Breaking News

নুন MCQ প্রশ্নোত্তর

একাদশ শ্রেণী xi class bengali বাংলা নুন MCQ প্রশ্নোত্তর nun mcq questions answers


১। ‘আমাদের দিন চলে যায়’ 

ক) হেসেকেঁদে

খ) দুঃখ করে

গ) বাজার করে 

ঘ) সাধারণ ভাতকাপড়ে 


উত্তর : ঘ) সাধারণ ভাতকাপড়ে 

২। ‘বাড়িতে ফেরার পথে কিনে আনি’ 

ক) পাখির খাঁচা 

খ) ফুলের টব

গ) গোলাপ

ঘ) ফুলের তোড়া


উত্তর : গ) গোলাপচারা

৩। ‘খেতে বসে রাগ চড়ে যায়’ কারণ ?

ক) ঠান্ডা ভাতে ব্যঞ্জন নেই 

খ) ঠান্ডা ভাতে স্বাদ নেই 

গ) ঠান্ডা ভাতে নুন নেই 

ঘ) পরিমাণ মতো ভাত নেই 


উত্তর : গ) ঠান্ডা ভাতে নুন নেই 

৪। ‘নুন’ কবিতার কথকের দিন যায় ? 

ক) হেসে খেলে 

খ) আহ্লাদে

গ) অসুখে ধারদেনাতে 

ঘ) খুশিতে 


উত্তর : গ) অসুখে ধারদেনাতে 

৫। ‘খেতে বসে রাগ চড়ে যায়’ কারণ ? 

ক) অনেক বেশি খাবার দেখে

খ) ভাত শুকনো বলে

গ) গোলাপচারায় ফুল হয় না বলে 

ঘ) ঠান্ডা ভাতে নুন না থাকায় 


উত্তর : ঘ) ঠান্ডা ভাতে নুন না থাকায় 



৬। ‘আমরা তো সামান্য লোক’ - ‘সামান্য’ শব্দটির তাৎপর্য হল ? 

ক) অবহেলিত লাঞ্ছিত মানুষ

খ) দয়ালু মানুষ

গ) জনসাধারণ 

ঘ) গুণী ব্যাক্তি 


উত্তর : গ) জনসাধারণ

৭। জয় গোস্বামীর একটি বিখ্যাত কাব্য ? 

ক) কথোপকথন 

খ) যারা বৃষ্টিতে ভিজেছিল 

গ) যেতে পারি কিন্তু কেন যাব 

ঘ) বনলতা সেন 


উত্তর : খ) যারা বৃষ্টিতে ভিজেছিল 

৮। ‘মাঝে মাঝে চলেও না দিন , বাড়ি ফিরি _______।’ 

ক) মধ্যরাতে 

খ) সাতসকালে

গ) ভরদুপুরে 

ঘ) দুপুররাতে


উত্তর : ঘ) দুপুররাতে

৯। ‘আমরা কীসে খুশি’ 

ক) অল্পে

খ) আধিক্য

গ) সামান্য

ঘ) বেশিতে


উত্তর : ক) অল্পে

১০। ‘গঞ্জিকা’ আসলে একটি ? 

ক) নেশার বস্তু

খ) পাঁজি

গ) অট্টালিকা

ঘ) চরস


উত্তর : ক) নেশার বস্তু



১১। খেতে বসে ঠান্ডা ভাতে নুন না পেলে কি চড়ে ? 

ক) ক্ষোভ

খ) আক্রোশ

গ) রাগ

ঘ) খুন


উত্তর : গ) রাগ

১২। ‘নুন’ কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি ? 

ক) ঘুমিয়েছে ঝাউপাতা

খ) বজ্রবিদ্যুৎ ভরতি খাতা 

গ) ভুতুমভগবান 

ঘ) পাগলী তোমার জন্য 


উত্তর : গ) ভুতুমভগবান 

১৩। নুন নেই _________ভাতে ।

ক) শুকনো

খ) দুধে

গ) ঠান্ডা

ঘ) গরম


উত্তর : গ) ঠান্ডা

১৪। ‘সব দিন হয় না বাজার হলে , হয় মাত্রাছাড়া’ এমনটি ঘটার কারণ ? 

ক) সবদিন হাতে পয়সা থাকে না 

খ) সবদিন বাড়িতে রান্নার প্রয়োজন থাকে না 

গ) সবকিছুই মরজির ওপর নির্ভর করে 

ঘ) সবদিন বাজার বসে না 


উত্তর : ক) সবদিন হাতে পয়সা থাকে না 

১৫। ‘আমাদের দিন চলে যায়’ কিভাবে ? 

ক) দিনমজুর খেটে

খ) হেসেখেলে , কষ্ট করে 

গ) গঞ্জিকাতে টান দিয়ে

ঘ) দু ভাইয়ে ঝগড়া করে 


উত্তর : খ) হেসেখেলে , কষ্ট করে 



১৬। ‘আমি তাঁর মাথায় চড়ি’ কারণ ? 

ক) রাগ চড়ে আমার মাথায় 

খ) খুনখারাপি চড়ে আমার মাথায়

গ) হিংসা চড়ে আমার মাথায়

ঘ) আক্রোশ চড়ে আমার মাথায়


উত্তর : ক) রাগ চড়ে আমার মাথায় 

১৭। তাদের লবণের ব্যাবস্থা হোক কি জন্য ? 

ক) ঠান্ডা ভাতের জন্য 

খ) শুকনো ভাতের জন্য 

গ) গরম ভাতের জন্য 

ঘ) ভিজে ভাতের জন্য 


উত্তর :  খ) শুকনো ভাতের জন্য

১৮। সব দিন কী হয় না ? 

ক) ভাত হয় না 

খ) হাঁড়ি চড়ে না

গ) আহারাদি হয় না

ঘ) বাজার হয় না 


উত্তর : ঘ) বাজার হয় না 

১৯। ‘সে অনেক পরের কথা’ কী প্রসঙ্গে এ কথা বলা হয়েছে ? 

ক) গোলাপচারা পোঁতা ও ফুল ফোটা প্রসঙ্গে

খ) চাষ আবাদ ও ফল লাভ প্রসঙ্গে 

গ) খাওয়াপরার সংস্থান প্রসঙ্গে 

ঘ) নেশার সামগ্রী সংগ্রহ প্রসঙ্গে 


উত্তর :  ক) গোলাপচারা পোঁতা ও ফুল ফোটা প্রসঙ্গে

২০। ‘চলেও না দিন’ কারণ ? 

ক) কাজ কাম নেই , সারাদিন বেকার

খ) দিনে রুজিরোজগার নেই

গ) দিনে ভাতকাপড় জোটে না 

ঘ) সংসার চলার মতো টাকার সংস্থান হয় না


উত্তর :  ঘ) সংসার চলার মতো টাকার সংস্থান হয় না



২১। ‘সব দিন হয় না বাজার’ কারণ ? 

ক) সময় না হওয়া 

খ) রোজগার না হওয়া 

গ) ব্যাগ আনতে ভুলে যাওয়া

ঘ) বাজারে না যাওয়া


উত্তর :  খ) রোজগার না হওয়া 

২২। ‘আমরা তো অল্পে খুশি’ আমরা কারা ? 

ক) গরীব লোকেরা

খ) ধনী লোকেরা

গ) মধ্যবিত্ত লোকেরা

ঘ) নিম্নবিত্ত লোকেরা


উত্তর : ক) গরীব লোকেরা

২৩। বাড়িতে ফেরার পথে কি কিনে আনে ? 

ক) পেয়ারাচারা

খ) গোলাপচারা

গ) চন্দ্রমল্লিকাচারা

ঘ) ডালিয়াচারা


উত্তর :  খ) গোলাপচারা

২৪। ‘মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি’ কখন ? 

ক) সাঁঝবেলায় 

খ) দুপুররাতে 

গ) ভোর বেলায়

ঘ) শেষ রাতে


উত্তর :  খ) দুপুররাতে 

২৫। ‘আমাদের দিন চলে যায়’ - কীসে আমাদের দিন চলে যায় ? 

ক) অঢেল দুধেভাতে 

খ) সাধারণ ভাতকাপড়ে 

গ) দু বেলা গরমভাতে

ঘ) শৌখিন বিলাসিতায় 


উত্তর : খ) সাধারণ ভাতকাপড়ে 



২৬। ‘নুন’ কবিতায় কথকের রাগ চড়ে যায় , কারণ ? 

ক) মাঝারাতে ঠান্ডা ভাতের জন্য 

খ) ঠান্ডা ভাতে নুন না থাকার জন্য

গ) ব্যঞ্জনহীন ঠান্ডা ভাতের জন্য 

ঘ) বিস্বাদ ঠান্ডা ভাতের জন্য 


উত্তর : খ) ঠান্ডা ভাতে নুন না থাকার জন্য

২৭। ‘কি হবে দুঃখ করে ?’ কারণ ? 

ক) তারা উচ্চবিত্তরা অল্প খুশি 

খ) তারা উচ্চমধ্যবিত্তরা অল্পে খুশি 

গ) তারা নিম্নবিত্তরা অল্পে খুশি

ঘ) তারা মধ্যবিত্তরা অল্পে খুশি


উত্তর : গ) তারা নিম্নবিত্তরা অল্পে খুশি

২৮। ‘নুন’ কবিতায় কথকের কি কামনা ? 

ক) ভাতে লবণের ব্যাবস্থা হোক

খ) ভাতে তরকারির ব্যাবস্থা হোক

গ) ভাতের পাতে ডালের ব্যাবস্থা হোক

ঘ) ভাতে মাছের ব্যাবস্থা হোক 


উত্তর : ক) ভাতে লবণের ব্যাবস্থা হোক

২৯। ‘সারা পাড়া মাথায় করি’ কারণ ? 

ক) বাড়ির সবাই মিলে উৎপাত করি

খ) সংসারশুদ্ধ গালিগালাজে মেতে উঠি

গ) সবাই মিলে খিস্তি খেউড় করতে থাকি 

ঘ) বাপব্যাটায় বা দু ভাইয়ে ঝগড়া করি 


উত্তর : ঘ) বাপব্যাটায় বা দু ভাইয়ে ঝগড়া করি 




কোন মন্তব্য নেই