বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

একাদশ শ্রেণী সংস্কৃত সাজেশন

একাদশ শ্রেণী সংস্কৃত সাজেশন ভারতবিবেকম মেঘদূতম সাহিত্যের ইতিহাস দশাবতারস্ত্রতম দশকুমারচরিতম ব্রাহ্মণচৌরপিশাচকথা class xi 11 eleven Sanskrit suggestion



               [ ব্রাহ্মণচৌরপিশাচকথা ]

                      ( প্রশ্নের মান - ৫ )

১। ‘ব্রাহ্মণচৌরপিশাচকথা’ কাহিনীটি নিজের ভাষায় লেখো ।

২। চোর এবং ব্রহ্মরাক্ষসের কথোপকথনটি নিজের ভাষায় লেখো ।

৩। পিশাচ এবং চোর উভয়েই কীভাবে আপন আপন কর্মসাধনে ব্যর্থ হল তা বিবৃত করো ।




                 [ দশকুমারচরিতম ]

                 ( প্রশ্নের মান - ৫ )

১। রাজা রাজহংসের মন্ত্রী ও তৎপুত্রদের পরিচয় দাও ।

২। মগধরাজের চরিত্রটি বর্ণনা করো ।

৩। গদ্যসাহিত্যে দন্ডীর অবদান উল্লেখ করো ।

৪। রাজহংসের রাজধানীর নাম কি ? এটি কোন দেশের রাজধানী ? রাজধানীটির বর্ণনা দাও ।

৫। রাজা রাজহংসের মন্ত্রী ও তৎপুত্রদের পরিচয় দাও । 





                [ দশাবতারস্তোএম ]

                ( প্রশ্নের মান - ৫ ) 

১। নারায়নের মৎস্যবতাররুপে আবির্ভাবের পৌরাণিক কাহিনী বিবৃত করো ।

২। শ্রীভগবানের কল্কি অবতাররূপে আবির্ভাবের কাহিনী বর্ণনা করো । 

৩। দশ অবতারের কাহিনী নিজের ভাষায় লেখো ।

৪। নারায়নের বামনরুপ ধারণের পৌরাণিক কাহিনী বিবৃত করো ।





                      [ মেঘদূতম ]

                 ( প্রশ্নের মান - ৫ ) 

১। কালিদাসের ‘মেঘদূতম’ নাটক গীতিকাব্য যক্ষ কেন মেঘকে দূত হিসেবে নিয়োগ করতে চাইল ? 

২। মেঘের কাছে যক্ষের সবিনয় কাতরোক্তিটি বিবৃত করো ।

৩। মেঘের উৎপত্তি ও বংশপরিচয় সম্বন্ধে কবির বক্তব্য আলোচনা করো ।





                  [ ভারতবিবেকম ] 

                ( প্রশ্নের মান - ৫ ) 

১। ভারতবিবেকম নাটকটির স্থান , কাল ও পাত্র চিত্রণ করো ।

২। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে সুরেন্দ্রনাথের ধ্যানধারণার কি পরিচয় পাওয়া যায় ।

৩। মা ভবতারিণীর কাছে শ্রীরামকৃষ্ণের মানসিক ব্যাকুলতা বর্ণনা করো ।

৪। শ্রীরামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রনাথের প্রথম সাক্ষাৎকারের ঘটনা বিবৃত করো । 





               [ সংস্কৃত সাহিত্যের ইতিহাস ] 

                     ( প্রশ্নের মান - ৫ ) 

১। রামায়ণে কটি কান্ড আছে ? কান্ড গুলি কী কী ? রামায়ণের কান্ডভিত্তিক বিষয়বস্তু আলোচনা করো ।

২। মহাভারতের কটি পর্ব ও কি কি ? মহাভারতের সাহিত্যিক মূল্য পর্যালোচনা করো ।

৩। পঞ্চতন্ত্র ।

৪। পুরুষপরীক্ষা ও বিদ্যাপতি ।






 

1 টি মন্তব্য: