বাংলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাংলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

একাদশ শ্রেণী বাংলা সাজেশন

একাদশ শ্রেণী বাংলা সাজেশন eleven class 11 xi bengali suggestions


                       [ কর্তার ভূত ] 

                   ( প্রশ্নের মান - ৫ ) 

১। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ কর্তারভূত ’ এর বিষয় সংক্ষেপে আলােচনা করে নামকরণের সার্থকতা বিশ্লেষণ করাে ।

২। ‘আমি গেলে এদের ঠাণ্ডা রাখবে কে ?’ —এরকম ভাবনার অন্তর্নিহিত অর্থ আলােচনা প্রসঙ্গে ‘মানুষের মৃত্যু আছে , ভূতের তাে মৃত্যু নেই ।'— এ  কথার তাৎপর্য বিশ্লেষণ করাে ।

৩। ‘ তারা ভয়ংকর সজাগ আছে ।’- কাদের ‘ভয়ংকর সজাগ’ থাকার কথা বলা হয়েছে ? তারা এমন ‘ ভয়ংকর সজাগ ’ কেন ? 

৪। “ওরে অবােধ , আমার ধরাও নেই , ছাড়াও নেই , তোরা ছাড়লেই আমার ছাড়া । ” — এখানে  কে , কাদের অবােধ বলেছেন ? উক্তিটির তাৎপর্য  আলােচনা করাে । 

৫। ‘কর্তার ভূত’ রচনা অবলম্বনে কর্তার চরিত্রের বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে ।

৬। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ‘ কর্তার ভূত ’ রূপক কাহিনির রূপকাৰ্থ বিশ্লেষণ করাে ।

৭। “কেন না ভবিষ্যৎকে মানলেই তার জন্যে যত ভাবনা , ভূতকে মানলে কোনাে ভাবনা নেই ।” কোন প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে ? ভূতকে মানলে ভাবনা নেই কেন ? উদ্ধৃতিটির অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করাে ।





               [ তেলেনাপােতা আবিস্কার ] 

                      ( প্রশ্নের মান - ৫ ) 

১। তেলেনাপােতা যাওয়ার কারণ কী ? একে লেখক ‘ আবিষ্কার ’ বলেছেন কেন ?

২। ‘তেলেনাপােতা আবিস্কার’ একটি সার্থক ছােটোগল্প - বিশ্লেষণ করে বুঝিয়ে দাও ।

৩। তেলেনাপোতার অভিযাত্রীরা যে ঘরে রাত কাটায় তার বর্ণনাসহ কীভাবে রাত কাটাল লেখাে ।  

৪। যামিনী নামের মেয়েটিকে দেখার পর তার সম্পর্কে নায়কের ধারণার পরিচয় দাও ।

৫। ‘ আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয় বিস্মৃত হবেন না ।’ —কোনটি আপনার আসল উদ্দেশ্য ? উদ্দিষ্ট ব্যক্তি সেই উদ্দেশ্য সাধনে কী করলেন ?

৬।  ‘ মনে হবে তেলেনাপােতা বলে কোথায় কিছু সত্যি নেই ।’ — একথা কার , কেন মনে হবে ? এই মনে হওয়ার কারণ কী ?

৭। ‘কে, নিরঞ্জন এলি ?' —নিরঞ্জন কে ? কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন ?





                        [ ডাকাতের মা ] 

                      ( প্রশ্নের মান - ৫ )


১। “ছেলের নামে কলঙক এনেছে সে । ” — কে ছেলের নামে কলঙ্ক এনেছে ? কলঙ্ক শব্দটি ব্যবহারের কারণ কী ?

২। ‘আজ যে ব্যাপার অন্য।’– ‘আজ’ বলতে কোন্ দিনের কথা বলা হয়েছে ? সেদিনের অন্য ব্যাপারটির পরিচয় দাও ।

৩। ‘ এতক্ষণে বােঝে সৌখী ব্যাপারটা ।’ — ব্যাপারটা কী ছিল ? ব্যাপারটা বােঝার পর সৌখীর মানসিক অবস্থা আলােচনা করাে ।

৪। সতীনাথ ভাদুড়ীর লেখা গল্পের ‘ডাকাতের মা ’নামকরণের সার্থকতা আলােচনা করাে ।

৫। ‘দারােগা - পুলিশ দেখে বুড়ির বুক কেঁপে ওঠে ’ - বুড়ি কে ? দারােগা - পুলিশ দেখে তার বুক কেঁপে ওঠার কারণ কী — আলােচনা করাে । 




               [ সুয়েজখালে  হাঙ্গর শিকার ] 

                      ( প্রশ্নের মান - ৫ )

১। স্বামী বিবেকানন্দের লেখা ‘সুয়েজখালে  হাঙ্গর শিকার’ রচনাটির নামকরণ কতখানি যথাযথ ও সার্থক হয়েছে , তা আলােচনা করাে । 

২। সুয়েজ বন্দরে জাহাজের অবস্থানের কারণ এবং ওই সম্পর্কে স্বামী বিবেকানন্দের অভিজ্ঞতার বর্ণনা দাও ।

৩। স্বামী বিবেকানন্দের নাম দেওয়া ‘থ্যাবড়া মুখাে’ হাঙর শিকারের বর্ণনা দাও । 

৪। ‘ যাঃ, টোপ খুলে গেল । হাঙ্গার পালাল ।’ টোপ খুলে হাঙর কীভাবে পালিয়েছিল তা রচনাংশ অবলম্বনে লেখাে ।

৫। ‘জাহাজের পেছনে বড়াে বড়াে হাঙ্গার ভেসে ভেসে বেড়াচ্ছে ।’ – লেখক স্বামী বিবেকানন্দের অনুসরণে সুয়েজের জলে হাঙরের ভেসে বেড়ানাের দৃশ্য বর্ণনা করাে ।





                          [ গালিলিও ] 

                     ( প্রশ্নের মান - ৫ )

১। ‘Venice- এ কর্তৃপক্ষের কাছে তাঁর কদর বেড়ে গেল ।’  — কার কদর বাড়ে ? এই কদর বাড়ার কারণ ও পরিণাম ও উল্লেখ করাে ।

২। ক্যাথলিক খ্রিস্টান যাজকদের সঙ্গে গ্যালিলিওর বিরােধের কারণ কী ? গ্যালিলিওর জীবনের শেষ ন -বছর যে অবস্থায় কেটেছিল তার বিবরণ দাও ।

৩। ‘গালিলিও ’ প্রবন্ধ অনুসরণে গালিলিওৱা বিজ্ঞানসাধনার পরিচয় দাও ।

৪। ‘ গালিলিও ’ প্রবন্ধ অবলম্বনে গালিলিওর চরিত্রটি বিশ্লেষণ করো । 

৫। ‘১৬০৯ সালে ঘটল এক নতুন ব্যাপার’ কী নতুন ব্যাপার ঘটল লেখাে এবং ওই প্রসঙ্গে ওই নতুন ব্যাপার কীভাবে গালিলিওর বিশ্বসমীক্ষার সহায়ক যন্ত্র হয়ে উঠল আলােচনা করাে । 

৬। সংক্ষেপে গালিলিওর ছাত্রজীবনের বর্ণনা দাও ।





                      [ নীলধ্বজের প্রতি জনা ] 

                            ( প্রশ্নের মান - ৫ )

১। ‘ এ বিষম জ্বালা, দেব , ভুলিব সত্বরে ।’ — বক্তা কে ? তার ‘বিষম’ জ্বালাটি কী ? কীভাবে তিনি এই জ্বালা ভুলতে পারবেন ?

২। ‘ কিন্তু বৃথা এ গঞ্জনা ’ - বক্তা কে ? তিনি কাকে গঞ্জনা দিতে চেয়েছেন ? কেন তার মনে হয়েছে এই গঞ্জনা বৃথা ? 

৩। কুন্তী ও দ্রৌপদী সম্পর্কে জনা কী অভিযােগ করেছেন ?

৪। ‘ বীরাঙ্গনা ’ শব্দের অর্থ নির্দেশ করে মাইকেল মধুসূদন দত্তের রচিত 'বীরাঙ্গনা’ কাব্যের একাদশ সর্গের ‘ জনা ’ চরিত্রটিকে বীরাঙ্গনা বলা যায় কিনা আলােচনা প্রসঙ্গে যুক্তি স্থাপন করাে ।






                [ বাড়ির কাছে আরশিনগর ] 

                      ( প্রশ্নের মান - ৫ ) 

১। “ তবু লক্ষ যােজন ফাঁক রে । ” — কার সঙ্গে এই ব্যবধান ? একত্র থেকেও এই ব্যবধানের । তাৎপর্য কী ? 

২। “ বলব কি সেই পড়শির কথা ” — ‘পড়শি’ কে ? উক্তিটির আলােকে ‘পড়াশি’র স্বরুপ সম্পর্কে আলােচনা করাে ।

৩।  ‘ও সে ক্ষণেক থাকে শূন্যের উপর / আবার  ক্ষণেক ভাসে নীরে ।’ –সপ্রসঙ্গ উদ্ধৃতির অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করাে ।

৪। ‘আমি বাঞ্চা করি দেখব তারি / আমি কেমনে সে গাঁয় যাই রে ।’ — উদ্ধৃতির প্রসঙ্গ আলােচনা করে অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করো । 

৫। বাউলের সংক্ষিপ্ত পরিচয়সহ বাউল সাধনা ও বাউল গানের বৈশিষ্ট্য আলােচনা করাে ।





                     [ দ্বীপান্তরের বন্দিনী ] 

                        ( প্রশ্নের মান - ৫ ) 

১। ‘ দ্বীপান্তরের বন্দিনী ’ কবিতায় কবির স্বদেশপ্রেম  কীভাবে প্রকাশিত হয়েছে তা আলােচনা করাে ।

২। ‘ জীবন - চুয়ানাে সেই ঘানি হ’তে / আরতির তেল এনেছ কি ? ’ – রুপকার্থটি বুঝিয়ে দাও । 

৩। ‘তবে তাই হােক !'— এ ব্যাপারে কবির মনস্কামনা কী ?

৪।  ‘ধ্বংস হ’ল কি রক্ষ -পুর ?’ – এর রূপকার্থ বিশ্লেষণ করাে । ‘রক্ত সোঁদাল খুব -খারাব ?’ - এর অর্থ বুঝিয়ে দাও । ‘কামান গােলার সিসা স্তূপে’ বলতে কবি কী বুঝিয়েছেন ?

৫। ‘ দ্বীপান্তরের ঘানিতে লেগেছে / যুগান্তরের ঘুর্নিপাক ।’ - প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতিটির তাৎপর্য বুঝিয়ে দাও । 






                             [ নুন ] 

                    ( প্রশ্নের মান - ৫ )

১। “ আমি তার মাথায় চড়ি ” —কে , কার মাথায় চড়ে ? পঙক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করাে ।

২। কবি জয় গােস্বামী ‘নুন’ কবিতায় সমাজের শ্রমজীবী নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রার যে ছবি এঁকেছেন , তা বর্ণনা করাে ।

৩। ‘আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে ।’ – ‘সাধারণ ভাতকাপড়’ বলতে কী বােঝানাে হয়েছে ? এই দিন চলে যাওয়ার মধ্য দিয়ে বক্তা কী বােঝাতে চেয়েছেন ?

৪। ‘কিন্তু পুঁতবাে কোথায় ? ফুল কি হবেই তাতে ?’ —উদ্ধৃতির উৎস লেখাে । প্রসঙ্গ উল্লেখসহ উদ্ধৃতির তাৎপর্য বুঝিয়ে দাও ।

৫। ‘ কী হবে দুঃখ করে ?’ — কী নিয়ে দুঃখ করার কথা বলা হয়েছে ? কবির এ মন্তব্যের কারণ কী ? তবুও তাদের খেতে বসে রাগ চড়ে যায় কেন ?






       [ বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে ] 

                         ( প্রশ্নের মান - ৫ )


১। ‘সকাল সাতটার আগেই পাদ্রে গােনসাগা এসে হাজির ।’ – পাদ্রে গােনসাগা কে ? তিনি কেন এসেছিলেন ? ‘বন্দীর ভবিষ্যৎ নিয়ে’ জড়াে হওয়া দর্শকরার কী ভেবেছিল ?  

২। “এলিসেন্দা একটা স্বস্তির নিশ্বাস ফেললে— ” -এলিসেন্দা কী দেখেছিল ? এলিসেন্দা কেন স্বস্তির নিশ্বাস ফেলেছিল ? সে কেমনভাবে উড়ে যাচ্ছিল ? এলিসেন্দা কেন তাকিয়ে তাকে দেখতে থাকে ?

৩। “পড়ে -থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়েরইল ।” — কারা , কেন  ‘চুপচাপ’ দাঁড়িয়ে রইল ? ‘পড়ে -থাকা  শরীরটার’ বিবরণ নিজের ভাষায় লেখাে । 

৪। ‘ কৌতূহলীরা এল দূর -দূরান্তর থেকে ।’ কৌতূহলী মানুষগুলির পরিচয় লেখাে । 

৫। ‘বাড়ির মালিকদের অবশ্য বিলাপ কোনােই কারণ ছিল না ।’ - বাড়ির মালিকদের নাম কী ? তাদের বিলাপ করার কারণ ছিল না কেন ?





                        [ শিক্ষার সার্কাস ] 

                         ( প্রশ্নের মান - ৫ ) 

১। ‘যদি সব শ্রেণি শেষ হয়ে যায়’ , / আমি তবু পরের । শ্রেণিতে যাব ।’ — পঙক্তি দুটি ব্যঞ্জনার্থ ব্যাখ্যা করাে ।

২। “ শিক্ষার সার্কাস ” কবিতাটির নামকরণের সার্থকতা আলােচনা করাে । 

৩। ‘ শিক্ষার সার্কাস ’ কবিতার উল্লেখযােগ্য বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে ।

৪। আমাদের দেশে প্রচলিত শিক্ষাব্যবস্থা সম্পর্কে ‘শিক্ষার সার্কাস’ কবিতায় কবির অনাস্থার কারণ কি ? 






                             [ গুরু ] 

                    ( প্রশ্নের মান - ৫ )  

১। ‘তােমার এই অসামান্য সাহস দেখে উপাধ্যায়মশায়ের মুখে আর কথা নেই ।’ এখানে কার সাহসের কথা বলা হয়েছে ? সে কীভাবে সাহসিকতার পরিচয় দিয়েছিল ? উপাধ্যায়ের মুখে কথা নেই কেন ?

২। ‘তাঁর রাগটা কীরকম সেইটা দেখার জন্যেই তো একাজ করেছি !’ - বক্তা কে ? এখানে কার রাগের কথা বলা হয়েছে ? তিনি রেগে গেলে কী হয় ? তাঁর রাগের ধরন দেখার জন্য বক্তা কী করেছিল ?

৩। “ আমি তার কান্না আমার বুকের মধ্যে করে এনেছি । ” —বক্তা কে ? কোন্ প্রসঙ্গে, কাকে উদ্দেশ্য করে বক্তা এ কথা বলেছেন ? এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন্ দিকটি প্রতিফলিত হয়েছে ?

৪। “উনি গেলে তােমাদের অচলায়তনের পাথরগুলাে সুদ্ধ নাচতে আরম্ভ করবে , পুঁথিগুলাের মধ্যে বাঁশি বাজবে । ” — বক্তা কে ? ‘উনি’ বলতে কাকে চিহ্নিত করা হয়েছে ? উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করাে ।

৫। “একটু উৎপাত হলে যে বাঁচি ”—কে বলেছে ? কোন্ উৎপাত ? সে উৎপাত চায় কেন ?  

৬। ও আজ যেখানে বসেছে সেখানে তােমাদের তলােয়ার পৌছায় না কার সম্পর্কে কে একথা বলেছেন এ বক্তব্যের তাৎপর্য কী 

৭। ‘গুরু’ নাটকে মােট কটি গান আছে ? নাটকটিতে সংগীতের ভূমিকা আলােচনা করাে ।

৮। “অন্ধ গোঁড়ামির বিরােধিতা ও নতুন ভাবনাকে স্বাগত জানানাে তার লেখা বৈশিষ্ট্য ।” উদ্ধৃতিটির  আলােকে ‘গুরু’ নাটকের বিষয়বস্তু সংক্ষেপে আলােচনা করাে ।

৯। ‘গুরু’ নাটক অবলম্বনে ‘গুরু’ চরিত্রের স্বরুপ বিশ্লেষণ করাে ।

১০। কবিগুরু রবীন্দ্রনাথের ‘গুরু ’ নাটক অনুসরণে পঞ্চক চরিত্র আলােচনা করাে ।





        [   সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস  ]


১। মধ্য যুগের বাংলা সাহিত্যে বিদ্যাপতির কৃতিত্ব আলোচনা করো ।

২। মধ্য যুগের বাংলা সাহিত্যে রামায়ণ অনুবাদক কৃত্তিবাস ওঝার কৃতিত্ব আলোচনা করো ।

৩। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি ? সেই গ্রন্থের সাহিত্যমূল্য আলোচনা করো ।



৪। বাংলা সমাজ ও সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো ।

৫। মঙ্গলকাব্য কাকে বলে ? মনসামঙ্গল কাব্যের কবি হিসেবে বিজয় গুপ্তের কৃতিত্ব আলোচনা করো ।

৬। বাংলা কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর অবদান আলোচনা করো ।

৭। বাংলা কাব্য সাহিত্যে জীবনানন্দ দাশ অবদান আলোচনা করো ।

৮। বাংলা কাব্য সাহিত্যে ককাজীনজরুলইসলাম অবদান আলোচনা করো ।

৯। বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর অবদান আলোচনা করো ।

১০। বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অবদান আলোচনা করো ।

১১। বাংলা উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অবদান আলোচনা করো ।






 

বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

কর্তার ভূত MCQ প্রশ্নোত্তর

একাদশ শ্রেণী xi class bengali বাংলা কর্তার ভূত MCQ প্রশ্নোত্তর kortar bhut mcq questions answers


১। ‘কর্তার ভূত’ কাহিনীটি ?

ক) প্রতীকী রচনা 

খ) সাংকেতিক রচনা 

গ) রূপক রচনা

ঘ) লঘু রচনা

উত্তর : গ) রূপক রচনা


২। ‘কর্তার ভূত’ গল্পে যে চরিত্রগুলি রয়েছে , সেগুলি হল ?

ক) দেবতা ও মানব 

খ) মানুষ , দেবতা 

গ) ভূত , রাক্ষস 

ঘ) ভূত , দেবতা , মানুষ 

উত্তর : ঘ) ভূত , দেবতা , মানুষ 

৩। ‘বুড়ো কর্তার মরণকালে দেশশুদ্ধ সবাই’ উদ্বিগ্ন, কারণ ?

ক) কর্তা গেলে তাদের কে দেখবে 

খ) কর্তা গেলে তাদের কি দশা হবে 

গ) কর্তা গেলে তাদের ভাবনা কে ভাববে 

ঘ) কর্তা গেলে তাদের নিয়ে কে হ্যাপা পোয়াবে

উত্তর : খ) কর্তা গেলে তাদের কি দশা হবে

৪। ‘ আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে ।’ – এখানে ‘ঠান্ডা’ অর্থে ?

ক) শীতল

খ) নম্ভ্র

গ) ল অ্যান্ড অর্ডারের মাধ্যমে শান্তি রক্ষা

ঘ) শান্তি

উত্তর : ঘ) শান্তি

৫। দেবতা দয়া করে কর্তাকে বলেছিলেন ?

ক) দেবী হয়ে থাক

খ) ভূত হয়ে থাক

গ) মানুষ হয়ে থাক

ঘ) দানব হয়ে থাক

উত্তর : খ) ভূত হয়ে থাক


৬। ‘ভূতের কারও জন্যে মাথাব্যাথাও নেই ।’ কারণ ?

ক) ভূতের মাথা নেই 

খ) ভূতের হৃদয় নেই

গ) ভূতের সময় নেই

ঘ) ভূতের পা নেই

উত্তর : ক) ভূতের মাথা নেই 

৭। ‘তার বিরুদ্ধে না চলে নালিশ’ - কার বিরূদ্ধে নালিশ না চলার কারণ ?

ক) দেবতার 

খ) মানুষের 

গ) ভূতের 

ঘ) দানবের

উত্তর : গ) ভূতের

৮। হুঁশিয়ার যারা তাদের কাছে ঘেঁষতে চায় না , কারণ ?

ক) পাছে অত্যাচারিত হয় 

খ) পাছে মার খায় 

গ) পাছে প্রায়শ্চিত্ত করতে হয়

ঘ) পাছে অপদস্থ হয় 

উত্তর : গ) পাছে প্রায়শ্চিত্ত করতে হয়

৯। ‘চুপ । এখনো ঘানি অচল হয়নি ।’ ভূতের নায়েবের এই ভয় দেখানোর কারণ ?

ক) ঘানি টানার লোকের অভাব 

খ) ঘানি টানতে অসম্মত হওয়া

গ) অবাচীনদের ভূত ছাড়ানোর হুমকি 

ঘ) ঘানি টানার মতো অসহযোগিতার আশঙ্কা

উত্তর : খ) ঘানি টানতে অসম্মত হওয়া

১০। ভূতুড়ে জেলখানার নিরন্তর ঘোরা ঘানি থেকে কি বেরোয় ?

ক) মানুষের তেজ 

খ) তেল

গ) মানুষের মেধা 

ঘ) মানুষের রক্ত - মজ্জা 

উত্তর : ক) মানুষের তেজ


১১। ‘খোকা ঘুমোলো, পাড়া জুড়ালো’ এর সঙ্গে ছন্দ মিলিয়ে পরের পদটি ?

ক) হার্মাদ এল দেশে 

খ) লুটেরা এল দেশে 

গ) বর্গি এল দেশে 

ঘ) দুশমন এল দেশে 

উত্তর : গ) বর্গি এল দেশে 


১২। ‘এটা ভূতের দোষ নয়’ - এ কথা কে বলেছেন ?

ক) চুড়ামনি

খ) শিরোমণি - চুড়ামনি

গ) শিরোমণি

ঘ) বিদ্যারত্ন

উত্তর : খ) শিরোমণি - চুড়ামনি

১৩। খিড়কির আনাচে কানাচে ঘোরে ভূতের ?

ক) পেয়াদা 

খ) পেশকার

গ) পুলিশ

ঘ) পাহারাদার

উত্তর : ক) পেয়াদা

১৪। গভীর রাতে দেশে দু-একটা লোকের হাত জোড় করার কারণ ?

ক) কর্তার ভূত যেন তাদের ছেড়ে না যান 

খ) কর্তার ভূত যেন শান্তিতে থাকতে দেন 

গ) কর্তার ভূতের কি এখনো ছাড়বার সময় হয়নি

ঘ) কর্তার ভূত কি চিরকাল থেকে যাবেন 

উত্তর : গ) কর্তার ভূতের কি এখনো ছাড়বার সময় হয়নি

১৫। ভূতের নায়েব ভূতের জেলখানার কে ?

ক) জেলার

খ) কর্তা

গ) দারোগা

ঘ) আধিকারিক

উত্তর : গ) দারোগা


১৬। বেঁহুশ যারা তারাই কি ?

ক) অশুচি

খ) অপবিত্র

গ) পবিত্র

ঘ) পাপী

উত্তর : গ) পবিত্র

১৭। ‘তাতে অত্যন্ত আনন্দ পায় ।’ কারা আনন্দ পায় ?

ক) দার্শনিক

খ) বিজ্ঞানী

গ) তত্ত্বজ্ঞানী দেশ 

ঘ) ভূতগ্রস্থ দেশ 

উত্তর : ঘ) ভূতগ্রস্থ দেশ 

১৮। ‘ভাবনা কি’ এ কথা কে বললেন ?

ক) দেবতা 

খ) অসুর

গ) দানব

ঘ) রাক্ষস

উত্তর : ক) দেবতা 

১৯। ‘সেইখানেই তো ভূত ।’ এ কথা কে বলেছে ?

ক) দানব 

খ) অবাচীনেরা

গ) দেবতা

ঘ) কর্তা

উত্তর : ঘ) কর্তা
 
২০। ভূতের মাথায় কি চাপে ?

ক) সকল  চিন্তা

খ) সকল ভাবনা

গ) সকল দুঃখ

ঘ) সকল ভার

উত্তর : খ) সকল ভাবনা


২১। ‘ কারও হুঁশ ছিল না ’ - কোন ব্যাপারে ?

ক) বর্গির দলের আক্রমণের ব্যাপারে 

খ) বুলবুলির ঝাঁকের ধান খাওয়ার ব্যাপারে 

গ) ভূতুড়ে জেলখানায় ঘানি ঘোরালো যে তেজ বেরিয়ে যায় সে ব্যাপারে 

ঘ) বিদেশের লোকেরা ভয়ংকর সজাগ আছে - সে ব্যাপারে

উত্তর : খ) বুলবুলির ঝাঁকের ধান খাওয়ার ব্যাপারে

২২। ‘মানুষের মৃত্যু আছে ’ ?

ক) অমানুষের তো মৃত্যু নেই  

খ) ভূতের তো মৃত্যু নেই 

গ) কুসস্কারের তো মৃত্যু নেই 

ঘ) ঘাতকের তো মৃত্যু নেই 

উত্তর : খ) ভূতের তো মৃত্যু নেই 

২৩। কেবল অতি সামান্য একটা কারণে একটু মুশকিল বাঁধল । কারণটি হল ?

ক) পৃথিবীর সকল দেশেই অত্যন্ত ভূতের উপদ্রব

খ) পৃথিবীর কোনো দেশেই ভূতের অস্তিত্ব নেই 

গ) পৃথিবীর অন্য দেশগুলিকে ভূতে পায়নি

ঘ) পৃথিবীর কোনো দেশেই উপযুক্ত ওঝা পাওয়া গেল না

উত্তর : গ) পৃথিবীর অন্য দেশগুলিকে ভূতে পায়নি

২৪। তারা বলে ‘ভয় করে যে কর্তা ।’ তাদের ভয়ের কারণ ?

ক) কর্তা বেঁচে নেই 

খ) কর্তা খুবই অসুস্থ

গ) অন্ধ সংস্কারকে তারা ছাড়তে চায় না 

ঘ) কর্তাকে ছাড়া তারা চলতে পারবে না 

উত্তর : ঘ) কর্তাকে ছাড়া তারা চলতে পারবে না

 

২৫। ‘যেমন করে পারি ভূত ছাড়াব ।’ উক্তিটির বক্তা হল ?

ক) মাসিপিসি 

খ) ভূতের নায়েব

গ) মাসতুতো - পিসতুতোর দল 

ঘ) অবাচীনেরা

উত্তর : ঘ) অবাচীনেরা

২৭। ভূতুড়ে জেলখানার দারোগা ছিল ?

ক) ভূতের রায়ত  

খ) ভূতের নায়েব

গ) ভূতের জমিদার 

ঘ) ভূতের গোমস্তা

উত্তর :  খ) ভূতের নায়েব

২৮। আগে আগে ভূত পেয়ে বসেছে ?

ক)  সমাজকে 

খ) ওঝাকে

গ) অবাচীনদের

ঘ) মাসিপিসিদের 

উত্তর : খ) ওঝাকে

২৯। ‘অভূতের পেয়াদা ঘোরে ’ – ?

ক) খিড়কির আনাচে কানাচে 

খ) সদরের রাস্তায় ঘাটে

গ) শশ্মানের রাস্তায় ঘাটে 

ঘ) জেলখানার আনাচে কানাচে 

উত্তর : ক) খিড়কির আনাচে কানাচে

৩০। জগতের সবচেয়ে আদিম চলার রীতিটি হল ?

ক) চোখ বুজে চলা  

খ) চোখ খুলে চলা 

গ) গুটিসুটি হয়ে চলা 

ঘ) জোরে জোরে হাঁটা 

উত্তর :  ক) চোখ বুজে চলা


৩১। সনাতন ঘুম বলতে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছেন ? 

ক) আদিমকালের ঘুম

খ) অন্ধকারে ঘুম

গ) ভাতঘুম

ঘ) চিরকালের ঘুম

উত্তর :  ক) আদিমকালের ঘুম

৩২। ‘সেইখানেই তো ভূত ।’ কথাটি বলেন ?

ক) অভূতের পেয়াদা

খ) শিরোমণি চুরামনি

গ) বুড়ো কর্তা 

ঘ) ভূতের দল 

উত্তর : ঘ) ভূতের দল



বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

সুয়েজখালে হাঙর শিকার MCQ প্রশ্নোত্তর

একাদশ শ্রেণী xi class bengali বাংলা সুয়েজখালে হাঙর শিকার MCQ প্রশ্নোত্তর suyejkhale hangor shikar mcq questions answers


১। ‘সুয়েজখালে হাঙর শিকার’ প্রবন্ধে ফাতনা হিসেবে ব্যাবহার করা হয়েছিল ? 

ক) জাহাজের কাঠ

খ) মস্ত কাঠ

গ) করিকাঠ

ঘ) বড়ো শোলা


উত্তর : খ) মস্ত কাঠ


২। প্রথম হাঙরটিকে লেখকের ‘বাঘা’ নাম দেওয়ার কারণ ? 

ক) সে বাঘের মতো হিংস্র ও ভয়ংকর ছিল 

খ) সে বাঘের মতোই দ্রুতগতিসম্পন্ন ছিল 

গ) বাঘের মতোই কালো ডোরাকাটা দাগ ছিল তাঁর 

ঘ) বাঘের মতোই একাকী ভ্রমন করছিল সে 


উত্তর : গ) বাঘের মতোই কালো ডোরাকাটা দাগ ছিল তাঁর 

৩। হাঙরকে ঘায়েল করতে ব্যাবহার করা হয়েছিল ? 

ক) কড়িকাঠ 

খ) বর্শা 

গ) বন্দুক

ঘ) দা


উত্তর : ক) কড়িকাঠ

৪। ‘কোথা থেকে জাহাজ খুঁজে একটি ভীষণ বড়শির জোগাড় করলে’ কারণ ? 

ক) সে হাঙর শিকার করতে উৎসাহী 

খ) যে কোনো মাছই সে ধরতে চায় 

গ) জাহাজের ছোটো ছোটো ছেলে মেয়েরা তার কাছে আবদার জানিয়েছে 

ঘ) আগেরবার বড়শি দিয়ে হাঙর ধরা গিয়েছিল


উত্তর : ক) সে হাঙর শিকার করতে উৎসাহী 


৫। সুয়েজ বন্দরের প্রায় তিনদিকে রয়েছে ?

ক) বালির ঢিপি আর পাহাড়  

খ) সমুদ্র 

গ) অরণ্য

ঘ) গম্বুজ 


উত্তর : ক) বালির ঢিপি আর পাহাড়




৬। কোন মাছ দেখে লেখকের হাঙরের বাচ্চা মনে হয়েছিল ? 

ক) তিমি  

খ) বনিটো

গ) ইলিশ

ঘ) ডলফিন


উত্তর : খ) বনিটো

৭। ‘গতস্য শোচনা নাস্তি’ কথাটির অর্থ ? 

ক) ভুলের জন্য অনুশোচনা  

খ) যা হয়ে গেছে তাঁর জন্য অনুশোচনা করে লাভ নেই 

গ) অনুশোচনাই সংশোধনের উপায় 

ঘ) অনুশোচনা করলেই ক্ষমা করা যায় না 


উত্তর : খ) যা হয়ে গেছে তাঁর জন্য অনুশোচনা করে লাভ নেই


৮। কলম্বাস ভারতে আসার নতুন রাস্তা খোঁজার চেষ্টায় পার হয়েছিলেন ? 

ক) ভারত মহাসাগর 

খ) প্রশান্ত মহাসাগর

গ) আটলান্টিক মহাসাগর

ঘ) বঙ্গোপসাগর


উত্তর : গ) আটলান্টিক মহাসাগর


৯। যে মাছগুলি হাঙরের আশে পাশে ঘুরছিল , পিঠে চড়ে বসছিল তাদের নাম ছিল ? 

ক) বনিটো

খ) ম্যাকারেল 

গ) চোষক

ঘ) পাইলট ফিস


উত্তর : গ) চোষক

১০। কার উৎসাহে হাঙর ধরার উপকরণ সংগৃহীত হয়েছিল ? 

ক) আরব মিঞা 

খ) খালাসী

গ) লেখক

ঘ) সেকেন্ড ক্লাসের ফৌজি


উত্তর : ঘ) সেকেন্ড ক্লাসের ফৌজি




১১। সুয়েজ খাল কে খনন করেন ? 

ক) আমুন্ডসেন  

খ) কলম্বাস 

গ) ফার্ডিনেন্ড লেসেস্প

ঘ) মিশরের ফেরো


উত্তর : গ) ফার্ডিনেন্ড লেসেস্প


১২। স্বামীজি কাদের প্রণাম জানিয়েছেন ? 

ক) ভারতের অস্পৃশ্য মানুষজনকে  

খ) ভারতের তাঁতি জোলা শ্রেণির লোকজনকে

গ) ভারতের শ্রমজীবী মানুষজনকে

ঘ) ভারতের আপামর জনসাধারণকে 


উত্তর : গ) ভারতের শ্রমজীবী মানুষজনকে

১৩। সুয়েজ খাল কোম্পানির অধিকাংশ শেয়ার এখন কাদের ? 

ক) ফরাসিদের  

খ) ওলন্দাজদের 

গ) ইংরেজদের

ঘ) ইতালিয়দের


উত্তর : গ) ইংরেজদের


১৪। সুয়েজ বন্দরে যাত্রীদের নামতে না দেওয়ার কারণ ? 

ক) বন্দরের ভগ্নদশা থাকার জন্য  

খ) প্লেগ সংক্রমণের ভয়ে 

গ) ম্যালেরিয়া সংক্রমণের ভয়ে 

ঘ) যাত্রীরা পালিয়ে যেতে পারে এই ভয়ে 


উত্তর : খ) প্লেগ সংক্রমণের ভয়ে 

১৫। বনিটোর সঙ্গে হাঙরের পার্থক্য হল ? 

ক) বনিটোর তুলনায় হাঙর কুৎসিত

খ) বনিটো দ্রুতগতিসম্পন্ন , হাঙরের গদাইলশকরি চাল

গ) হাঙরের তুলনায় বনিটো হিংস্র 

ঘ) বনিটো হাঙরের তুলনায় নভ্র


উত্তর : খ) বনিটো দ্রুতগতিসম্পন্ন , হাঙরের গদাইলশকরি চাল




১৬। ‘সুয়েজখালে হাঙর শিকার’ প্রবন্ধে লেখক হাঙরকে যে নামে উল্লেখ করেছেন , তাহল ? 

ক) আরকটি মাছ  

খ) পাইলট ফিশ

গ) থাবড়ামুখো

ঘ) হাঙর চোষক


উত্তর : গ) থাবড়ামুখো


১৭। গতবারে আসবার সময়ে সুয়েজে জাহাজ কতক্ষন ছিল ? 

ক) অল্পক্ষণই

খ) সারাদিনই

গ) বেশিক্ষণই

ঘ) অনেক অনেককক্ষনই


উত্তর : ক) অল্পক্ষণই


১৮। ‘বুঝি উনি হাঙরের বাচ্চা’ এখানে ‘উনি’ বলতে কে ? 

ক) ডলফিন 

খ) বনিটো

গ) তিমি

ঘ) হাঙর


উত্তর : খ) বনিটো

১৯। কাতারে কাতারে স্ত্রী পুরুষ , ছেলে মেয়ে ঝুঁকে পড়ে কি দেখছিল ? 

ক) কুমির

খ) তিমি

গ) ডলফিন

ঘ) হাঙর


উত্তর : ঘ) হাঙর

২০। দশ হাত দরিয়ার ওপর তেল ভাসছে কেমন করে ? 

ক) থিকথিক করে

খ) ঝিকঝিক করে

গ) চিকচিক করে

ঘ) ঝিকমিক করে


উত্তর : খ) ঝিকঝিক করে




২১। ‘আহা কি নিষ্টুর ! মেরো না’ বলে চিৎকার করতে লাগল কারা ? 

ক) যাত্রীরা 

খ) ছেলেরা

গ) মেয়েরা

ঘ) বুড়োরা


উত্তর : গ) মেয়েরা

২২। কি পেলে অনেকেই বীর হয় ? 

ক) অস্ত্র পেলে

খ) বুড়ো কাজ হাতে পেলে

গ) সম্মান পেলে

ঘ) পুরস্কার পেলে


উত্তর : খ) বুড়ো কাজ হাতে পেলে


২৩। ‘সুয়েজ খালে হাঙর শিকার’ একটি কি ? 

ক) প্রবন্ধ  

খ) গল্প

গ) রম্যরচনা 

ঘ) উপন্যাসের অংশ 


উত্তর : ক) প্রবন্ধ  

২৪। ‘ওর মাংস লাল ও বড়ো সুস্বাদু’ এখানে কোন মাছের কথা বলা হয়েছে ? 

ক) বনিটো  

খ) ইলিশ

গ) তিনি

ঘ) পাইলট ফিশ


উত্তর : ক) বনিটো

২৫। জাহাজ থেকে ক্রেনে করে মাল তুলে নৌকায় ফেলেছিল , কারা ? 

ক) কুলিরা

খ) খালাসিরা 

গ) মজুররা 

ঘ) মুটেরা


উত্তর : খ) খালাসিরা



২৬। প্লেগ রোগ বহন করে কে ? 

ক) আরশোলা

খ) ইঁদুর

গ) মশা

ঘ) মাছি


উত্তর : খ) ইঁদুর

২৭। প্লেগ বিষ শরীরে ঢুকলে তার প্রকাশ ঘটে কত দিনের মধ্যে ? 

ক) আট দিন 

খ) সাত দিন

গ) নয় দিন

ঘ) দশ দিন 


উত্তর : ঘ) দশ দিন

২৮। কখন শোনা গেল যে , জাহাজের পেছনে বড়ো বড়ো হাঙর ভেসে ভেসে বেড়াচ্ছে ? 

ক) দুপুর বেলা খাবার দাবার আগেই 

খ) দুপুর বেলা খাবার দাবার পরেই

গ) সকাল বেলা খাবার দাবার আগেই

ঘ) সকাল বেলা খাবার দাবার পরেই


উত্তর : গ) সকাল বেলা খাবার দাবার আগেই


২৯। সাদা টুপিগুলি নামানোর কথা বলা হয়েছে , কারণ ? 

ক) হাঙর ভড়কে যাবে

খ) হাঙর পালাবে

গ) হাঙর ভয় পেয়ে আসবে না 

ঘ) হাঙর ঘাবড়ে যাবে 


উত্তর : ক) হাঙর ভড়কে যাবে


৩০। ‘তাই ইংরেজ এখন সকলের উপর বড়ো জাত’ কারণ ? 

ক) ইংরেজের সম্পদ সবার চেয়ে বেশি  

খ) ইংরেজের সাম্রাজ্য সবার চেয়ে বড়ো 

গ) ইংরেজের ব্যাবসার জায়গা সবার চেয়ে বিস্তৃত 

ঘ) ইংরেজের ঘরে ভারতের সমস্ত বানিজ্য ও রাজস্ব 


উত্তর : ঘ) ইংরেজের ঘরে ভারতের সমস্ত বানিজ্য ও রাজস্ব




মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

তেলেনাপোতা আবিস্কার MCQ প্রশ্নোত্তর

একাদশ শ্রেণী xi class bengali বাংলা তেলেনাপোতা আবিস্কার MCQ প্রশ্নোত্তর telenpota abishkar mcq questions answers


১। ‘ বড়ো রাস্তা থেকে নেমে সেই ভিজে জলার কাছেই গিয়ে দাঁড়াতে হবে আপনাকে ।’ কারণ ?

ক) সেরকম নির্দেশই আগে আপনাকে দেওয়া হয়েছিল 

খ) সে দিক দিয়েই তেলেনাপোতা যাওয়ার পথ 

গ) সামনের ঘন জঙ্গলের ভিতর দিয়ে মনে হবে একটা কাদাজলের নালা কে যেন কেটে রেখেছে 

ঘ) এর বেশি দূর আর বাসে করে যাওয়া সম্ভব নয় 

উত্তর : গ) সামনের ঘন জঙ্গলের ভিতর দিয়ে মনে হবে একটা কাদাজলের নালা কে যেন কেটে রেখেছে 


২। ‘হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে ।’ জলে শব্দটার কারণ ?

ক) একটা মোটা লম্বা সাপ ভাঙা ঘাটের কোনো ফাটল থেকে বেরিয়ে এসেছে 

খ) মাছরাঙা পাখি পুকুরের জলে ঝাঁপিয়ে মাছ ধরেছে 

গ) একটি মেয়ে পিতলের ঝকঝকে কলসীতে পুকুরের পানা ঢেউ সরিয়ে জল ভরছে 

ঘ) একটি বড়ো মাছ টোপ খেয়েছে 

উত্তর : গ) একটি মেয়ে পিতলের ঝকঝকে কলসীতে পুকুরের পানা ঢেউ সরিয়ে জল ভরছে 


৩।  “.....প্রায় ঘরজোড়া একটি ভাঙা তক্তাপোশে ছিন্ন কাঁথা জড়িত একটি শীর্ণ কঙ্কালসার মূর্তি শুয়ে আছে ।” ‘ছিন্ন কাঁথা’র অর্থ হল ?

ক) ছেঁড়া কম্বল

খ) ছেঁড়া কাঁথা

গ) ছেঁড়া লেপ

ঘ) এদের কোনোটিই নয়  


উত্তর : খ) ছেঁড়া কাঁথা


৪। মহানগরী থেকে তেলেনাপোতার সম্ভাব্য দুরত্ব ?


ক) কুড়ি মাইল

খ) বাইশ মাইল

গ) পঞ্চাশ মাইল

ঘ) ত্রিশ মাইল

উত্তর : ঘ) ত্রিশ মাইল

৫। “বসে আছেন কেন ? টান দিন” - উক্তিটির বক্তা ?


ক) যামিনী

খ) মনি 

গ) কথক

ঘ) নিরঞ্জন

উত্তর : ক) যামিনী


৬। তেলেনাপোতায় ফিরে যাওয়ার প্রস্তুতির দিনে থার্মোমিটারের পারা দেহের তাপমাত্রা জানাবে ?

ক) একশো ত্রিশ ডিগ্রি 

খ) একশো দুই ডিগ্রি

গ) একশো পাঁচ ডিগ্রি

ঘ) একশো চার ডিগ্রি

উত্তর : গ) একশো পাঁচ ডিগ্রি


৭। যামিনীর মা তেলেনাপোতাকে বলেছে ?

ক) মৃত্যুপুরী

খ) স্বর্গপুরী

গ) পাতালপুরী

ঘ) প্রেতপুরী

উত্তর : ঘ) প্রেতপুরী


৮। গরুর গাড়ির গাড়োয়ান উৎসাহের সঙ্গে কি বাজাচ্ছিল ? 

ক) মাদল

খ) খোল করতাল

গ) তবলা 

ঘ) ক্যানেস্তারা


উত্তর : ঘ) ক্যানেস্তারা


৯। তেলেনাপোতা আবিষ্কার কত দিন ছুটি পেলে হবে ? 

ক) একদিন 

খ) তিনদিন

গ) দু দিন 

ঘ) পাঁচদিন 

উত্তর : গ) দু দিন 

১০। মহানগরে ফিরে গল্পের কথক কোন রোগে আক্রান্ত হলেন ?

ক) ম্যালেরিয়া

খ) ফাইলেরিয়া

গ) ডেঙ্গু

ঘ) চিকুনগুনিয়া 

উত্তর : ক) ম্যালেরিয়া



১১। তেলেনাপোতায় যা ফুরোয় না বলে মনে হয় ?

ক) ভোর

খ) রাত 

গ) সময় 

ঘ) সারা দিনরাত 


উত্তর : গ) সময়

১২। নিরঞ্জন যামিনীর মাকে কোথায় কাজ করছে বলে মিথ্যা বলেছিল ?


ক) বিদেশে  

খ) দেশে 

গ) দেশের বাইরে 

ঘ) দেশের মধ্যে 


উত্তর : ক) বিদেশে 


১৩। তেলেনাপোতার পৌঁছানোর পর যে কটু গন্ধ নাকে আসবে ?


ক) পাটপচা গন্ধ

খ) পচা জলের গন্ধ

গ) পানাপচা গন্ধ

ঘ) মৃত পশুর গন্ধ


উত্তর : ক) পাটপচা গন্ধ

১৪। তক্তাপোশের একপাশে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে ? 

ক) যামিনীর মা 

খ) যামিনী 

গ) যামিনীর দিদি 

ঘ) যামিনীর ভাই 


উত্তর : খ) যামিনী 

১৫। ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্পে রামায়ণের যে চরিত্রের উল্লেখ আছে সেটি হল ?

ক) মেঘনাদ

খ) মহীরাবণ

গ) রাম

ঘ) কুম্ভকর্ণ


উত্তর : ঘ) কুম্ভকর্ণ 

১৬। মাঝখানে নেমে পড়তে হবে _______।

ক) আচমকা 

খ) হঠাৎ

গ) আকস্মিক

ঘ) তড়িঘড়ি


উত্তর : ক) আচমকা 

১৭। ‘কর্মভোগ সেরে আসি’ কে বলেছে ?

ক) পানরসিক মণি

খ) অভিযানের নায়ক

গ) নিদ্রাবিলাসী বন্ধু

ঘ) যামিনী 


উত্তর : ক) পানরসিক মণি 

১৮। ‘ না মাসিমা , আর পালাব না ।’ কে বলেছে ?

ক) অভিযানের নায়ক

খ) নিরঞ্জন 

গ) পানরসিক মনি 

ঘ) নিদ্রবিলাসী বন্ধু 


উত্তর : ক) অভিযানের নায়ক


১৯। ‘তেলেনাপোতা আবিষ্কার’ প্রথম প্রকাশিত হয় কোন শারদ সংখ্যায় ?

ক) ‘দেশ’ এ

খ) ‘আনন্দবাজার’ এ

গ) ‘শনিবারের চিঠি’ তে 

ঘ) ‘যুগান্তর’ এ


উত্তর : ঘ) ‘যুগান্তর’ এ

২০। ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্পটি যে গল্পগ্রন্থের অন্তর্ভূক্ত হয় তার নাম কি ?

ক) ‘কুড়িয়ে ছড়িয়ে’

খ) ‘মহানগর’

গ) ‘ধূলিধূসর’

ঘ) ‘অষ্ঠপ্রহর’


উত্তর : ক) ‘কুড়িয়ে ছড়িয়ে’


২১। যামিনীর মায়ের সঙ্গে নিরঞ্জনের শেষ দেখা হয়েছিল কত বছর আগে ? 

ক) চার বছর

খ) পাঁচ বছর

গ) ছয় বছর

ঘ) সাত বছর


উত্তর : ক) চার বছর


২২। ‘তেলেনাপোতা আবিষ্কার’ একটি কি ?

ক) মিনি গল্প

খ) ছোটোগল্প

গ) নীতিদীর্ঘ গল্প

ঘ) বড়ো গল্প


উত্তর : খ) ছোটোগল্প


২৩। ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্পে তেলেনাপোতা যাওয়ার শেষ বাহনটি কি ছিল ?

ক) বাস 

খ) রিকশা 

গ) ঘোড়ার গাড়ি 

ঘ) গোরুর গাড়ি 


উত্তর : ঘ) গোরুর গাড়ি 

২৪। তেলেনাপোতার স্মৃতি আপনার কাছে একটা কি বলে মনে হবে ?

ক) ঝাপসা ছবি বলে 

খ) ঝাপসা মূর্তি বলে 

গ) ঝাপসা দুঃস্বপ্ন বলে 

ঘ) ঝাপসা স্বপ্ন বলে 


উত্তর : ঘ) ঝাপসা স্বপ্ন বলে 

২৫। ‘আমি মরেও শান্তি পাব না ।’ কারণ ?

ক) তোর মতামত না পেলে 

খ) তোর অভিমত না পেলে

গ) তোর শেষ কথা না পেলে

ঘ) তোর শেষ ইচ্ছা জানতে  না পারলে 


উত্তর : গ) তোর শেষ কথা না পেলে 



২৬। ‘আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা ।’ কথাটা কি ? 

ক) আমার কথার খেলাপ হবে না 

খ) আমার কথা আদৌ ধাপ্পা নয় 

গ) আমার কথার নড়চড় হবে না 

ঘ) আমার কথা মিথ্যা হবে না 


উত্তর : গ) আমার কথার নড়চড় হবে না

২৭। ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্পে যে মাসের কথা আছে সেটি হল ? 

ক) জৈষ্ঠ্য

খ) আসাঢ

গ) শ্রাবণ

ঘ) ভাদ্র


উত্তর : ঘ) ভাদ্র

২৮। আনমনা কথকের চমক ভাঙার কারণ ?

ক) যামিনীর ডাকে 

খ) বাঁশির শব্দে 

গ) বজ্রপাতের শব্দে 

ঘ) জলের শব্দে 


উত্তর : ঘ) জলের শব্দে 


২৯। ‘কেন যে তাঁর চোখে ঘুম নেই’ কারণ টা ?

ক) আপনি খোঁজার চেষ্টা করবেন 

খ) অনুসন্ধানের চেষ্টা আপনাকে তাড়িয়ে বেড়াবে

গ) আপনি ভাববার চেষ্টা করবেন 

ঘ) আপনাকে ভাবিয়ে ব্যতিব্যাস্ত করবে 


উত্তর : গ) আপনি ভাববার চেষ্টা করবেন





সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

ডাকাতের মা MCQ প্রশ্নোত্তর

একাদশ শ্রেণী xi class bengali বাংলা ডাকাতের মা MCQ প্রশ্নোত্তর dakater ma mcq questions answers


১। ‘দারোগাসাহেব , মেয়ে মানুষকে নিয়ে টানাটানি করছেন কেন ?’ এই উক্তিটি কার ? 

ক) সৌখির

খ) পেশকারের 

গ) দোকানদারের 

ঘ) পাড়ার লোকের 


উত্তর : ক) সৌখির


২। বুড়ি কার পায়ের ওপর মাথা কুটছে ?

ক) পেশকারবাবুর 

খ) দারোগাবাবুর

গ) কেরানিবাবুর

ঘ) উকিলবাবুর


উত্তর : খ) দারোগাবাবুর


৩। লোটা বাড়ির কি ? 

ক) সম্পদ 

খ) শ্রী 

গ) লক্ষ্মী

ঘ) লক্ষ্মীশ্রী 


উত্তর : ঘ) লক্ষ্মীশ্রী 


৪। ‘সেইজন্য হুলস্থূল পড়ে গেল তাঁর বাড়িতে’ কোন সময় ? 

ক) সকালবেলায় 

খ) মাঝরাতে 

গ) বিকেলবেলায় 

ঘ) দুপুরবেলায় 


উত্তর : ক) সকালবেলায় 


৫। ‘মেয়েমানুষের আর কত আক্কেল হবে ।’ এ চিন্তা কার ? 

ক) দোকানদারের

খ) দারোগার

গ) সৌখির

ঘ) ডাকাত দলের সর্দারের


উত্তর : গ) সৌখির 




৬। ‘হায় রে কপাল’ উক্তিটি কে করেছে ? 

ক) সৌখির বাবা 

খ) সৌখি 

গ) সৌখির মা 

ঘ) সৌখির বউ 


উত্তর : গ) সৌখির মা 


৭। ‘ডাকাতের মা’ গল্পে কাছারির ঘড়িতে বেজেছিল ? 

ক) চারটে

খ) পাঁচটা 

গ) দুটো

ঘ) তিনটা 


উত্তর : গ) দুটো 

৮। ‘ডাকাতের মা’ গল্পে সৌখির সাজা কমেছিল ? 

ক) এক বছর

খ) দেড় বছর 

গ) আড়াই বছর 

ঘ) দু বছর 


উত্তর : ক) এক বছর

৯। ‘এ আনন্দ তার রাখবার জায়গা নেই ।’ আনন্দের কারণ হল ? 

ক) ছেলে এতদিন পর জেল থেকে ফেরার পরও তার সঙ্গে খুনশুরি করছে 

খ) ছেলে জেলে ভালো ব্যাবহার করে ছাড়া পেয়ে মার কাছে এসেছে 

গ) ছেলে জেল থেকে লুকিয়ে বাড়ি ফিরেছে 

ঘ) ছেলে এতদিন জেলে থাকার পর বাড়ি ফিরেছে 


উত্তর : ক) ছেলে এতদিন পর জেল থেকে ফেরার পরও তার সঙ্গে খুনশুরি করছে 



১০। ‘পুলিশ দেখে ভয় পাবার লোক এসে নয়’ কিন্তু ?

ক) আজকার ঘটনা আলাদা  

খ) আজকার ব্যাপার সাপার সম্পূর্ণ পৃথক 

গ) আজ ঘটেছে অন্য ঘটনা 

ঘ) আজ যে ব্যাপার অন্য 


উত্তর : ঘ) আজ যে ব্যাপার অন্য 




১১। কতবার পুলিশ এসেছে , কখনও সৌখির মার মাথা হেঁট হয়নি , কারণ ? 

ক) সে জানে তাঁর স্বামী পুত্র ছিঁচকে চোর নয় 

খ) সে জানে ডাকাতি করা তার স্বামী পুত্রের হকের পেশা 

গ) সে জানে তাঁর স্বামী পুত্র ছোটো কাজ করে না 

ঘ) সে মনে করে ডাকাতি করা মস্ত বীরের কাজ 


উত্তর : খ) সে জানে ডাকাতি করা তার স্বামী পুত্রের হকের পেশা 


১২। সৌখির মা ছেলের দিকে শুধু একবার তাকিয়ে মাথা হেঁট করে রইল , কারণ ? 

ক) সে ডাকাতের মায়ের উপযুক্ত কাজ করেনি 

খ) সে ডাকাত ছেলের মুখে চুনকালি দিয়েছে 

গ) সে ছিঁচকে চোরের কাজ করেছে 

ঘ) স্বামী পুত্রের হকের পেশার দুর্নাম করেছে 


উত্তর : গ) সে ছিঁচকে চোরের কাজ করেছে 


১৩। ‘ডাকাতের মা’ গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ? 

ক) অপরিচিতা 

খ) জাগরী

গ) চকাচকি

ঘ) সংকট 


উত্তর : গ) চকাচকি


১৪। ‘ডাকাতের মা’ একটি কি ? 

ক) গল্প  

খ) ছোটোগল্প 

গ) বড়ো গল্প

ঘ) অণুগল্প 


উত্তর : খ) ছোটোগল্প 


১৫। ‘ডাকাতের মা’ গল্পে সৌখির ছেলের বয়স ? 

ক) তিন - চার বছর 

খ) চার - পাঁচ বছর 

গ) সাত - আট বছর 

ঘ) ছয় - সাত বছর 


উত্তর : খ) চার - পাঁচ বছর 




১৬। ‘ডাকাতের মা’ গল্পে যে ঋতুর উল্লেখ পাওয়া যায় সেটি ?

ক) গ্রীষ্মকাল

খ) শরৎকাল

গ) শীতকাল

ঘ) বসন্তকাল


উত্তর : গ) শীতকাল 


১৭। ‘ডাকাতের মায়েরও গা ছমছম করে ।’ কারণ ? 

ক) সম্মুখে এক  লম্বা চওড়া লোককে দেখে

খ) সম্মুখে এক ভূতের মতন কিম্ভুত লোককে দেখে

গ) সম্মুখে পুলিশের এক লোককে দেখে 

ঘ) সম্মুখে এক তাগড়াই চেহারার লোককে দেখে 


উত্তর : ক) সম্মুখে এক  লম্বা চওড়া লোককে দেখে


১৮। ‘ বুড়ি বিছানা থেকে উঠে পা টিপে টিপে বেরুল ঘর থেকে ’ এখানে ‘বুড়ি’ বলতে কে ? 

ক) সৌখির শাশুড়ি মা 

খ) সৌখির দিদা

গ) সৌখির মা

ঘ) সৌখির ঠাকুরমা 


উত্তর : গ) সৌখির মা


১৯। ‘উনোনে চড়ানো আলুর তরকারির পোড়া গন্ধ ছড়িয়ে পড়েছে ।’ কোথায় ? 

ক) সারা ঘরময় 

খ) সারা পাড়ায় 

গ) সারা বারান্দায় 

ঘ) সারা রান্নাঘরে 


উত্তর : খ) সারা পাড়ায়


২০। মাত্র দু মাস তিন মাসের সাজা হয় কাদের ? 

ক) কদুচোরদের  

খ) কুমড়ো চোরদের 

গ) পটোল চোরদের 

ঘ) বেগুন চোরদের 


উত্তর : ক) কদুচোরদের  




২১। ‘ দেখিয়ে দেব পাড়ার লোকদের ’ সৌখির মা কি দেখিয়ে দেবে 

ক) তাঁর নাতি ফেলনা নয়

খ) তাঁর নাতি কাঙাল নয়

গ) তাঁর নাতি হালঘরের ছেলে নয়

ঘ) তাঁর নাতি পথের ভিখারী নয়


উত্তর : ঘ) তাঁর নাতি পথের ভিখারী নয়


২২। একবার সৌখি ‘কি মারই মেরেছিল মাকে’ কারণ ? 

ক) ঘুমে নিঃসাড় হয়ে পড়েছিল বলে 

খ) ডাকাডাকি করেও ঘুম ভাঙেনি বলে

গ) রাত দুপুরে বাড়ি ফিরে এসে টোকার সাড়া না পেয়ে

ঘ) রাতে সজাগ ছিল না বলে 


উত্তর : ঘ) রাতে সজাগ ছিল না বলে 


২৩। ‘প্রতি মুহূর্তে বুড়ি এই প্রশ্নের ভয়ই করছিল’ প্রশ্নটি কি ? 

ক) ছেলেকে দেখছি না ?

খ) বউকে দেখছি না ?

গ) বাড়িয়ে কাউকে দেখছি না ?

ঘ) এদের কাউকে দেখছি না ?


উত্তর : ঘ) এদের কাউকে দেখছি না ?

২৪। সে মনে মনে ঠিক করে ফেলে যে – কি ঠিক করেছে ? 

ক) কালই সে যাবে ছেলেকে দেখতে

খ) কালই সে যাবে শ্বশুরবাড়ি বউ ছেলেকে নিয়ে আসতে

গ) কালই সে যাবে শ্বশুরবাড়ি বউ ছেলেকে দেখতে

ঘ) কালই সে যাবে শ্বশুরবাড়ি বউ ছেলেকে আসার কথা বলতে 


উত্তর : খ) কালই সে যাবে শ্বশুরবাড়ি বউ ছেলেকে নিয়ে আসতে


২৫। ‘ তাঁর পরিচয় ডাকাতের মা বলে ’ কারণ ? 

ক) ডাকাত দলের সঙ্গে ছেলের যোগ আছে 

খ) ছেলে ডাকাত

গ) ডাকাতের সঙ্গে ছেলের বন্ধুত্ব আছে

ঘ) ছেলে ডাকাত দলের শাগরেদ 


উত্তর : খ) ছেলে ডাকাত




২৬। ডাকাত মায়ের ঘুম পাতলা হতে হয় , কারণ ? 

ক) ছেলের ফেরার অপেক্ষায় 

খ) ছেলে কত কি আনবে তা দেখার আগ্রহ

গ) দরজায় টোকার আওয়াজ শুনে দরজা খোলার জন্য

ঘ) ছেলের আনা জিনিস ঘরের ভিতরে নেওয়ার জন্য 


উত্তর : গ) দরজায় টোকার আওয়াজ শুনে দরজা খোলার জন্য


২৭। সৌখির বাপের দলের একজন পুলিশের হাতে ধরা পড়বার পর নিজের হাতে জিব কেটে ফেলেছিল , কারণ ? 

ক) পাছে সর্দারের নাম বলে ফেলে 

খ) পাছে দলের সম্বন্ধে কিছু বলে ফেলে 

গ) পাছে কত কি ডাকাতি করেছে তা বলে ফেলে

ঘ) পাছে দলের লোকের নাম বলে ফেলে 


উত্তর : খ) পাছে দলের সম্বন্ধে কিছু বলে ফেলে


২৮। সৌখির এবারকার বউটার শরীর ভেঙে গিয়েছে , কারণ ? 

ক) খুব খাটুনির ফলে 

খ) মনের অশান্তির ফলে 

গ) রোগা ভোগা ছিল , তাঁর ওপর ছেলে হওয়া

ঘ) খাটুনির মধ্যে বিশ্রাম না পাওয়া 


উত্তর : গ) রোগা ভোগা ছিল , তাঁর ওপর ছেলে হওয়া


২৯। ‘তখন তাকে ঠেকানো হয় মুশকিল ।’ কারণ ? 

ক) যখন দলের কারও মনে পাপ ঢোকে

খ) যখন দলের কেউ মারমুখী হয়ে ওঠে

গ) যখন দলের কারও মনে স্বার্থ চিন্তা বড়ো হয়

ঘ) যখন দলের কেউ শত্রু হয়ে ওঠে 


উত্তর : ক) যখন দলের কারও মনে পাপ ঢোকে




রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

নীলধজের প্রতি জনা MCQ প্রশ্নোত্তর

একাদশ শ্রেণী xi class bengali বাংলা নীলধজের প্রতি জনা MCQ প্রশ্নোত্তর nildhojer proti jona mcq questions answers


১। খান্ডব বন দগ্ধ করার সময় পার্থকে সাহায্য করেছিলেন ? 

ক) কৃষ্ণ

খ) রাম

গ) ব্যাসদেব

ঘ) বিষ্ণু


উত্তর : ক) কৃষ্ণ

২। ‘রে অবোধ , কে মুছিবে তোরে ?’ এখানে অবোধ করেছিলেন ?

ক) কৃষ্ণ

খ) অর্জুন

গ) নীলধজ

ঘ) প্রবীর


উত্তর : ঘ) প্রবীর

৩। ‘নীলধজের প্রতি জনা’ পত্র কবিতার উপাদান আছে মহাভারতের ? 

ক) শান্তি পর্বে

খ) যুদ্ধ পর্বে

গ) উদ্যোগ পর্বে

ঘ) অশ্বমেধ পর্বে


উত্তর : ঘ) অশ্বমেধ পর্বে

৪। জনার পুত্রের নাম কি ? 

ক) কর্ণ

খ) প্রবীর

গ) অভিমুণ্য

ঘ) অশ্বত্থামা


উত্তর : খ) প্রবীর

৫। ‘ধীবর জননী , পিতা ব্রাহ্মণ’ এদের সন্তান হলেন ? 

ক) ব্যাসদেব

খ) দ্রোণাচার্য

গ) দ্বৈপায়ন 

ঘ) ভীষ্ম


উত্তর : ক) ব্যাসদেব



৬। ‘নীলধজের প্রতি জনা’ কবিতায় পার্থকে নীলধজ কি জ্ঞানে পূজা করেছিলেন ?

ক) নারায়ণ 

খ) শিব

গ) ব্রহ্মা 

ঘ) ইন্দ্র


উত্তর : ক) নারায়ণ 

৭। ‘হতজ্ঞান আজি কি হে ...’ কার কথা বলা হয়েছে ? 

ক) রাজ্যবাসী

খ) নীলধজ

গ) অর্জুন 

ঘ) যুবরাজ


উত্তর : খ) নীলধজ

৮। সেদিন রাজতোরণে বাজছিল ? 

ক) জয়বাদ্য

খ) রণবাদ্য

গ) কাঁসর

ঘ) শঙ্খ


উত্তর : খ) রণবাদ্য

৯। রাজকেতু বলতে বোঝায় ? 

ক) রাজদ্বার

খ) রাজপতাকা 

গ) রাজদন্ড

ঘ) রাজতোরণ 


উত্তর : খ) রাজপতাকা 

১০। জনা নিজেকে যা বলে উল্লেখ করেছেন তা হল ? 

ক) বৈজ্ঞানিক

খ) পাগলিনী

গ) মহাযোদ্ধা

ঘ) দার্শনিক 


উত্তর : খ) পাগলিনী



১১। শুনিছ পুজিছ________রাজা ভক্তিভাবে ? 

ক) পার্থে 

খ) ফাল্গুনী

গ) অর্জুনে 

ঘ) তৃতীয় পান্ডবে


উত্তর : ক) পার্থে 

১২। নীলধজ কার সঙ্গে সন্ধি করেছিলেন ?

ক) শ্রীকৃষ্ণ 

খ) সারথী

গ) কৌরব দূত

ঘ) পার্থ 


উত্তর : ঘ) পার্থ


১৩। ‘খান্ডব’ আসলে একটি ?

ক) গিরি পর্বত

খ) অরণ্য

গ) দেশ

ঘ) মরুভূমি


উত্তর : খ) অরণ্য

১৪। ‘শাশুড়ির যোগ্য বধূ’ এখানে শাশুড়ি হলেন ? 

ক) কুন্তী 

খ) দ্রৌপদী

গ) গান্ধারী 

ঘ) মাদ্রী


উত্তর : ক) কুন্তী 

১৫। ‘ছদ্মবেশে লক্ষ রাজে ছলিল দূর্মতি ।’ ছদ্মবেশে কে ছলনা করেছিলেন ? 

ক) শ্রীকৃষ্ণ 

খ) অর্জুন 

গ) বেদব্যাস 

ঘ) দ্বৈপায়ন ঋষি 


উত্তর : খ) অর্জুন 



১৬। ‘কুলাচার্য’ কে ? 

ক) নীলাম্বর 

খ) আচার্য কৃপ

গ) অর্জুন 

ঘ) শ্রীকৃষ্ণ 


উত্তর : খ) আচার্য কৃপ

১৭। প্রবীরের সঙ্গে কার যুদ্ধ হয় ? 

ক) ভীমের

খ) যুধিষ্ঠিরের 

গ) অর্জুনের 

ঘ) সহদেবের 


উত্তর : গ) অর্জুনের 

১৮। স্বামী নীলধজের কাছে জনার প্রত্যাশা কি ছিল যে তিনি পালন করবেন ? 

ক) রাজধর্ম

খ) ক্ষত্রধর্ম

গ) বীরধর্ম

ঘ) মানবধর্ম


উত্তর : খ) ক্ষত্রধর্ম

১৯। ‘বাম’ বলতে কবি কি বুঝিয়েছেন ? 

ক) বোমা 

খ) বিমুখ

গ) মিত্র

ঘ) পুত্র 


উত্তর : খ) বিমুখ

২০। কার আর এক নাম ‘পদ্মালয়া’ ? 

ক) সরস্বতী 

খ) মনসা 

গ) গঙ্গা 

ঘ) লক্ষ্মী


উত্তর : ঘ) লক্ষ্মী



২১। ‘শ্রীখন্ডি’ কে ? 

ক) অর্জুন পুত্র 

খ) গান্ধারী পুত্র

গ) দ্রুপদরাজের পুত্র

ঘ) দ্রোণ পুত্র


উত্তর : ঘ) দ্রোণ পুত্র

২২। ‘নীলধজের প্রতি জনা’ পত্রিকাটি বীরাঙ্গনা কাব্যের ? 

ক) একাদশতম পত্র 

খ) দ্বাদশতম পত্র

গ) ত্রয়দশতম পত্র

ঘ) চতুর্দশতম পত্র


উত্তর : ক) একাদশতম পত্র 

২৩। কেমন তুমি , হায়________পরশ সে কর ।

ক) বন্ধুভাবে 

খ) সখাভাবে

গ) মিত্রভাবে

ঘ) সুহৃদভাবে

উত্তর : গ) মিত্রভাবে

২৪। ‘নীলধজের প্রতি জনা’ সর্গটি গৃহীত হয়েছে কোন কাব্যে থেকে ? 

ক) তিলোওমাসম্ভব কাব্য থেকে

খ) মেঘনাদবধ কাব্য থেকে

গ) ব্রজঙ্গনা কাব্য থেকে

ঘ) বীরাঙ্গনা কাব্য থেকে


উত্তর : ঘ) বীরাঙ্গনা কাব্য থেকে

২৫। সাহিত্য প্রকরণের নিরিখে ‘নীলধজের প্রতি জনা’ কি কাব্য ? 

ক) মঙ্গলকাব্য

খ) গীতিকাব্য

গ) পত্রকাব্য

ঘ) আখ্যানকাব্য


উত্তর : গ) পত্রকাব্য



২৬। মাহেস্বরী পুরীর যুবরাজ কে ? 

ক) নীলধজ 

খ) প্রবীর

গ) অভিমুন্য

ঘ) উপমুন্য


উত্তর : খ) প্রবীর

২৭। ‘কিরীটি’ কে ? 

ক) দ্রুপদ পত্র

খ) অর্জুন 

গ) পাণ্ডব

ঘ) নীলধজ


উত্তর : খ) অর্জুন

২৮। ‘বীরাঙ্গনা’ কাব্যে পুনাঙ্গ সর্গ সংখ্যা কত ? 

ক) নয় 

খ) দশ

গ) এগারো

ঘ) বারো


উত্তর : গ) এগারো

২৯। ‘পীতাম্বর’ কে ? 

ক) মহাধিরাজ 

খ) শ্রীকৃষ্ণ 

গ) পীতবর্ণের মানুষ 

ঘ) পিতামহ 


উত্তর : খ) শ্রীকৃষ্ণ 

৩০। ‘হৃষিকেশ’ কে ? 

ক) কৃষ্ণ

খ) কৃপাচার্য

গ) দ্রুপদ পুত্র 

ঘ) দ্রোনাচার্য


উত্তর : ক) কৃষ্ণ





শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ প্রশ্নোত্তর

একাদশ শ্রেণী xi class bengali বাংলা বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ প্রশ্নোত্তর bishal danaoyala ak thurthure buro mcq questions answers


১। দেবদূতের ডানায় মস্ত কতকগুলি পালক গজিয়েছিল কখন ? 

ক) ডিসেম্বর মাসে 

খ) ডিসেম্বরের মাঝামাঝি

গ) ডিসেম্বরের গোড়ায়

ঘ) ডিসেম্বরের শেষে 


উত্তর : গ) ডিসেম্বরের গোড়ায়

২। দেবদূত তখন কেমন ছিল ? 

ক) ছেলেমানুষ

খ) কিশোর

গ) কিশোরী

ঘ) যুবতী 


উত্তর :  ক) ছেলেমানুষ

৩। দেবদূত যখন উড়ে যাচ্ছিল তখন তাকে কেমন দেখাচ্ছিল ? 

ক) জরাগ্রস্থ শকুনের মতো

খ) জরাগ্রস্থ চিলের মতো

গ) জরাগ্রস্থ বাজপাখির মতো

ঘ) জরাগ্রস্থ বাদুড়ের মতো


উত্তর : ক) জরাগ্রস্থ শকুনের মতো

৪। বৃষ্টির রাতে তাদের শোবার ঘরে কি হাঁটছিল ? 

ক) পিঁপড়ে

খ) কাঁকড়া

গ) বিছা

ঘ) আরশোলা 


উত্তর : খ) কাঁকড়া

৫। সবজি বাগানের মধ্যে দেবদূতের নখের আঁচড়ে কি পড়েছিল ? 

ক) সামান্য খাঁজ

খ) গভীর খাঁজ

গ) একটু খাঁজ

ঘ) অগভীর খাঁজ


উত্তর : খ) গভীর খাঁজ



৬। জলবসন্ত একই সঙ্গে পেড়ে ফেলল ক জনকে ? 

ক) একজনকে

খ) দুজনকে

গ) তিনজনকে

ঘ) চারজনকে


উত্তর : খ) দুজনকে

৭। এক কুষ্ঠরোগী যার ঘা গুলো থেকে গজিয়েছিল সূর্যমুখী______।

ক) কুসুম 

খ) পুষ্প

গ) ফুল

ঘ) প্রসূন


উত্তর : গ) ফুল

৮। বাড়ির মালিকদের অবশ্য ______করার কোনোই কারণ ছিল না ।

ক) খেদ

খ) বিলাপ

গ) আক্ষেপ

ঘ) মনস্তাপ


উত্তর : খ) বিলাপ

৯। ‘আঁতকে জেগে উঠেছিল সে তখন ।’ তাঁর আঁতকে জেগে ওঠার কারণ ?

ক) লোকেরা তার পাশটা পুড়িয়ে দিয়েছিল তপ্ত লোহায়

খ) একটা মেয়েকে সে মাকড়সা হয়ে যেতে দেখেছিল

গ) ভয়ানক জাহাজ ডুবির কথা তার মনে পড়ে গিয়েছিল 

ঘ) তাকে পেলাইওর বাড়ি  থেকে চলে যেতে বলা হয়েছিল 


উত্তর : ক) লোকেরা তার পাশটা পুড়িয়ে দিয়েছিল তপ্ত লোহায়

১০। ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হল কীভাবে ? 

ক) দেবতার অভিশাপ

খ) বাবা মার কথার অবাধ্য হয়ে

গ) এলিসেন্দার আকারে

ঘ) পাদ্রে গোনসাগার কথায়


উত্তর : খ) বাবা মার কথার অবাধ্য হয়ে



১১। ডানাওয়ালা বুড়ো লোকটা খায় ? 

ক) বেগুনভর্তা

খ) আলুর ভর্তা

গ) কাঁকড়া

ঘ) ন্যাপথলিন


উত্তর : ঘ) ন্যাপথলিন

১২। থুরথুরে বুড়ো একমাত্র অতিপ্রাকৃত শক্তি হল ? 

ক) জাদু

খ) মন্ত্র

গ) ধৈয

ঘ) জলপড়া


উত্তর : গ) ধৈয

১৩। দেবদূতের উড়ে যাওয়ার দৃশ্য দেখে এলিসেন্দার অনুভূতি কেমন হয় ? 

ক) এলিসেন্দা মুক্ত বোধ করে

খ) এলিসেন্দা দুঃখিত হয় 

গ) এলিসেন্দা স্বস্তি বোধ করে , উদাসও হয়

ঘ) এলিসেন্দা শান্তি পায় 


উত্তর : গ) এলিসেন্দা স্বস্তি বোধ করে , উদাসও হয়

১৪। পেলাইওর নবজাত শিশুটি কষ্ঠ পেয়েছে প্রবল ।

ক) পেট ব্যাথায়

খ) জ্বরে

গ) মাথার যন্ত্রণায়

ঘ) শ্বাসকষ্টে


উত্তর : খ) জ্বরে

১৫। সহজ সরল গোছের মানুষেরা এই অচেনা মানুষটিকে চেয়েছিলেন কি বানাতে ? 

ক) পুরপিতা 

খ) ক্রীতদাস

গ) রাজা

ঘ) যাজক


উত্তর : ক) পুরপিতা 



১৬। সেই দুঃস্বপ্ন দেখে কী করে ওঠে ? 

ক) চমকে

খ) আঁতকে

গ) লাফিয়ে

ঘ) চেঁচিয়ে


উত্তর : খ) আঁতকে

১৭। পাদ্রে গোনসাগা যাজক হওয়ার আগে কি ছিলেন ? 

ক) হটটাকটটা কাঠুরে 

খ) অধ্যাপক

গ) পুরোহিত

ঘ) বিশাল ব্যাবসায়ী


উত্তর : ক) হটটাকটটা কাঠুরে 

১৮। থুরথুরে বুড়োর ডানা কীসে জট পাকিয়ে গেছে চিরকালের মতো ? 

ক) পাঁকে

খ) আঠায় 

গ) কাদায়

ঘ) মিষ্টিরসে


উত্তর : গ) কাদায়

১৯। দেবদূত কে দেখার জন্য এলিসেন্দা দর্শনী হিসেবে অর্থ ধার্য করেছিল কত ? 

ক) পাঁচ সেন্ট

খ) পাঁচ ডলার

গ) পাঁচ পাউন্ড

ঘ) পাঁচ টাকা


উত্তর : ক) পাঁচ সেন্ট

২০। দুর্বোধ্য ভাষায় কীভাবে জবাব দিল ? 

ক) ভারী গলায়

খ) হালকা গলায়

গ) রিনরিনে গলায়

ঘ) মিষ্টি গলায়


উত্তর : গ) রিনরিনে গলায়



২১। পরশিনি ওদের বললে যে ওরা একটা কি করেছে ? 

ক) দরুণ ভুল 

খ) বিরাট ভুল

গ) ভয়ানক ভুল

ঘ) মস্ত ভুল


উত্তর : ঘ) মস্ত ভুল

২২। প্রাণে যাদের অনেক দয়াধর্ম ছিল তারা কি ছুঁড়ে দিত ? 

ক) পয়সা

খ) টাকা

গ) ঢিল

ঘ) ফলমূল


উত্তর : গ) ঢিল

২৩। ডানার যে দমকা ঝাপটা তুলেছিল , তা কেমন ছিল ?

ক) ভয়ের

খ) প্রলয়ের

গ) আতঙ্কের

ঘ) ধ্বংসের 


উত্তর : গ) আতঙ্কের

২৪। দেবদূত যে রোগে আক্রান্ত হয়েছিল , তার নাম কি ? 

ক) কলেরা 

খ) গুটি বসন্ত

গ) জল বসন্ত 

ঘ) টাইফয়েড 


উত্তর : গ) জল বসন্ত 

২৫। মাকড়সায় পরিণত হওয়া মেয়েটির মাথাটা কেমন ছিল ?

ক) কুমারী মেয়ের মতো

খ) সধবা মেয়ের মতো

গ) বিধবা মেয়ের মতো

ঘ) বয়স্কা মেয়ের মতো


উত্তর : ক) কুমারী মেয়ের মতো




২৬। সেই দুঃস্বপ্ন দেখে সে কেমন করে ওঠে ? 

ক) জেগে ওঠে 

খ) আঁতকে উঠে

গ) চমকে উঠে

ঘ) কেঁদে ওঠে 


উত্তর : খ) আঁতকে উঠে

২৭। একটি মেয়ে মাকড়সায় পরিণত হয়েছিল , কারণ ? 

ক) গুরুজনদের কথা সে মান্য করে চলেনি

খ) সে তার বাবা মার কথার অবাধ্য হয়েছিল

গ) বাবা মার নির্দেশ অবজ্ঞা করার পরিণাম 

ঘ) পিতা মাতাকে না জানিয়ে নাচের আসরে চলে যাওয়ার পরিণতি 


উত্তর : খ) সে তার বাবা মার কথার অবাধ্য হয়েছিল

২৮। ‘এ যে এক দেবদূত’ উক্তিটির বক্তা কে ? 

ক) এলিসেন্দা 

খ) পেলাইও

গ) পড়োশীনি

ঘ) গোনসাগা


উত্তর : গ) পড়োশীনি


২৯। মুখ গুঁজে উপুড় হয়ে কোথায় পড়ে আছে ? 

ক) বালির মধ্যে 

খ) পাঁকের মধ্যে

গ) ধুলোর মধ্যে

ঘ) কাদার মধ্যে


উত্তর : ঘ) কাদার মধ্যে

৩০। স্থানীয় পাদ্রি সাহেবের নাম কি ? 

ক) পেলাইও

খ) গোনসাগা

গ) এলিসেন্দা

ঘ) দেবদূত


উত্তর : খ) গোনসাগা