১। ‘বেদ’ শব্দটির অর্থ কী ?
ক) বেদব্যাস
খ) জ্ঞান
গ) শিক্ষা
ঘ) শাস্ত্র
উত্তর : খ) জ্ঞান
২। ‘বেদ’ শব্দটির মূল উৎস কি ?
ক) বেদ ধাতু
খ) বৃৎ ধাতু
গ) বিদ ধাতু
ঘ) বুধ ধাতু
উত্তর : গ) বিদ ধাতু
৩। বিদ ধাতু ক টি অর্থ প্রকাশ করে ?
ক) চারটি
খ) একটি
গ) পাঁচটি
ঘ) তিনটি
উত্তর : ক) চারটি
৪। প্রাচীনতম বৈদিক গ্রন্থ কোনটি ?
ক) ঋক
খ) সাম
গ) যজু:
ঘ) অর্থব
উত্তর : ক) ঋক
৫। বেদের কটি কান্ড ?
ক) পাঁচটি
খ) চারটি
গ) তিনটি
ঘ) দুটি
উত্তর : ঘ) দুটি
৬। ‘স্তুতি’ বলতে কি বোঝায় ?
ক) ব্রাহ্মণ
খ) আরন্যক
গ) উপনিষদ
ঘ) মন্ত্র
উত্তর : ঘ) মন্ত্র
৭। বেদের অপর নাম হল ?
ক) স্মৃতি
খ) নিরুক্ত
গ) শ্রুতি
ঘ) শিক্ষা
উত্তর : গ) শ্রুতি
৮। বেদের মন্ত্রভাগ হল ?
ক) জ্ঞানকান্ড
খ) কর্মকান্ড
গ) যজ্ঞকান্ড
ঘ) পৌরহিত্যকান্ড
উত্তর : ক) জ্ঞানকান্ড
৯। প্রথমে যজ্ঞে ঋত্বিকের প্রয়োজন ছিল ?
ক) দুজন
খ) চারজন
গ) তিনজন
ঘ) পাঁচজন
উত্তর : খ) চারজন
১০। বেদের মন্ত্রগুলি সংগৃহীত হল ?
ক) পাঁচ ভাগে
খ) চার ভাগে
গ) তিন ভাগে
ঘ) দু ভাগে
উত্তর : গ) তিন ভাগে
১১। এক একটি সংগ্রহের নাম হল ?
ক) মন্ত্র
খ) সংহিতা
গ) ব্রাহ্মণ
ঘ) আরন্যক
উত্তর : খ) সংহিতা
১২। যজ্ঞে যিনি মন্ত্র পাঠ করে দেবতাদের আহ্বান করতেন , তিনি ?
ক) অদ্ধযু
খ) ব্রহ্মা
গ) হোতা
ঘ) উদগাতা
উত্তর : গ) হোতা
১৩। বেদকে ‘ত্রয়ী’ বলা হয় বেদের ?
ক) সংহিতার সংখ্যা অনুসারে
খ) লক্ষণ অনুসারে
গ) মন্ত্র অনুসারে
ঘ) যজ্ঞ অনুসারে
উত্তর : খ) লক্ষণ অনুসারে
১৪। বেদ কত প্রকার ?
ক) ছ প্রকার
খ) চার প্রকার
গ) পাঁচ প্রকার
ঘ) তিন প্রকার
উত্তর : খ) চার প্রকার
১৫। নীরুক্ত কটি কাণ্ডে বিভক্ত ?
ক) পাণিনি
খ) বেদব্যাস
গ) চিন্তামনি
ঘ) যাস্ক
উত্তর : ঘ) যাস্ক
১৬। সামবেদের ব্রাহ্মণ সংখ্যা হল ?
ক) ছয়
খ) সাত
গ) দশ
ঘ) নয়
উত্তর : গ) দশ
১৭। অর্থববেদের মন্ত্রগুলি ভাগ করা হয়েছে ?
ক) দু ভাগে
খ) তিন ভাগে
গ) চার ভাগে
ঘ) পাঁচ ভাগে
উত্তর : ক) দু ভাগে
১৮। উপনিষদের অপর নাম ?
ক) বেদ
খ) বেদাঙ্গ
গ) বেদান্ত
ঘ) ছান্দ্যগ্য
উত্তর : গ) বেদান্ত
১৯। বেদের সংখ্যা হল ?
ক) ১ টি
খ) ২ টি
গ) ৩ টি
ঘ) ৪ টি
উত্তর : ঘ) ৪ টি
২০। ত্রয়ী বলা হয় ?
ক) ঋগবেদ , সামবেদ ও অর্থববেদকে একত্রে
খ) ঋগবেদ , যজুবেদ ও অর্থববেদকে একত্রে
গ) সামবেদ , যজুবেদ ও অর্থববেদকে একত্রে
ঘ) ঋগবেদ , সামবেদ ও যজুবেদকে একত্রে
উত্তর : ঘ) ঋগবেদ , সামবেদ ও যজুবেদকে একত্রে
২১। ধ্রুপদি সংস্কৃত সাহিত্যের আদিকাব্য ?
ক) রামায়ণ
খ) মহাভারত
গ) গীতা
ঘ) বেদ
উত্তর : ক) রামায়ণ
২২। আদিকবি বলা হয় ?
ক) বেদব্যাসকে
খ) কালিদাসকে
গ) বাল্মীকিকে
ঘ) ভাসকে
উত্তর : গ) বাল্মীকিকে
২৩। ‘রামায়ণ’ কার রচনা ?
ক) বেদব্যাসের
খ) বাল্মীকির
গ) কালিদাসের
ঘ) মাঘের
উত্তর : খ) বাল্মীকির
২৪। বাল্মীকি কার নির্দেশনুসারে রামায়ণ রচনা করেন ?
ক) ব্রহ্মার
খ) বিষ্ণুর
গ) নারদের
ঘ) শিবের
উত্তর : ক) ব্রহ্মার
২৫। বাল্মীকির পিতৃদত্ত নাম হল ?
ক) ভাগর্ব
খ) প্রচেতা
গ) রত্নাকর
ঘ) বাল্মীকি
উত্তর : গ) রত্নাকর
২৬। রামায়ণের এক একটি ভাগকে বলা হয় ?
ক) পর্ব
খ) অধ্যায়
গ) কান্ড
ঘ) তন্ত্র
উত্তর : গ) কান্ড
২৭। রামায়ণের কান্ড সংখ্যা হল ?
ক) ৭ টি
খ) ১৮ টি
গ) ২২ টি
ঘ) ১১ টি
উত্তর : ক) ৭ টি
২৮। যে নদীর তীরে বাল্মীকি মুনির আশ্রম , তাঁর নাম ?
ক) গঙ্গা
খ) যমুনা
গ) পদ্মা
ঘ) তমসা
উত্তর : ঘ) তমসা
২৯। ব্যাধের দ্বারা বাণবিদ্ধ পাখিটি হল ?
ক) কৌঁঞ্চ
খ) কৌঁঞ্চি
গ) জটায়ু
ঘ) বিনতা
উত্তর : ক) কৌঁঞ্চ
৩০। মূল রামায়ণ কোন ভাষায় রচিত ?
ক) বাংলা
খ) সংস্কৃত
গ) হিন্দি
ঘ) হিব্রু
উত্তর : খ) সংস্কৃত
৩১। রামায়ণ কে বাংলা পদ্যে অনুবাদ করেন ?
ক) কাশীরাম দাস
খ) ভারবি
গ) কৃত্তিবাস
ঘ) কালিদাস
উত্তর : গ) কৃত্তিবাস
৩২। রামায়ণের মোট শ্লোক সংখ্যা হল ?
ক) ১ লক্ষ
খ) ২৪,০০০
গ) ২,৪০০
ঘ) ৩০,০০০
উত্তর : খ) ২৪,০০০
৩৩। রামচন্দ্রের হরধনুভঙ্গ কাহিনী কোন কাণ্ডে উল্লেখিত ?
ক) আদিকাণ্ডে
খ) অযোধ্যাকাণ্ডে
গ) অরণ্যকাণ্ডে
ঘ) সুন্দরকাণ্ডে
উত্তর : ক) আদিকাণ্ডে
৩৪। রাবণ সীতাকে কোন বন থেকে হরণ করেন ?
ক) দন্ডকারণ্য
খ) বিন্ধারণ্য
গ) পঞ্চবটী
ঘ) নৈমিষারণ্য
উত্তর : গ) পঞ্চবটী
৩৫। রামচন্দ্রের বনবাসী জীবন কোন কাণ্ডে উল্লেখিত ?
ক) অরণ্যকাণ্ডে
খ) উত্তরাকাণ্ডে
গ) সুন্দরকাণ্ডে
ঘ) লঙ্কাকাণ্ডে
উত্তর : ক) অরণ্যকাণ্ডে
৩৬। সীতার সঙ্গে হনুমানের প্রথম সাক্ষাৎ হয় ?
ক) লঙ্কাকাণ্ডে
খ) সুন্দরকাণ্ডে
গ) কিস্কিন্ধাকাণ্ডে
ঘ) উত্তরাকাণ্ডে
উত্তর : খ) সুন্দরকাণ্ডে
৩৭। ‘মহাবীরচরিতম’ এর রচয়িতা হলেন ?
ক) কালিদাস
খ) মুরারী
গ) ভবভূতি
ঘ) ক্ষেমেন্দ্র
উত্তর : খ) মুরারী
৩৮। ‘রামচরিতমানস’ এর রচয়িতা কে ?
ক) কৃত্তিবাস
খ) রামদাস
গ) তুলসীদাস
ঘ) সুদাস
উত্তর : গ) তুলসীদাস
৩৯। ‘মহাভারত’ এর রচয়িতা কে ?
ক) কাশীরামদাস
খ) বাল্মীকি
গ) বেদব্যাস
ঘ) তুলসীদাস
উত্তর : গ) বেদব্যাস
৪০। মহাভারতের শ্লোক সংখ্যা কত ?
ক) ১ লক্ষ
খ) ২৪,০০০
গ) ৩০,৫০০
ঘ) ৮০,০০০
উত্তর : ক) ১ লক্ষ
৪১। মহাভারতের এক একটি বিভাগকে কি বলে ?
ক) কান্ড
খ) পর্ব
গ) অঙ্ক
ঘ) অধ্যায়
উত্তর : খ) পর্ব
৪২। মহাভারতে মোট কটি পর্ব আছে ?
ক) ৭ টি
খ) ১২ টি
গ) ১৫ টি
ঘ) ১৮ টি
উত্তর : ঘ) ১৮ টি
৪৩। পান্ডবদের অজ্ঞাতবাসের কাহিনী কোন পর্বে উল্লেখিত ?
ক) দ্রোণপর্ব
খ) ভীষ্মপর্ব
গ) বিরাৎপর্ন
ঘ) সভাপর্ব
উত্তর : গ) বিরাটপর্ব
৪৪। কুরু পান্ডবের পাশা খেলার কাহিনী কোন পর্বে উল্লেখিত ?
ক) বনপর্ব
খ) সভাপর্ব
গ) কর্ণপর্ব
ঘ) বিরাটপর্ব
উত্তর : খ) সভাপর্ব
৪৫। মহাভারতের কটি স্তরের কথা বলা হয়েছে ?
ক) একটি
খ) দুটি
গ) তিনটি
ঘ) চারটি
উত্তর : গ) তিনটি
৪৬। মহাভারতের মূল চরিত্র কে ?
ক) অর্জুন
খ) দুর্যোধন
গ) যুধিষ্ঠির
ঘ) শ্রীকৃষ্ণ
উত্তর : ঘ) শ্রীকৃষ্ণ
৪৭। কর্ণের মাতার নাম কি ?
ক) মাদ্রী
খ) গান্ধারী
গ) কুন্তী
ঘ) যশোদা
উত্তর : গ) কুন্তী
৪৮। কৌরব পান্ডবদের পিতামহ হলেন ?
ক) দ্রোণ
খ) ভীষ্ম
গ) ধৃতরাষ্ট্র
ঘ) পান্ডু
উত্তর : খ) ভীষ্ম
৪৯। ধৃতরাষ্ট্রের পত্নীর নাম ?
ক) গান্ধারী
খ) কুন্তী
গ) মাদ্রী
ঘ) ভানুমতি
উত্তর : ক) গান্ধারী
৫০। পাঞ্চালি কাকে বলা হয় ?
ক) কুন্তীকে
খ) দ্রৌপদীকে
গ) গান্ধারীকে
ঘ) পঞ্চালদেশকে
উত্তর : খ) দ্রৌপদীকে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন