কৃষিকাজে ও অকৃষিকাজে ভূমির ব্যাবহার বলতে কি বোঝ ? মার্কিন যুক্তরাষ্ট্রে ভূমির ব্যাবহারের ধরন সংক্ষেপে লেখো ? প্রশ্নোত্তর
উত্তর :- অকৃষিকাজে ভূমির ব্যাবহার : কৃষিকাজে ভূমির ব্যাবহার বলতে কৃষি জমিকে বোঝানো হয় । ভূমির এই ব্যাবহার গ্রামাঞ্চলেই প্রধান । তবে কৃষিকাজে ভূমির ব্যাবহার বলতে শুধু কৃষিকাজ নয় , এর সঙ্গে যুক্ত হয় মৎস্য চাষ , পশুচারণ , সবজি চাষ , বাগান খেত ও ফুলের চাষ ।
অকৃষিকাজে ভূমির ব্যাবহার : অকৃষিকাজে ভূমির ব্যাবহার শহরাঞ্চলে ও গ্রামাঞ্চলে দুই জায়গায় দেখা যায় । এই দুই জায়গায় এই প্রকার ভূমির ব্যাবহার বেশি পরিলক্ষিত হয় । যেমন বসত বাড়ী , বিদ্যালয় , পার্ক , শিল্প প্রতিষ্ঠান , বন্দর এলাকা , শপিং কমপ্লেক্স ।
মার্কিন যুক্তরাষ্ট্রে ভূমির ব্যাবহার হল : ( ক ) কৃষি জমি : U.S.A এর মোট ভূমি ভাগের ১৭.১৯% হল কৃষিজমি । এ খানে উন্নত ও আধুনিক কৃষি প্রযুক্তির সাহায্যে বাণিজ্যিক ভাবে গম , যব , ভুট্টা , সয়াবিন , কার্পাস প্রভৃতি ফসলের চাষ করা হয় ।
( খ ) চারণভূমি : দেশের প্রায় ২৭.৪৪% অংশ চারণভূমির অন্তর্গত । পশ্চিম মধ্যভাগের রকি পার্বত্য অঞ্চল ও প্রেইরী তৃণভূমি অঞ্চলের অপেক্ষাকৃত শুল্ক তাই সেখানে চারণভূমি গড়ে ওঠে । পশ্চিমের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি পাতের অভাবে চারণ ক্ষেত্রের প্রাধান্য লক্ষ করা যায় ।
( গ ) বনভূমি : U.S.A তে বনভূমির পরিমাণ প্রায় ৩৩.৪৭% । পূর্বেই বলা হয়েছে যে এখানে ক্রমশ বনভূমির পরিমাণ বাড়ছে । উত্তর দিকে নরম কাঠের সরলবর্গীয় অরণ্য ও দক্ষিণ দিকে শক্ত কাঠের পর্ণমোচি অরণ্য দেখা যায় ।
( ঘ ) অন্যান্য ভূমি : U.S.A উন্নত দেশ হওয়ায় এখানে শহর ও নগর অঞ্চল , সড়ক , রেল বাণিজ্য কেন্দ্র প্রভৃতি ক্ষেত্রে ভূমির ব্যাবহার বেশ বেশি , প্রায় ২১.৫০% । U.S.A এর উত্তর পূর্ব দিকে ভাজিনিয়া থেকে নিউইয়র্ক হয়ে বেল্টন পর্যন্ত অঞ্চল মেগাপোলিস ও মেগাপলিসের অন্তর্গত ।
কোন মন্তব্য নেই