Breaking News

‘ আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয় বিস্মৃত হবেন না ।’ —কোনটি আপনার আসল উদ্দেশ্য ? উদ্দিষ্ট ব্যক্তি সেই উদ্দেশ্য সাধনে কী করলেন ?

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 eleventh bengali questions answers আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয় বিস্মৃত হবেন না কোনটি আপনার আসল উদ্দেশ্য  উদ্দিষ্ট ব্যক্তি সেই উদ্দেশ্য সাধনে কী করলেন apnar asol uddeshya apni nishchay bishmito hoben na konti apnar asol uddeshya uddishto bakti sei uddeshya sadhone ki korlen


উত্তর : তেলেনাপােতা আবিষ্কারের নায়কের তেলেনাপােতা যাওয়ার আসল উদ্দেশ্য মৎস্য শিকার ।
‘ তেলেনাপােতা আবিষ্কার'- এর নায়ক তেলেনাপােতা আসার আসল উদ্দেশ্যের কথা ভুলে যায়নি । সে মাছ ধরার প্রয়ােজনীয় সবকিছু নিয়ে পুকুরঘাটে যায় । বড়শিতে টোপ লাগিয়ে তা জলে নামিয়ে দেয় । বেলা বাড়ে । নায়ক আনমনা হয়ে পড়ে । পুকুরের পানা ঢেউয়ে সরিয়ে একটি মেয়ে কলশিতে জল ভরে । তার চোখে কৌতূহল , গতিবিধি সলজ্জ আড়ষ্টতাহীন । সে সােজাসুজি নায়ককে দেখে , ফাতনা লক্ষ করে , মুখ ফিরিয়ে জলভরা কলশি কোমরে তুলে নেয় । 

মেয়েটির চেহারায় দারিদ্র্যের ছাপ । ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর । পুষ্টিকর খাদ্যের অভাবে তার শরীর কৈশাের পার হয়ে যৌবনে পা রাখতে পারেনি । কলশি নিয়ে যাওয়ার সময় ফিরে তাকিয়ে সে হঠাৎ বলে যে, নায়ক ছিপে টান দিচ্ছে না কেন । তার কণ্ঠ শান্ত,মধুর ও গম্ভীর । নারী কণ্ঠের আকস্মিক চমকে বিহুল নায়ক ছিপে টান দিতে ভুলে যায় । ডুবে যাওয়া ফাতনা ভেসে উঠলে নায়ক দেখে বড়শিতে টোপ নেই । নায়ক লক্ষ করে মেয়েটির শান্ত করুণ মুখে দীপ্ত হাসির আভাস । এরপরে পুকুরঘাটের নির্জনতা আর ভঙ্গ না হলেও মৎস্য শিকারি মৎস্য শিকারে ব্যর্থ হয় । 

 

কোন মন্তব্য নেই