বুধবার, ৬ অক্টোবর, ২০২১

জীবমণ্ডল MCQ প্রশ্নোত্তর

 

একাদশ শ্রেণী ভূগোল Class 11 xi eleven জীবমণ্ডল MCQ প্রশ্নোত্তর jibmondol mcq questions answer

১। বিয়োজকের একটি উদাহরণ হল 


ক) ব্যাকটিরিয়া 


খ) সরীসৃপ 


গ) পতঙ্গ 


ঘ) উভচর প্রাণী 


উত্তর:- ক) ব্যাকটিরিয়া

২। “ ইকোলজি ” শব্দটি প্রথম ব্যাবহার করেন ?


ক) ওডাম 


খ) হেকেল 


গ) লিন্ডেম্যান 


ঘ) ট্যানসলে 


উত্তর:- খ) হেকেল


৩। ইকোলজিক্যাল পিরামিড প্রথম প্রবতন করেন ?


ক) ট্যানসলে 


খ) এলটন 


গ) ডারউইন 


ঘ) হেকেল 


উত্তর:- খ) এলটন


৪। “ Ecosystem ” শব্দটি প্রথম ব্যাবহার করেন ? 


ক) ওডাম


খ) এলটন 


গ) ট্যানসলে 


ঘ) হেকেল 


উত্তর:- গ) ট্যানসলে


৫। বাস্তুতন্ত্রের শক্তি 


ক) একমুখী


খ) বহুমুখী


গ) দ্বিমুখী 


ঘ) কোনোটিই নয় 


উত্তর:- ক) একমুখী

৬। খাদ্য শৃঙ্খলের সবচেয়ে বেশি জীবের সংখ্যা থাকে ?


ক) গৌণ খাদকে 


খ) প্রগৌণ খাদকে 


গ) উৎপাদকে 


ঘ) প্রাথমিক খাদকে 


উত্তর:- গ) উৎপাদকে


৭। একটি পুষ্টিস্তর থেকে অন্য পুষ্টিস্তরে শক্তি প্রবাহিত হওয়াকে বলে 


ক) খাদ্যচক্র 


খ) খাদ্যশৃঙ্খল


গ) খাদ্যজাল


ঘ) পুষ্টিচক্র 


উত্তর:- খ) খাদ্যশৃঙ্খল


৮। উদ্ভিদ ও প্রাণী জগৎ জলবায়ু ও মাটির সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তু তান্ত্রিক একক গড়ে তোলে তাকে বলে 


ক) ইকোটন 


খ) জীবভর 


গ) বায়োম 


ঘ) বাস্তুকুলুঙ্গি 


উত্তর:- গ) বায়োম

৯। বাস্তুতন্ত্রে সৌরশক্তি রূপান্তরিত হয়ে এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হওয়াকে বলে 


ক) শক্তির সঞ্চয় 


খ) শক্তির প্রবাহ 


গ) শক্তির উৎপাদন 


ঘ) সবগুলি 


উত্তর:- খ) শক্তির প্রবাহ


১০। ১০% সূত্রের ধারণাটি হল 


ক) লিন্ডেম্যান


খ) ওডাম 


গ) হামবোল্ড


ঘ) হেকেল 


উত্তর:- ক) লিন্ডেম্যান


১১। ট্রপিক লেভেল হল 


ক) শক্তির স্তর 


খ) পুষ্টির স্তর 


গ) বায়োমের স্তর 


ঘ) বায়ুমন্ডলের স্তর 


উত্তর:- খ) পুষ্টির স্তর


১২। স্ট্যান্ডিং ক্রপ বলতে কী বোঝায় ?


ক) সমস্ত উদ্ভিদ 


খ) সমস্ত খাদক 


গ) সমস্ত উৎপাদক 


ঘ) বিভিন্ন খাদ্য স্তরের সমস্ত জীব 


উত্তর:- ঘ) বিভিন্ন খাদ্য স্তরের সমস্ত জীব


১৩। নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি প্রথম শ্রেণীর খাদক 


ক) ব্যাঙ 


খ) সাপ 


গ) খরগোশ 


ঘ) বাঘ 


উত্তর:- গ) খরগোশ


1 টি মন্তব্য: