বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

দ্বীপান্তরের বন্দিনী MCQ প্রশ্নোত্তর

একাদশ শ্রেণী xi class bengali বাংলা দ্বীপান্তরের বন্দিনী MCQ প্রশ্নোত্তর dipantorer bondini mcq questions answers


১। ‘দ্বীপান্তরের বন্দিনী’ কবিতাটি কবি কাজী নজরুল কোথায় বসে লেখেন ? 

ক) কলকাতায় বসে

খ) কুমিল্লায় বসে

গ) ঢাকায় বসে

ঘ) হুগলিতে বসে


উত্তর : ঘ) হুগলিতে বসে

২। ______ভয়ে রাখে পিঞ্জরে ।

ক) ব্যাঘ্রেরে 

খ) ভল্লুকেরে

গ) হায়নারে

ঘ) সিংহেরে 


উত্তর : ঘ) সিংহেরে 

৩। বাণী যেথা ঘানি টানে________।

ক) দিনরাত্রি

খ) দিবারাত্রি

গ) নিশিদিন

ঘ) অহনির্শ


উত্তর : গ) নিশিদিন

৪। রূপের কলম কীসে ম্লান হয় ?

ক) রুপোর কাঠির কোমল স্পর্শে 

খ) সোনার কাঠির কঠিন স্পর্শে 

গ) রুপোর কাঠির কঠিন স্পর্শে 

ঘ) সোনার কাঠির কোমল স্পর্শে 


উত্তর : গ) রুপোর কাঠির কঠিন স্পর্শে 

৫। ‘ধ্বংস হল কি _______?’

ক) যক্ষ পুর

খ) রক্ষ পুর

গ) পরাধীনতা

ঘ) স্বাধীনতা


উত্তর : খ) রক্ষ পুর



৬। ‘সহিছে বিচার চেরীর মার’ বিচার চেরির মার সহ্য করে ।

ক) কবি স্বয়ং

খ) বীর দেশপ্রেমিক

গ) বন্দিনী সীতা সম সীতা

ঘ) পূজারী


উত্তর : গ) বন্দিনী সীতা সম সীতা

৭। ‘পুণ্যবেদীর শূন্যে ধ্বনিল ক্রন্দন _________’

ক) একশত বছর

খ) দেড় শত বছর

গ) দুইশত বছর

ঘ) তিনশত বছর


উত্তর : খ) দেড় শত বছর

৮। ‘বাজাও পাঞ্চজন্য’ পাঞ্চজন্য কি ?

ক) কৃষ্ণের বাঁশি 

খ) অর্জুনের শাঁখ

গ) কৃষ্ণের শাঁখ

ঘ) নারদের বীণা


উত্তর : গ) কৃষ্ণের শাঁখ

৯। ‘দ্বীপান্তরের বন্দিনী’ কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম ? 

ক) ফনি মনসা

খ) দোলনচাঁপা

গ) অগ্নিবীণা 

ঘ) সর্বহারা 


উত্তর : ক) ফনি মনসা

১০। দ্বীপান্তর কথার অর্থ হল ? 

ক) অন্য দ্বীপ

খ) সবুজ দ্বীপ

গ) অনেক দ্বীপ

ঘ) দ্বীপের বাইরে 


উত্তর : ক) অন্য দ্বীপ



১১। ‘পুণ্যবেদীর শূন্যে’ কতদিন ক্রন্দন ধ্বনিত হয়েছে ? 

ক) হাজার বছর 

খ) এক শত বছর

গ) দেড় শত বছর

ঘ) তিনশত বছর 


উত্তর : গ) দেড় শত বছর

১২। ‘পাঞ্চজন্য’ ব্যাবহারকারী হলেন ? 

ক) অর্জুন

খ) শ্রীকৃষ্ণ

গ) ইন্দ্র

ঘ) নারদ


উত্তর : খ) শ্রীকৃষ্ণ

১৩। ‘বাণী যেথা ঘানি টানে’ কতদিন ? 

ক) নিশিদিন

খ) রাতদিন

গ) সারাদিন

ঘ) দিবারাত্রি 


উত্তর : ক) নিশিদিন

১৪। ‘সিংহেরে ভয়ে রাখে’ কোথায় ? 

ক) খাঁচায় 

খ) পিঞ্জরে

গ) বাঁধনে

ঘ) বদ্ধ ঘরে


উত্তর : খ) পিঞ্জরে

১৫। ‘দ্বীপান্তরের বন্দিনী ’ কবিতাটি কে লিখেছেন ? 

ক) মাইকেল মধুসূদন দত্ত

খ) দেবেন্দ্রনাথ সেন

গ) কাজী নজরুল ইসলাম

ঘ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়


উত্তর : গ) কাজী নজরুল ইসলাম



১৬। ‘দ্বীপান্তরের বন্দিনী’ কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম ? 

ক) ফণীমনসা

খ) অগ্নিবীণা

গ) দোলনচাঁপা 

ঘ) সর্বহারা


উত্তর : খ) অগ্নিবীণা

১৭। ‘পদ্মে রেখেছে চরণ পদ্ম’ কে রেখেছে ? 

ক) সৌভাগ্য দেবী লক্ষ্মী

খ) বানীর দেবী সরস্বতী 

গ) প্রলয় দেবতা নটরাজ

ঘ) যুগান্তরের ধর্মরাজ 


উত্তর : ঘ) যুগান্তরের ধর্মরাজ 

১৮। কে ধান ভানছে ? 

ক) বন্দিনী বাণী 

খ) বন্দিনী সীতা

গ) বানীর কমল

ঘ) বন্দি সত্য 


উত্তর : ঘ) বন্দি সত্য 

১৯। ‘আসে নাই ফিরে ভারত ভারতী ?’ ‘ভারতী’ কে ? 

ক) দূর্গা দেবী

খ) মনসা দেবী

গ) সরস্বতী দেবী

ঘ) মহামায়া দেবী 


উত্তর : গ) সরস্বতী দেবী

২০। দ্বীপান্তরের স্থানটি কোথায় ছিল ? 

ক) সিংহল 

খ) আন্দামান

গ) মালদ্বীপ

ঘ) নিকোবর 


উত্তর : খ) আন্দামান



২১। ‘সপ্ত সিন্ধু তেরো নদী পার’ বলতে কি বোঝানো হয় ?

ক) কাছের 

খ) দূরের

গ) দূরতর স্থান 

ঘ) দূরতম স্থান 


উত্তর : ঘ) দূরতম স্থান 

২২। আন্দামান কোথায় অবস্থিত ? 

ক) আরব সাগরে 

খ) বঙ্গোপসাগরে

গ) কচ্চ উপসাগরে

ঘ) ভারত মহাসাগরে 


উত্তর : খ) বঙ্গোপসাগরে

২৩। আন্দামান কি ? 

ক) এশিয়ার মূলখন্ড 

খ) ভারতের মূলখন্ড

গ) ভারতের অঙ্গরাজ্য

ঘ) ভারতের অধীন দ্বীপপুঞ্জ


উত্তর : ঘ) ভারতের অধীন দ্বীপপুঞ্জ

২৪। ‘সত্য বলিলে’ কি হতে হয় ? 

ক) তিরস্কৃত হতে হয়

খ) বন্দি হতে হয়

গ) অত্যাচারিত হতে হয়

ঘ) শাস্তি পেতে হয় 


উত্তর : খ) বন্দি হতে হয়

২৫। দ্বীপান্তরের ঘানিতে কি লেগেছে ? 

ক) নতুন যুগের ছোঁয়া

খ) যুগ পরিবর্তনের স্পর্শ

গ) নব যুগের আবর্তন 

ঘ) যুগান্তরের ঘূর্ণিপাক


উত্তর : ঘ) যুগান্তরের ঘূর্ণিপাক



২৬। কে ‘ঘানি টানে নিশিদিন’ ?

ক) সশ্রম কারাদণ্ডে দন্ডিত কয়েদি 

খ) দ্বীপান্তরে নির্বাসিত কয়েদি

গ) বাণী

ঘ) আন্দামানের বন্দিপল্লীর কয়েদি 


উত্তর : গ) বাণী

২৭। পূণ্যবেদীর শূন্য ভেদ করে কি উঠেছে ? 

ক) ক্রন্দন

খ) হা হুতাশ

গ) দীর্ঘশ্বাস

ঘ) যন্ত্রণার আওয়াজ 


উত্তর : ক) ক্রন্দন

২৮। সীতা কোথায় বন্দিনী ছিলেন ? 

ক) পঞ্চবটিতে 

খ) দন্ডকার্ন্য

গ) সুন্দরবনে

ঘ) অশোককাননে


উত্তর : ঘ) অশোককাননে

২৯। প্রকৃতপক্ষে বানীর মুক্ত শতদল হলেন কারা ? 

ক) যাঁরা বাণী মায়ের সেবক 

খ) যাঁরা বন্দিনী বাণী মায়ের মুক্তির জন্য উৎসর্গিত প্রাণ 

গ) যাঁরা বাণীর মুক্ত ভক্ত

ঘ) যাঁরা বাণী মায়ের সেবায় রত 


উত্তর : ক) যাঁরা বাণী মায়ের সেবক




 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন