বারিমণ্ডল MCQ প্রশ্নোত্তর
১। ভারত মহাসাগরের গভীরতম সমুদ্র খাতের নাম কি ?
ক) সুণ্ডা খাত
খ) রোমানস্ খাত
গ) ওব খাত
ঘ) মারিয়ানা খাত
উত্তর:- ক) সুণ্ডা খাত
২। নীচের কোনটি চুন জাতীয় উজের উদাহরণ ?
ক) ডায়াটম
খ) প্রবাল
গ) টেরোপড
ঘ) রেডিয়োল্যারিয়ান
উত্তর:- গ) টেরোপড
৩। সমুদ্র জলে সর্বাধিক পরিমাণ যে লবণ পাওয়া যায় তাকে বলে
ক) সোডিয়াম ক্লোরাইড
খ) পটাশিয়াম সালফেট
গ) ক্যালসিয়াম কার্বনেট
ঘ) ম্যাগনেশিয়াম ব্রোমাইড
উত্তর:- ক) সোডিয়াম ক্লোরাইড
৪। বেরিং স্রোত দেখা যায় ?
ক) ভারত মহাসাগরে
খ) প্রশান্ত মহাসাগরে
গ) আটলান্টিক মহাসাগরে
ঘ) কুমেরু মহাসাগরে
উত্তর:- খ) প্রশান্ত মহাসাগরে
৫। আলব্রাইটস মালভূমি কোথায় অবস্থিত ?
ক) আটলান্টিক মহাসাগরে
খ) ভারত মহাসাগরে
গ) প্রশান্ত মহাসাগরে
ঘ) কুমেরু মহাসাগরে
উত্তর:- গ) প্রশান্ত মহাসাগরে
৬। আয়তনের দিক থেকে কোন মহাসাগর পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম
ক) ভারত
খ) প্রশান্ত
গ) সুমেরু
ঘ) আটলান্টিক
উত্তর:- ঘ) আটলান্টিক
৭। আটলান্টিক মহাসাগরের তলদেশে ডলফিন উচ্চভূমি ও চ্যালেঞ্জার মালভূমি যে সামুদ্রিক খাত দ্বারা বিচ্ছিন্ন তার নাম হল
ক) মারিয়ানা খাত
খ) সুণ্ডা খাত
গ) রোমানস্ খাত
ঘ) দ: স্যান্ডউইচ খাত
উত্তর:- গ) রোমানস্ খাত
৮। পৃথিবীর গভীরতম সমুদ্রখাত টি কোন মহাসাগরে অবস্থিত ?
ক) কুমের
খ) ভারত
গ) প্রশান্ত
ঘ) আটলান্টিক
উত্তর:- গ) প্রশান্ত
৯। প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা হল
ক) ৪,২০০ মিটার
খ) ৪,৫০০ মিটার
গ) ৫,৫০০ মিটার
ঘ) ৪,০০০ মিটার
উত্তর:- ক) ৪,২০০ মিটার
১০। নিম্নলিখিত সাগর গুলির মধ্যে যে সাগরের লবনতা অপেক্ষাকৃত বেশি তা হল
ক) কৃষ্ণ সাগর
খ) লোহিত সাগর
গ) বাল্টিক সাগর
ঘ) কাস্পিয়ান সাগর
উত্তর:- খ) লোহিত সাগর
১১। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান হল
ক) পৃথিবীর আবর্তন গতি
খ) নিয়ত বায়ু প্রবাহ
গ) সমুদ্র জলের লবণতা
ঘ) অধ:ক্ষেপণ
উত্তর:- খ) নিয়ত বায়ু প্রবাহ
১২। ল্যাব্রাডার উপকূলে কোন স্রোতের প্রভাবে সারা বছর উষ্ণতা হ্রাস পায় ?
ক) বেরিং
খ) আলাস্কা
গ) ক্যানারী
ঘ) ল্যাব্রাডার
উত্তর:- ঘ) ল্যাব্রাডার
কোন মন্তব্য নেই