সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার McQ প্রশ্নোত্তর
১। ভারতে ভোটদাতাকে অবশ্যই কত বছর বয়সী হতে হবে ?
ক) ১৮ বছর
খ) ১৯ বছর
গ) ২১ বছর
ঘ) ২৩ বছর
উত্তর:- ক) ১৮ বছর
২। ভোটধিকার কীরূপ অধিকার ?
ক) সামাজিক অধিকার
খ) রাজনৈতিক অধিকার
গ) ব্যাক্তিগত অধিকার
ঘ) জন্মগত অধিকার
উত্তর:- খ) রাজনৈতিক অধিকার
৩। ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির পদের নির্বাচন কার বা কাদের দ্বারা পরিচালিত হয় ?
ক) লোকসভার অধ্যক্ষ
খ) রাজ্যসভার ডেপুটি স্পিকার
গ) রাজ্যসভার চেয়ারম্যান
ঘ) নির্বাচন কমিশন
উত্তর:- ঘ) নির্বাচন কমিশন
৪। ভারতে কবে থেকে নারীর ভোটাধিকার স্বীকৃত হয়েছে ?
ক) প্রথম সাধারণ নির্বাচন
খ) দ্বিতীয় সাধারণ নির্বাচন
গ) তৃতীয় সাধারণ নির্বাচন
ঘ) চতুর্থত সাধারণ নির্বাচন
উত্তর:- ক) প্রথম সাধারণ নির্বাচন
৫। ভারতে স্বীকৃত ?
ক) সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার
খ) শিক্ষার ভিত্তিতে ভোটাধিকার
গ) সাক্ষরতার ভিত্তিতে ভোটাধিকার
ঘ) সম্পত্তির ভিত্তিতে ভোটাধিকার
উত্তর:- ক) সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার
৬। ভারতে সর্বপ্রথম সার্বিক প্রাপ্ত বয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে ?
ক) ১৯৪৭
খ) ১৯৫০
গ) ১৯৫২
ঘ) ১৯৫৩
উত্তর:- ক) ১৯৪৭
৭। ________ হলেন নারীর ভোটাধিকারের প্রবক্তা ?
ক) জন স্টুয়ার্ট মিল
খ) ব্লুন্টসলি
গ) মেকলে
উত্তর:- ক) জন স্টুয়ার্ট মিল
৮। ভোট দান করা নাগরিকের একটি ?
ক) রাজনৈতিক কর্তব্য
খ) নৈতিক কর্তব্য
গ) আইনগত কর্তব্য
ঘ) সামাজিক কর্তব্য
উত্তর:- খ) নৈতিক কর্তব্য
৯। কোন অধিকার নাগরিকদের জন্মগত অধিকার ?
ক) রাজনৈতিক অধিকার
খ) স্বাভাবিক অধিকার
গ) সামাজিক অধিকার
ঘ) ভোটাধিকার
উত্তর:- ঘ) ভোটাধিকার
১০। ভারতে কীসের অভাব সংসদীয় গণতন্ত্র কে দূর্বল করেছে ?
ক) শিক্ষিত জনগণের
খ) রাজনৈতিক চেতনার
গ) উপযুক্ত পরিবেশের
ঘ) শক্তিশালী বিরোধী দলের
উত্তর:- ঘ) শক্তিশালী বিরোধী দলের
১১। ভারতে আজও প্রায় কতজন নাগরিক ভোটাধিকার প্রয়োগ করেন না ?
ক) শতকরা ২০ ভাগ
খ) শতকরা ৩০ ভাগ
গ) শতকরা ৪০ ভাগ
ঘ) শতকরা ৫০ ভাগ
উত্তর:- গ) শতকরা ৪০ ভাগ
১২। ভারতীয় সংবিধানের ভোটাধিকারের কথা বলা হয়েছে ?
ক) দ্বাদশ অংশে
খ) ত্রয়োদশ অংশে
গ) চতুর্দশ অংশে
ঘ) পঞ্চদশ অংশে
উত্তর:- ঘ) পঞ্চদশ অংশে
১৩। মার্কিন যুক্তরাষ্ট্রে________বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ভোটাধিকার প্রদান করা হয়েছে ?
ক) ২১
খ) ১৮
গ) ২০
ঘ) ১৬
উত্তর:- খ) ১৮
১৪। ভোটাধিকার না থাকলে নাগরিকরা _____ সম্পর্কে উদাসীন হয়ে পড়বে ।
ক) সমাজনীতি
খ) রাজনীতি
গ) অর্থনীতি
ঘ) আইন
উত্তর:- খ) রাজনীতি
১৫) কত সালের নির্বাচনে কেন্দ্রে কংগ্রেস দলের একক প্রাধান্যে ক্ষুণ্ন হয়েছিল ?
ক) ১৯৭৭
খ) ১৯৭৯
গ) ১৯৮০
ঘ) ১৯৮৯
উত্তর:- ক) ১৯৭৭
১৬। ভারতে শতকরা প্রায় কত শতাংশ মানুষ নিরক্ষর ?
ক) ৩০
খ) ৩২
গ) ২৬
ঘ) ৩৬
উত্তর:- ঘ) ৩৬
১৭। ১৯৭৫ সালে তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্বাচন কে অবৈধ বলে _________ হাইকোর্ট রায় দিয়েছিল ।
ক) দিল্লি
খ) লখনউ
গ) এলাহাবাদ
ঘ) হায়দ্রাবাদ
উত্তর:- গ) এলাহাবাদ
১৮। নির্বাচনে অসাধু আচরণের জন্য ভারতের যে রাজ্য ১০ বছরের জন্য ভোটাধিকার খর্ব করা হয় , তা হল ?
ক) পশ্চিমবঙ্গ
খ) উত্তর প্রদেশ
গ) জম্মু ও কাশ্মীর
ঘ) অন্ধ্রপ্রদেশ
উত্তর:- গ) জম্মু ও কাশ্মীর
১৯। কোন দেশে মহিলাদের ভোটাধিকার এখনও স্বীকৃত নয় ?
ক) কুয়েত
খ) সৌদি আরব
গ) ইয়েমেন
ঘ) কাতার
উত্তর:- খ) সৌদি আরব
২০। মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের ভোটদানের বয়স ছিল ?
ক) ১৪ বছর
খ) ২০ বছর
গ) ২১ বছর
ঘ) ২৫ বছর
উত্তর:- গ) ২১ বছর
২১। ভারতের নারীর ভোটাধিকার স্বীকৃত হয় ?
ক) 1947 খ্রি:
খ) 1952 খ্রি:
গ) 1955 খ্রি:
ঘ) 1975 খ্রি:
উত্তর:- খ) 1952 খ্রি:
২২। ভারতের নির্বাচন সংক্রান্ত বিরোধ মীমাংসা করে ?
ক) আইনসভা
খ) নির্বাচন কমিশন
গ) বিচার বিভাগ
ঘ) প্রধানমন্ত্রীর সচিবালয়
উত্তর:- গ) বিচার বিভাগ
২৩। কারা ভোটাধিকার থেকে বঞ্চিত ?
ক) ১৮ বছরের কম বয়স্ক জনগন
খ) অশিক্ষিত জনগন
গ) দরিদ্র জনগন
ঘ) নিম্ন সম্প্রদায়ভুক্ত জনগন
উত্তর:- ক) ১৮ বছরের কম বয়স্ক জনগন
২৪। বিধানসভা ও লোকসভায় নির্বাচনে প্রাথীদের বয়স কমপক্ষে ______ বছর হওয়া উচিত ?
ক) ২৫ বছর
খ) ২৬ বছর
গ) ২৭ বছর
ঘ) ২৮ বছর
উত্তর:- ক) ২৫ বছর
২৫। ভারতের নির্বাচন কমিশন কতজন সদস্য বিশিষ্ট ?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) বহু
উত্তর:- ঘ) বহু
২৬। ভারতের অন্যান্য নির্বাচন কমিশনার কে নিয়োগ করেন কে ?
ক) মুখ্য নির্বাচন কমিশনার
খ) রাষ্ট্রপতি
গ) কেন্দ্রীয় মন্ত্রিসভা
ঘ) প্রধানমন্ত্রী
উত্তর:- খ) রাষ্ট্রপতি
২৭। ভারতে নির্বাচন প্রাথীদের প্রতীক চিহ্ন দেয় কে ?
ক) কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর
খ) নির্বাচন কমিশন
গ) কেন্দ্রীয় মন্ত্রীসভা
ঘ) সুপ্রিমকোর্ট
উত্তর:- খ) নির্বাচন কমিশন
২৮। ভারতের নির্বাচন কমিশনের সদস্য দের কার্যকালের মেয়াদ ?
ক) তিন বছর
খ) পাঁচ বছর
গ) ছয় বছর
ঘ) সাত বছর
উত্তর:- গ) ছয় বছর
২৯। ভারতের নির্বাচন কমিশনারগণ কার সমান বেতন , ভাতা ইত্যাদি পাবেন ?
ক) প্রধানমন্ত্রীর
খ) হাইকোর্টের বিচারপতির
গ) সুপ্রিমকোর্টের বিচারপতির
ঘ) রাজ্যপালের
উত্তর:- গ) সুপ্রিমকোর্টের বিচারপতির
৩০। নির্বাচন কমিশনের সুপারিশ ও পরামর্শ মেনে নিতে ________ বাধ্য নয় ।
ক) কেন্দ্রীয় সরকার
খ) রাজ্য সরকার
গ) রাষ্ট্রপতি
ঘ) রাজ্যপাল
উত্তর:- ক) কেন্দ্রীয় সরকার
৩১। মুখ্য নির্বাচন কমিশনার কে তাঁর কর্ম থেকে অপসারিত করতে পারেন ।
ক) রাষ্ট্রপতি
খ) প্রধানমন্ত্রী
গ) আইনসভার সদস্য ও রাষ্ট্রপতি
ঘ) এদের কেউ নয়
উত্তর:- গ) আইনসভার সদস্য ও রাষ্ট্রপতি
৩২। ব্যালটের ব্যাবহার ছাড়াও ভারতে ________এর মাধ্যমে ভোট গৃহীত হয় ।
ক) ফেসবুক
খ) টুইটার
গ) বৈদ্যুতিন ভোটদান যন্ত্র ( ইভিএম )
উত্তর:- গ) বৈদ্যুতিন ভোটদান যন্ত্র ( ইভিএম )
কোন মন্তব্য নেই