সংস্কৃত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সংস্কৃত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

একাদশ শ্রেণী সংস্কৃত সাজেশন

একাদশ শ্রেণী সংস্কৃত সাজেশন ভারতবিবেকম মেঘদূতম সাহিত্যের ইতিহাস দশাবতারস্ত্রতম দশকুমারচরিতম ব্রাহ্মণচৌরপিশাচকথা class xi 11 eleven Sanskrit suggestion



               [ ব্রাহ্মণচৌরপিশাচকথা ]

                      ( প্রশ্নের মান - ৫ )

১। ‘ব্রাহ্মণচৌরপিশাচকথা’ কাহিনীটি নিজের ভাষায় লেখো ।

২। চোর এবং ব্রহ্মরাক্ষসের কথোপকথনটি নিজের ভাষায় লেখো ।

৩। পিশাচ এবং চোর উভয়েই কীভাবে আপন আপন কর্মসাধনে ব্যর্থ হল তা বিবৃত করো ।




                 [ দশকুমারচরিতম ]

                 ( প্রশ্নের মান - ৫ )

১। রাজা রাজহংসের মন্ত্রী ও তৎপুত্রদের পরিচয় দাও ।

২। মগধরাজের চরিত্রটি বর্ণনা করো ।

৩। গদ্যসাহিত্যে দন্ডীর অবদান উল্লেখ করো ।

৪। রাজহংসের রাজধানীর নাম কি ? এটি কোন দেশের রাজধানী ? রাজধানীটির বর্ণনা দাও ।

৫। রাজা রাজহংসের মন্ত্রী ও তৎপুত্রদের পরিচয় দাও । 





                [ দশাবতারস্তোএম ]

                ( প্রশ্নের মান - ৫ ) 

১। নারায়নের মৎস্যবতাররুপে আবির্ভাবের পৌরাণিক কাহিনী বিবৃত করো ।

২। শ্রীভগবানের কল্কি অবতাররূপে আবির্ভাবের কাহিনী বর্ণনা করো । 

৩। দশ অবতারের কাহিনী নিজের ভাষায় লেখো ।

৪। নারায়নের বামনরুপ ধারণের পৌরাণিক কাহিনী বিবৃত করো ।





                      [ মেঘদূতম ]

                 ( প্রশ্নের মান - ৫ ) 

১। কালিদাসের ‘মেঘদূতম’ নাটক গীতিকাব্য যক্ষ কেন মেঘকে দূত হিসেবে নিয়োগ করতে চাইল ? 

২। মেঘের কাছে যক্ষের সবিনয় কাতরোক্তিটি বিবৃত করো ।

৩। মেঘের উৎপত্তি ও বংশপরিচয় সম্বন্ধে কবির বক্তব্য আলোচনা করো ।





                  [ ভারতবিবেকম ] 

                ( প্রশ্নের মান - ৫ ) 

১। ভারতবিবেকম নাটকটির স্থান , কাল ও পাত্র চিত্রণ করো ।

২। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে সুরেন্দ্রনাথের ধ্যানধারণার কি পরিচয় পাওয়া যায় ।

৩। মা ভবতারিণীর কাছে শ্রীরামকৃষ্ণের মানসিক ব্যাকুলতা বর্ণনা করো ।

৪। শ্রীরামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রনাথের প্রথম সাক্ষাৎকারের ঘটনা বিবৃত করো । 





               [ সংস্কৃত সাহিত্যের ইতিহাস ] 

                     ( প্রশ্নের মান - ৫ ) 

১। রামায়ণে কটি কান্ড আছে ? কান্ড গুলি কী কী ? রামায়ণের কান্ডভিত্তিক বিষয়বস্তু আলোচনা করো ।

২। মহাভারতের কটি পর্ব ও কি কি ? মহাভারতের সাহিত্যিক মূল্য পর্যালোচনা করো ।

৩। পঞ্চতন্ত্র ।

৪। পুরুষপরীক্ষা ও বিদ্যাপতি ।






 

সোমবার, ১০ অক্টোবর, ২০২২

দশাবতারস্তোএম MCQ প্রশ্নোত্তর

একাদশ শ্রেণী xi class Sanskrit সংস্কৃত দশাবতারস্তোএম MCQ প্রশ্নোত্তর doshabotatstrom mcq questions answers


১। ‘দশাবতারস্তোএম’ কাব্যটির উৎস কি ? 

ক) শ্রীকৃষ্ণকর্নামৃতম

খ) শ্রীভাগবতম

গ) হরিবিলাসম 

ঘ) গীতগোবিন্দম


উত্তর : ঘ) গীতগোবিন্দম

২। ‘দশাবতারস্তোএম’ কাব্যটির রচয়িতা কে ? 

ক) কালিদাস 

খ) দন্ডী 

গ) জয়দেব 

ঘ) ভারবি


উত্তর : গ) জয়দেব 

৩। জয়দেবের পৃষ্টপোষক কে ছিলেন ? 

ক) লক্ষণ সেন 

খ) ধোয়ী

গ) উমাপতি

ঘ) অমরশক্তি 


উত্তর : ক) লক্ষণ সেন 

৪। আলংকারিকদের মতে গীতিকাব্যর অপর নাম কী ? 

ক) চম্পূকাব্য 

খ) খন্ডকাব্য

গ) পদ্যকাব্য

ঘ) শতককাব্য


উত্তর : খ) খন্ডকাব্য

৫। এই বসন্তলীলাটি ঘটেছিল ? 

ক) মথুরায় 

খ) গোকুলে 

গ) দ্বারকায় 

ঘ) বৃন্দাবনে 


উত্তর : ঘ) বৃন্দাবনে 



৬। বৃন্দাবন হল ? 

ক) যমুনা তীরে 

খ) সরযূ তীরে

গ) ভাগীরথী তীরে

ঘ) শতদ্রু তীরে


উত্তর : ক) যমুনা তীরে 

৭। তৃতীয় ‘অবতার’ কে ? 

ক) মৎস্য

খ) কূর্ম

গ) বরাহ 

ঘ) নৃসিংহ 


উত্তর : গ) বরাহ

৮। কে বরাহের দন্তে লগ্ন হয়েছিল ? 

ক) পৃথিবী 

খ) কলঙ্ক 

গ) চন্দ্র 

ঘ) শিখর 


উত্তর : ক) পৃথিবী

৯। ‘শশিনি কলঙ্ককলেব নিমগ্না’ - বাক্য শশীকে কার সঙ্গে তুলনা করা হয়েছে ? 

ক) শূকর –এর

খ) কলঙ্ক –এর

গ) শূকরের দন্ত –এর

ঘ) ধরণী –এর 


উত্তর : গ) শূকরের দন্ত –এর

১০। কলঙ্কের সঙ্গে কার উপমা দেওয়া হয়েছে ? 

ক) ধরণী –র

খ) শূকর –র

গ) চন্দ্র –র

ঘ) শূকরের দন্ত –এর


উত্তর : ক) ধরণী –র



১১। শুকররূপ ধারণ করেছিলেন কে ? 

ক) ব্রহ্মা 

খ) বিষ্ণু 

গ) মহেশ্বর 

ঘ) ইন্দ্র 


উত্তর : খ) বিষ্ণু 

১২। ‘নৃসিংহ অবতার’ কাকে হত্যা করেছিলেন ? 

ক) রাবণকে 

খ) কংসকে 

গ) হিরন্যক্ষকে

ঘ) হিরন্যকশিপুকে 


উত্তর : ঘ) হিরন্যকশিপুকে

১৩। ‘বামনরূপ’ ধারণ করেছিলেন কে ? 

ক) ইন্দ্র 

খ) ব্রহ্মা 

গ) বিষ্ণু 

ঘ) মহেশ্বর 


উত্তর : গ) বিষ্ণু 

১৪। ক্ষত্রিয়দের নিধন করেছিলেন কে ?

ক) রাম 

খ) পরশুরাম 

গ) ইন্দ্র 

ঘ) বিষ্ণু 


উত্তর : খ) পরশুরাম

১৫। ভৃগুপতি কে ? 

ক) ভৃগুর পতি 

খ) ভৃগুপতি যার 

গ) ভৃগুবংশের আদিপুরুষ 

ঘ) পরশুরাম 


উত্তর : ঘ) পরশুরাম 



১৬। নারায়নের পঞ্চম অবতার কে ? 

ক) নৃসিংহ 

খ) বামন 

গ) বরাহ 

ঘ) পরশুরাম 


উত্তর : খ) বামন

১৭। ‘দশমুখ’ শব্দটির প্রতিশব্দ হল ? 

ক) দশানন

খ) রাবণ 

গ) দশটি মুখ আছে যার 

ঘ) দশদিক 


উত্তর : ক) দশানন

১৮। শাস্ত্রে কতজন দিকপালের উল্লেখ আছে ? 

ক) আট 

খ) নয় 

গ) দশ 

ঘ) বারো 


উত্তর : গ) দশ

১৯। ‘হলধর’ কাকে বলা হয়েছে ? 

ক) জনক রাজাকে 

খ) রামকে 

গ) কৃষ্ণকে 

ঘ) বলরামকে 


উত্তর : ঘ) বলরামকে 

২০। বলরামের হলের আঘাতের ভয়ে কে ভীত হয়েছিল ? 

ক) গঙ্গা 

খ) যমুনা 

গ) সরস্বতী 

ঘ) শত্রুরা


উত্তর : খ) যমুনা



২১। ‘শ্রুতি’ তথা বেদকে কে নিন্দা করেছিলেন ?

ক) কেশব 

খ) জগদীশ 

গ) হরি 

ঘ) বুদ্ধ 


উত্তর : ঘ) বুদ্ধ

২২। বুদ্ধদেব বেদের কোন বিষয়কে নিন্দা করেছিলেন ? 

ক) জটিলতাকে 

খ) ব্যাকরণকে 

গ) পশুবধকে 

ঘ) আরন্যককে 


উত্তর : গ) পশুবধকে



রবিবার, ৯ অক্টোবর, ২০২২

দশকুমারচরিতম MCQ প্রশ্নোত্তর

একাদশ শ্রেণী xi class Sanskrit সংস্কৃত দশকুমারচরিতম MCQ প্রশ্নোত্তর doshokumarchoritom mcq questions answers


১। ‘দশকুমারচরিতম’ গ্রন্থটির রচয়িতা কে ? 

ক) সুবন্ধু 

খ) বানভট্ট 

গ) দন্ডী

ঘ) কালিদাস 


উত্তর : গ) দন্ডী

২। ‘দশকুমারচরিতম’ কি ধরনের গ্রন্থ ? 

ক) গদ্যসাহিত্যে 

খ) গল্পসাহিত্য

গ) চম্পু 

ঘ) কাব্য 


উত্তর : ক) গদ্যসাহিত্যে

৩। দন্ডির লেখা কটি গদ্য সাহিত্যের পরিচয় আমরা পাই ? 

ক) একটি 

খ) দুটি 

গ) তিনটি 

ঘ) চারটি 


উত্তর : খ) দুটি 

৪। রাজহংস কোন দেশের রাজা ছিলেন ? 

ক) কাঞ্চি 

খ) পঞ্চাল 

গ) মালব 

ঘ) মগধ 


উত্তর : ঘ) মগধ 

৫। রাজহংসের রাজধানীর নাম কি ? 

ক) কুসুমপুরী

খ) পুষ্পপুরী

গ) শোভাবতী

ঘ) ধর্মপুরী


উত্তর : খ) পুষ্পপুরী



৬। ‘শতধৃতি’ পদের দ্বারা কাকে উদ্দিষ্ট করা হয়েছে ? 

ক) ব্রহ্মাকে 

খ) বিষ্ণুকে 

গ) মহেশ্বরকে 

ঘ) ইন্দ্রকে


উত্তর : ক) ব্রহ্মাকে 


৭। ‘অমরসরিৎ’ বলতে কি বোঝো ? 

ক) ভাগবতী

খ) পদ্মা 

গ) সরস্বতী 

ঘ) মন্দাকিনী 


উত্তর : ঘ) মন্দাকিনী 

৮। ‘ত্রিবিক্রম’ শব্দের দ্বারা কাকে বোঝায় ? 

ক) ইন্দ্র 

খ) নারায়ণ 

গ) বামন 

ঘ) মহাদেব 


উত্তর : গ) বামন 

৯। ‘রত্নাকর’ কাকে বলা হয় ? 

ক) জনৈক দস্যুকে 

খ) গঙ্গাকে 

গ) সমুদ্রকে 

ঘ) শ্রেষ্ট পর্বতকে 


উত্তর : গ) সমুদ্রকে 

১০। যার দ্বারা সুবর্ণ পরীক্ষা করা হয় তাকে বলা হয় ? 

ক) নিকাশ

খ) নিকষ 

গ) বিকাশ 

ঘ) নিকস


উত্তর : খ) নিকষ



১১। ‘ভট’ শব্দের অর্থ কী ? 

ক) ভাট 

খ) যোদ্ধা 

গ) দূত 

ঘ) সেনাপতি 


উত্তর : খ) যোদ্ধা 

১২। কন্দপ কে ? 

ক) কার্তিক 

খ) অহংকারী 

গ) কামদেব 

ঘ) মহাদেব 


উত্তর : গ) কামদেব 

১৩। রাজা রাজহংসের কতজন মন্ত্রী ছিলেন ? 

ক) দুইজন 

খ) তিনজন 

গ) চারজন 

ঘ) পাঁচজন 


উত্তর : খ) তিনজন 

১৪। সিতবর্মার কতজন পুত্র ছিল ? 

ক) এক জন 

খ) দুজন 

গ) তিনজন 

ঘ) পাঁচজন 


উত্তর : খ) দুজন 

১৫। ধর্মপালের কতজন পুত্র ছিল ? 

ক) একজন 

খ) দুজন 

গ) তিনজন 

ঘ) চারজন 


উত্তর : গ) তিনজন 



১৬। পদ্মদ্ভবের কতজন পুত্র ছিল ? 

ক) একজন 

খ) দুজন 

গ) তিনজন 

ঘ) চারজন 


উত্তর : খ) দুজন 

১৭। মন্ত্রীপুত্রদের মধ্যে কে ধর্মপরায়ণ ছিলেন ? 

ক) সুমতি 

খ) সত্যবর্মা 

গ) সুমন্ত্র 

ঘ) সুমিত্র 


উত্তর : খ) সত্যবর্মা

১৮। মন্ত্রীপুত্রদের মধ্যে কে দুশ্চরিত্র ছিল ? 

ক) কামপাল

খ) ধর্মপাল 

গ) সিতবর্মা 

ঘ) সত্যবর্মা


উত্তর : ক) কামপাল

১৯। মন্ত্রী পুত্রদের মধ্যে কে বাণিজ্য করতে গিয়েছিলেন ? 

ক) সুমিত 

খ) সুমন্ত্র 

গ) রত্নোদ্ভব

ঘ) পদ্মদ্ভব


উত্তর : গ) রত্নোদ্ভব

২০। কামপালের পিতার নাম কি ?

ক) সিতবর্মা

খ) পদ্মদ্ভব

গ) ধর্মপাল 

ঘ) সত্যবর্মা


উত্তর : গ) ধর্মপাল 



২১। সত্যবর্মার পিতার নাম কি ? 

ক) সিতবর্মা

খ) ধর্মপাল

গ) রত্নোদ্ভব

ঘ) পদ্মদ্ভব


উত্তর : খ) ধর্মপাল 

২২। সুশ্রুতের পিতার নাম কি ? 

ক) সুমন্ত্র

খ) রত্নোদ্ভব

গ) পদ্মদ্ভব

ঘ) সুমিত্র


উত্তর : গ) পদ্মদ্ভব

২৩। মালবদেশের রাজার নাম কি ? 

ক) ঘনসার

খ) মানসার 

গ) সিতবর্মা 

ঘ) পদ্মদ্ভব


উত্তর : খ) মানসার 

২৪। মানসারের রাজধানীর নাম কি ? 

ক) মগধ 

খ) পাটলিপুত্র 

গ) কাঞ্চি 

ঘ) মালব 


উত্তর : ঘ) মালব 

২৫। পুরন্দর কে ? 

ক) ইন্দ্র 

খ) বিষ্ণু 

গ) ব্রহ্মা 

ঘ) মহেশ্বর 


উত্তর : ক) ইন্দ্র 



২৬। দন্ডি কোন রাজার সভাকবি ছিলেন ? 

ক) নরবাহন

খ) নরপতি 

গ) নরসিংহ 

ঘ) নররাজ 


উত্তর : গ) নরসিংহ 

২৭। রাজহংসের পত্নীর নাম হল ?

ক) লীলাবতী 

খ) ভাগবতী

গ) বসুমতী 

ঘ) শ্রীমতী 


উত্তর : গ) বসুমতী

২৮। পুষ্পপুরীর রাজা ছিলেন ? 

ক) সত্যবর্মা 

খ) রাজহংস 

গ) রত্নোদ্ভব

ঘ) মানসার 


উত্তর : খ) রাজহংস 

২৯। রাজহংসের ভূজদন্ডের সঙ্গে তুলনা করা হয়েছে ? 

ক) সহ্য পর্বতকে 

খ) বিন্ধ্য পর্বতকে

গ) মন্দর পর্বতকে

ঘ) কৈলাস পর্বতকে


উত্তর : গ) মন্দর পর্বতকে

৩০। শত্রুদের সৈন্য সমাবেশের সঙ্গে তুলিত হয়েছে ? 

ক) আকাশ 

খ) বন্যা 

গ) বন 

ঘ) সমুদ্র 


উত্তর : ঘ) সমুদ্র 




শনিবার, ৮ অক্টোবর, ২০২২

সংস্কৃত সাহিত্যের ইতিহাস MCQ প্রশ্নোত্তর

একাদশ শ্রেণী xi class Sanskrit সংস্কৃত সাহিত্যের ইতিহাস MCQ প্রশ্নোত্তর sanskrit sahityar itihas mcq questions answers


১। ‘বেদ’ শব্দটির অর্থ কী ? 

ক) বেদব্যাস 

খ) জ্ঞান 

গ) শিক্ষা 

ঘ) শাস্ত্র 


উত্তর : খ) জ্ঞান 

২। ‘বেদ’ শব্দটির মূল উৎস কি ? 

ক) বেদ ধাতু

খ) বৃৎ ধাতু

গ) বিদ ধাতু

ঘ) বুধ ধাতু


উত্তর : গ) বিদ ধাতু

৩। বিদ ধাতু ক টি অর্থ প্রকাশ করে ? 

ক) চারটি 

খ) একটি 

গ) পাঁচটি 

ঘ) তিনটি 


উত্তর : ক) চারটি 

৪। প্রাচীনতম বৈদিক গ্রন্থ কোনটি ? 

ক) ঋক

খ) সাম

গ) যজু:

ঘ) অর্থব


উত্তর : ক) ঋক

৫। বেদের কটি কান্ড ? 

ক) পাঁচটি 

খ) চারটি

গ) তিনটি

ঘ) দুটি 


উত্তর : ঘ) দুটি 



৬। ‘স্তুতি’ বলতে কি বোঝায় ? 

ক) ব্রাহ্মণ 

খ) আরন্যক

গ) উপনিষদ 

ঘ) মন্ত্র 


উত্তর : ঘ) মন্ত্র 

৭। বেদের অপর নাম হল ? 

ক) স্মৃতি 

খ) নিরুক্ত

গ) শ্রুতি 

ঘ) শিক্ষা 


উত্তর : গ) শ্রুতি

৮। বেদের মন্ত্রভাগ হল ? 

ক) জ্ঞানকান্ড

খ) কর্মকান্ড

গ) যজ্ঞকান্ড

ঘ) পৌরহিত্যকান্ড


উত্তর : ক) জ্ঞানকান্ড

৯। প্রথমে যজ্ঞে ঋত্বিকের প্রয়োজন ছিল ? 

ক) দুজন 

খ) চারজন 

গ) তিনজন 

ঘ) পাঁচজন 


উত্তর : খ) চারজন 

১০। বেদের মন্ত্রগুলি সংগৃহীত হল ? 

ক) পাঁচ ভাগে 

খ) চার ভাগে

গ) তিন ভাগে

ঘ) দু ভাগে


উত্তর : গ) তিন ভাগে



১১। এক একটি সংগ্রহের নাম হল ? 

ক) মন্ত্র

খ) সংহিতা

গ) ব্রাহ্মণ 

ঘ) আরন্যক 


উত্তর : খ) সংহিতা

১২। যজ্ঞে যিনি মন্ত্র পাঠ করে দেবতাদের আহ্বান করতেন , তিনি ? 

ক) অদ্ধযু

খ) ব্রহ্মা 

গ) হোতা

ঘ) উদগাতা


উত্তর : গ) হোতা

১৩। বেদকে ‘ত্রয়ী’ বলা হয় বেদের ? 

ক) সংহিতার সংখ্যা অনুসারে 

খ) লক্ষণ অনুসারে

গ) মন্ত্র অনুসারে

ঘ) যজ্ঞ অনুসারে


উত্তর : খ) লক্ষণ অনুসারে

১৪। বেদ কত প্রকার ? 

ক) ছ প্রকার 

খ) চার প্রকার

গ) পাঁচ প্রকার

ঘ) তিন প্রকার


উত্তর : খ) চার প্রকার

১৫। নীরুক্ত কটি কাণ্ডে বিভক্ত ? 

ক) পাণিনি 

খ) বেদব্যাস

গ) চিন্তামনি 

ঘ) যাস্ক


উত্তর : ঘ) যাস্ক



১৬। সামবেদের ব্রাহ্মণ সংখ্যা হল ? 

ক) ছয় 

খ) সাত

গ) দশ 

ঘ) নয়


উত্তর : গ) দশ 

১৭। অর্থববেদের মন্ত্রগুলি ভাগ করা হয়েছে ? 

ক) দু ভাগে 

খ) তিন ভাগে

গ) চার ভাগে

ঘ) পাঁচ ভাগে


উত্তর : ক) দু ভাগে 

১৮। উপনিষদের অপর নাম ? 

ক) বেদ 

খ) বেদাঙ্গ

গ) বেদান্ত 

ঘ) ছান্দ্যগ্য


উত্তর : গ) বেদান্ত 

১৯। বেদের সংখ্যা হল ? 

ক) ১ টি 

খ) ২ টি 

গ) ৩ টি 

ঘ) ৪ টি 


উত্তর : ঘ) ৪ টি 

২০। ত্রয়ী বলা হয় ? 

ক) ঋগবেদ , সামবেদ ও অর্থববেদকে একত্রে

খ) ঋগবেদ , যজুবেদ ও অর্থববেদকে একত্রে

গ) সামবেদ , যজুবেদ ও অর্থববেদকে একত্রে

ঘ) ঋগবেদ , সামবেদ ও যজুবেদকে একত্রে 


উত্তর : ঘ) ঋগবেদ , সামবেদ ও যজুবেদকে একত্রে 



২১। ধ্রুপদি সংস্কৃত সাহিত্যের আদিকাব্য ? 

ক) রামায়ণ

খ) মহাভারত 

গ) গীতা 

ঘ) বেদ


উত্তর : ক) রামায়ণ

২২। আদিকবি বলা হয় ? 

ক) বেদব্যাসকে 

খ) কালিদাসকে

গ) বাল্মীকিকে

ঘ) ভাসকে 


উত্তর : গ) বাল্মীকিকে

২৩। ‘রামায়ণ’ কার রচনা ? 

ক) বেদব্যাসের 

খ) বাল্মীকির 

গ) কালিদাসের 

ঘ) মাঘের 


উত্তর : খ) বাল্মীকির 

২৪। বাল্মীকি কার নির্দেশনুসারে রামায়ণ রচনা করেন ? 

ক) ব্রহ্মার

খ) বিষ্ণুর 

গ) নারদের 

ঘ) শিবের 


উত্তর : ক) ব্রহ্মার

২৫। বাল্মীকির পিতৃদত্ত নাম হল ? 

ক) ভাগর্ব 

খ) প্রচেতা 

গ) রত্নাকর 

ঘ) বাল্মীকি 


উত্তর : গ) রত্নাকর 



২৬। রামায়ণের এক একটি ভাগকে বলা হয় ? 

ক) পর্ব 

খ) অধ্যায় 

গ) কান্ড

ঘ) তন্ত্র 


উত্তর : গ) কান্ড

২৭। রামায়ণের কান্ড সংখ্যা হল ? 

ক) ৭ টি 

খ) ১৮ টি 

গ) ২২ টি 

ঘ) ১১ টি 


উত্তর : ক) ৭ টি 

২৮। যে নদীর তীরে বাল্মীকি মুনির আশ্রম , তাঁর নাম ? 

ক) গঙ্গা 

খ) যমুনা 

গ) পদ্মা 

ঘ) তমসা 


উত্তর : ঘ) তমসা 

২৯। ব্যাধের দ্বারা বাণবিদ্ধ পাখিটি হল ?

ক) কৌঁঞ্চ

খ) কৌঁঞ্চি

গ) জটায়ু 

ঘ) বিনতা 


উত্তর : ক) কৌঁঞ্চ

৩০। মূল রামায়ণ কোন ভাষায় রচিত ? 

ক) বাংলা 

খ) সংস্কৃত 

গ) হিন্দি 

ঘ) হিব্রু


উত্তর : খ) সংস্কৃত 



৩১। রামায়ণ কে বাংলা পদ্যে অনুবাদ করেন ? 

ক) কাশীরাম দাস 

খ) ভারবি

গ) কৃত্তিবাস 

ঘ) কালিদাস 


উত্তর : গ) কৃত্তিবাস 

৩২। রামায়ণের মোট শ্লোক সংখ্যা হল ? 

ক) ১ লক্ষ 

খ) ২৪,০০০

গ) ২,৪০০

ঘ) ৩০,০০০


উত্তর : খ) ২৪,০০০

৩৩। রামচন্দ্রের হরধনুভঙ্গ কাহিনী কোন কাণ্ডে উল্লেখিত ? 

ক) আদিকাণ্ডে 

খ) অযোধ্যাকাণ্ডে

গ) অরণ্যকাণ্ডে

ঘ) সুন্দরকাণ্ডে


উত্তর : ক) আদিকাণ্ডে

৩৪। রাবণ সীতাকে কোন বন থেকে হরণ করেন ? 

ক) দন্ডকারণ্য

খ) বিন্ধারণ্য

গ) পঞ্চবটী

ঘ) নৈমিষারণ্য


উত্তর : গ) পঞ্চবটী

৩৫। রামচন্দ্রের বনবাসী জীবন কোন কাণ্ডে উল্লেখিত ? 

ক) অরণ্যকাণ্ডে

খ) উত্তরাকাণ্ডে

গ) সুন্দরকাণ্ডে

ঘ) লঙ্কাকাণ্ডে


উত্তর : ক) অরণ্যকাণ্ডে



৩৬। সীতার সঙ্গে হনুমানের প্রথম সাক্ষাৎ হয় ? 

ক) লঙ্কাকাণ্ডে

খ) সুন্দরকাণ্ডে

গ) কিস্কিন্ধাকাণ্ডে

ঘ) উত্তরাকাণ্ডে


উত্তর : খ) সুন্দরকাণ্ডে

৩৭। ‘মহাবীরচরিতম’ এর রচয়িতা হলেন ? 

ক) কালিদাস 

খ) মুরারী

গ) ভবভূতি

ঘ) ক্ষেমেন্দ্র


উত্তর : খ) মুরারী

৩৮। ‘রামচরিতমানস’ এর রচয়িতা কে ? 

ক) কৃত্তিবাস 

খ) রামদাস 

গ) তুলসীদাস 

ঘ) সুদাস 


উত্তর : গ) তুলসীদাস 

৩৯। ‘মহাভারত’ এর রচয়িতা কে ? 

ক) কাশীরামদাস

খ) বাল্মীকি 

গ) বেদব্যাস 

ঘ) তুলসীদাস 


উত্তর : গ) বেদব্যাস 


৪০। মহাভারতের শ্লোক সংখ্যা কত ? 

ক) ১ লক্ষ

খ) ২৪,০০০

গ) ৩০,৫০০

ঘ) ৮০,০০০


উত্তর : ক) ১ লক্ষ



৪১। মহাভারতের এক একটি বিভাগকে কি বলে ? 

ক) কান্ড 

খ) পর্ব 

গ) অঙ্ক

ঘ) অধ্যায় 


উত্তর : খ) পর্ব 

৪২। মহাভারতে মোট কটি পর্ব আছে ? 

ক) ৭ টি 

খ) ১২ টি  

গ) ১৫ টি 

ঘ) ১৮ টি 


উত্তর : ঘ) ১৮ টি 

৪৩। পান্ডবদের অজ্ঞাতবাসের কাহিনী কোন পর্বে উল্লেখিত ? 

ক) দ্রোণপর্ব 

খ) ভীষ্মপর্ব 

গ) বিরাৎপর্ন 

ঘ) সভাপর্ব 


উত্তর : গ) বিরাটপর্ব

৪৪। কুরু পান্ডবের পাশা খেলার কাহিনী কোন পর্বে উল্লেখিত ? 

ক) বনপর্ব 

খ) সভাপর্ব 

গ) কর্ণপর্ব 

ঘ) বিরাটপর্ব 


উত্তর : খ) সভাপর্ব 

৪৫। মহাভারতের কটি স্তরের কথা বলা হয়েছে ? 

ক) একটি 

খ) দুটি 

গ) তিনটি 

ঘ) চারটি 


উত্তর : গ) তিনটি 



৪৬। মহাভারতের মূল চরিত্র কে ? 

ক) অর্জুন 

খ) দুর্যোধন

গ) যুধিষ্ঠির 

ঘ) শ্রীকৃষ্ণ 


উত্তর : ঘ) শ্রীকৃষ্ণ 

৪৭। কর্ণের মাতার নাম কি ? 

ক) মাদ্রী 

খ) গান্ধারী

গ) কুন্তী 

ঘ) যশোদা 


উত্তর : গ) কুন্তী 

৪৮। কৌরব পান্ডবদের পিতামহ হলেন ? 

ক) দ্রোণ 

খ) ভীষ্ম 

গ) ধৃতরাষ্ট্র 

ঘ) পান্ডু


উত্তর : খ) ভীষ্ম 

৪৯। ধৃতরাষ্ট্রের পত্নীর নাম ? 

ক) গান্ধারী 

খ) কুন্তী 

গ) মাদ্রী 

ঘ)  ভানুমতি 


উত্তর : ক) গান্ধারী 

৫০। পাঞ্চালি কাকে বলা হয় ? 

ক) কুন্তীকে 

খ) দ্রৌপদীকে 

গ) গান্ধারীকে 

ঘ) পঞ্চালদেশকে 


উত্তর : খ) দ্রৌপদীকে 






শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

ভারতবিবেকম MCQ প্রশ্নোত্তর

একাদশ শ্রেণী xi class Sanskrit সংস্কৃত ভারতবিবেকম MCQ প্রশ্নোত্তর bharatbibekom mcq questions answers


১। ‘ভারতবিবেকম’ নাটকটির রচয়িতা কে ?

ক) যতীন্দ্রমোহন চৌধুরী 

খ) যতীন্দ্রবিমল চৌধুরী

গ) যতীন্দ্রনাথ চৌধুরী

ঘ) যতীন্দ্রভূষণ চৌধুরী


উত্তর : খ) যতীন্দ্রবিমল চৌধুরী

২। তোমাদের পাঠ্য কোন নাটকের অংশবিশেষ ? 

ক) ভারতবিবেকম 

খ) কথামৃতম 

গ) রামকৃষ্ণবিবেকম

ঘ) রামকৃষ্ণচরিতম 


উত্তর : ক) ভারতবিবেকম

৩। তোমাদের পাঠ্যটি নাটকের কোন দৃশ্য ? 

ক) প্রথম 

খ) দ্বিতীয় 

গ) তৃতীয় 

ঘ) পঞ্চম 


উত্তর : ক) প্রথম

৪। নাটকীয় ঘটনাটি কোন খ্রিষ্টাব্দের ঘটনা ? 

ক) ১৮৯১ 

খ) ১৮৮৫ 

গ) ১৮৮০ 

ঘ) ১৮৮১ 


উত্তর : ঘ) ১৮৮১ 

৫। কোন ভক্তের গৃহে দৃশ্যটি দর্শিত হচ্ছে ? 

ক) সুরেন্দ্রনাথ দত্ত 

খ) সুরেন্দ্রনাথ গুপ্ত 

গ) সুরেন্দ্রনাথ মিত্র 

ঘ) সুরেশচন্দ্র মিত্র


উত্তর : গ) সুরেন্দ্রনাথ মিত্র 



৬। যে সময়ে দৃশ্যটি দেখানো হচ্ছে তখন সময় কত ? 

ক) সকাল  সাতটা 

খ) সকাল সাড়ে সাতটা 

গ) সন্ধ্যা সাতটা

ঘ) সন্ধ্যা সাড়ে সাতটা


উত্তর : গ) সন্ধ্যা সাতটা 

৭। রঙ্গমঞ্চে কতজন পাত্রপাত্রী উপস্থিত ছিলেন ? 

ক) দুজন 

খ) তিনজন 

গ) একজন 

ঘ) তিনেরও কিছু বেশি 


উত্তর : ঘ) তিনেরও কিছু বেশি 

৮। শ্রীরামকৃষ্ণের সঙ্গে কার সাক্ষাৎকারের ঘটনা নাট্যাংশে বর্ণিত ? 

ক) বিবেকানন্দের 

খ) সুরেন্দ্রনাথের 

গ) নরেন্দ্রনাথের 

ঘ) মহেন্দ্র গুপ্তের 


উত্তর : গ) নরেন্দ্রনাথের 

৯। কলকাতার কোন স্থানে নাট্যটির স্থান নির্দেশ করা হয়েছে ? 

ক) কাশীপুরে 

খ) সিমুলিয়ায় 

গ) বরানগরে 

ঘ) দক্ষিণেশ্বরে 


উত্তর : খ) সিমুলিয়ায় 

১০। শ্রীরামকৃষ্ণের আরাধ্য দেবী কে ? 

ক) সর্বতারিণী

খ) ভূবনমোহিনী 

গ) মোক্ষকারিনি

ঘ) ভবতারিণী 


উত্তর : ঘ) ভবতারিণী



১১। মা ভবতারিণী কীসের দ্বারা তৃষিতদের শান্তি বিধান করেন ? 

ক) বরদানের দ্বারা 

খ) করুণাদৃষ্টির দ্বারা

গ) দুঃখহরণের দ্বারা

ঘ) মমতার দ্বারা 


উত্তর : খ) করুণাদৃষ্টির দ্বারা

১২। জননী ভবতারিণী কাদের গতি ? 

ক) ভক্তদের 

খ) যতিদের

গ) সন্তানদের 

ঘ) মোক্ষকারীদের 


উত্তর : খ) যতিদের


১৩। কার দর্শনলালসা রামকৃষ্ণদেবকে কষ্ট দিত ? 

ক) ভবতারিণীর

খ) নীরেন্দ্রনাথের 

গ) উত্তরসাধকের 

ঘ) জ্যোতিময়ীর


উত্তর : গ) উত্তরসাধকের

১৪। মহিমা শব্দটি কোন লিঙ্গ ? 

ক) পুংলিঙ্গ

খ) স্ত্রীলিঙ্গ

গ) ক্লীবলিঙ্গ

ঘ) উভয়লিঙ্গ


উত্তর : ক) পুংলিঙ্গ

১৫। শ্রীরামকৃষ্ণদেব যেখানে থাকেন , সেই স্থান তৎক্ষণাৎ হয়ে ওঠে ? 

ক) পূণ্যস্থান 

খ) তীর্থস্থান

গ) দেবমন্দিরতুল্য

ঘ) কালীমন্দিরতুল্য


উত্তর : গ) দেবমন্দিরতুল্য



১৬। শ্রীরামকৃষ্ণদেবের শরীর থেকে বিচ্ছুরিত হচ্ছে ? 

ক) জ্যোতিধারা

খ) গঙ্গাধারা

গ) কিরণরাশি 

ঘ) স্নেহধারা


উত্তর : ক) জ্যোতিধারা

১৭। শ্রীরামকৃষ্ণদেবের হাস্য থেকে নির্গত হয় ? 

ক) জ্যোতি:

খ) সুধাধারা

গ) কিরণরাশি 

ঘ) অমিয়ধারা


উত্তর : গ) কিরণরাশি 

১৮। শ্রীরামকৃষ্ণ কার জন্য নিত্য অপেক্ষা করে আছেন ? 

ক) সুরেন্দ্রনাথের জন্য 

খ) নরেন্দ্রনাথের জন্য 

গ) উত্তরসাধকের জন্য

ঘ) ভবতারিণী জন্য 


উত্তর : গ) উত্তরসাধকের জন্য 

১৯। ব্রহ্মমন্দিরে কে যাতায়াত করতেন ? 

ক) সুরেন্দ্রনাথ 

খ) নরেন্দ্রনাথ 

গ) শ্রীরামকৃষ্ণ 

ঘ) বিশ্বনাথ দত্ত 


উত্তর : খ) নরেন্দ্রনাথ 

২০। নরেন্দ্র ছিলেন ? 

ক) বীরসন্নাসী 

খ) শ্রেষ্ট শিষ্য 

গ) সর্বনরশ্রেষ্ট 

ঘ) অসাধারণ মেধাবী 


উত্তর : গ) সর্বনরশ্রেষ্ট 



২১। শ্রীরামকৃষ্ণ কোন বস্তুকে অপূর্ব বলেছেন ? 

ক) নরেন্দ্রর ভক্তিকে 

খ) মনকে

গ) উত্তরসাধককে 

ঘ) ভবতারিণী করুনাকে 


উত্তর : খ) মনকে 

২২। শ্রীরামকৃষ্ণের মতে কে শিক্ষণীয় ? 

ক) নরেন্দ্র 

খ) গিরিশ চন্দ্র 

গ) তরুণ 

ঘ) সুরেন্দ্র মিত্র 


উত্তর : গ) তরুণ 

২৩। তরুণের মনে সবকিছু অঙ্কিত হয় কেন ?

ক) সরলতাহেতু 

খ) মনের ঐদার্যহেতু

গ) স্মৃতিশক্তির প্রখরতাহেতু

ঘ) হৃদয়ের কোমলতাহেতু 


উত্তর : ঘ) হৃদয়ের কোমলতাহেতু 

২৪। শ্রীরামকৃষ্ণ কাকে উত্তরসাধকরূপে পেতে চান ? 

ক) শিবকে 

খ) বিষ্ণুকে 

গ) ব্রহ্মাকে 

ঘ) নরেন্দ্রনাথকে 


উত্তর : ঘ) নরেন্দ্রনাথকে 

২৫। ‘সাধবে নম:’ উক্তিটির বক্তা কে ? 

ক) নরেন্দ্রনাথ 

খ) সুরেন্দ্রনাথ 

গ) বিবেকানন্দ 

ঘ) গিরিশচন্দ্র 


উত্তর : ক) নরেন্দ্রনাথ 




২৬। ‘সাধবে নম:’ সাধবে পদের দ্বারা কাকে উদ্দিষ্ট করা হয়েছে ? 

ক) নরেন্দ্রনাথকে 

খ) রামকৃষ্ণকে 

গ) সন্ন্যাসীকে 

ঘ) সুরেন্দ্রনাথকে 


উত্তর : খ) রামকৃষ্ণকে 

২৭। ‘ভারতবিবেকম’ কি ধরনের নাটক ? 

ক) গীতিনাট্য 

খ) প্রেমমূলক 

গ) জীবনীমুলক 

ঘ) ভক্তিমূলক 


উত্তর : গ) জীবনীমুলক

২৮। শ্রীরামকৃষ্ণের কি কম্পিত হচ্ছিল ? 

ক) হৃদয় 

খ) স্মৃতিগুম্লদল 

গ) চিত্তস্থল 

ঘ) হৃদয়তটিনি


উত্তর : খ) স্মৃতিগুম্লদল 

২৯। চন্দ্রের রশ্মি কে পান করে ? 

ক) জোনাকি 

খ) চকোর

গ) বলাকা 

ঘ) চাতক 


উত্তর : খ) চকোর

৩০। শ্রীরামকৃষ্ণকে দেখে নরেন্দ্রনাথ কি প্রশমিত করতে পারছিলেন না ? 

ক) নিজের হৃদয়কে 

খ) নিজেকে

গ) নিজের মনকে

ঘ) নিজের চিত্তকে 


উত্তর : খ) নিজেকে 




 

বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

ব্রাহ্মণচৌরপিশাচকথা MCQ প্রশ্নোত্তর

একাদশ শ্রেণী xi class Sanskrit সংস্কৃত ব্রাহ্মণচৌরপিশাচকথা MCQ প্রশ্নোত্তর brammonchouropishachokotha mcq questions answers


১। ‘ব্রাহ্মণচৌরপিশাচকথা’ গল্পটি কোন গ্রন্থ থেকে গৃহীত ? 

ক) হিতোপদেশ 

খ) বৃহৎকথা 

গ) পঞ্চতন্ত্র

ঘ) বৃহৎকথামঞ্জরী 


উত্তর : গ) পঞ্চতন্ত্র

২। ‘তন্ত্র’ কথাটির অর্থ কী ?

ক) পূজার পুঁথিবিশেষ 

খ) মন্ত্র 

গ) তান্ত্রিক 

ঘ) বিভাগ 


উত্তর : ঘ) বিভাগ 

৩। পঞ্চতন্ত্রে ক টি বিভাগ আছে ? 

ক) দুটি 

খ) তিনটি 

গ) চারটি 

ঘ) পাঁচটি 


উত্তর : ঘ) পাঁচটি 

৪। আলোচ্য গল্পটি পঞ্চতন্ত্রের কোন তন্ত্র থেকে গৃহীত ? 

ক) মিত্রভেদ 

খ) মিত্রপ্রাপ্তি 

গ) কাকোলুকিয়

ঘ) লব্ধপ্রণাশ 


উত্তর : গ) কাকোলুকিয়

৫। ব্রাহ্মণ যে স্থানে বাস করত , সেই স্থানটির নাম কি ? 

ক) কাঞ্চি

খ) শোভাবতী

গ) পুষ্পপুরী 

ঘ) কোনোটিই নয় 


উত্তর : ঘ) কোনোটিই নয় 



৬। আলোচ্য গল্পে ব্রাহ্মণের নাম কি ? 

ক) ভীষ্ম 

খ) দ্রোণ 

গ) কর্ন 

ঘ) জয়দ্রথ 


উত্তর : খ) দ্রোণ 

৭। দ্রোণের অবস্থা কেমন ছিল ? 

ক) দরিদ্র 

খ) ধনী 

গ) মধ্যবিত্ত 

ঘ) সচ্ছল 


উত্তর : ক) দরিদ্র 

৮। ‘যজমান’ কাকে বলে ? 

ক) যে পূজা করে 

খ) যার হিতকামনায় পূজা করা হয় 

গ) যাকে পূজা করা হয় 

ঘ) যে পূজিত হয় 


উত্তর : খ) যার হিতকামনায় পূজা করা হয় 

৯। যজমান ব্রাহ্মণকে কি দিয়েছিল ? 

ক) দুটি গোবৎস 

খ) দুটি গাভী 

গ) দুটি বৃষ 

ঘ) একটি বৃষ ও একটি গাভী 


উত্তর : ক) দুটি গোবৎস 

১০। সত্যবচন কে ? 

ক) ব্রাহ্মণ 

খ) ব্রহ্মরাক্ষস 

গ) চোর 

ঘ) সত্যবাদী 


উত্তর : খ) ব্রহ্মরাক্ষস 



১১। কে ক্রুরকর্মা ? 

ক) গোরু দুটি 

খ) ব্রাহ্মণ 

গ) ব্রহ্মরাক্ষস 

ঘ) চোর 


উত্তর : ঘ) চোর 

১২। রাক্ষসের চুলগুলি ছিল ? 

ক) কৃষ্ণ বর্ণের 

খ) হরিৎ বর্ণের

গ) পিংগল বর্ণের

ঘ) পীত বর্ণের


উত্তর : গ) পিংগল বর্ণের

১৩। রাক্ষসের দাঁতগুলি ছিল ? 

ক) তীক্ষ্ণ 

খ) মোটা

গ) বাঁকা 

ঘ) সরু 


উত্তর : ক) তীক্ষ্ণ 

১৪। চোর ব্রাহ্মণের গোরু দুটিকে চুরি করার জন্য নিয়ে গিয়েছিল ? 

ক) যবের তুষ 

খ) শুকনো ঘাস 

গ) লগুড়

ঘ) দড়ি 


উত্তর : ঘ) দড়ি 

১৫। ব্রাহ্মণ রাক্ষসের হাত থেকে প্রাণ বাঁচিয়েছিল ? 

ক) লগুরের দ্বারা 

খ) তাম্বুলাদির দ্বারা

গ) বন্ধনপাশের 

ঘ) মন্ত্রজপের দ্বারা


উত্তর : ঘ) মন্ত্রজপের দ্বারা



১৬। রাক্ষসের গাল ছিল ?

ক) নিটোল 

খ) শুকনো 

গ) পিঙ্গল 

ঘ) তীক্ষ্ণ 


উত্তর : খ) শুকনো 

১৭। রাক্ষসের শিরাগুলি ছিল ? 

ক) ফুলে ওঠা 

খ) পিঙ্গল 

গ) শুকনো 

ঘ) বসে যাওয়া 


উত্তর : ক) ফুলে ওঠা 

১৮। ‘কপোল’ শব্দের অর্থ ? 

ক) হাত 

খ) কপাল 

গ) গাল 

ঘ) চোখ 


উত্তর : গ) গাল 

১৯। ‘জেগে উঠেছিল’ এর সংস্কৃত শব্দ হল ? 

ক) জজাগর

খ) জজাগার

গ) বুদ্ধোত 

ঘ) উত্থায় 


উত্তর : ক) জজাগর

২০। শত্রুরাও হিতকারী হয় যখন তারা পরস্পর ? 

ক) প্রতিবেশী হয় 

খ) অচেনা হয়

গ) বিবাদমান হয় 

ঘ) মিত্রভাবাপন্ন হয় 


উত্তর : গ) বিবাদমান হয় 



২১। চোর ব্রাহ্মরাক্ষস কে দেখে ? 

ক) তাকে গরুজোড়া দান করেছিল 

খ) বাড়ি ফিরে এসেছিল 

গ) জ্ঞান হারিয়েছিল 

ঘ) ভয় পেয়ে গিয়েছিল 


উত্তর : ঘ) ভয় পেয়ে গিয়েছিল

২২। রাক্ষস ব্রাহ্মণকে ? 

ক) নিজের উদ্দেশ্য বলে দিয়েছিল 

খ) গরুজোড়া দান করতে চেয়েছিল 

গ) ভয় দেখিয়েছিল 

ঘ) খেতে চেয়েছিল 


উত্তর : ঘ) খেতে চেয়েছিল 

২৩। রাক্ষস যখন ব্রাহ্মণকে খেতে যাচ্ছিল তখন ব্রাহ্মণ ? 

ক) গরু দুটিকে খাওয়াচ্ছিল 

খ) ঘুমিয়েছিল 

গ) যজমানের সঙ্গে কথা বলছিল 

ঘ) বই পড়ছিল 


উত্তর : খ) ঘুমিয়েছিল 




শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

মেঘদূতম MCQ প্রশ্নোত্তর

একাদশ শ্রেণী xi class Sanskrit সংস্কৃত মেঘদূতম MCQ প্রশ্নোত্তর meghdutom mcq questions answers


১। ‘মেঘদূতম’ কোন শ্রেণীর কাব্য ? 

ক) মহাকাব্য 

খ) চম্পূকাব্য 

গ) গীতিকাব্য 

ঘ) দৃশ্যকাব্য 


উত্তর : গ) গীতিকাব্য

২। ‘মেঘদূতম’ কোন শ্রেণীর গীতিকাব্য ? 

ক) ভক্তিমূলক 

খ) প্রেমমূলক

গ) বিরহমূলক

ঘ) কাহিনীমূলক


উত্তর : খ) প্রেমমূলক

৩। ‘মেঘদূতম’ এর রচয়িতা কে ? 

ক) কালিদাস 

খ) মাঘ 

গ) ভবভূতি

ঘ) ভারবি 


উত্তর : ক) কালিদাস

৪। কালিদাস রচিত অপর গীতিকাব্যটির নাম কি ? 

ক) রঘুবংশম 

খ) কুমারসম্ভব 

গ) বিক্রমোবর্শিয়ম 

ঘ) ঋতুসংহারম


উত্তর : ঘ) ঋতুসংহারম

৫। সংস্কৃত কাব্যজগতে শ্রেষ্ট গীতিকাব্য কোনটি ? 

ক) পবনদূতম

খ) হংসদূতম

গ) মেঘদূতম

ঘ) মনোদূতম


উত্তর : গ) মেঘদূতম



৬। যক্ষকে কে শাপ দিয়েছিলেন ? 

ক) দুর্বাসা 

খ) ইন্দ্র 

গ) কুবের 

ঘ) ব্রহ্মা 


উত্তর : গ) কুবের

৭। যক্ষকে কোথায় নির্বাসন দন্ড দেওয়া হয়েছিল ? 

ক) হিমালয়ে 

খ) বিন্ধ পর্বতে 

গ) ধবলগিরিতে

ঘ) রামগিরিতে


উত্তর : ঘ) রামগিরিতে

৮। যক্ষকে কতদিনের জন্য শাপভোগ করতে হয়েছিল ? 

ক) এক বছরের জন্য 

খ) পাঁচ বছরের জন্য 

গ) দশ বছরের জন্য 

ঘ) যাবজ্জীন 


উত্তর : ক) এক বছরের জন্য 

৯। রামগিরির আশ্রমগুলি কার স্নানের দ্বারা পুণ্যদক হয়েছিল ? 

ক) সতী 

খ) সাবিত্রী 

গ) সীতা 

ঘ) দয়মন্তী


উত্তর : গ) সীতা

১০। যক্ষ কোন মাসে আকাশে মেঘের সঞ্চার দেখা পেল ? 

ক) বৈশাখ 

খ) জৈষ্ট 

গ) আষাঢ়

ঘ) শ্রাবণ 


উত্তর : গ) আষাঢ়



১১। যক্ষ কোন দিনে আকাশে মেঘের সঞ্চার দেখেছিলেন ? 

ক) ১ আষাঢ়

খ) ২ শ্রাবণ 

গ) ৩১ আষাঢ়

ঘ) ৫ আষাঢ়


উত্তর : ক) ১ আষাঢ়

১২। মেঘকে কবি কার সঙ্গে তুলনা করেছেন ? 

ক) হস্তির 

খ) বিন্ধ্যপর্বতের 

গ) হিমালয়ের চূড়ায় 

ঘ) পর্বতের সানুপ্রদেশের 


উত্তর : ক) হস্তির

১৩। ‘রামগিরি’র বর্তমান নাম কি ? 

ক) চুনার 

খ) রামাচল

গ) রামটেক 

ঘ) জয়ন্তী 


উত্তর : গ) রামটেক

১৪। যক্ষ কোন পুষ্প দিয়ে অর্ঘ্য রচনা করেছিল ? 

ক) উটজ 

খ) কুটজ

গ) গোলাপ 

ঘ) পদ্ম


উত্তর : খ) কুটজ

১৫। কারা চেতন অচেতনের বিভেদ ভুলে যায় ?

ক) প্রবাসীরা 

খ) কামাতরা

গ) প্রিয়াবিরহীরা

ঘ) নারীজাতি 


উত্তর : খ) কামাতরা



১৬। যক্ষ মেঘকে কার প্রকৃতি পুরুষ বলে জানে ? 

ক) আকাশে 

খ) দেবরাজ ইন্দ্রের

গ) সৃষ্টিকর্তা ব্রহ্মার 

ঘ) প্রলয়কর্তা মহাদেবের 


উত্তর : খ) দেবরাজ ইন্দ্রের

১৭। যক্ষ কাকে ‘দূরবন্ধুগর্ত:’ বলেছে ? 

ক) মেঘকে 

খ) যক্ষপ্রিয়াকে 

গ) প্রবাসীকে 

ঘ) নিজেকে 


উত্তর : ঘ) নিজেকে

১৮। মেঘের বামভাগে কে কূজন করবে ? 

ক) বলাকা 

খ) চাতক

গ) বিহগ

ঘ) পরভূত


উত্তর : খ) চাতক

১৯। বর্ষাকালে কাদের গর্ভাধান হয় ? 

ক) বলাকা 

খ) চাতক 

গ) যক্ষপত্নী 

ঘ) কুবেরপত্নী 


উত্তর : ক) বলাকা

২০। মেঘকে পরিচালিত করতে বাতাস কীভাবে প্রবাহিত হবে ? 

ক) পূর্ব থেকে পশ্চিমে 

খ) পশ্চিম থেকে পুবে 

গ) পূর্ব থেকে উত্তরে 

ঘ) উত্তর থেকে দক্ষিণে 


উত্তর : গ) পূর্ব থেকে উত্তরে 



২১। ‘মেঘদূতম’ কটি খন্ডে বিভক্ত ? 

ক) একটি 

খ) দুটি 

গ) তিনটি 

ঘ) চারটি 


উত্তর : খ) দুটি

২২। ‘মেঘদূতম’ কাব্যের একজন বিখ্যাত টিকাকার হলেন ? 

ক) রূপ গোস্বামী 

খ) মল্লিনাঠ 

গ) কালিদাস 

ঘ) জয়দেব 


উত্তর : খ) মল্লিনাথ

২৩। যক্ষের প্রভু ছিলেন ? 

ক) দুর্বাসা 

খ) ব্রহ্মা 

গ) কুবের 

ঘ) ইন্দ্র 


উত্তর : গ) কুবের 

২৪। কুবেরের দেওয়া অভিশাপ ভোগের সময় ছিল ? 

ক) চার মাস

খ) তিন মাস

গ) বারো মাস

ঘ) নয় মাস


উত্তর : গ) বারো মাস

২৫। যক্ষের হাত থেকে খসে পড়েছিল ? 

ক) সোনার কুন্ডল 

খ) রুপোর কঙ্কন 

গ) সোনার বালা

ঘ) রুপোর নূপুর


উত্তর : গ) সোনার বালা



২৬। যা দেখে সুখী মানুষের মনও উত্মনা হয়ে ওঠে , সেটি হল ? 

ক) বলাকা 

খ) সরোবর 

গ) মেঘ 

ঘ) বর্ষা


উত্তর : গ) মেঘ

২৭। কুবেরের উদ্যানে স্থাপিত মূর্তিটি ছিল ? 

ক) বিষ্ণুর 

খ) কালীর 

গ) ব্রহ্মার 

ঘ) শিবের 


উত্তর : ঘ) শিবের

২৮। আকাশে চলার পথে মেঘকে সেবা করবে ? 

ক) বলাকারা 

খ) চাতকেরা

গ) সারিকারা

ঘ) কোকিলেরা


উত্তর : ক) বলাকারা

২৯। মেঘের সঙ্গে উড়তে উড়তে মিলনের আনন্দ অনুভব করবে ? 

ক) চাতকবধূরা 

খ) বলাকাবধূরা

গ) ক্রঞ্চোবধূরা

ঘ) চক্রবাকবধূরা


উত্তর : খ) বলাকাবধূরা

৩০। ধনপতি কে ? 

ক) কুবের 

খ) রাজা 

গ) লক্ষ্মী 

ঘ) রাবণ 


উত্তর : ক) কুবের 






সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

নারায়ণের কূর্মরূপ ধারণের পৌরাণিক কাহিনি বিবৃত করাে

একাদশ শ্রেণী সংস্কৃত প্রশ্নোত্তর সাজেশন class 11 Sanskrit question answer class xi class eleventh নারায়ণের কূর্মরূপ ধারণের পৌরাণিক কাহিনি বিবৃত করাে narayaner kormorup dharoner pouranik kahini bibroto koro

উত্তর : দেবগণ সুমেরু পর্বতের শিখরদেশে অবস্থানপূর্বক অমৃতপ্রাপ্তি বিষয়ক মন্ত্রণা করছিলেন । এরূপ মন্ত্রণাকালে নারায়ণ ব্ৰত্মাকে বললেন যে , দেবগণ এবং অসুরগণ একত্র হয়ে সমুদ্র মন্থন করলে সমুদ্র থেকে অমৃত উত্থিত হবে । অতঃপর দেবতাদিগকে বললেন “ হে দেবগণ , সমুদ্র মন্থন করাে । কিন্তু বহুবিধ ঔষধি ও রত্নসমূহ পেয়েও মন্থন থেকে ক্ষান্ত হয়াে না । পরিশেষে অমৃতলাভ হবে ।”
[       ]   নারায়ণের বাক্যে দেবগণ ও অসুরগণ সম্মিলিতভাবে সমুদ্র মন্থনে প্রবৃত্ত হন । মন্দর পর্বতকে মন্থন দণ্ড এবং বাসুকিকে মন্থন রঞ্জু করে সমুদ্রমন্থনে যত্নবান হলেন । কিন্তু মন্দর পর্বতের ঘর্ষণে পৃথিবী ব্যথিত হতে লাগলেন । তিনি নারায়ণের শরণাপন্ন হলেন । নারায়ণ পৃথিবীকে রক্ষা করার মানসে স্বয়ং কূর্মরূপ ধারণ করে সমুদ্রে অবতরণ করে মন্দর পর্বতের ভার আপন বিশাল পৃষ্ঠে ধারণ করেন । মন্থনের ফলে একে একে সমুদ্র থেকে চন্দ্র,লক্ষ্মী,উচ্চৈঃশ্রবা নামক অশ্ব , মহােজ্জ্বল কৌস্তভমণি ইত্যাদি বস্তুনিচয় উত্থিত হতে লাগল । পরিশেষে মূর্তিমান ধন্বন্তরি অমৃতপূর্ণ শ্বেতবর্ণ কমণ্ডলু হস্তে নিয়ে সমুদ্র থেকে আবির্ভূত হলেন । দেবতারা অমৃতের সন্ধান পেলেন । 


[        ]  এদিকে মন্দর পর্বতের ঘর্ষণের ফলে কূর্মরূপধারী নারায়ণের পৃষ্ঠে চাকার মতাে বড়াে বড়াে ক্ষতের সৃষ্টিহল । পরে ক্ষত শুকিয়ে গেলেও সেই গােলাকার ক্ষতচিহ্নগুলি চিরতরে কূর্মপৃষ্ঠে অঙ্কিত হল । সেইজন্য আজ সকল কূর্মের পৃষ্ঠে ওইরূপ চক্রাকার দাগ পরিলক্ষিত হয় ।



রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

প্রস্থ নারায়ণের বামনরূপ ধারণের পৌরাণিক কাহিনি বিবৃত করাে

একাদশ শ্রেণী সংস্কৃত প্রশ্নোত্তর সাজেশন class 11 Sanskrit question answer class xi class eleventh প্রস্থ নারায়ণের বামনরূপ ধারণের পৌরাণিক কাহিনি বিবৃত করাে narayaner bamonrup dharoner pouranik kahini bibriti koro


উত্তর : দৈত্যরাজ বলি হলেন পরমবিষ্ণুভক্ত প্রহ্লাদের পৌত্র । তাঁর পতার নাম বিরােচন । তিনি তপস্যায় সিদ্ধিলাভ করে এক মহাপরাক্রম নরপতি হন । ত্রিলােকবিজয় কামনায় তিনি যুদ্ধ করার উদ্দেশ্যে স্বর্গে গমন করেন এবং যুদ্ধে দেবগণকে পরাজিত স্বর্গরাজ্য ত্রিভুবন অধিকার করেন । 

[        ]   তিনি ছিলেন অত্যন্ত ন্যায়নিষ্ঠ রাজা । তিনি প্রায়ই যজ্ঞাদির অনুষ্ঠান করতেন । দেবতাগণ রাজ্যচ্যুত হয়ে বিষ্ণুর শরণাপন্ন হন । বিষ্ণু দেবতাগণকে অচিরে স্বর্গরাজ্যে:পুনঃপ্রতিষ্ঠিত করার আশ্বাস দিয়ে কশ্যপের ঔরসে বামনরূপে জন্মগ্রহণ করেন । অতঃপর দৈত্যরাজ বলি যজ্ঞের অনুষ্ঠান করলে বামনরূপধারী ভগবান সেখানে উপস্থিত হন এবং কিঞ্চি দান প্রার্থনা করেন । বলি বামনের প্রার্থিত বস্তু দান করার প্রতিশ্রুতি দিলে বামনদেব তাঁর ত্রিপাদ পরিমিত ভূমি যাচঞা করেন । দৈত্যগুরু শুক্রাচার্য যােগবলে সবকিছু অবগত হয়ে বলিকে বামনের প্রার্থনা পূরণ করতে নিষেধ করা সত্ত্বেও দানশৌণ্ড বলি সে- কথায় কর্ণপাত না -করে বামনকে তাঁর ত্রিপাদ পরিমিত ভূমি গ্রহণ করতে অনুরােধ করেন । 


[        ]  বামন তার দুই পদের দ্বারা স্বর্গ ও মর্ত্য আচ্ছাদিত করেন এবং তার নাভিদেশ থেকে নির্গত তৃতীয় চরণ কোথায় রাখবেন সে - কথা বলিকে জিজ্ঞাসা করেন । বলি সত্যভ্রষ্ট হবেন না । সুতরাং , তিনি বামনদেবকে তাঁর তৃতীয় চরণ আপন মস্তকে স্থাপন করতে বলে মস্তক অবনত করেন । নারায়ণ তাঁর তৃতীয় চরণ বলির মস্তকে স্থাপন করে তাঁকে পাতালে প্রেরণ করেন । দেবতারা নির্ভয়ে স্বর্গে পুনঃপ্রতিষ্ঠিত হলেন এবং বলিরাজ স্বজনবর্গ - সহ পাতালে রাজত্ব করতে লাগলেন ।

মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

পঞ্চতন্ত্র প্রশ্নোত্তর

একাদশ শ্রেণী সংস্কৃত সাহিত্যের ইতিহাস প্রশ্ন উত্তর সংস্কৃত প্রশ্নোত্তর সাজেশন class 11 Sanskrit question answer class xi class eleventh পঞ্চতন্ত্র প্রশ্নোত্তর ponchotontro question answer


উত্তর : রাজদরবারে কোমলমতি রাজকুমারগণকে অর্থশাস্ত্র, নীতিশাস্ত্র ইত্যাদি শাস্ত্রে ব্যুৎপন্ন করে তােলার জন্য এক সময় রাজারাই ব্রাত্মণ পণ্ডিতদের নিযুক্ত করতেন । সুকুমারচিত্তে অর্থশাস্ত্র ও নীতিশাস্ত্রের জটিল তত্ত্বসমূহ যাতে অতি সহজে গভীর প্রভাব বিস্তার করে তার জন্য সেই ব্রাক্ষ্মণগণ গল্পকে মাধ্যমরূপে নির্বাচিত করতেন । গল্পের চরিত্ররূপে পশু - পক্ষীকে নির্বাচিত করে শিশুগণকে জীবন ও প্রকৃতির বৃহত্তর পরিবেশের সঙ্গে পরিচিত করার চেষ্টা করা হত । এই শ্রেণির সাহিত্যের ভাষা সরল এবং বর্ণনা ও সংলাপ অত্যন্ত স্বচ্ছ ও সাবলীল । ফলে অতি সহজেই এগুলি শিশুদের কাছে হৃদয়গ্রাহী হত । 

এই শ্রেণির গল্পসাহিত্যের মধ্যে যেটি সর্বাধিক জনপ্রিয় এবং সমগ্র বিশ্বে সর্বাধিক পরিচিত , সেটি হল বিষ্ণুশর্মা রচিত । ‘পঞ্চতন্ত্র’ । গল্পসাহিত্য রচনায় বিষ্ণুশর্মাকেই পথিকৃৎ বলা হয় । রাজা অমরশক্তির জড়বুদ্ধিসম্পন্ন তিন পুত্রকে শাস্ত্রজ্ঞ করার জন্য অনুরুদ্ধ হয়ে বিষ্ণুশর্মা ছ -মাসের মধ্যে রাজপুত্রদিগকে শাস্ত্রজ্ঞ করে তােলার জন্য সমস্ত শাস্ত্রের সার সংগ্রহ করে (১) মিত্রভেদ , (২) মিত্রপ্রাপ্তি, (৩) কাকোলুকীয় , (৪) লন্ধপ্রণাশ এবং (৫ ) অপরীক্ষিতকারক নামে পাঁচটি তন্ত্রসমন্বিত পঞতন্ত্র রচনা করেন । কবি এই তন্ত্রগুলিতে বিচিত্র  ধরনের গল্পের মধ্য দিয়ে নীতিশাস্ত্রের সারকথাগুলি শুনিয়েছেন । পশু - পক্ষীর চরিত্রের মধ্য দিয়ে মানব চরিত্রের দোষগুণ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন । 

মিত্রভেদ : এই তন্ত্রে মােট ২২ টি গল্প আছে । মূল গল্পের চরিত্র দমনক ও করটক নামে দুটি শৃগাল ,পিঙ্গলক নামে সিংহ এবং সঞ্জীবক নামে একটি বৃষ । এই মূলগল্পকে কেন্দ্র করে বাকি ২১ টি গল্প রচিত হয়েছে । এই তন্ত্রে সাম, দান ,ভেদ ও দণ্ড —এই রাজনীতিগুলি বিশেষভাবে আলােচিত হয়েছে । 


মিত্রপ্রাপ্তি : ‘মিত্রপ্রাপ্তি’ নামক দ্বিতীয়তন্ত্রটিতে আছে মােট ৬ টি গল্প । মূলগ্রন্থ আরম্ভ হয়েছে লঘুপতনক নামে এক কাকের কথা দিয়ে । ওই গল্পটিকে কেন্দ্র করে আরও ৫ টি গল্প আছে । 


কাকোলুকীয় : এই তন্ত্রটির অপর নাম সন্ধি-বিগ্রহ । কাক ও পেচকের মধ্যে বৈরিতাবশত আত্মরক্ষার ব্যবস্থাকল্পে মন্ত্রীদের সঙ্গে বিহগরাজ কাকের পরামর্শে বিজ্ঞ মন্ত্রীরা কতই না উপদেশ দিলেন ।সন্ধি, বিগ্রহ , যান , আসন , সংশয় ও দ্বৈধীভাব — এক - একজন মন্ত্রী এক - একটি অভিমত দিলেন ।  আসল উপদেশ হল অবস্থা অনুসারে সিদ্ধান্ত নেওয়া কর্তব্য । 
লব্ধপ্রণাশ ; এই তন্ত্রে মােট ১৬ টি গল্প আছে ।

 অপরীক্ষিতকারক : এই তন্ত্রে ১৫ টি ছােটো ছােটো গল্প আছে । বাস্তব জীবনের অভিজ্ঞতার নিরিখে সদুপদেশদানের শুভবুদ্ধির পরিকল্পনাতেই পঞ্চতন্ত্রের উদ্ভব । উদ্দেশ্যসিদ্ধির উপায় হিসেবে ভেদনীতি , শঠতা প্রভৃতি স্থান পেলেও অধর্মের চরম ফল যে মহতী বিনষ্টির কারণ , সে কথা জানাতে লেখক ভােলেননি । ‘পাপবুদ্ধি ধর্মবুদ্ধিকথা ’ গল্পটি তার প্রকৃষ্ট উদাহরণ ।