১। ‘ব্রাহ্মণচৌরপিশাচকথা’ গল্পটি কোন গ্রন্থ থেকে গৃহীত ?
ক) হিতোপদেশ
খ) বৃহৎকথা
গ) পঞ্চতন্ত্র
ঘ) বৃহৎকথামঞ্জরী
উত্তর : গ) পঞ্চতন্ত্র
২। ‘তন্ত্র’ কথাটির অর্থ কী ?
ক) পূজার পুঁথিবিশেষ
খ) মন্ত্র
গ) তান্ত্রিক
ঘ) বিভাগ
উত্তর : ঘ) বিভাগ
৩। পঞ্চতন্ত্রে ক টি বিভাগ আছে ?
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
উত্তর : ঘ) পাঁচটি
৪। আলোচ্য গল্পটি পঞ্চতন্ত্রের কোন তন্ত্র থেকে গৃহীত ?
ক) মিত্রভেদ
খ) মিত্রপ্রাপ্তি
গ) কাকোলুকিয়
ঘ) লব্ধপ্রণাশ
উত্তর : গ) কাকোলুকিয়
৫। ব্রাহ্মণ যে স্থানে বাস করত , সেই স্থানটির নাম কি ?
ক) কাঞ্চি
খ) শোভাবতী
গ) পুষ্পপুরী
ঘ) কোনোটিই নয়
উত্তর : ঘ) কোনোটিই নয়
৬। আলোচ্য গল্পে ব্রাহ্মণের নাম কি ?
ক) ভীষ্ম
খ) দ্রোণ
গ) কর্ন
ঘ) জয়দ্রথ
উত্তর : খ) দ্রোণ
৭। দ্রোণের অবস্থা কেমন ছিল ?
ক) দরিদ্র
খ) ধনী
গ) মধ্যবিত্ত
ঘ) সচ্ছল
উত্তর : ক) দরিদ্র
৮। ‘যজমান’ কাকে বলে ?
ক) যে পূজা করে
খ) যার হিতকামনায় পূজা করা হয়
গ) যাকে পূজা করা হয়
ঘ) যে পূজিত হয়
উত্তর : খ) যার হিতকামনায় পূজা করা হয়
৯। যজমান ব্রাহ্মণকে কি দিয়েছিল ?
ক) দুটি গোবৎস
খ) দুটি গাভী
গ) দুটি বৃষ
ঘ) একটি বৃষ ও একটি গাভী
উত্তর : ক) দুটি গোবৎস
১০। সত্যবচন কে ?
ক) ব্রাহ্মণ
খ) ব্রহ্মরাক্ষস
গ) চোর
ঘ) সত্যবাদী
উত্তর : খ) ব্রহ্মরাক্ষস
১১। কে ক্রুরকর্মা ?
ক) গোরু দুটি
খ) ব্রাহ্মণ
গ) ব্রহ্মরাক্ষস
ঘ) চোর
উত্তর : ঘ) চোর
১২। রাক্ষসের চুলগুলি ছিল ?
ক) কৃষ্ণ বর্ণের
খ) হরিৎ বর্ণের
গ) পিংগল বর্ণের
ঘ) পীত বর্ণের
উত্তর : গ) পিংগল বর্ণের
১৩। রাক্ষসের দাঁতগুলি ছিল ?
ক) তীক্ষ্ণ
খ) মোটা
গ) বাঁকা
ঘ) সরু
উত্তর : ক) তীক্ষ্ণ
১৪। চোর ব্রাহ্মণের গোরু দুটিকে চুরি করার জন্য নিয়ে গিয়েছিল ?
ক) যবের তুষ
খ) শুকনো ঘাস
গ) লগুড়
ঘ) দড়ি
উত্তর : ঘ) দড়ি
১৫। ব্রাহ্মণ রাক্ষসের হাত থেকে প্রাণ বাঁচিয়েছিল ?
ক) লগুরের দ্বারা
খ) তাম্বুলাদির দ্বারা
গ) বন্ধনপাশের
ঘ) মন্ত্রজপের দ্বারা
উত্তর : ঘ) মন্ত্রজপের দ্বারা
১৬। রাক্ষসের গাল ছিল ?
ক) নিটোল
খ) শুকনো
গ) পিঙ্গল
ঘ) তীক্ষ্ণ
উত্তর : খ) শুকনো
১৭। রাক্ষসের শিরাগুলি ছিল ?
ক) ফুলে ওঠা
খ) পিঙ্গল
গ) শুকনো
ঘ) বসে যাওয়া
উত্তর : ক) ফুলে ওঠা
১৮। ‘কপোল’ শব্দের অর্থ ?
ক) হাত
খ) কপাল
গ) গাল
ঘ) চোখ
উত্তর : গ) গাল
১৯। ‘জেগে উঠেছিল’ এর সংস্কৃত শব্দ হল ?
ক) জজাগর
খ) জজাগার
গ) বুদ্ধোত
ঘ) উত্থায়
উত্তর : ক) জজাগর
২০। শত্রুরাও হিতকারী হয় যখন তারা পরস্পর ?
ক) প্রতিবেশী হয়
খ) অচেনা হয়
গ) বিবাদমান হয়
ঘ) মিত্রভাবাপন্ন হয়
উত্তর : গ) বিবাদমান হয়
২১। চোর ব্রাহ্মরাক্ষস কে দেখে ?
ক) তাকে গরুজোড়া দান করেছিল
খ) বাড়ি ফিরে এসেছিল
গ) জ্ঞান হারিয়েছিল
ঘ) ভয় পেয়ে গিয়েছিল
উত্তর : ঘ) ভয় পেয়ে গিয়েছিল
২২। রাক্ষস ব্রাহ্মণকে ?
ক) নিজের উদ্দেশ্য বলে দিয়েছিল
খ) গরুজোড়া দান করতে চেয়েছিল
গ) ভয় দেখিয়েছিল
ঘ) খেতে চেয়েছিল
উত্তর : ঘ) খেতে চেয়েছিল
২৩। রাক্ষস যখন ব্রাহ্মণকে খেতে যাচ্ছিল তখন ব্রাহ্মণ ?
ক) গরু দুটিকে খাওয়াচ্ছিল
খ) ঘুমিয়েছিল
গ) যজমানের সঙ্গে কথা বলছিল
ঘ) বই পড়ছিল
উত্তর : খ) ঘুমিয়েছিল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন