Breaking News

দশাবতারস্তোএম MCQ প্রশ্নোত্তর

একাদশ শ্রেণী xi class Sanskrit সংস্কৃত দশাবতারস্তোএম MCQ প্রশ্নোত্তর doshabotatstrom mcq questions answers


১। ‘দশাবতারস্তোএম’ কাব্যটির উৎস কি ? 

ক) শ্রীকৃষ্ণকর্নামৃতম

খ) শ্রীভাগবতম

গ) হরিবিলাসম 

ঘ) গীতগোবিন্দম


উত্তর : ঘ) গীতগোবিন্দম

২। ‘দশাবতারস্তোএম’ কাব্যটির রচয়িতা কে ? 

ক) কালিদাস 

খ) দন্ডী 

গ) জয়দেব 

ঘ) ভারবি


উত্তর : গ) জয়দেব 

৩। জয়দেবের পৃষ্টপোষক কে ছিলেন ? 

ক) লক্ষণ সেন 

খ) ধোয়ী

গ) উমাপতি

ঘ) অমরশক্তি 


উত্তর : ক) লক্ষণ সেন 

৪। আলংকারিকদের মতে গীতিকাব্যর অপর নাম কী ? 

ক) চম্পূকাব্য 

খ) খন্ডকাব্য

গ) পদ্যকাব্য

ঘ) শতককাব্য


উত্তর : খ) খন্ডকাব্য

৫। এই বসন্তলীলাটি ঘটেছিল ? 

ক) মথুরায় 

খ) গোকুলে 

গ) দ্বারকায় 

ঘ) বৃন্দাবনে 


উত্তর : ঘ) বৃন্দাবনে 



৬। বৃন্দাবন হল ? 

ক) যমুনা তীরে 

খ) সরযূ তীরে

গ) ভাগীরথী তীরে

ঘ) শতদ্রু তীরে


উত্তর : ক) যমুনা তীরে 

৭। তৃতীয় ‘অবতার’ কে ? 

ক) মৎস্য

খ) কূর্ম

গ) বরাহ 

ঘ) নৃসিংহ 


উত্তর : গ) বরাহ

৮। কে বরাহের দন্তে লগ্ন হয়েছিল ? 

ক) পৃথিবী 

খ) কলঙ্ক 

গ) চন্দ্র 

ঘ) শিখর 


উত্তর : ক) পৃথিবী

৯। ‘শশিনি কলঙ্ককলেব নিমগ্না’ - বাক্য শশীকে কার সঙ্গে তুলনা করা হয়েছে ? 

ক) শূকর –এর

খ) কলঙ্ক –এর

গ) শূকরের দন্ত –এর

ঘ) ধরণী –এর 


উত্তর : গ) শূকরের দন্ত –এর

১০। কলঙ্কের সঙ্গে কার উপমা দেওয়া হয়েছে ? 

ক) ধরণী –র

খ) শূকর –র

গ) চন্দ্র –র

ঘ) শূকরের দন্ত –এর


উত্তর : ক) ধরণী –র



১১। শুকররূপ ধারণ করেছিলেন কে ? 

ক) ব্রহ্মা 

খ) বিষ্ণু 

গ) মহেশ্বর 

ঘ) ইন্দ্র 


উত্তর : খ) বিষ্ণু 

১২। ‘নৃসিংহ অবতার’ কাকে হত্যা করেছিলেন ? 

ক) রাবণকে 

খ) কংসকে 

গ) হিরন্যক্ষকে

ঘ) হিরন্যকশিপুকে 


উত্তর : ঘ) হিরন্যকশিপুকে

১৩। ‘বামনরূপ’ ধারণ করেছিলেন কে ? 

ক) ইন্দ্র 

খ) ব্রহ্মা 

গ) বিষ্ণু 

ঘ) মহেশ্বর 


উত্তর : গ) বিষ্ণু 

১৪। ক্ষত্রিয়দের নিধন করেছিলেন কে ?

ক) রাম 

খ) পরশুরাম 

গ) ইন্দ্র 

ঘ) বিষ্ণু 


উত্তর : খ) পরশুরাম

১৫। ভৃগুপতি কে ? 

ক) ভৃগুর পতি 

খ) ভৃগুপতি যার 

গ) ভৃগুবংশের আদিপুরুষ 

ঘ) পরশুরাম 


উত্তর : ঘ) পরশুরাম 



১৬। নারায়নের পঞ্চম অবতার কে ? 

ক) নৃসিংহ 

খ) বামন 

গ) বরাহ 

ঘ) পরশুরাম 


উত্তর : খ) বামন

১৭। ‘দশমুখ’ শব্দটির প্রতিশব্দ হল ? 

ক) দশানন

খ) রাবণ 

গ) দশটি মুখ আছে যার 

ঘ) দশদিক 


উত্তর : ক) দশানন

১৮। শাস্ত্রে কতজন দিকপালের উল্লেখ আছে ? 

ক) আট 

খ) নয় 

গ) দশ 

ঘ) বারো 


উত্তর : গ) দশ

১৯। ‘হলধর’ কাকে বলা হয়েছে ? 

ক) জনক রাজাকে 

খ) রামকে 

গ) কৃষ্ণকে 

ঘ) বলরামকে 


উত্তর : ঘ) বলরামকে 

২০। বলরামের হলের আঘাতের ভয়ে কে ভীত হয়েছিল ? 

ক) গঙ্গা 

খ) যমুনা 

গ) সরস্বতী 

ঘ) শত্রুরা


উত্তর : খ) যমুনা



২১। ‘শ্রুতি’ তথা বেদকে কে নিন্দা করেছিলেন ?

ক) কেশব 

খ) জগদীশ 

গ) হরি 

ঘ) বুদ্ধ 


উত্তর : ঘ) বুদ্ধ

২২। বুদ্ধদেব বেদের কোন বিষয়কে নিন্দা করেছিলেন ? 

ক) জটিলতাকে 

খ) ব্যাকরণকে 

গ) পশুবধকে 

ঘ) আরন্যককে 


উত্তর : গ) পশুবধকে



কোন মন্তব্য নেই