বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

কর্তার ভূত MCQ প্রশ্নোত্তর

একাদশ শ্রেণী xi class bengali বাংলা কর্তার ভূত MCQ প্রশ্নোত্তর kortar bhut mcq questions answers


১। ‘কর্তার ভূত’ কাহিনীটি ?

ক) প্রতীকী রচনা 

খ) সাংকেতিক রচনা 

গ) রূপক রচনা

ঘ) লঘু রচনা

উত্তর : গ) রূপক রচনা


২। ‘কর্তার ভূত’ গল্পে যে চরিত্রগুলি রয়েছে , সেগুলি হল ?

ক) দেবতা ও মানব 

খ) মানুষ , দেবতা 

গ) ভূত , রাক্ষস 

ঘ) ভূত , দেবতা , মানুষ 

উত্তর : ঘ) ভূত , দেবতা , মানুষ 

৩। ‘বুড়ো কর্তার মরণকালে দেশশুদ্ধ সবাই’ উদ্বিগ্ন, কারণ ?

ক) কর্তা গেলে তাদের কে দেখবে 

খ) কর্তা গেলে তাদের কি দশা হবে 

গ) কর্তা গেলে তাদের ভাবনা কে ভাববে 

ঘ) কর্তা গেলে তাদের নিয়ে কে হ্যাপা পোয়াবে

উত্তর : খ) কর্তা গেলে তাদের কি দশা হবে

৪। ‘ আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে ।’ – এখানে ‘ঠান্ডা’ অর্থে ?

ক) শীতল

খ) নম্ভ্র

গ) ল অ্যান্ড অর্ডারের মাধ্যমে শান্তি রক্ষা

ঘ) শান্তি

উত্তর : ঘ) শান্তি

৫। দেবতা দয়া করে কর্তাকে বলেছিলেন ?

ক) দেবী হয়ে থাক

খ) ভূত হয়ে থাক

গ) মানুষ হয়ে থাক

ঘ) দানব হয়ে থাক

উত্তর : খ) ভূত হয়ে থাক


৬। ‘ভূতের কারও জন্যে মাথাব্যাথাও নেই ।’ কারণ ?

ক) ভূতের মাথা নেই 

খ) ভূতের হৃদয় নেই

গ) ভূতের সময় নেই

ঘ) ভূতের পা নেই

উত্তর : ক) ভূতের মাথা নেই 

৭। ‘তার বিরুদ্ধে না চলে নালিশ’ - কার বিরূদ্ধে নালিশ না চলার কারণ ?

ক) দেবতার 

খ) মানুষের 

গ) ভূতের 

ঘ) দানবের

উত্তর : গ) ভূতের

৮। হুঁশিয়ার যারা তাদের কাছে ঘেঁষতে চায় না , কারণ ?

ক) পাছে অত্যাচারিত হয় 

খ) পাছে মার খায় 

গ) পাছে প্রায়শ্চিত্ত করতে হয়

ঘ) পাছে অপদস্থ হয় 

উত্তর : গ) পাছে প্রায়শ্চিত্ত করতে হয়

৯। ‘চুপ । এখনো ঘানি অচল হয়নি ।’ ভূতের নায়েবের এই ভয় দেখানোর কারণ ?

ক) ঘানি টানার লোকের অভাব 

খ) ঘানি টানতে অসম্মত হওয়া

গ) অবাচীনদের ভূত ছাড়ানোর হুমকি 

ঘ) ঘানি টানার মতো অসহযোগিতার আশঙ্কা

উত্তর : খ) ঘানি টানতে অসম্মত হওয়া

১০। ভূতুড়ে জেলখানার নিরন্তর ঘোরা ঘানি থেকে কি বেরোয় ?

ক) মানুষের তেজ 

খ) তেল

গ) মানুষের মেধা 

ঘ) মানুষের রক্ত - মজ্জা 

উত্তর : ক) মানুষের তেজ


১১। ‘খোকা ঘুমোলো, পাড়া জুড়ালো’ এর সঙ্গে ছন্দ মিলিয়ে পরের পদটি ?

ক) হার্মাদ এল দেশে 

খ) লুটেরা এল দেশে 

গ) বর্গি এল দেশে 

ঘ) দুশমন এল দেশে 

উত্তর : গ) বর্গি এল দেশে 


১২। ‘এটা ভূতের দোষ নয়’ - এ কথা কে বলেছেন ?

ক) চুড়ামনি

খ) শিরোমণি - চুড়ামনি

গ) শিরোমণি

ঘ) বিদ্যারত্ন

উত্তর : খ) শিরোমণি - চুড়ামনি

১৩। খিড়কির আনাচে কানাচে ঘোরে ভূতের ?

ক) পেয়াদা 

খ) পেশকার

গ) পুলিশ

ঘ) পাহারাদার

উত্তর : ক) পেয়াদা

১৪। গভীর রাতে দেশে দু-একটা লোকের হাত জোড় করার কারণ ?

ক) কর্তার ভূত যেন তাদের ছেড়ে না যান 

খ) কর্তার ভূত যেন শান্তিতে থাকতে দেন 

গ) কর্তার ভূতের কি এখনো ছাড়বার সময় হয়নি

ঘ) কর্তার ভূত কি চিরকাল থেকে যাবেন 

উত্তর : গ) কর্তার ভূতের কি এখনো ছাড়বার সময় হয়নি

১৫। ভূতের নায়েব ভূতের জেলখানার কে ?

ক) জেলার

খ) কর্তা

গ) দারোগা

ঘ) আধিকারিক

উত্তর : গ) দারোগা


১৬। বেঁহুশ যারা তারাই কি ?

ক) অশুচি

খ) অপবিত্র

গ) পবিত্র

ঘ) পাপী

উত্তর : গ) পবিত্র

১৭। ‘তাতে অত্যন্ত আনন্দ পায় ।’ কারা আনন্দ পায় ?

ক) দার্শনিক

খ) বিজ্ঞানী

গ) তত্ত্বজ্ঞানী দেশ 

ঘ) ভূতগ্রস্থ দেশ 

উত্তর : ঘ) ভূতগ্রস্থ দেশ 

১৮। ‘ভাবনা কি’ এ কথা কে বললেন ?

ক) দেবতা 

খ) অসুর

গ) দানব

ঘ) রাক্ষস

উত্তর : ক) দেবতা 

১৯। ‘সেইখানেই তো ভূত ।’ এ কথা কে বলেছে ?

ক) দানব 

খ) অবাচীনেরা

গ) দেবতা

ঘ) কর্তা

উত্তর : ঘ) কর্তা
 
২০। ভূতের মাথায় কি চাপে ?

ক) সকল  চিন্তা

খ) সকল ভাবনা

গ) সকল দুঃখ

ঘ) সকল ভার

উত্তর : খ) সকল ভাবনা


২১। ‘ কারও হুঁশ ছিল না ’ - কোন ব্যাপারে ?

ক) বর্গির দলের আক্রমণের ব্যাপারে 

খ) বুলবুলির ঝাঁকের ধান খাওয়ার ব্যাপারে 

গ) ভূতুড়ে জেলখানায় ঘানি ঘোরালো যে তেজ বেরিয়ে যায় সে ব্যাপারে 

ঘ) বিদেশের লোকেরা ভয়ংকর সজাগ আছে - সে ব্যাপারে

উত্তর : খ) বুলবুলির ঝাঁকের ধান খাওয়ার ব্যাপারে

২২। ‘মানুষের মৃত্যু আছে ’ ?

ক) অমানুষের তো মৃত্যু নেই  

খ) ভূতের তো মৃত্যু নেই 

গ) কুসস্কারের তো মৃত্যু নেই 

ঘ) ঘাতকের তো মৃত্যু নেই 

উত্তর : খ) ভূতের তো মৃত্যু নেই 

২৩। কেবল অতি সামান্য একটা কারণে একটু মুশকিল বাঁধল । কারণটি হল ?

ক) পৃথিবীর সকল দেশেই অত্যন্ত ভূতের উপদ্রব

খ) পৃথিবীর কোনো দেশেই ভূতের অস্তিত্ব নেই 

গ) পৃথিবীর অন্য দেশগুলিকে ভূতে পায়নি

ঘ) পৃথিবীর কোনো দেশেই উপযুক্ত ওঝা পাওয়া গেল না

উত্তর : গ) পৃথিবীর অন্য দেশগুলিকে ভূতে পায়নি

২৪। তারা বলে ‘ভয় করে যে কর্তা ।’ তাদের ভয়ের কারণ ?

ক) কর্তা বেঁচে নেই 

খ) কর্তা খুবই অসুস্থ

গ) অন্ধ সংস্কারকে তারা ছাড়তে চায় না 

ঘ) কর্তাকে ছাড়া তারা চলতে পারবে না 

উত্তর : ঘ) কর্তাকে ছাড়া তারা চলতে পারবে না

 

২৫। ‘যেমন করে পারি ভূত ছাড়াব ।’ উক্তিটির বক্তা হল ?

ক) মাসিপিসি 

খ) ভূতের নায়েব

গ) মাসতুতো - পিসতুতোর দল 

ঘ) অবাচীনেরা

উত্তর : ঘ) অবাচীনেরা

২৭। ভূতুড়ে জেলখানার দারোগা ছিল ?

ক) ভূতের রায়ত  

খ) ভূতের নায়েব

গ) ভূতের জমিদার 

ঘ) ভূতের গোমস্তা

উত্তর :  খ) ভূতের নায়েব

২৮। আগে আগে ভূত পেয়ে বসেছে ?

ক)  সমাজকে 

খ) ওঝাকে

গ) অবাচীনদের

ঘ) মাসিপিসিদের 

উত্তর : খ) ওঝাকে

২৯। ‘অভূতের পেয়াদা ঘোরে ’ – ?

ক) খিড়কির আনাচে কানাচে 

খ) সদরের রাস্তায় ঘাটে

গ) শশ্মানের রাস্তায় ঘাটে 

ঘ) জেলখানার আনাচে কানাচে 

উত্তর : ক) খিড়কির আনাচে কানাচে

৩০। জগতের সবচেয়ে আদিম চলার রীতিটি হল ?

ক) চোখ বুজে চলা  

খ) চোখ খুলে চলা 

গ) গুটিসুটি হয়ে চলা 

ঘ) জোরে জোরে হাঁটা 

উত্তর :  ক) চোখ বুজে চলা


৩১। সনাতন ঘুম বলতে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছেন ? 

ক) আদিমকালের ঘুম

খ) অন্ধকারে ঘুম

গ) ভাতঘুম

ঘ) চিরকালের ঘুম

উত্তর :  ক) আদিমকালের ঘুম

৩২। ‘সেইখানেই তো ভূত ।’ কথাটি বলেন ?

ক) অভূতের পেয়াদা

খ) শিরোমণি চুরামনি

গ) বুড়ো কর্তা 

ঘ) ভূতের দল 

উত্তর : ঘ) ভূতের দল



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন