Breaking News

প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব MCQ প্রশ্নোত্তর

 

একাদশ শ্রেণী ভূগোল Class 11 xi eleven প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব MCQ প্রশ্নোত্তর prakritik vhugoler mul tothyo mcq questions answer

১। “ Big Bang ” কথাটি কে সর্বপ্রথম ব্যাবহার করেন ?


ক) ল্যাপলাস 


খ) জর্জ গ্যামো 


গ) ফ্রেড হয়েল 


ঘ) আইনস্টাইন 


উত্তর:- গ) ফ্রেড হয়েল

২। মহাদেশীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত ?


ক) গ্রানাইট 


খ) ব্যাসল্ট 


গ) কাদাপাথর 


ঘ) বেলেপাথর 


উত্তর:- ক) গ্রানাইট



৩। M বিযুক্তিতলের অপর নাম নীচের কোনটি ?


ক) রেপিটি 


খ) মোহো 


গ) লেম্যান 


ঘ) গুটেনবার্গ



উত্তর:- খ) মোহো



৪। যে রেখা বরাবর দুটি পাত জুড়ে যায় তাকে বলে ?

ক) সংঘাত অঞ্চল 

খ) সিবন রেখা 

গ) পাত সীমান্ত 

ঘ) বেনিয়ফ জোন 

উত্তর:- খ) সিবন রেখা

৫। নিমজ্জিত পাতের ঢালু অংশকে বলা হয় ?


ক) বেনিয়ফ জোন 


খ) ত্রিপাত সংযোগ 


গ) ট্রান্সফর্ম চুত্তি 


ঘ) মধ্য মহাসাগরীয় শৈলশিরা 


উত্তর:- ক) বেনিয়ফ জোন

৬। Isostasy শব্দটি প্রথম ব্যাবহার করেন ?


ক) ওয়েগনার 


খ) এইরি


গ) জে .এইচ .প্রাট 


ঘ) সি . ই. ডাটন 


উত্তর:- ঘ) সি . ই. ডাটন


৭। পাত শব্দটি প্রথম ব্যাবহার করেন ?


ক) পিঁচো 


খ) উইলসন 


গ) পার্কার 


ঘ) এরাটোসথেনিস 


উত্তর:- খ) উইলসন


৮। পরিচলন স্রোত তত্ত্বটির আবিষ্কর্তা হলেন ?

ক) আর্থার হোমস 

খ) মরগ্যান 

গ) পিঁচো 

ঘ) পার্কার 

উত্তর:- ক) আর্থার হোমস

 

৯। গঠনকারী পাত সীমান্ত বলা হয় কাকে ?


ক) অভিসারী পাত সীমান্ত 


খ) প্রতিসারি পাত সীমান্ত 


গ) নিরপেক্ষ পাত সীমান্ত 


ঘ) ত্রিপাত সীমান্ত 


উত্তর:- খ) প্রতিসারি পাত সীমান্ত


১০। কেন্দ্রমন্ডল কে সংক্ষেপে বলা হয় ?


ক) সিমা 


খ) নিফেসিমা 


গ) নিফে 


ঘ) ক্রফেসীমা 


উত্তর:- গ) নিফে

১১। কোন ভূতত্ববিদ অ্যাসথেনোস্ফিয়ার নামকরণটি করেন ?


ক) ব্যারেল 


খ) কান্ট 


গ) ডাটন 


ঘ) ডেভিস 


উত্তর:- ক) ব্যারেল


১২। Zig Saw Fit এর প্রমাণ উল্লিখিত রয়েছে কোন মতবাদে ? 

ক) সমস্থিতি মতবাদে 

খ) পুরাচুম্বকীয় মতবাদে 

গ) পাত সঞ্চালন মতবাদে 

ঘ) মহীসঞ্চরণ মতবাদে 

উত্তর:- ঘ) মহীসঞ্চরণ মতবাদে

 

১৩। সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্বের প্রতিষ্ঠাতা ছিলেন ?


ক) হ্যারিহেস 


খ) পিঁচো 


গ) হাবল 


ঘ) আর্থার হোমস 


উত্তর:- ক) হ্যারিহেস


১৪। S তরঙ্গ পৃথিবীর কোন অংশ দিয়ে চলাচল করতে পারে না ? 


ক) ভৃত্তুক 


খ) ম্যান্টল 


গ) কেন্দ্রমণ্ডল 


ঘ) অ্যাসথেনোস্ফিয়ার 


উত্তর:- গ) কেন্দ্রমণ্ডল


১৫। কে প্রথম মহীসঞ্চরণের একটি পূর্ন ধারণা অবতারণা করেন ?


ক) টেলর 


খ) সুয়েস 


গ) ওয়েগনার 


ঘ) লোথিয়ান গ্রীন 


উত্তর:- গ) ওয়েগনার

১৬। “ পাত সঞ্চারণ ” তত্ত্বের জনক হলেন ?

ক) পিঁচো 

খ) হ্যাক 

গ) এইরি 

ঘ) উইলসন 

উত্তর:- ক) পিঁচো

 

১৭। পদার্থের ভাসমানতার ধর্মের ভিত্তিতে যে সমস্থিতি তত্ত্ব প্রবর্তন করেন ?


ক) জজ এইরি 


খ) প্রাট 


গ) ডাটন 


ঘ) আর্থার হোমস 


উত্তর:- ক) জজ এইরি


১৮। সিয়াল ও সিমার মাঝে অবস্থিত ?


ক) মোহো বিযুক্তিতল


খ) গুটেনবার্গ বিযুক্তিতল 


গ) কনরাড বিযুক্তিতল 


ঘ) রেপিত্তি বিযুক্তিতল 


উত্তর:- গ) কনরাড বিযুক্তিতল


১৯। History of ocean Basin বইটি লেখেন ?

ক) এইরি

খ) প্রাট 

গ) হ্যারিহেস 

ঘ) ডাটন 

উত্তর:- গ) হ্যারিহেস


কোন মন্তব্য নেই