Breaking News

‘ মনে হবে তেলেনাপােতা বলে কোথায় কিছু সত্যি নেই ।’ — একথা কার , কেন মনে হবে ? এই মনে হওয়ার কারণ কী ?

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 eleventh bengali questions answers মনে হবে তেলেনাপােতা বলে কোথায় কিছু সত্যি নেই একথা কার কেন মনে হবে এই মনে হওয়ার কারণ কী mone hobe telenapota bole kothay kichu sotti nei akotha kar keno mone hobe ai mone hoyar karon ki


উত্তর : তেলেনাপােতা আবিষ্কারের নায়ক , শহুরে মানুষটির কথা উদ্ধৃত উক্তির মধ্যে বলা হয়েছে । 
 
মনে হওয়ার কারণ : তেলেনাপােতা থেকে ফিরে আসার পর নায়কটি ম্যালেরিয়ায় অনেকদিন ভুগেছে । বহুদিন পরে দুর্বল শরীরে ঘরের বাইরে আলাে -হাওয়ায় এসে বসেছে । দীর্ঘ রােগভােগের মাঝে তার নিজের অজান্তে দেহ ও মনের অনেক ধােয়া - মােছা হয়েছে । তেলেনাপােতার স্মৃতি তার কাছে খুবই ঝাপসা । অস্ত যাওয়া তারার মতাে অস্তিত্বহীন । ঘুমের মধ্যে দেখা স্বপ্ন যেমন স্মৃতিতে ঝাপসা হয়ে লােপ পেতে চলে অনেকটা সেরকম । তেলেনাপােতার ঘটনা তার স্মৃতিতে আর বেঁচে নেই বললেই চলে । তেলেনাপােতা ফিরে যাওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল, ‘আমার কথার নড়চড় হবে না, তা ‘ কথার কথা ' -র মতাে অর্থহীন হয়ে গেছে । ‘আপনার ছিপটিপ যে পড়ে রইল’ , তার জবাবে বলেছিল , ‘থাক -না । এবারে পারিনি বলে তেলেনাপােতার মাছ কি বার বার ফাঁকি দিতে পারবে ? —তাও বুঝি তার মিথ্যাভাষণে পরিণত হয়েছে । আসলে ‘তেলেনাপােতা বলে কোথায় কিছু সত্যি ছিল’ তা আর তার মনে হয় না । তেলেনাপােতার বাস্তব অস্তিত্বের স্মৃতি তার স্মৃতিপটে যেন মােছা - স্লেট ।


কোন মন্তব্য নেই