Breaking News

মেঘদূতম MCQ প্রশ্নোত্তর

একাদশ শ্রেণী xi class Sanskrit সংস্কৃত মেঘদূতম MCQ প্রশ্নোত্তর meghdutom mcq questions answers


১। ‘মেঘদূতম’ কোন শ্রেণীর কাব্য ? 

ক) মহাকাব্য 

খ) চম্পূকাব্য 

গ) গীতিকাব্য 

ঘ) দৃশ্যকাব্য 


উত্তর : গ) গীতিকাব্য

২। ‘মেঘদূতম’ কোন শ্রেণীর গীতিকাব্য ? 

ক) ভক্তিমূলক 

খ) প্রেমমূলক

গ) বিরহমূলক

ঘ) কাহিনীমূলক


উত্তর : খ) প্রেমমূলক

৩। ‘মেঘদূতম’ এর রচয়িতা কে ? 

ক) কালিদাস 

খ) মাঘ 

গ) ভবভূতি

ঘ) ভারবি 


উত্তর : ক) কালিদাস

৪। কালিদাস রচিত অপর গীতিকাব্যটির নাম কি ? 

ক) রঘুবংশম 

খ) কুমারসম্ভব 

গ) বিক্রমোবর্শিয়ম 

ঘ) ঋতুসংহারম


উত্তর : ঘ) ঋতুসংহারম

৫। সংস্কৃত কাব্যজগতে শ্রেষ্ট গীতিকাব্য কোনটি ? 

ক) পবনদূতম

খ) হংসদূতম

গ) মেঘদূতম

ঘ) মনোদূতম


উত্তর : গ) মেঘদূতম



৬। যক্ষকে কে শাপ দিয়েছিলেন ? 

ক) দুর্বাসা 

খ) ইন্দ্র 

গ) কুবের 

ঘ) ব্রহ্মা 


উত্তর : গ) কুবের

৭। যক্ষকে কোথায় নির্বাসন দন্ড দেওয়া হয়েছিল ? 

ক) হিমালয়ে 

খ) বিন্ধ পর্বতে 

গ) ধবলগিরিতে

ঘ) রামগিরিতে


উত্তর : ঘ) রামগিরিতে

৮। যক্ষকে কতদিনের জন্য শাপভোগ করতে হয়েছিল ? 

ক) এক বছরের জন্য 

খ) পাঁচ বছরের জন্য 

গ) দশ বছরের জন্য 

ঘ) যাবজ্জীন 


উত্তর : ক) এক বছরের জন্য 

৯। রামগিরির আশ্রমগুলি কার স্নানের দ্বারা পুণ্যদক হয়েছিল ? 

ক) সতী 

খ) সাবিত্রী 

গ) সীতা 

ঘ) দয়মন্তী


উত্তর : গ) সীতা

১০। যক্ষ কোন মাসে আকাশে মেঘের সঞ্চার দেখা পেল ? 

ক) বৈশাখ 

খ) জৈষ্ট 

গ) আষাঢ়

ঘ) শ্রাবণ 


উত্তর : গ) আষাঢ়



১১। যক্ষ কোন দিনে আকাশে মেঘের সঞ্চার দেখেছিলেন ? 

ক) ১ আষাঢ়

খ) ২ শ্রাবণ 

গ) ৩১ আষাঢ়

ঘ) ৫ আষাঢ়


উত্তর : ক) ১ আষাঢ়

১২। মেঘকে কবি কার সঙ্গে তুলনা করেছেন ? 

ক) হস্তির 

খ) বিন্ধ্যপর্বতের 

গ) হিমালয়ের চূড়ায় 

ঘ) পর্বতের সানুপ্রদেশের 


উত্তর : ক) হস্তির

১৩। ‘রামগিরি’র বর্তমান নাম কি ? 

ক) চুনার 

খ) রামাচল

গ) রামটেক 

ঘ) জয়ন্তী 


উত্তর : গ) রামটেক

১৪। যক্ষ কোন পুষ্প দিয়ে অর্ঘ্য রচনা করেছিল ? 

ক) উটজ 

খ) কুটজ

গ) গোলাপ 

ঘ) পদ্ম


উত্তর : খ) কুটজ

১৫। কারা চেতন অচেতনের বিভেদ ভুলে যায় ?

ক) প্রবাসীরা 

খ) কামাতরা

গ) প্রিয়াবিরহীরা

ঘ) নারীজাতি 


উত্তর : খ) কামাতরা



১৬। যক্ষ মেঘকে কার প্রকৃতি পুরুষ বলে জানে ? 

ক) আকাশে 

খ) দেবরাজ ইন্দ্রের

গ) সৃষ্টিকর্তা ব্রহ্মার 

ঘ) প্রলয়কর্তা মহাদেবের 


উত্তর : খ) দেবরাজ ইন্দ্রের

১৭। যক্ষ কাকে ‘দূরবন্ধুগর্ত:’ বলেছে ? 

ক) মেঘকে 

খ) যক্ষপ্রিয়াকে 

গ) প্রবাসীকে 

ঘ) নিজেকে 


উত্তর : ঘ) নিজেকে

১৮। মেঘের বামভাগে কে কূজন করবে ? 

ক) বলাকা 

খ) চাতক

গ) বিহগ

ঘ) পরভূত


উত্তর : খ) চাতক

১৯। বর্ষাকালে কাদের গর্ভাধান হয় ? 

ক) বলাকা 

খ) চাতক 

গ) যক্ষপত্নী 

ঘ) কুবেরপত্নী 


উত্তর : ক) বলাকা

২০। মেঘকে পরিচালিত করতে বাতাস কীভাবে প্রবাহিত হবে ? 

ক) পূর্ব থেকে পশ্চিমে 

খ) পশ্চিম থেকে পুবে 

গ) পূর্ব থেকে উত্তরে 

ঘ) উত্তর থেকে দক্ষিণে 


উত্তর : গ) পূর্ব থেকে উত্তরে 



২১। ‘মেঘদূতম’ কটি খন্ডে বিভক্ত ? 

ক) একটি 

খ) দুটি 

গ) তিনটি 

ঘ) চারটি 


উত্তর : খ) দুটি

২২। ‘মেঘদূতম’ কাব্যের একজন বিখ্যাত টিকাকার হলেন ? 

ক) রূপ গোস্বামী 

খ) মল্লিনাঠ 

গ) কালিদাস 

ঘ) জয়দেব 


উত্তর : খ) মল্লিনাথ

২৩। যক্ষের প্রভু ছিলেন ? 

ক) দুর্বাসা 

খ) ব্রহ্মা 

গ) কুবের 

ঘ) ইন্দ্র 


উত্তর : গ) কুবের 

২৪। কুবেরের দেওয়া অভিশাপ ভোগের সময় ছিল ? 

ক) চার মাস

খ) তিন মাস

গ) বারো মাস

ঘ) নয় মাস


উত্তর : গ) বারো মাস

২৫। যক্ষের হাত থেকে খসে পড়েছিল ? 

ক) সোনার কুন্ডল 

খ) রুপোর কঙ্কন 

গ) সোনার বালা

ঘ) রুপোর নূপুর


উত্তর : গ) সোনার বালা



২৬। যা দেখে সুখী মানুষের মনও উত্মনা হয়ে ওঠে , সেটি হল ? 

ক) বলাকা 

খ) সরোবর 

গ) মেঘ 

ঘ) বর্ষা


উত্তর : গ) মেঘ

২৭। কুবেরের উদ্যানে স্থাপিত মূর্তিটি ছিল ? 

ক) বিষ্ণুর 

খ) কালীর 

গ) ব্রহ্মার 

ঘ) শিবের 


উত্তর : ঘ) শিবের

২৮। আকাশে চলার পথে মেঘকে সেবা করবে ? 

ক) বলাকারা 

খ) চাতকেরা

গ) সারিকারা

ঘ) কোকিলেরা


উত্তর : ক) বলাকারা

২৯। মেঘের সঙ্গে উড়তে উড়তে মিলনের আনন্দ অনুভব করবে ? 

ক) চাতকবধূরা 

খ) বলাকাবধূরা

গ) ক্রঞ্চোবধূরা

ঘ) চক্রবাকবধূরা


উত্তর : খ) বলাকাবধূরা

৩০। ধনপতি কে ? 

ক) কুবের 

খ) রাজা 

গ) লক্ষ্মী 

ঘ) রাবণ 


উত্তর : ক) কুবের 






কোন মন্তব্য নেই