সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

ডাকাতের মা MCQ প্রশ্নোত্তর

একাদশ শ্রেণী xi class bengali বাংলা ডাকাতের মা MCQ প্রশ্নোত্তর dakater ma mcq questions answers


১। ‘দারোগাসাহেব , মেয়ে মানুষকে নিয়ে টানাটানি করছেন কেন ?’ এই উক্তিটি কার ? 

ক) সৌখির

খ) পেশকারের 

গ) দোকানদারের 

ঘ) পাড়ার লোকের 


উত্তর : ক) সৌখির


২। বুড়ি কার পায়ের ওপর মাথা কুটছে ?

ক) পেশকারবাবুর 

খ) দারোগাবাবুর

গ) কেরানিবাবুর

ঘ) উকিলবাবুর


উত্তর : খ) দারোগাবাবুর


৩। লোটা বাড়ির কি ? 

ক) সম্পদ 

খ) শ্রী 

গ) লক্ষ্মী

ঘ) লক্ষ্মীশ্রী 


উত্তর : ঘ) লক্ষ্মীশ্রী 


৪। ‘সেইজন্য হুলস্থূল পড়ে গেল তাঁর বাড়িতে’ কোন সময় ? 

ক) সকালবেলায় 

খ) মাঝরাতে 

গ) বিকেলবেলায় 

ঘ) দুপুরবেলায় 


উত্তর : ক) সকালবেলায় 


৫। ‘মেয়েমানুষের আর কত আক্কেল হবে ।’ এ চিন্তা কার ? 

ক) দোকানদারের

খ) দারোগার

গ) সৌখির

ঘ) ডাকাত দলের সর্দারের


উত্তর : গ) সৌখির 




৬। ‘হায় রে কপাল’ উক্তিটি কে করেছে ? 

ক) সৌখির বাবা 

খ) সৌখি 

গ) সৌখির মা 

ঘ) সৌখির বউ 


উত্তর : গ) সৌখির মা 


৭। ‘ডাকাতের মা’ গল্পে কাছারির ঘড়িতে বেজেছিল ? 

ক) চারটে

খ) পাঁচটা 

গ) দুটো

ঘ) তিনটা 


উত্তর : গ) দুটো 

৮। ‘ডাকাতের মা’ গল্পে সৌখির সাজা কমেছিল ? 

ক) এক বছর

খ) দেড় বছর 

গ) আড়াই বছর 

ঘ) দু বছর 


উত্তর : ক) এক বছর

৯। ‘এ আনন্দ তার রাখবার জায়গা নেই ।’ আনন্দের কারণ হল ? 

ক) ছেলে এতদিন পর জেল থেকে ফেরার পরও তার সঙ্গে খুনশুরি করছে 

খ) ছেলে জেলে ভালো ব্যাবহার করে ছাড়া পেয়ে মার কাছে এসেছে 

গ) ছেলে জেল থেকে লুকিয়ে বাড়ি ফিরেছে 

ঘ) ছেলে এতদিন জেলে থাকার পর বাড়ি ফিরেছে 


উত্তর : ক) ছেলে এতদিন পর জেল থেকে ফেরার পরও তার সঙ্গে খুনশুরি করছে 



১০। ‘পুলিশ দেখে ভয় পাবার লোক এসে নয়’ কিন্তু ?

ক) আজকার ঘটনা আলাদা  

খ) আজকার ব্যাপার সাপার সম্পূর্ণ পৃথক 

গ) আজ ঘটেছে অন্য ঘটনা 

ঘ) আজ যে ব্যাপার অন্য 


উত্তর : ঘ) আজ যে ব্যাপার অন্য 




১১। কতবার পুলিশ এসেছে , কখনও সৌখির মার মাথা হেঁট হয়নি , কারণ ? 

ক) সে জানে তাঁর স্বামী পুত্র ছিঁচকে চোর নয় 

খ) সে জানে ডাকাতি করা তার স্বামী পুত্রের হকের পেশা 

গ) সে জানে তাঁর স্বামী পুত্র ছোটো কাজ করে না 

ঘ) সে মনে করে ডাকাতি করা মস্ত বীরের কাজ 


উত্তর : খ) সে জানে ডাকাতি করা তার স্বামী পুত্রের হকের পেশা 


১২। সৌখির মা ছেলের দিকে শুধু একবার তাকিয়ে মাথা হেঁট করে রইল , কারণ ? 

ক) সে ডাকাতের মায়ের উপযুক্ত কাজ করেনি 

খ) সে ডাকাত ছেলের মুখে চুনকালি দিয়েছে 

গ) সে ছিঁচকে চোরের কাজ করেছে 

ঘ) স্বামী পুত্রের হকের পেশার দুর্নাম করেছে 


উত্তর : গ) সে ছিঁচকে চোরের কাজ করেছে 


১৩। ‘ডাকাতের মা’ গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ? 

ক) অপরিচিতা 

খ) জাগরী

গ) চকাচকি

ঘ) সংকট 


উত্তর : গ) চকাচকি


১৪। ‘ডাকাতের মা’ একটি কি ? 

ক) গল্প  

খ) ছোটোগল্প 

গ) বড়ো গল্প

ঘ) অণুগল্প 


উত্তর : খ) ছোটোগল্প 


১৫। ‘ডাকাতের মা’ গল্পে সৌখির ছেলের বয়স ? 

ক) তিন - চার বছর 

খ) চার - পাঁচ বছর 

গ) সাত - আট বছর 

ঘ) ছয় - সাত বছর 


উত্তর : খ) চার - পাঁচ বছর 




১৬। ‘ডাকাতের মা’ গল্পে যে ঋতুর উল্লেখ পাওয়া যায় সেটি ?

ক) গ্রীষ্মকাল

খ) শরৎকাল

গ) শীতকাল

ঘ) বসন্তকাল


উত্তর : গ) শীতকাল 


১৭। ‘ডাকাতের মায়েরও গা ছমছম করে ।’ কারণ ? 

ক) সম্মুখে এক  লম্বা চওড়া লোককে দেখে

খ) সম্মুখে এক ভূতের মতন কিম্ভুত লোককে দেখে

গ) সম্মুখে পুলিশের এক লোককে দেখে 

ঘ) সম্মুখে এক তাগড়াই চেহারার লোককে দেখে 


উত্তর : ক) সম্মুখে এক  লম্বা চওড়া লোককে দেখে


১৮। ‘ বুড়ি বিছানা থেকে উঠে পা টিপে টিপে বেরুল ঘর থেকে ’ এখানে ‘বুড়ি’ বলতে কে ? 

ক) সৌখির শাশুড়ি মা 

খ) সৌখির দিদা

গ) সৌখির মা

ঘ) সৌখির ঠাকুরমা 


উত্তর : গ) সৌখির মা


১৯। ‘উনোনে চড়ানো আলুর তরকারির পোড়া গন্ধ ছড়িয়ে পড়েছে ।’ কোথায় ? 

ক) সারা ঘরময় 

খ) সারা পাড়ায় 

গ) সারা বারান্দায় 

ঘ) সারা রান্নাঘরে 


উত্তর : খ) সারা পাড়ায়


২০। মাত্র দু মাস তিন মাসের সাজা হয় কাদের ? 

ক) কদুচোরদের  

খ) কুমড়ো চোরদের 

গ) পটোল চোরদের 

ঘ) বেগুন চোরদের 


উত্তর : ক) কদুচোরদের  




২১। ‘ দেখিয়ে দেব পাড়ার লোকদের ’ সৌখির মা কি দেখিয়ে দেবে 

ক) তাঁর নাতি ফেলনা নয়

খ) তাঁর নাতি কাঙাল নয়

গ) তাঁর নাতি হালঘরের ছেলে নয়

ঘ) তাঁর নাতি পথের ভিখারী নয়


উত্তর : ঘ) তাঁর নাতি পথের ভিখারী নয়


২২। একবার সৌখি ‘কি মারই মেরেছিল মাকে’ কারণ ? 

ক) ঘুমে নিঃসাড় হয়ে পড়েছিল বলে 

খ) ডাকাডাকি করেও ঘুম ভাঙেনি বলে

গ) রাত দুপুরে বাড়ি ফিরে এসে টোকার সাড়া না পেয়ে

ঘ) রাতে সজাগ ছিল না বলে 


উত্তর : ঘ) রাতে সজাগ ছিল না বলে 


২৩। ‘প্রতি মুহূর্তে বুড়ি এই প্রশ্নের ভয়ই করছিল’ প্রশ্নটি কি ? 

ক) ছেলেকে দেখছি না ?

খ) বউকে দেখছি না ?

গ) বাড়িয়ে কাউকে দেখছি না ?

ঘ) এদের কাউকে দেখছি না ?


উত্তর : ঘ) এদের কাউকে দেখছি না ?

২৪। সে মনে মনে ঠিক করে ফেলে যে – কি ঠিক করেছে ? 

ক) কালই সে যাবে ছেলেকে দেখতে

খ) কালই সে যাবে শ্বশুরবাড়ি বউ ছেলেকে নিয়ে আসতে

গ) কালই সে যাবে শ্বশুরবাড়ি বউ ছেলেকে দেখতে

ঘ) কালই সে যাবে শ্বশুরবাড়ি বউ ছেলেকে আসার কথা বলতে 


উত্তর : খ) কালই সে যাবে শ্বশুরবাড়ি বউ ছেলেকে নিয়ে আসতে


২৫। ‘ তাঁর পরিচয় ডাকাতের মা বলে ’ কারণ ? 

ক) ডাকাত দলের সঙ্গে ছেলের যোগ আছে 

খ) ছেলে ডাকাত

গ) ডাকাতের সঙ্গে ছেলের বন্ধুত্ব আছে

ঘ) ছেলে ডাকাত দলের শাগরেদ 


উত্তর : খ) ছেলে ডাকাত




২৬। ডাকাত মায়ের ঘুম পাতলা হতে হয় , কারণ ? 

ক) ছেলের ফেরার অপেক্ষায় 

খ) ছেলে কত কি আনবে তা দেখার আগ্রহ

গ) দরজায় টোকার আওয়াজ শুনে দরজা খোলার জন্য

ঘ) ছেলের আনা জিনিস ঘরের ভিতরে নেওয়ার জন্য 


উত্তর : গ) দরজায় টোকার আওয়াজ শুনে দরজা খোলার জন্য


২৭। সৌখির বাপের দলের একজন পুলিশের হাতে ধরা পড়বার পর নিজের হাতে জিব কেটে ফেলেছিল , কারণ ? 

ক) পাছে সর্দারের নাম বলে ফেলে 

খ) পাছে দলের সম্বন্ধে কিছু বলে ফেলে 

গ) পাছে কত কি ডাকাতি করেছে তা বলে ফেলে

ঘ) পাছে দলের লোকের নাম বলে ফেলে 


উত্তর : খ) পাছে দলের সম্বন্ধে কিছু বলে ফেলে


২৮। সৌখির এবারকার বউটার শরীর ভেঙে গিয়েছে , কারণ ? 

ক) খুব খাটুনির ফলে 

খ) মনের অশান্তির ফলে 

গ) রোগা ভোগা ছিল , তাঁর ওপর ছেলে হওয়া

ঘ) খাটুনির মধ্যে বিশ্রাম না পাওয়া 


উত্তর : গ) রোগা ভোগা ছিল , তাঁর ওপর ছেলে হওয়া


২৯। ‘তখন তাকে ঠেকানো হয় মুশকিল ।’ কারণ ? 

ক) যখন দলের কারও মনে পাপ ঢোকে

খ) যখন দলের কেউ মারমুখী হয়ে ওঠে

গ) যখন দলের কারও মনে স্বার্থ চিন্তা বড়ো হয়

ঘ) যখন দলের কেউ শত্রু হয়ে ওঠে 


উত্তর : ক) যখন দলের কারও মনে পাপ ঢোকে




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন