নীলধজের প্রতি জনা MCQ প্রশ্নোত্তর
১। খান্ডব বন দগ্ধ করার সময় পার্থকে সাহায্য করেছিলেন ?
ক) কৃষ্ণ
খ) রাম
গ) ব্যাসদেব
ঘ) বিষ্ণু
উত্তর : ক) কৃষ্ণ
২। ‘রে অবোধ , কে মুছিবে তোরে ?’ এখানে অবোধ করেছিলেন ?
ক) কৃষ্ণ
খ) অর্জুন
গ) নীলধজ
ঘ) প্রবীর
উত্তর : ঘ) প্রবীর
৩। ‘নীলধজের প্রতি জনা’ পত্র কবিতার উপাদান আছে মহাভারতের ?
ক) শান্তি পর্বে
খ) যুদ্ধ পর্বে
গ) উদ্যোগ পর্বে
ঘ) অশ্বমেধ পর্বে
উত্তর : ঘ) অশ্বমেধ পর্বে
৪। জনার পুত্রের নাম কি ?
ক) কর্ণ
খ) প্রবীর
গ) অভিমুণ্য
ঘ) অশ্বত্থামা
উত্তর : খ) প্রবীর
৫। ‘ধীবর জননী , পিতা ব্রাহ্মণ’ এদের সন্তান হলেন ?
ক) ব্যাসদেব
খ) দ্রোণাচার্য
গ) দ্বৈপায়ন
ঘ) ভীষ্ম
উত্তর : ক) ব্যাসদেব
৬। ‘নীলধজের প্রতি জনা’ কবিতায় পার্থকে নীলধজ কি জ্ঞানে পূজা করেছিলেন ?
ক) নারায়ণ
খ) শিব
গ) ব্রহ্মা
ঘ) ইন্দ্র
উত্তর : ক) নারায়ণ
৭। ‘হতজ্ঞান আজি কি হে ...’ কার কথা বলা হয়েছে ?
ক) রাজ্যবাসী
খ) নীলধজ
গ) অর্জুন
ঘ) যুবরাজ
উত্তর : খ) নীলধজ
৮। সেদিন রাজতোরণে বাজছিল ?
ক) জয়বাদ্য
খ) রণবাদ্য
গ) কাঁসর
ঘ) শঙ্খ
উত্তর : খ) রণবাদ্য
৯। রাজকেতু বলতে বোঝায় ?
ক) রাজদ্বার
খ) রাজপতাকা
গ) রাজদন্ড
ঘ) রাজতোরণ
উত্তর : খ) রাজপতাকা
১০। জনা নিজেকে যা বলে উল্লেখ করেছেন তা হল ?
ক) বৈজ্ঞানিক
খ) পাগলিনী
গ) মহাযোদ্ধা
ঘ) দার্শনিক
উত্তর : খ) পাগলিনী
১১। শুনিছ পুজিছ________রাজা ভক্তিভাবে ?
ক) পার্থে
খ) ফাল্গুনী
গ) অর্জুনে
ঘ) তৃতীয় পান্ডবে
উত্তর : ক) পার্থে
১২। নীলধজ কার সঙ্গে সন্ধি করেছিলেন ?
ক) শ্রীকৃষ্ণ
খ) সারথী
গ) কৌরব দূত
ঘ) পার্থ
উত্তর : ঘ) পার্থ
১৩। ‘খান্ডব’ আসলে একটি ?
ক) গিরি পর্বত
খ) অরণ্য
গ) দেশ
ঘ) মরুভূমি
উত্তর : খ) অরণ্য
১৪। ‘শাশুড়ির যোগ্য বধূ’ এখানে শাশুড়ি হলেন ?
ক) কুন্তী
খ) দ্রৌপদী
গ) গান্ধারী
ঘ) মাদ্রী
উত্তর : ক) কুন্তী
১৫। ‘ছদ্মবেশে লক্ষ রাজে ছলিল দূর্মতি ।’ ছদ্মবেশে কে ছলনা করেছিলেন ?
ক) শ্রীকৃষ্ণ
খ) অর্জুন
গ) বেদব্যাস
ঘ) দ্বৈপায়ন ঋষি
উত্তর : খ) অর্জুন
১৬। ‘কুলাচার্য’ কে ?
ক) নীলাম্বর
খ) আচার্য কৃপ
গ) অর্জুন
ঘ) শ্রীকৃষ্ণ
উত্তর : খ) আচার্য কৃপ
১৭। প্রবীরের সঙ্গে কার যুদ্ধ হয় ?
ক) ভীমের
খ) যুধিষ্ঠিরের
গ) অর্জুনের
ঘ) সহদেবের
উত্তর : গ) অর্জুনের
১৮। স্বামী নীলধজের কাছে জনার প্রত্যাশা কি ছিল যে তিনি পালন করবেন ?
ক) রাজধর্ম
খ) ক্ষত্রধর্ম
গ) বীরধর্ম
ঘ) মানবধর্ম
উত্তর : খ) ক্ষত্রধর্ম
১৯। ‘বাম’ বলতে কবি কি বুঝিয়েছেন ?
ক) বোমা
খ) বিমুখ
গ) মিত্র
ঘ) পুত্র
উত্তর : খ) বিমুখ
২০। কার আর এক নাম ‘পদ্মালয়া’ ?
ক) সরস্বতী
খ) মনসা
গ) গঙ্গা
ঘ) লক্ষ্মী
উত্তর : ঘ) লক্ষ্মী
২১। ‘শ্রীখন্ডি’ কে ?
ক) অর্জুন পুত্র
খ) গান্ধারী পুত্র
গ) দ্রুপদরাজের পুত্র
ঘ) দ্রোণ পুত্র
উত্তর : ঘ) দ্রোণ পুত্র
২২। ‘নীলধজের প্রতি জনা’ পত্রিকাটি বীরাঙ্গনা কাব্যের ?
ক) একাদশতম পত্র
খ) দ্বাদশতম পত্র
গ) ত্রয়দশতম পত্র
ঘ) চতুর্দশতম পত্র
উত্তর : ক) একাদশতম পত্র
২৩। কেমন তুমি , হায়________পরশ সে কর ।
ক) বন্ধুভাবে
খ) সখাভাবে
গ) মিত্রভাবে
ঘ) সুহৃদভাবে
উত্তর : গ) মিত্রভাবে
২৪। ‘নীলধজের প্রতি জনা’ সর্গটি গৃহীত হয়েছে কোন কাব্যে থেকে ?
ক) তিলোওমাসম্ভব কাব্য থেকে
খ) মেঘনাদবধ কাব্য থেকে
গ) ব্রজঙ্গনা কাব্য থেকে
ঘ) বীরাঙ্গনা কাব্য থেকে
উত্তর : ঘ) বীরাঙ্গনা কাব্য থেকে
২৫। সাহিত্য প্রকরণের নিরিখে ‘নীলধজের প্রতি জনা’ কি কাব্য ?
ক) মঙ্গলকাব্য
খ) গীতিকাব্য
গ) পত্রকাব্য
ঘ) আখ্যানকাব্য
উত্তর : গ) পত্রকাব্য
২৬। মাহেস্বরী পুরীর যুবরাজ কে ?
ক) নীলধজ
খ) প্রবীর
গ) অভিমুন্য
ঘ) উপমুন্য
উত্তর : খ) প্রবীর
২৭। ‘কিরীটি’ কে ?
ক) দ্রুপদ পত্র
খ) অর্জুন
গ) পাণ্ডব
ঘ) নীলধজ
উত্তর : খ) অর্জুন
২৮। ‘বীরাঙ্গনা’ কাব্যে পুনাঙ্গ সর্গ সংখ্যা কত ?
ক) নয়
খ) দশ
গ) এগারো
ঘ) বারো
উত্তর : গ) এগারো
২৯। ‘পীতাম্বর’ কে ?
ক) মহাধিরাজ
খ) শ্রীকৃষ্ণ
গ) পীতবর্ণের মানুষ
ঘ) পিতামহ
উত্তর : খ) শ্রীকৃষ্ণ
৩০। ‘হৃষিকেশ’ কে ?
ক) কৃষ্ণ
খ) কৃপাচার্য
গ) দ্রুপদ পুত্র
ঘ) দ্রোনাচার্য
উত্তর : ক) কৃষ্ণ
কোন মন্তব্য নেই