জীবমণ্ডল MCQ প্রশ্নোত্তর
১। বিয়োজকের একটি উদাহরণ হল
ক) ব্যাকটিরিয়া
খ) সরীসৃপ
গ) পতঙ্গ
ঘ) উভচর প্রাণী
উত্তর:- ক) ব্যাকটিরিয়া
২। “ ইকোলজি ” শব্দটি প্রথম ব্যাবহার করেন ?
ক) ওডাম
খ) হেকেল
গ) লিন্ডেম্যান
ঘ) ট্যানসলে
উত্তর:- খ) হেকেল
৩। ইকোলজিক্যাল পিরামিড প্রথম প্রবতন করেন ?
ক) ট্যানসলে
খ) এলটন
গ) ডারউইন
ঘ) হেকেল
উত্তর:- খ) এলটন
৪। “ Ecosystem ” শব্দটি প্রথম ব্যাবহার করেন ?
ক) ওডাম
খ) এলটন
গ) ট্যানসলে
ঘ) হেকেল
উত্তর:- গ) ট্যানসলে
৫। বাস্তুতন্ত্রের শক্তি
ক) একমুখী
খ) বহুমুখী
গ) দ্বিমুখী
ঘ) কোনোটিই নয়
উত্তর:- ক) একমুখী
৬। খাদ্য শৃঙ্খলের সবচেয়ে বেশি জীবের সংখ্যা থাকে ?
ক) গৌণ খাদকে
খ) প্রগৌণ খাদকে
গ) উৎপাদকে
ঘ) প্রাথমিক খাদকে
উত্তর:- গ) উৎপাদকে
৭। একটি পুষ্টিস্তর থেকে অন্য পুষ্টিস্তরে শক্তি প্রবাহিত হওয়াকে বলে
ক) খাদ্যচক্র
খ) খাদ্যশৃঙ্খল
গ) খাদ্যজাল
ঘ) পুষ্টিচক্র
উত্তর:- খ) খাদ্যশৃঙ্খল
৮। উদ্ভিদ ও প্রাণী জগৎ জলবায়ু ও মাটির সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তু তান্ত্রিক একক গড়ে তোলে তাকে বলে ?
ক) ইকোটন
খ) জীবভর
গ) বায়োম
ঘ) বাস্তুকুলুঙ্গি
উত্তর:- গ) বায়োম
৯। বাস্তুতন্ত্রে সৌরশক্তি রূপান্তরিত হয়ে এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হওয়াকে বলে
ক) শক্তির সঞ্চয়
খ) শক্তির প্রবাহ
গ) শক্তির উৎপাদন
ঘ) সবগুলি
উত্তর:- খ) শক্তির প্রবাহ
১০। ১০% সূত্রের ধারণাটি হল
ক) লিন্ডেম্যান
খ) ওডাম
গ) হামবোল্ড
ঘ) হেকেল
উত্তর:- ক) লিন্ডেম্যান
১১। ট্রপিক লেভেল হল
ক) শক্তির স্তর
খ) পুষ্টির স্তর
গ) বায়োমের স্তর
ঘ) বায়ুমন্ডলের স্তর
উত্তর:- খ) পুষ্টির স্তর
১২। স্ট্যান্ডিং ক্রপ বলতে কী বোঝায় ?
ক) সমস্ত উদ্ভিদ
খ) সমস্ত খাদক
গ) সমস্ত উৎপাদক
ঘ) বিভিন্ন খাদ্য স্তরের সমস্ত জীব
উত্তর:- ঘ) বিভিন্ন খাদ্য স্তরের সমস্ত জীব
১৩। নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি প্রথম শ্রেণীর খাদক
ক) ব্যাঙ
খ) সাপ
গ) খরগোশ
ঘ) বাঘ
উত্তর:- গ) খরগোশ
অসাধারণ
উত্তরমুছুন