Breaking News

‘কে, নিরঞ্জন এলি ?' —নিরঞ্জন কে ? কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন ?

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 eleventh bengali questions answers কে নিরঞ্জন এলি নিরঞ্জন কে কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন ke niranjan ali niranjan ke kon porishthitite golpokothok niranjoner bhumikai abotitrno hoyechilo


উত্তর : নিরঞ্জন যামিনীর মায়ের দূর সম্পর্কের এক বােনপাে । বছর চারেক আগে সে তেলেনাপােতায় এসে যামিনীর মাকে কথা দিয়ে গিয়েছিল বিদেশের চাকরি থেকে ফিরে এসে যামিনীকে বিয়ে করবে ।

যামিনীর মুখের শান্ত করুণ গাম্ভীর্য গল্পকথকের মমত্ব ও সহানুভূতির উৎসমুখটি খুলে দেয় । সেই ধারাস্রোতে আবগাহন করে গল্পকথকের মনে হয়, মেয়েটি জীবনের সুদীর্ঘ নির্মম পথটি  হয় পার হয়ে এসেছে । তার ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর দেখে মনে হয় , কৈশাের অতিক্রম করে তার যৌবনে পা দেওয়ার গতি যেন স্তব্ধ । 

পানরসিক বন্ধুটির কাছ থেকে যামিনী ও তার মায়ের পরিচয় জেনে যায় গল্পকথক । ম্যালেরিয়ায় নিঃস্ব ও নির্বংশ হওয়ার মতাে মুখােমুখি অবস্থায় চরম দারিদ্র্য, অসহায়তা , নিরঞ্জন নামে জনৈক যুবকের কথার খেলাপের ফলে যামিনীর বিয়ে না হওয়া প্রভৃতি নায়ককে আরও বেশি মমত্বপরায়ণ ও সংবেদনশীল করে তােলে । যে - জন্য যামিনীর মায়ের কাছে পানরসিক বন্ধুটির সঙ্গে গল্পকথক হাজির হয় । যামিনীর উপস্থিতিতে গল্পকথক যামিনীর অন্ধ ও চলচ্ছশক্তিহীন বৃদ্ধা মায়ের কাছে নিজেকে নিরঞ্জন পরিচয় দিয়ে যামিনীকে বিয়ে করার প্রতিশ্রুতিনিয়ে ফেলে । এই ভাবাবেগে ক্ষণিক হলেও তার চরিত্রের মহত্ত্ব গল্পকথককে অনেক বড়াে হৃদয়ের মানুষ হিসেবে প্রতিপন্ন করে ।


কোন মন্তব্য নেই