সুয়েজখালে হাঙর শিকার MCQ প্রশ্নোত্তর
১। ‘সুয়েজখালে হাঙর শিকার’ প্রবন্ধে ফাতনা হিসেবে ব্যাবহার করা হয়েছিল ?
ক) জাহাজের কাঠ
খ) মস্ত কাঠ
গ) করিকাঠ
ঘ) বড়ো শোলা
উত্তর : খ) মস্ত কাঠ
২। প্রথম হাঙরটিকে লেখকের ‘বাঘা’ নাম দেওয়ার কারণ ?
ক) সে বাঘের মতো হিংস্র ও ভয়ংকর ছিল
খ) সে বাঘের মতোই দ্রুতগতিসম্পন্ন ছিল
গ) বাঘের মতোই কালো ডোরাকাটা দাগ ছিল তাঁর
ঘ) বাঘের মতোই একাকী ভ্রমন করছিল সে
উত্তর : গ) বাঘের মতোই কালো ডোরাকাটা দাগ ছিল তাঁর
৩। হাঙরকে ঘায়েল করতে ব্যাবহার করা হয়েছিল ?
ক) কড়িকাঠ
খ) বর্শা
গ) বন্দুক
ঘ) দা
উত্তর : ক) কড়িকাঠ
৪। ‘কোথা থেকে জাহাজ খুঁজে একটি ভীষণ বড়শির জোগাড় করলে’ কারণ ?
ক) সে হাঙর শিকার করতে উৎসাহী
খ) যে কোনো মাছই সে ধরতে চায়
গ) জাহাজের ছোটো ছোটো ছেলে মেয়েরা তার কাছে আবদার জানিয়েছে
ঘ) আগেরবার বড়শি দিয়ে হাঙর ধরা গিয়েছিল
উত্তর : ক) সে হাঙর শিকার করতে উৎসাহী
৫। সুয়েজ বন্দরের প্রায় তিনদিকে রয়েছে ?
ক) বালির ঢিপি আর পাহাড়
খ) সমুদ্র
গ) অরণ্য
ঘ) গম্বুজ
উত্তর : ক) বালির ঢিপি আর পাহাড়
৬। কোন মাছ দেখে লেখকের হাঙরের বাচ্চা মনে হয়েছিল ?
ক) তিমি
খ) বনিটো
গ) ইলিশ
ঘ) ডলফিন
উত্তর : খ) বনিটো
৭। ‘গতস্য শোচনা নাস্তি’ কথাটির অর্থ ?
ক) ভুলের জন্য অনুশোচনা
খ) যা হয়ে গেছে তাঁর জন্য অনুশোচনা করে লাভ নেই
গ) অনুশোচনাই সংশোধনের উপায়
ঘ) অনুশোচনা করলেই ক্ষমা করা যায় না
উত্তর : খ) যা হয়ে গেছে তাঁর জন্য অনুশোচনা করে লাভ নেই
৮। কলম্বাস ভারতে আসার নতুন রাস্তা খোঁজার চেষ্টায় পার হয়েছিলেন ?
ক) ভারত মহাসাগর
খ) প্রশান্ত মহাসাগর
গ) আটলান্টিক মহাসাগর
ঘ) বঙ্গোপসাগর
উত্তর : গ) আটলান্টিক মহাসাগর
৯। যে মাছগুলি হাঙরের আশে পাশে ঘুরছিল , পিঠে চড়ে বসছিল তাদের নাম ছিল ?
ক) বনিটো
খ) ম্যাকারেল
গ) চোষক
ঘ) পাইলট ফিস
উত্তর : গ) চোষক
১০। কার উৎসাহে হাঙর ধরার উপকরণ সংগৃহীত হয়েছিল ?
ক) আরব মিঞা
খ) খালাসী
গ) লেখক
ঘ) সেকেন্ড ক্লাসের ফৌজি
উত্তর : ঘ) সেকেন্ড ক্লাসের ফৌজি
১১। সুয়েজ খাল কে খনন করেন ?
ক) আমুন্ডসেন
খ) কলম্বাস
গ) ফার্ডিনেন্ড লেসেস্প
ঘ) মিশরের ফেরো
উত্তর : গ) ফার্ডিনেন্ড লেসেস্প
১২। স্বামীজি কাদের প্রণাম জানিয়েছেন ?
ক) ভারতের অস্পৃশ্য মানুষজনকে
খ) ভারতের তাঁতি জোলা শ্রেণির লোকজনকে
গ) ভারতের শ্রমজীবী মানুষজনকে
ঘ) ভারতের আপামর জনসাধারণকে
উত্তর : গ) ভারতের শ্রমজীবী মানুষজনকে
১৩। সুয়েজ খাল কোম্পানির অধিকাংশ শেয়ার এখন কাদের ?
ক) ফরাসিদের
খ) ওলন্দাজদের
গ) ইংরেজদের
ঘ) ইতালিয়দের
উত্তর : গ) ইংরেজদের
১৪। সুয়েজ বন্দরে যাত্রীদের নামতে না দেওয়ার কারণ ?
ক) বন্দরের ভগ্নদশা থাকার জন্য
খ) প্লেগ সংক্রমণের ভয়ে
গ) ম্যালেরিয়া সংক্রমণের ভয়ে
ঘ) যাত্রীরা পালিয়ে যেতে পারে এই ভয়ে
উত্তর : খ) প্লেগ সংক্রমণের ভয়ে
১৫। বনিটোর সঙ্গে হাঙরের পার্থক্য হল ?
ক) বনিটোর তুলনায় হাঙর কুৎসিত
খ) বনিটো দ্রুতগতিসম্পন্ন , হাঙরের গদাইলশকরি চাল
গ) হাঙরের তুলনায় বনিটো হিংস্র
ঘ) বনিটো হাঙরের তুলনায় নভ্র
উত্তর : খ) বনিটো দ্রুতগতিসম্পন্ন , হাঙরের গদাইলশকরি চাল
১৬। ‘সুয়েজখালে হাঙর শিকার’ প্রবন্ধে লেখক হাঙরকে যে নামে উল্লেখ করেছেন , তাহল ?
ক) আরকটি মাছ
খ) পাইলট ফিশ
গ) থাবড়ামুখো
ঘ) হাঙর চোষক
উত্তর : গ) থাবড়ামুখো
১৭। গতবারে আসবার সময়ে সুয়েজে জাহাজ কতক্ষন ছিল ?
ক) অল্পক্ষণই
খ) সারাদিনই
গ) বেশিক্ষণই
ঘ) অনেক অনেককক্ষনই
উত্তর : ক) অল্পক্ষণই
১৮। ‘বুঝি উনি হাঙরের বাচ্চা’ এখানে ‘উনি’ বলতে কে ?
ক) ডলফিন
খ) বনিটো
গ) তিমি
ঘ) হাঙর
উত্তর : খ) বনিটো
১৯। কাতারে কাতারে স্ত্রী পুরুষ , ছেলে মেয়ে ঝুঁকে পড়ে কি দেখছিল ?
ক) কুমির
খ) তিমি
গ) ডলফিন
ঘ) হাঙর
উত্তর : ঘ) হাঙর
২০। দশ হাত দরিয়ার ওপর তেল ভাসছে কেমন করে ?
ক) থিকথিক করে
খ) ঝিকঝিক করে
গ) চিকচিক করে
ঘ) ঝিকমিক করে
উত্তর : খ) ঝিকঝিক করে
২১। ‘আহা কি নিষ্টুর ! মেরো না’ বলে চিৎকার করতে লাগল কারা ?
ক) যাত্রীরা
খ) ছেলেরা
গ) মেয়েরা
ঘ) বুড়োরা
উত্তর : গ) মেয়েরা
২২। কি পেলে অনেকেই বীর হয় ?
ক) অস্ত্র পেলে
খ) বুড়ো কাজ হাতে পেলে
গ) সম্মান পেলে
ঘ) পুরস্কার পেলে
উত্তর : খ) বুড়ো কাজ হাতে পেলে
২৩। ‘সুয়েজ খালে হাঙর শিকার’ একটি কি ?
ক) প্রবন্ধ
খ) গল্প
গ) রম্যরচনা
ঘ) উপন্যাসের অংশ
উত্তর : ক) প্রবন্ধ
২৪। ‘ওর মাংস লাল ও বড়ো সুস্বাদু’ এখানে কোন মাছের কথা বলা হয়েছে ?
ক) বনিটো
খ) ইলিশ
গ) তিনি
ঘ) পাইলট ফিশ
উত্তর : ক) বনিটো
২৫। জাহাজ থেকে ক্রেনে করে মাল তুলে নৌকায় ফেলেছিল , কারা ?
ক) কুলিরা
খ) খালাসিরা
গ) মজুররা
ঘ) মুটেরা
উত্তর : খ) খালাসিরা
২৬। প্লেগ রোগ বহন করে কে ?
ক) আরশোলা
খ) ইঁদুর
গ) মশা
ঘ) মাছি
উত্তর : খ) ইঁদুর
২৭। প্লেগ বিষ শরীরে ঢুকলে তার প্রকাশ ঘটে কত দিনের মধ্যে ?
ক) আট দিন
খ) সাত দিন
গ) নয় দিন
ঘ) দশ দিন
উত্তর : ঘ) দশ দিন
২৮। কখন শোনা গেল যে , জাহাজের পেছনে বড়ো বড়ো হাঙর ভেসে ভেসে বেড়াচ্ছে ?
ক) দুপুর বেলা খাবার দাবার আগেই
খ) দুপুর বেলা খাবার দাবার পরেই
গ) সকাল বেলা খাবার দাবার আগেই
ঘ) সকাল বেলা খাবার দাবার পরেই
উত্তর : গ) সকাল বেলা খাবার দাবার আগেই
২৯। সাদা টুপিগুলি নামানোর কথা বলা হয়েছে , কারণ ?
ক) হাঙর ভড়কে যাবে
খ) হাঙর পালাবে
গ) হাঙর ভয় পেয়ে আসবে না
ঘ) হাঙর ঘাবড়ে যাবে
উত্তর : ক) হাঙর ভড়কে যাবে
৩০। ‘তাই ইংরেজ এখন সকলের উপর বড়ো জাত’ কারণ ?
ক) ইংরেজের সম্পদ সবার চেয়ে বেশি
খ) ইংরেজের সাম্রাজ্য সবার চেয়ে বড়ো
গ) ইংরেজের ব্যাবসার জায়গা সবার চেয়ে বিস্তৃত
ঘ) ইংরেজের ঘরে ভারতের সমস্ত বানিজ্য ও রাজস্ব
উত্তর : ঘ) ইংরেজের ঘরে ভারতের সমস্ত বানিজ্য ও রাজস্ব
কোন মন্তব্য নেই