Breaking News

দশকুমারচরিতম MCQ প্রশ্নোত্তর

একাদশ শ্রেণী xi class Sanskrit সংস্কৃত দশকুমারচরিতম MCQ প্রশ্নোত্তর doshokumarchoritom mcq questions answers


১। ‘দশকুমারচরিতম’ গ্রন্থটির রচয়িতা কে ? 

ক) সুবন্ধু 

খ) বানভট্ট 

গ) দন্ডী

ঘ) কালিদাস 


উত্তর : গ) দন্ডী

২। ‘দশকুমারচরিতম’ কি ধরনের গ্রন্থ ? 

ক) গদ্যসাহিত্যে 

খ) গল্পসাহিত্য

গ) চম্পু 

ঘ) কাব্য 


উত্তর : ক) গদ্যসাহিত্যে

৩। দন্ডির লেখা কটি গদ্য সাহিত্যের পরিচয় আমরা পাই ? 

ক) একটি 

খ) দুটি 

গ) তিনটি 

ঘ) চারটি 


উত্তর : খ) দুটি 

৪। রাজহংস কোন দেশের রাজা ছিলেন ? 

ক) কাঞ্চি 

খ) পঞ্চাল 

গ) মালব 

ঘ) মগধ 


উত্তর : ঘ) মগধ 

৫। রাজহংসের রাজধানীর নাম কি ? 

ক) কুসুমপুরী

খ) পুষ্পপুরী

গ) শোভাবতী

ঘ) ধর্মপুরী


উত্তর : খ) পুষ্পপুরী



৬। ‘শতধৃতি’ পদের দ্বারা কাকে উদ্দিষ্ট করা হয়েছে ? 

ক) ব্রহ্মাকে 

খ) বিষ্ণুকে 

গ) মহেশ্বরকে 

ঘ) ইন্দ্রকে


উত্তর : ক) ব্রহ্মাকে 


৭। ‘অমরসরিৎ’ বলতে কি বোঝো ? 

ক) ভাগবতী

খ) পদ্মা 

গ) সরস্বতী 

ঘ) মন্দাকিনী 


উত্তর : ঘ) মন্দাকিনী 

৮। ‘ত্রিবিক্রম’ শব্দের দ্বারা কাকে বোঝায় ? 

ক) ইন্দ্র 

খ) নারায়ণ 

গ) বামন 

ঘ) মহাদেব 


উত্তর : গ) বামন 

৯। ‘রত্নাকর’ কাকে বলা হয় ? 

ক) জনৈক দস্যুকে 

খ) গঙ্গাকে 

গ) সমুদ্রকে 

ঘ) শ্রেষ্ট পর্বতকে 


উত্তর : গ) সমুদ্রকে 

১০। যার দ্বারা সুবর্ণ পরীক্ষা করা হয় তাকে বলা হয় ? 

ক) নিকাশ

খ) নিকষ 

গ) বিকাশ 

ঘ) নিকস


উত্তর : খ) নিকষ



১১। ‘ভট’ শব্দের অর্থ কী ? 

ক) ভাট 

খ) যোদ্ধা 

গ) দূত 

ঘ) সেনাপতি 


উত্তর : খ) যোদ্ধা 

১২। কন্দপ কে ? 

ক) কার্তিক 

খ) অহংকারী 

গ) কামদেব 

ঘ) মহাদেব 


উত্তর : গ) কামদেব 

১৩। রাজা রাজহংসের কতজন মন্ত্রী ছিলেন ? 

ক) দুইজন 

খ) তিনজন 

গ) চারজন 

ঘ) পাঁচজন 


উত্তর : খ) তিনজন 

১৪। সিতবর্মার কতজন পুত্র ছিল ? 

ক) এক জন 

খ) দুজন 

গ) তিনজন 

ঘ) পাঁচজন 


উত্তর : খ) দুজন 

১৫। ধর্মপালের কতজন পুত্র ছিল ? 

ক) একজন 

খ) দুজন 

গ) তিনজন 

ঘ) চারজন 


উত্তর : গ) তিনজন 



১৬। পদ্মদ্ভবের কতজন পুত্র ছিল ? 

ক) একজন 

খ) দুজন 

গ) তিনজন 

ঘ) চারজন 


উত্তর : খ) দুজন 

১৭। মন্ত্রীপুত্রদের মধ্যে কে ধর্মপরায়ণ ছিলেন ? 

ক) সুমতি 

খ) সত্যবর্মা 

গ) সুমন্ত্র 

ঘ) সুমিত্র 


উত্তর : খ) সত্যবর্মা

১৮। মন্ত্রীপুত্রদের মধ্যে কে দুশ্চরিত্র ছিল ? 

ক) কামপাল

খ) ধর্মপাল 

গ) সিতবর্মা 

ঘ) সত্যবর্মা


উত্তর : ক) কামপাল

১৯। মন্ত্রী পুত্রদের মধ্যে কে বাণিজ্য করতে গিয়েছিলেন ? 

ক) সুমিত 

খ) সুমন্ত্র 

গ) রত্নোদ্ভব

ঘ) পদ্মদ্ভব


উত্তর : গ) রত্নোদ্ভব

২০। কামপালের পিতার নাম কি ?

ক) সিতবর্মা

খ) পদ্মদ্ভব

গ) ধর্মপাল 

ঘ) সত্যবর্মা


উত্তর : গ) ধর্মপাল 



২১। সত্যবর্মার পিতার নাম কি ? 

ক) সিতবর্মা

খ) ধর্মপাল

গ) রত্নোদ্ভব

ঘ) পদ্মদ্ভব


উত্তর : খ) ধর্মপাল 

২২। সুশ্রুতের পিতার নাম কি ? 

ক) সুমন্ত্র

খ) রত্নোদ্ভব

গ) পদ্মদ্ভব

ঘ) সুমিত্র


উত্তর : গ) পদ্মদ্ভব

২৩। মালবদেশের রাজার নাম কি ? 

ক) ঘনসার

খ) মানসার 

গ) সিতবর্মা 

ঘ) পদ্মদ্ভব


উত্তর : খ) মানসার 

২৪। মানসারের রাজধানীর নাম কি ? 

ক) মগধ 

খ) পাটলিপুত্র 

গ) কাঞ্চি 

ঘ) মালব 


উত্তর : ঘ) মালব 

২৫। পুরন্দর কে ? 

ক) ইন্দ্র 

খ) বিষ্ণু 

গ) ব্রহ্মা 

ঘ) মহেশ্বর 


উত্তর : ক) ইন্দ্র 



২৬। দন্ডি কোন রাজার সভাকবি ছিলেন ? 

ক) নরবাহন

খ) নরপতি 

গ) নরসিংহ 

ঘ) নররাজ 


উত্তর : গ) নরসিংহ 

২৭। রাজহংসের পত্নীর নাম হল ?

ক) লীলাবতী 

খ) ভাগবতী

গ) বসুমতী 

ঘ) শ্রীমতী 


উত্তর : গ) বসুমতী

২৮। পুষ্পপুরীর রাজা ছিলেন ? 

ক) সত্যবর্মা 

খ) রাজহংস 

গ) রত্নোদ্ভব

ঘ) মানসার 


উত্তর : খ) রাজহংস 

২৯। রাজহংসের ভূজদন্ডের সঙ্গে তুলনা করা হয়েছে ? 

ক) সহ্য পর্বতকে 

খ) বিন্ধ্য পর্বতকে

গ) মন্দর পর্বতকে

ঘ) কৈলাস পর্বতকে


উত্তর : গ) মন্দর পর্বতকে

৩০। শত্রুদের সৈন্য সমাবেশের সঙ্গে তুলিত হয়েছে ? 

ক) আকাশ 

খ) বন্যা 

গ) বন 

ঘ) সমুদ্র 


উত্তর : ঘ) সমুদ্র 




কোন মন্তব্য নেই