বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ প্রশ্নোত্তর
১। দেবদূতের ডানায় মস্ত কতকগুলি পালক গজিয়েছিল কখন ?
ক) ডিসেম্বর মাসে
খ) ডিসেম্বরের মাঝামাঝি
গ) ডিসেম্বরের গোড়ায়
ঘ) ডিসেম্বরের শেষে
উত্তর : গ) ডিসেম্বরের গোড়ায়
২। দেবদূত তখন কেমন ছিল ?
ক) ছেলেমানুষ
খ) কিশোর
গ) কিশোরী
ঘ) যুবতী
উত্তর : ক) ছেলেমানুষ
৩। দেবদূত যখন উড়ে যাচ্ছিল তখন তাকে কেমন দেখাচ্ছিল ?
ক) জরাগ্রস্থ শকুনের মতো
খ) জরাগ্রস্থ চিলের মতো
গ) জরাগ্রস্থ বাজপাখির মতো
ঘ) জরাগ্রস্থ বাদুড়ের মতো
উত্তর : ক) জরাগ্রস্থ শকুনের মতো
৪। বৃষ্টির রাতে তাদের শোবার ঘরে কি হাঁটছিল ?
ক) পিঁপড়ে
খ) কাঁকড়া
গ) বিছা
ঘ) আরশোলা
উত্তর : খ) কাঁকড়া
৫। সবজি বাগানের মধ্যে দেবদূতের নখের আঁচড়ে কি পড়েছিল ?
ক) সামান্য খাঁজ
খ) গভীর খাঁজ
গ) একটু খাঁজ
ঘ) অগভীর খাঁজ
উত্তর : খ) গভীর খাঁজ
৬। জলবসন্ত একই সঙ্গে পেড়ে ফেলল ক জনকে ?
ক) একজনকে
খ) দুজনকে
গ) তিনজনকে
ঘ) চারজনকে
উত্তর : খ) দুজনকে
৭। এক কুষ্ঠরোগী যার ঘা গুলো থেকে গজিয়েছিল সূর্যমুখী______।
ক) কুসুম
খ) পুষ্প
গ) ফুল
ঘ) প্রসূন
উত্তর : গ) ফুল
৮। বাড়ির মালিকদের অবশ্য ______করার কোনোই কারণ ছিল না ।
ক) খেদ
খ) বিলাপ
গ) আক্ষেপ
ঘ) মনস্তাপ
উত্তর : খ) বিলাপ
৯। ‘আঁতকে জেগে উঠেছিল সে তখন ।’ তাঁর আঁতকে জেগে ওঠার কারণ ?
ক) লোকেরা তার পাশটা পুড়িয়ে দিয়েছিল তপ্ত লোহায়
খ) একটা মেয়েকে সে মাকড়সা হয়ে যেতে দেখেছিল
গ) ভয়ানক জাহাজ ডুবির কথা তার মনে পড়ে গিয়েছিল
ঘ) তাকে পেলাইওর বাড়ি থেকে চলে যেতে বলা হয়েছিল
উত্তর : ক) লোকেরা তার পাশটা পুড়িয়ে দিয়েছিল তপ্ত লোহায়
১০। ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হল কীভাবে ?
ক) দেবতার অভিশাপ
খ) বাবা মার কথার অবাধ্য হয়ে
গ) এলিসেন্দার আকারে
ঘ) পাদ্রে গোনসাগার কথায়
উত্তর : খ) বাবা মার কথার অবাধ্য হয়ে
১১। ডানাওয়ালা বুড়ো লোকটা খায় ?
ক) বেগুনভর্তা
খ) আলুর ভর্তা
গ) কাঁকড়া
ঘ) ন্যাপথলিন
উত্তর : ঘ) ন্যাপথলিন
১২। থুরথুরে বুড়ো একমাত্র অতিপ্রাকৃত শক্তি হল ?
ক) জাদু
খ) মন্ত্র
গ) ধৈয
ঘ) জলপড়া
উত্তর : গ) ধৈয
১৩। দেবদূতের উড়ে যাওয়ার দৃশ্য দেখে এলিসেন্দার অনুভূতি কেমন হয় ?
ক) এলিসেন্দা মুক্ত বোধ করে
খ) এলিসেন্দা দুঃখিত হয়
গ) এলিসেন্দা স্বস্তি বোধ করে , উদাসও হয়
ঘ) এলিসেন্দা শান্তি পায়
উত্তর : গ) এলিসেন্দা স্বস্তি বোধ করে , উদাসও হয়
১৪। পেলাইওর নবজাত শিশুটি কষ্ঠ পেয়েছে প্রবল ।
ক) পেট ব্যাথায়
খ) জ্বরে
গ) মাথার যন্ত্রণায়
ঘ) শ্বাসকষ্টে
উত্তর : খ) জ্বরে
১৫। সহজ সরল গোছের মানুষেরা এই অচেনা মানুষটিকে চেয়েছিলেন কি বানাতে ?
ক) পুরপিতা
খ) ক্রীতদাস
গ) রাজা
ঘ) যাজক
উত্তর : ক) পুরপিতা
১৬। সেই দুঃস্বপ্ন দেখে কী করে ওঠে ?
ক) চমকে
খ) আঁতকে
গ) লাফিয়ে
ঘ) চেঁচিয়ে
উত্তর : খ) আঁতকে
১৭। পাদ্রে গোনসাগা যাজক হওয়ার আগে কি ছিলেন ?
ক) হটটাকটটা কাঠুরে
খ) অধ্যাপক
গ) পুরোহিত
ঘ) বিশাল ব্যাবসায়ী
উত্তর : ক) হটটাকটটা কাঠুরে
১৮। থুরথুরে বুড়োর ডানা কীসে জট পাকিয়ে গেছে চিরকালের মতো ?
ক) পাঁকে
খ) আঠায়
গ) কাদায়
ঘ) মিষ্টিরসে
উত্তর : গ) কাদায়
১৯। দেবদূত কে দেখার জন্য এলিসেন্দা দর্শনী হিসেবে অর্থ ধার্য করেছিল কত ?
ক) পাঁচ সেন্ট
খ) পাঁচ ডলার
গ) পাঁচ পাউন্ড
ঘ) পাঁচ টাকা
উত্তর : ক) পাঁচ সেন্ট
২০। দুর্বোধ্য ভাষায় কীভাবে জবাব দিল ?
ক) ভারী গলায়
খ) হালকা গলায়
গ) রিনরিনে গলায়
ঘ) মিষ্টি গলায়
উত্তর : গ) রিনরিনে গলায়
২১। পরশিনি ওদের বললে যে ওরা একটা কি করেছে ?
ক) দরুণ ভুল
খ) বিরাট ভুল
গ) ভয়ানক ভুল
ঘ) মস্ত ভুল
উত্তর : ঘ) মস্ত ভুল
২২। প্রাণে যাদের অনেক দয়াধর্ম ছিল তারা কি ছুঁড়ে দিত ?
ক) পয়সা
খ) টাকা
গ) ঢিল
ঘ) ফলমূল
উত্তর : গ) ঢিল
২৩। ডানার যে দমকা ঝাপটা তুলেছিল , তা কেমন ছিল ?
ক) ভয়ের
খ) প্রলয়ের
গ) আতঙ্কের
ঘ) ধ্বংসের
উত্তর : গ) আতঙ্কের
২৪। দেবদূত যে রোগে আক্রান্ত হয়েছিল , তার নাম কি ?
ক) কলেরা
খ) গুটি বসন্ত
গ) জল বসন্ত
ঘ) টাইফয়েড
উত্তর : গ) জল বসন্ত
২৫। মাকড়সায় পরিণত হওয়া মেয়েটির মাথাটা কেমন ছিল ?
ক) কুমারী মেয়ের মতো
খ) সধবা মেয়ের মতো
গ) বিধবা মেয়ের মতো
ঘ) বয়স্কা মেয়ের মতো
উত্তর : ক) কুমারী মেয়ের মতো
২৬। সেই দুঃস্বপ্ন দেখে সে কেমন করে ওঠে ?
ক) জেগে ওঠে
খ) আঁতকে উঠে
গ) চমকে উঠে
ঘ) কেঁদে ওঠে
উত্তর : খ) আঁতকে উঠে
২৭। একটি মেয়ে মাকড়সায় পরিণত হয়েছিল , কারণ ?
ক) গুরুজনদের কথা সে মান্য করে চলেনি
খ) সে তার বাবা মার কথার অবাধ্য হয়েছিল
গ) বাবা মার নির্দেশ অবজ্ঞা করার পরিণাম
ঘ) পিতা মাতাকে না জানিয়ে নাচের আসরে চলে যাওয়ার পরিণতি
উত্তর : খ) সে তার বাবা মার কথার অবাধ্য হয়েছিল
২৮। ‘এ যে এক দেবদূত’ উক্তিটির বক্তা কে ?
ক) এলিসেন্দা
খ) পেলাইও
গ) পড়োশীনি
ঘ) গোনসাগা
উত্তর : গ) পড়োশীনি
২৯। মুখ গুঁজে উপুড় হয়ে কোথায় পড়ে আছে ?
ক) বালির মধ্যে
খ) পাঁকের মধ্যে
গ) ধুলোর মধ্যে
ঘ) কাদার মধ্যে
উত্তর : ঘ) কাদার মধ্যে
৩০। স্থানীয় পাদ্রি সাহেবের নাম কি ?
ক) পেলাইও
খ) গোনসাগা
গ) এলিসেন্দা
ঘ) দেবদূত
উত্তর : খ) গোনসাগা
কোন মন্তব্য নেই