্ট্রপতি


১৯। সংসদীয় শাসন ব্যবস্থায় কাকে কেন্দ্র করে মন্ত্রীসভা আবর্তিত হয় ?


ক) প্রধামন্ত্রীকে 


খ) রাষ্ট্রপ্রধানকে 


গ) ক্যাবিনেটকে 


ঘ) আইনসভাকে


উত্তর:- ক) প্রধামন্ত্রীকে


২০। সংসদীয় শাসন ব্যবস্থার অন্যতম গুরুত্ব পূর্ন বৈশিষ্ট্য কী ?


ক) শক্তিশালী আইনসভার উপস্থিতি


খ) শক্তিশালী বিচার বিভাগের উপস্থিতি 


গ) শক্তিশালী মন্ত্রীসভার উপস্থিতি 


ঘ) শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি


উত্তর:- ঘ) শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি

২১। গণতন্ত্রকে কটি ভাগে ভাগ করা যায় ?


ক) দুই 


খ) তিন 


গ) চার 


ঘ) পাঁচ 


উত্তর:- ক) দুই


২২। ভারতে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় কোন তালিকার অন্তভূক্ত ?


ক) রাজ্য 


খ) যুগ্ম 


গ) কেন্দ্রীয় 


ঘ) অবশিষ্ট 


উত্তর:- গ) কেন্দ্রীয়


২৩। ভারতে পরিকল্পনা কমিশনের সভাপতি হলেন______।


ক) রাষ্ট্রপতি 


খ) প্রধানমন্ত্রী 


গ) কেন্দ্রীয় পরিকল্পনা মন্ত্রী 


ঘ) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী 


উত্তর:- খ) প্রধানমন্ত্রী


২৪। রাষ্ট্রপতি শাসিত শাসনব্যবস্থায় মন্ত্রীরা মনোনীত ও নির্যুক্ত হন ________. 


ক) জনগণের দ্বারা 


খ) প্রধান বিচারপতির দ্বারা 


গ) রাষ্ট্রপতির দ্বারা 


ঘ) প্রধানমন্ত্রীর দ্বারা 


উত্তর:- গ) রাষ্ট্রপতির দ্বারা


২৫। সংসদীয় ব্যবস্থায় কোনো মন্ত্রীকে কীসের সদস্য হতেই হয় ?


ক) শাসন বিভাগের 


খ) আইনসভার 


গ) বিচার বিভাগের 


ঘ) সরকারের 


উত্তর:- খ) আইনসভার

২৬। সংসদীয় শাসন ব্যবস্থায় দেশের প্রকৃত শাসক হলেন ।


ক) প্রধানমন্ত্রী 


খ) রাষ্ট্রপতি 


গ) উপরাষ্ট্রপতি 


ঘ) প্রধান বিচারপতি 


উত্তর:- ক) প্রধানমন্ত্রী


২৭। সংসদীয় ব্যবস্থায় মন্ত্রীসভা দায়িত্বশীল থাকে 


ক) রাষ্ট্রপতির কাছে 


খ) প্রধানমন্ত্রীর কাছে 


গ) আইনসভার কাছে 


ঘ) কোনোটিই নয় 


উত্তর:- গ) আইনসভার কাছে


২৮। ভারতে_______অঙ্গরাজ্যের পৃথক সংবিধান আছে ।


ক) হিমাচল প্রদেশ 


খ) কেরল 


গ) পশ্চিমবঙ্গ 


ঘ) জম্মু ও কাশ্মীর 


উত্তর:- ঘ) জম্মু ও কাশ্মীর


২৯। ভারতের রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিরোধের মীমাংসা করে 


ক) হাইকোর্ট 


খ) সুপ্রিমকোর্ট 


গ) নির্বাচন ট্রাইবিউনাল 


ঘ) ভারতের নির্বাচন কমিশন 


উত্তর:- খ) সুপ্রিমকোর্ট


৩০। মন্ত্রিসভা পরিচালিত সরকারে ক্যাবিনেট দায়িত্ব শীল থাকে 


ক) উচ্চকক্ষের কাছে 


খ) নিম্নকক্ষের কাছে 


গ) বিচার বিভাগের কাছে 


ঘ) রাষ্ট্রপতির কাছে 


উত্তর:- খ) নিম্নকক্ষের কাছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন