Breaking News

ভারতবিবেকম MCQ প্রশ্নোত্তর

একাদশ শ্রেণী xi class Sanskrit সংস্কৃত ভারতবিবেকম MCQ প্রশ্নোত্তর bharatbibekom mcq questions answers


১। ‘ভারতবিবেকম’ নাটকটির রচয়িতা কে ?

ক) যতীন্দ্রমোহন চৌধুরী 

খ) যতীন্দ্রবিমল চৌধুরী

গ) যতীন্দ্রনাথ চৌধুরী

ঘ) যতীন্দ্রভূষণ চৌধুরী


উত্তর : খ) যতীন্দ্রবিমল চৌধুরী

২। তোমাদের পাঠ্য কোন নাটকের অংশবিশেষ ? 

ক) ভারতবিবেকম 

খ) কথামৃতম 

গ) রামকৃষ্ণবিবেকম

ঘ) রামকৃষ্ণচরিতম 


উত্তর : ক) ভারতবিবেকম

৩। তোমাদের পাঠ্যটি নাটকের কোন দৃশ্য ? 

ক) প্রথম 

খ) দ্বিতীয় 

গ) তৃতীয় 

ঘ) পঞ্চম 


উত্তর : ক) প্রথম

৪। নাটকীয় ঘটনাটি কোন খ্রিষ্টাব্দের ঘটনা ? 

ক) ১৮৯১ 

খ) ১৮৮৫ 

গ) ১৮৮০ 

ঘ) ১৮৮১ 


উত্তর : ঘ) ১৮৮১ 

৫। কোন ভক্তের গৃহে দৃশ্যটি দর্শিত হচ্ছে ? 

ক) সুরেন্দ্রনাথ দত্ত 

খ) সুরেন্দ্রনাথ গুপ্ত 

গ) সুরেন্দ্রনাথ মিত্র 

ঘ) সুরেশচন্দ্র মিত্র


উত্তর : গ) সুরেন্দ্রনাথ মিত্র 



৬। যে সময়ে দৃশ্যটি দেখানো হচ্ছে তখন সময় কত ? 

ক) সকাল  সাতটা 

খ) সকাল সাড়ে সাতটা 

গ) সন্ধ্যা সাতটা

ঘ) সন্ধ্যা সাড়ে সাতটা


উত্তর : গ) সন্ধ্যা সাতটা 

৭। রঙ্গমঞ্চে কতজন পাত্রপাত্রী উপস্থিত ছিলেন ? 

ক) দুজন 

খ) তিনজন 

গ) একজন 

ঘ) তিনেরও কিছু বেশি 


উত্তর : ঘ) তিনেরও কিছু বেশি 

৮। শ্রীরামকৃষ্ণের সঙ্গে কার সাক্ষাৎকারের ঘটনা নাট্যাংশে বর্ণিত ? 

ক) বিবেকানন্দের 

খ) সুরেন্দ্রনাথের 

গ) নরেন্দ্রনাথের 

ঘ) মহেন্দ্র গুপ্তের 


উত্তর : গ) নরেন্দ্রনাথের 

৯। কলকাতার কোন স্থানে নাট্যটির স্থান নির্দেশ করা হয়েছে ? 

ক) কাশীপুরে 

খ) সিমুলিয়ায় 

গ) বরানগরে 

ঘ) দক্ষিণেশ্বরে 


উত্তর : খ) সিমুলিয়ায় 

১০। শ্রীরামকৃষ্ণের আরাধ্য দেবী কে ? 

ক) সর্বতারিণী

খ) ভূবনমোহিনী 

গ) মোক্ষকারিনি

ঘ) ভবতারিণী 


উত্তর : ঘ) ভবতারিণী



১১। মা ভবতারিণী কীসের দ্বারা তৃষিতদের শান্তি বিধান করেন ? 

ক) বরদানের দ্বারা 

খ) করুণাদৃষ্টির দ্বারা

গ) দুঃখহরণের দ্বারা

ঘ) মমতার দ্বারা 


উত্তর : খ) করুণাদৃষ্টির দ্বারা

১২। জননী ভবতারিণী কাদের গতি ? 

ক) ভক্তদের 

খ) যতিদের

গ) সন্তানদের 

ঘ) মোক্ষকারীদের 


উত্তর : খ) যতিদের


১৩। কার দর্শনলালসা রামকৃষ্ণদেবকে কষ্ট দিত ? 

ক) ভবতারিণীর

খ) নীরেন্দ্রনাথের 

গ) উত্তরসাধকের 

ঘ) জ্যোতিময়ীর


উত্তর : গ) উত্তরসাধকের

১৪। মহিমা শব্দটি কোন লিঙ্গ ? 

ক) পুংলিঙ্গ

খ) স্ত্রীলিঙ্গ

গ) ক্লীবলিঙ্গ

ঘ) উভয়লিঙ্গ


উত্তর : ক) পুংলিঙ্গ

১৫। শ্রীরামকৃষ্ণদেব যেখানে থাকেন , সেই স্থান তৎক্ষণাৎ হয়ে ওঠে ? 

ক) পূণ্যস্থান 

খ) তীর্থস্থান

গ) দেবমন্দিরতুল্য

ঘ) কালীমন্দিরতুল্য


উত্তর : গ) দেবমন্দিরতুল্য



১৬। শ্রীরামকৃষ্ণদেবের শরীর থেকে বিচ্ছুরিত হচ্ছে ? 

ক) জ্যোতিধারা

খ) গঙ্গাধারা

গ) কিরণরাশি 

ঘ) স্নেহধারা


উত্তর : ক) জ্যোতিধারা

১৭। শ্রীরামকৃষ্ণদেবের হাস্য থেকে নির্গত হয় ? 

ক) জ্যোতি:

খ) সুধাধারা

গ) কিরণরাশি 

ঘ) অমিয়ধারা


উত্তর : গ) কিরণরাশি 

১৮। শ্রীরামকৃষ্ণ কার জন্য নিত্য অপেক্ষা করে আছেন ? 

ক) সুরেন্দ্রনাথের জন্য 

খ) নরেন্দ্রনাথের জন্য 

গ) উত্তরসাধকের জন্য

ঘ) ভবতারিণী জন্য 


উত্তর : গ) উত্তরসাধকের জন্য 

১৯। ব্রহ্মমন্দিরে কে যাতায়াত করতেন ? 

ক) সুরেন্দ্রনাথ 

খ) নরেন্দ্রনাথ 

গ) শ্রীরামকৃষ্ণ 

ঘ) বিশ্বনাথ দত্ত 


উত্তর : খ) নরেন্দ্রনাথ 

২০। নরেন্দ্র ছিলেন ? 

ক) বীরসন্নাসী 

খ) শ্রেষ্ট শিষ্য 

গ) সর্বনরশ্রেষ্ট 

ঘ) অসাধারণ মেধাবী 


উত্তর : গ) সর্বনরশ্রেষ্ট 



২১। শ্রীরামকৃষ্ণ কোন বস্তুকে অপূর্ব বলেছেন ? 

ক) নরেন্দ্রর ভক্তিকে 

খ) মনকে

গ) উত্তরসাধককে 

ঘ) ভবতারিণী করুনাকে 


উত্তর : খ) মনকে 

২২। শ্রীরামকৃষ্ণের মতে কে শিক্ষণীয় ? 

ক) নরেন্দ্র 

খ) গিরিশ চন্দ্র 

গ) তরুণ 

ঘ) সুরেন্দ্র মিত্র 


উত্তর : গ) তরুণ 

২৩। তরুণের মনে সবকিছু অঙ্কিত হয় কেন ?

ক) সরলতাহেতু 

খ) মনের ঐদার্যহেতু

গ) স্মৃতিশক্তির প্রখরতাহেতু

ঘ) হৃদয়ের কোমলতাহেতু 


উত্তর : ঘ) হৃদয়ের কোমলতাহেতু 

২৪। শ্রীরামকৃষ্ণ কাকে উত্তরসাধকরূপে পেতে চান ? 

ক) শিবকে 

খ) বিষ্ণুকে 

গ) ব্রহ্মাকে 

ঘ) নরেন্দ্রনাথকে 


উত্তর : ঘ) নরেন্দ্রনাথকে 

২৫। ‘সাধবে নম:’ উক্তিটির বক্তা কে ? 

ক) নরেন্দ্রনাথ 

খ) সুরেন্দ্রনাথ 

গ) বিবেকানন্দ 

ঘ) গিরিশচন্দ্র 


উত্তর : ক) নরেন্দ্রনাথ 




২৬। ‘সাধবে নম:’ সাধবে পদের দ্বারা কাকে উদ্দিষ্ট করা হয়েছে ? 

ক) নরেন্দ্রনাথকে 

খ) রামকৃষ্ণকে 

গ) সন্ন্যাসীকে 

ঘ) সুরেন্দ্রনাথকে 


উত্তর : খ) রামকৃষ্ণকে 

২৭। ‘ভারতবিবেকম’ কি ধরনের নাটক ? 

ক) গীতিনাট্য 

খ) প্রেমমূলক 

গ) জীবনীমুলক 

ঘ) ভক্তিমূলক 


উত্তর : গ) জীবনীমুলক

২৮। শ্রীরামকৃষ্ণের কি কম্পিত হচ্ছিল ? 

ক) হৃদয় 

খ) স্মৃতিগুম্লদল 

গ) চিত্তস্থল 

ঘ) হৃদয়তটিনি


উত্তর : খ) স্মৃতিগুম্লদল 

২৯। চন্দ্রের রশ্মি কে পান করে ? 

ক) জোনাকি 

খ) চকোর

গ) বলাকা 

ঘ) চাতক 


উত্তর : খ) চকোর

৩০। শ্রীরামকৃষ্ণকে দেখে নরেন্দ্রনাথ কি প্রশমিত করতে পারছিলেন না ? 

ক) নিজের হৃদয়কে 

খ) নিজেকে

গ) নিজের মনকে

ঘ) নিজের চিত্তকে 


উত্তর : খ) নিজেকে 




 

1 টি মন্তব্য:

  1. দাদা বলছিলাম যে আমার একটু সাহায্য চাই সাহায্য করতে পারবেন

    উত্তরমুছুন