বুধবার, ৬ জুলাই, ২০২২

সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার McQ প্রশ্নোত্তর

 

একাদশ শ্রেণী class xi 11 eleven সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার McQ প্রশ্নোত্তর রাষ্ট্রবিজ্ঞান সাজেশন political science sarbik prapto boyosker votadhikar MCQ question answer


১। ভারতে ভোটদাতাকে অবশ্যই কত বছর বয়সী হতে হবে ?


ক) ১৮ বছর


খ) ১৯  বছর


গ) ২১ বছর


ঘ) ২৩ বছর


উত্তর:- ক) ১৮ বছর

২। ভোটধিকার কীরূপ অধিকার  ?


ক) সামাজিক অধিকার 


খ) রাজনৈতিক অধিকার 


গ) ব্যাক্তিগত অধিকার 


ঘ) জন্মগত অধিকার 


উত্তর:- খ) রাজনৈতিক অধিকার


৩। ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির পদের নির্বাচন কার বা কাদের দ্বারা পরিচালিত হয় ?


ক) লোকসভার অধ্যক্ষ


খ) রাজ্যসভার ডেপুটি স্পিকার


গ) রাজ্যসভার চেয়ারম্যান 


ঘ) নির্বাচন কমিশন 


উত্তর:- ঘ) নির্বাচন কমিশন


৪। ভারতে কবে থেকে নারীর ভোটাধিকার স্বীকৃত হয়েছে ?


ক) প্রথম সাধারণ নির্বাচন 


খ) দ্বিতীয় সাধারণ নির্বাচন 


গ) তৃতীয় সাধারণ নির্বাচন 


ঘ) চতুর্থত সাধারণ নির্বাচন


উত্তর:- ক) প্রথম সাধারণ নির্বাচন


৫। ভারতে স্বীকৃত ?


ক) সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার 


খ) শিক্ষার ভিত্তিতে ভোটাধিকার


গ) সাক্ষরতার ভিত্তিতে ভোটাধিকার


ঘ) সম্পত্তির ভিত্তিতে ভোটাধিকার 


উত্তর:- ক) সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার 

৬। ভারতে সর্বপ্রথম সার্বিক প্রাপ্ত বয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে ?


ক) ১৯৪৭ 


খ) ১৯৫০ 


গ) ১৯৫২ 


ঘ) ১৯৫৩ 


উত্তর:- ক) ১৯৪৭ 


৭। ________ হলেন নারীর ভোটাধিকারের প্রবক্তা ?


ক) জন স্টুয়ার্ট মিল 


খ) ব্লুন্টসলি 


গ) মেকলে 


উত্তর:- ক) জন স্টুয়ার্ট মিল


৮। ভোট দান করা নাগরিকের একটি 


ক) রাজনৈতিক কর্তব্য


খ) নৈতিক কর্তব্য


গ) আইনগত কর্তব্য


ঘ) সামাজিক কর্তব্য


উত্তর:- খ) নৈতিক কর্তব্য


৯। কোন অধিকার নাগরিকদের জন্মগত অধিকার ?


ক) রাজনৈতিক অধিকার


খ) স্বাভাবিক  অধিকার


গ) সামাজিক অধিকার


ঘ) ভোটাধিকার 


উত্তর:- ঘ) ভোটাধিকার


১০। ভারতে কীসের অভাব সংসদীয় গণতন্ত্র কে দূর্বল করেছে ?


ক) শিক্ষিত জনগণের 


খ) রাজনৈতিক চেতনার 


গ) উপযুক্ত পরিবেশের 


ঘ) শক্তিশালী বিরোধী দলের 


উত্তর:- ঘ) শক্তিশালী বিরোধী দলের

১১। ভারতে আজও প্রায় কতজন নাগরিক ভোটাধিকার প্রয়োগ করেন না ?


ক) শতকরা ২০ ভাগ 


খ) শতকরা ৩০ ভাগ 


গ) শতকরা ৪০ ভাগ 


ঘ) শতকরা ৫০ ভাগ 


উত্তর:- গ) শতকরা ৪০ ভাগ


১২। ভারতীয় সংবিধানের ভোটাধিকারের কথা বলা হয়েছে ?


ক) দ্বাদশ অংশে 


খ) ত্রয়োদশ অংশে


গ) চতুর্দশ অংশে


ঘ) পঞ্চদশ অংশে


উত্তর:- ঘ) পঞ্চদশ অংশে


১৩। মার্কিন যুক্তরাষ্ট্রে________বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ভোটাধিকার প্রদান করা হয়েছে ?


ক) ২১ 


খ) ১৮ 


গ) ২০ 


ঘ) ১৬ 


উত্তর:- খ) ১৮


১৪। ভোটাধিকার না থাকলে নাগরিকরা _____ সম্পর্কে উদাসীন হয়ে পড়বে ।


ক) সমাজনীতি 


খ) রাজনীতি 


গ) অর্থনীতি 


ঘ) আইন 


উত্তর:- খ) রাজনীতি


১৫) কত সালের নির্বাচনে কেন্দ্রে কংগ্রেস দলের একক প্রাধান্যে ক্ষুণ্ন হয়েছিল ?


ক) ১৯৭৭ 


খ) ১৯৭৯ 


গ) ১৯৮০ 


ঘ) ১৯৮৯ 


উত্তর:- ক) ১৯৭৭

১৬। ভারতে শতকরা প্রায় কত শতাংশ মানুষ নিরক্ষর ?


ক) ৩০ 


খ) ৩২ 


গ) ২৬ 


ঘ) ৩৬ 


উত্তর:- ঘ) ৩৬


১৭। ১৯৭৫ সালে তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্বাচন কে অবৈধ বলে _________ হাইকোর্ট রায় দিয়েছিল ।


ক) দিল্লি 


খ) লখনউ


গ) এলাহাবাদ 


ঘ) হায়দ্রাবাদ 


উত্তর:- গ) এলাহাবাদ


১৮। নির্বাচনে অসাধু আচরণের জন্য ভারতের যে রাজ্য ১০ বছরের জন্য ভোটাধিকার খর্ব করা হয় , তা হল ?


ক) পশ্চিমবঙ্গ


খ) উত্তর প্রদেশ 


গ) জম্মু ও কাশ্মীর 


ঘ) অন্ধ্রপ্রদেশ


উত্তর:- গ) জম্মু ও কাশ্মীর


১৯। কোন দেশে মহিলাদের ভোটাধিকার এখনও স্বীকৃত নয় ?


ক) কুয়েত 


খ) সৌদি আরব 


গ) ইয়েমেন 


ঘ) কাতার 


উত্তর:- খ) সৌদি আরব


২০। মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের ভোটদানের বয়স ছিল ?


ক) ১৪ বছর 


খ) ২০ বছর


গ) ২১ বছর 


ঘ) ২৫ বছর 


উত্তর:- গ) ২১ বছর

২১। ভারতের নারীর ভোটাধিকার স্বীকৃত হয়  ?


ক) 1947 খ্রি:


খ) 1952 খ্রি:


গ) 1955 খ্রি:


ঘ) 1975 খ্রি:


উত্তর:- খ) 1952 খ্রি:


২২। ভারতের নির্বাচন সংক্রান্ত বিরোধ মীমাংসা করে   ?


ক) আইনসভা 


খ) নির্বাচন কমিশন 


গ) বিচার বিভাগ 


ঘ) প্রধানমন্ত্রীর সচিবালয় 


উত্তর:- গ) বিচার বিভাগ


২৩। কারা ভোটাধিকার থেকে বঞ্চিত ?


ক) ১৮ বছরের কম বয়স্ক জনগন 


খ) অশিক্ষিত জনগন 


গ) দরিদ্র জনগন 


ঘ) নিম্ন সম্প্রদায়ভুক্ত জনগন 


উত্তর:- ক) ১৮ বছরের কম বয়স্ক জনগন 


২৪। বিধানসভা ও লোকসভায় নির্বাচনে প্রাথীদের বয়স কমপক্ষে ______ বছর হওয়া উচিত ?


ক) ২৫ বছর 


খ) ২৬ বছর 


গ) ২৭ বছর


ঘ) ২৮ বছর


উত্তর:- ক) ২৫ বছর


২৫। ভারতের নির্বাচন কমিশন কতজন সদস্য বিশিষ্ট ?


ক) এক 


খ) দুই 


গ) তিন 


ঘ) বহু 


উত্তর:- ঘ) বহু

২৬। ভারতের অন্যান্য নির্বাচন কমিশনার কে নিয়োগ করেন কে ?


ক) মুখ্য নির্বাচন কমিশনার 


খ) রাষ্ট্রপতি 


গ) কেন্দ্রীয় মন্ত্রিসভা 


ঘ) প্রধানমন্ত্রী 


উত্তর:- খ) রাষ্ট্রপতি


২৭। ভারতে নির্বাচন প্রাথীদের প্রতীক চিহ্ন দেয় কে ?


ক) কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর 


খ) নির্বাচন কমিশন 


গ) কেন্দ্রীয় মন্ত্রীসভা 


ঘ) সুপ্রিমকোর্ট 


উত্তর:- খ) নির্বাচন কমিশন


২৮। ভারতের নির্বাচন কমিশনের সদস্য দের কার্যকালের মেয়াদ 


ক) তিন বছর 


খ) পাঁচ বছর


গ) ছয় বছর


ঘ) সাত বছর 


উত্তর:- গ) ছয় বছর


২৯। ভারতের নির্বাচন কমিশনারগণ কার সমান বেতন , ভাতা ইত্যাদি পাবেন ?


ক) প্রধানমন্ত্রীর 


খ) হাইকোর্টের বিচারপতির 


গ) সুপ্রিমকোর্টের বিচারপতির 


ঘ) রাজ্যপালের 


উত্তর:- গ) সুপ্রিমকোর্টের বিচারপতির


৩০। নির্বাচন কমিশনের সুপারিশ ও পরামর্শ মেনে নিতে ________ বাধ্য নয় ।


ক) কেন্দ্রীয় সরকার 


খ) রাজ্য সরকার 


গ) রাষ্ট্রপতি 


ঘ) রাজ্যপাল 


উত্তর:- ক) কেন্দ্রীয় সরকার

৩১। মুখ্য নির্বাচন কমিশনার কে তাঁর কর্ম থেকে অপসারিত করতে পারেন ।


ক) রাষ্ট্রপতি 


খ) প্রধানমন্ত্রী 


গ) আইনসভার সদস্য ও রাষ্ট্রপতি 


ঘ) এদের কেউ নয় 


উত্তর:- গ) আইনসভার সদস্য ও রাষ্ট্রপতি

৩২। ব্যালটের ব্যাবহার ছাড়াও ভারতে ________এর মাধ্যমে ভোট গৃহীত হয় ।

ক) ফেসবুক 

খ) টুইটার 

গ) বৈদ্যুতিন ভোটদান যন্ত্র ( ইভিএম )


উত্তর:- গ) বৈদ্যুতিন ভোটদান যন্ত্র ( ইভিএম )

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন