সোমবার, ৪ অক্টোবর, ২০২১

জলসম্পদ MCQ প্রশ্নোত্তর

 

একাদশ শ্রেণী ভূগোল Class 11 xi eleven জলসম্পদ MCQ প্রশ্নোত্তর geography jolsompod mcq questions answer

১। অতিরিক্ত জলসেচের ফলে ?


ক) ফসলের বৃদ্ধি সুনিশ্চিত হয় 


খ) মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি পায় 


গ) মৃত্তিকা লবণাক্ত হয় 


ঘ) মৃত্তিকার উবরতা হ্রাস পায় 


উত্তর:- ঘ) মৃত্তিকার উবরতা হ্রাস পায়

২। নীচের কোন মাছটি পিলেজিক শ্রেণীর ?


ক) টুনা 


খ) হ্যাডক 


গ) হেরিং 


ঘ) হ্যালিবুট 


উত্তর:- গ) হেরিং


৩। নীচের কোন দেশের জলসেচ ব্যাবস্থা “ কারেজ প্রথা ” নামে পরিচিত ?


ক) পাকিস্থান 


খ) বাংলাদেশ 


গ) চীন 


ঘ) আফগানিস্থান 


উত্তর:- ক) পাকিস্থান


৪। আনাড্রমাস মাছ এর একটি উদাহরণ দাও ?


ক) হেরিং 


খ) কড 


গ) ইলিশ 


ঘ) ম্যাকারেল 


উত্তর:- গ) ইলিশ


৫। যে জলসেচ ব্যাবস্থা গ্রহনে জলের সর্বনিম্ন অপচয় ঘটে , তাহল ?


ক) ছিটানো সেচ ব্যাবস্থা 


খ) বিন্দু পতন সেচ ব্যাবস্থা 


গ) খালের মাধ্যমে সেচ ব্যাবস্থা 


ঘ) কূপ দ্বারা সেচ ব্যাবস্থা 


উত্তর:- খ) বিন্দু পতন সেচ ব্যাবস্থা

৬। ভাকরা নাঙাল পরিকল্পনার সাহায্য জল সেচ করা হয় ?


ক) উত্তর প্রদেশে 


খ) মধ্য প্রদেশে 


গ) অন্ধ প্রদেশে 


ঘ) পাঞ্জাবে 


উত্তর:- ঘ) পাঞ্জাবে


৭। পৃথিবীতে মৃষ্টি জলের পরিমাণ মোট জলের মাত্র ?


ক) ৩% 


খ) ২.৪% 


গ) ১.৭% 


ঘ) ৭% এর কম 


উত্তর:- খ) ২.৪% 


৮। প্রাচীন মিশরের নীলনদ অববাহিকায় কোন যন্ত্রের সাহায্যে জল সেচ করা হত ?


ক) শাদুফ 


খ) কপিকল 


গ) পারস্য চক্র 


ঘ) পাম্প নামক 


উত্তর:- ক) শাদুফ


৯। জল সবচেয়ে বেশি পরিমাণে লাগে ?


ক) ধান 


খ) গম 


গ) আখ 


ঘ) চা উৎপাদনে 


উত্তর:- ক) ধান


১০। সিন্ধু নদের উপর পাকিস্থানের কালাবাগ অঞ্চলে যে বাঁধ নির্মিত হয়েছে ?


ক) চাশমা 


খ) জিন্না 


গ) মারালা 


ঘ) রাসুল সেচ বাঁধ 


উত্তর:- খ) জিন্না

১১। কারেজ পদ্ধতিতে জলের উৎস হল ?


ক) ভৌমজল 


খ) বৃষ্টির জল 


গ) বরফগলা জল 


ঘ) নদীর জল 


উত্তর:- ক) ভৌমজল


১২। কূপ থেকে যে বালতিযুক্ত চাকার সাহায্যে জল তোলা হয় , তাকে বলে ?


ক) পারসিক চাকা 


খ) ইজিপশিয়ান চাকা 


গ) শাদুফ 


ঘ) ইটালিয়ান চাকা 


উত্তর:- গ) শাদুফ


১৩। ভারতের মিষ্টি জল সবচেয়ে বেশি রয়েছে ?


ক) দক্ষিণ ভারতে 


খ) গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকায় 


গ) পশ্চিমের ব দ্বীপ অঞ্চলে


ঘ) সিন্ধু অববাহিকায় 


উত্তর:- খ) গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকায়


১৪। স্পিপ্রঙ্কলার জলসেচ পদ্ধতি বেশি মাত্রায় পরিলক্ষিত হয় ?


ক) ভারতে 


খ) চীনে 


গ) মার্কিন যুক্তরাষ্ট্রে 


ঘ) ইউরোপে 


উত্তর:- গ) মার্কিন যুক্তরাষ্ট্রে


১৫। যে জলসেচ পদ্ধতিতে সবচেয়ে জল কম নষ্ট হয় তাহল ?


ক) নলকূপ পদ্ধতি 


খ) ড্রিপ পদ্ধতি


গ) স্পিপ্রঙ্কলার পদ্ধতি  


ঘ) জলাশয় পদ্ধতি 


উত্তর:- খ) ড্রিপ পদ্ধতি


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন