বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

ভূমির ব্যাবহার MCQ প্রশ্নোত্তর

 

একাদশ শ্রেণী ভূগোল Class 11 xi eleven ভূমির ব্যাবহার MCQ প্রশ্নোত্তর bhumir babohar mcq question answer

১) অস্ট্রেলিয়ার পশ্চিমাংশে রয়েছে ?


ক) বনভূমি 


খ) পর্বত 


গ) মরুভূমি 


ঘ) তৃণভূমি 


উত্তর:- গ) মরুভূমি

২। প্লোডার ভূমি দেখা যায় ?


ক) কোরিয়ায় 


খ) চিলিতে 


গ) নেদারল্যান্ডে 


ঘ) জাপানে 


উত্তর:- গ) নেদারল্যান্ডে


৩। স্থান ও কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ?


ক) ভূমির ব্যাবহার 


খ) ভূমির আবরণ 


গ) ভূমির উপাদান 


ঘ) ভূমির সংজ্ঞা পরিবর্তিত হয় 


উত্তর:- ক) ভূমির ব্যাবহার


৪। ভূমির সঠিক ব্যাবহারে ভূমির ক্রমবিবর্তন পক্রিয়াকে বেশী জোর দেন ?


ক) বিজ্ঞানী গ্রাহাম 


খ) বিজ্ঞানী ভন থুলেন 


গ) বিজ্ঞানী স্ট্যাম্প 


ঘ) বিজ্ঞানী ওয়েবার 


উত্তর:- গ) বিজ্ঞানী স্ট্যাম্প


৫। অকৃষিকাজে ভূমির ব্যাবহারে অন্যতম হল ?


ক) বসতবাড়ী


খ) পশুচারণ


গ) মৎস্যচাষ 


ঘ) বাগানক্ষেত


উত্তর:- ক) বসতবাড়ী

৬। বনভূমির পরিমাণ সবচেয়ে বেশী 


ক) এশিয়ায় 


খ) উত্তর আমেরিকা 


গ) দক্ষিণ আমেরিকা 


ঘ) আফ্রিকা মহাদেশে 


উত্তর:- ক) এশিয়ায়


৭। আটাকামা মরুভূমি অবস্থিত ?


ক) চিলিতে 


খ) ব্রাজিলে 


গ) আর্জেন্টিনায় 


ঘ) পেরুতে 


উত্তর:- ক) চিলিতে


৮। জাপানে অধিকাংশ কৃষিজমি গড়ে উঠেছে ?


ক) উপকূলবর্তী অঞ্চলে 


খ) নদী অঞ্চলে 


গ) ব দ্বীপ অঞ্চলে 


ঘ) মৃত আগ্নেয়গিরি অঞ্চলে 


উত্তর:- ক) উপকূলবর্তী অঞ্চলে


৯। ব্রাজিলের আমাজন অববাহিকায় বনভূমি যে নামে পরিচিত তা হল ?


ক) সেলভা 


খ) প্রেইরী 


গ) পম্পাস 


ঘ) সরলবর্গীয় 


উত্তর:- ক) সেলভা


১০। কোন দেশকে “ রুটির ঝুড়ি ” বলা হয় ?


ক) চিলিকে 


খ) নিউজিল্যান্ডকে


গ) ইউক্রেনকে 


ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র 


উত্তর:- গ) ইউক্রেনকে

১১। অস্ট্রেলিয়ার অন্যতম কৃষিজ অঞ্চল হল ?


ক) মারে ডার্লিং অববাহিকা 


খ) পূর্বদিকের মালভূমি অঞ্চল 


গ) আয়ারহ্রদ অববাহিকা 


ঘ) উত্তর উপকূল অঞ্চল 


উত্তর:- ক) মারে ডার্লিং অববাহিকা 


১২। হে , ক্লোভার , আলফা প্রভৃতি হল ?


ক) চারণক্ষেত্রের বিভিন্ন ঘাসের নাম 


খ) আমাজন অববাহিকার উদ্ভিদের নাম 


গ) ব্রাজিলের বিভিন্ন জনগোষ্ঠীর নাম 


ঘ) চারণক্ষেত্রের বিভিন্ন পশুর নাম 


উত্তর:- ক) চারণক্ষেত্রের বিভিন্ন ঘাসের নাম


১৩। বেশিরভাগ জমিকে সমুদ্র থেকে পুনরুদ্ধার করা হয় ?


ক) আর্জেন্টিনায় 


খ) জাপানে 


গ) তাসমানিয়ায় 


ঘ) হল্যান্ডে 


উত্তর:- ঘ) হল্যান্ডে


১৪। প্রেইরি তৃণভূমির অবস্থান হল ?


ক) দক্ষিণ আমেরিকায় 


খ) দক্ষিণ আফ্রিকায় 


গ) ইউরোপে 


ঘ) উত্তর আমেরিকায় 


উত্তর:- ঘ) উত্তর আমেরিকায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন