‘ আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয় বিস্মৃত হবেন না ।’ —কোনটি আপনার আসল উদ্দেশ্য ? উদ্দিষ্ট ব্যক্তি সেই উদ্দেশ্য সাধনে কী করলেন ?
উত্তর : তেলেনাপােতা আবিষ্কারের নায়কের তেলেনাপােতা যাওয়ার আসল উদ্দেশ্য মৎস্য শিকার ।
‘ তেলেনাপােতা আবিষ্কার'- এর নায়ক তেলেনাপােতা আসার আসল উদ্দেশ্যের কথা ভুলে যায়নি । সে মাছ ধরার প্রয়ােজনীয় সবকিছু নিয়ে পুকুরঘাটে যায় । বড়শিতে টোপ লাগিয়ে তা জলে নামিয়ে দেয় । বেলা বাড়ে । নায়ক আনমনা হয়ে পড়ে । পুকুরের পানা ঢেউয়ে সরিয়ে একটি মেয়ে কলশিতে জল ভরে । তার চোখে কৌতূহল , গতিবিধি সলজ্জ আড়ষ্টতাহীন । সে সােজাসুজি নায়ককে দেখে , ফাতনা লক্ষ করে , মুখ ফিরিয়ে জলভরা কলশি কোমরে তুলে নেয় ।
মেয়েটির চেহারায় দারিদ্র্যের ছাপ । ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর । পুষ্টিকর খাদ্যের অভাবে তার শরীর কৈশাের পার হয়ে যৌবনে পা রাখতে পারেনি । কলশি নিয়ে যাওয়ার সময় ফিরে তাকিয়ে সে হঠাৎ বলে যে, নায়ক ছিপে টান দিচ্ছে না কেন । তার কণ্ঠ শান্ত,মধুর ও গম্ভীর । নারী কণ্ঠের আকস্মিক চমকে বিহুল নায়ক ছিপে টান দিতে ভুলে যায় । ডুবে যাওয়া ফাতনা ভেসে উঠলে নায়ক দেখে বড়শিতে টোপ নেই । নায়ক লক্ষ করে মেয়েটির শান্ত করুণ মুখে দীপ্ত হাসির আভাস । এরপরে পুকুরঘাটের নির্জনতা আর ভঙ্গ না হলেও মৎস্য শিকারি মৎস্য শিকারে ব্যর্থ হয় ।
কোন মন্তব্য নেই