প্রস্থ নারায়ণের বামনরূপ ধারণের পৌরাণিক কাহিনি বিবৃত করাে
উত্তর : দৈত্যরাজ বলি হলেন পরমবিষ্ণুভক্ত প্রহ্লাদের পৌত্র । তাঁর পতার নাম বিরােচন । তিনি তপস্যায় সিদ্ধিলাভ করে এক মহাপরাক্রম নরপতি হন । ত্রিলােকবিজয় কামনায় তিনি যুদ্ধ করার উদ্দেশ্যে স্বর্গে গমন করেন এবং যুদ্ধে দেবগণকে পরাজিত স্বর্গরাজ্য ত্রিভুবন অধিকার করেন ।
[ ] তিনি ছিলেন অত্যন্ত ন্যায়নিষ্ঠ রাজা । তিনি প্রায়ই যজ্ঞাদির অনুষ্ঠান করতেন । দেবতাগণ রাজ্যচ্যুত হয়ে বিষ্ণুর শরণাপন্ন হন । বিষ্ণু দেবতাগণকে অচিরে স্বর্গরাজ্যে:পুনঃপ্রতিষ্ঠিত করার আশ্বাস দিয়ে কশ্যপের ঔরসে বামনরূপে জন্মগ্রহণ করেন । অতঃপর দৈত্যরাজ বলি যজ্ঞের অনুষ্ঠান করলে বামনরূপধারী ভগবান সেখানে উপস্থিত হন এবং কিঞ্চি দান প্রার্থনা করেন । বলি বামনের প্রার্থিত বস্তু দান করার প্রতিশ্রুতি দিলে বামনদেব তাঁর ত্রিপাদ পরিমিত ভূমি যাচঞা করেন । দৈত্যগুরু শুক্রাচার্য যােগবলে সবকিছু অবগত হয়ে বলিকে বামনের প্রার্থনা পূরণ করতে নিষেধ করা সত্ত্বেও দানশৌণ্ড বলি সে- কথায় কর্ণপাত না -করে বামনকে তাঁর ত্রিপাদ পরিমিত ভূমি গ্রহণ করতে অনুরােধ করেন ।
[ ] বামন তার দুই পদের দ্বারা স্বর্গ ও মর্ত্য আচ্ছাদিত করেন এবং তার নাভিদেশ থেকে নির্গত তৃতীয় চরণ কোথায় রাখবেন সে - কথা বলিকে জিজ্ঞাসা করেন । বলি সত্যভ্রষ্ট হবেন না । সুতরাং , তিনি বামনদেবকে তাঁর তৃতীয় চরণ আপন মস্তকে স্থাপন করতে বলে মস্তক অবনত করেন । নারায়ণ তাঁর তৃতীয় চরণ বলির মস্তকে স্থাপন করে তাঁকে পাতালে প্রেরণ করেন । দেবতারা নির্ভয়ে স্বর্গে পুনঃপ্রতিষ্ঠিত হলেন এবং বলিরাজ স্বজনবর্গ - সহ পাতালে রাজত্ব করতে লাগলেন ।
কোন মন্তব্য নেই