‘কে, নিরঞ্জন এলি ?' —নিরঞ্জন কে ? কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন ?
উত্তর : নিরঞ্জন যামিনীর মায়ের দূর সম্পর্কের এক বােনপাে । বছর চারেক আগে সে তেলেনাপােতায় এসে যামিনীর মাকে কথা দিয়ে গিয়েছিল বিদেশের চাকরি থেকে ফিরে এসে যামিনীকে বিয়ে করবে ।
যামিনীর মুখের শান্ত করুণ গাম্ভীর্য গল্পকথকের মমত্ব ও সহানুভূতির উৎসমুখটি খুলে দেয় । সেই ধারাস্রোতে আবগাহন করে গল্পকথকের মনে হয়, মেয়েটি জীবনের সুদীর্ঘ নির্মম পথটি হয় পার হয়ে এসেছে । তার ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর দেখে মনে হয় , কৈশাের অতিক্রম করে তার যৌবনে পা দেওয়ার গতি যেন স্তব্ধ ।
পানরসিক বন্ধুটির কাছ থেকে যামিনী ও তার মায়ের পরিচয় জেনে যায় গল্পকথক । ম্যালেরিয়ায় নিঃস্ব ও নির্বংশ হওয়ার মতাে মুখােমুখি অবস্থায় চরম দারিদ্র্য, অসহায়তা , নিরঞ্জন নামে জনৈক যুবকের কথার খেলাপের ফলে যামিনীর বিয়ে না হওয়া প্রভৃতি নায়ককে আরও বেশি মমত্বপরায়ণ ও সংবেদনশীল করে তােলে । যে - জন্য যামিনীর মায়ের কাছে পানরসিক বন্ধুটির সঙ্গে গল্পকথক হাজির হয় । যামিনীর উপস্থিতিতে গল্পকথক যামিনীর অন্ধ ও চলচ্ছশক্তিহীন বৃদ্ধা মায়ের কাছে নিজেকে নিরঞ্জন পরিচয় দিয়ে যামিনীকে বিয়ে করার প্রতিশ্রুতিনিয়ে ফেলে । এই ভাবাবেগে ক্ষণিক হলেও তার চরিত্রের মহত্ত্ব গল্পকথককে অনেক বড়াে হৃদয়ের মানুষ হিসেবে প্রতিপন্ন করে ।
কোন মন্তব্য নেই