আধুনিক রাজনীতির মৌলিক ধারণাসমূহ MCQ প্রশ্নোত্তর
১। কার মতে রাষ্ট্র আইনের স্রষ্টা নয় ?
ক) হেনরি মেইনের
খ) মিলের
গ) হবহাউসের
ঘ) গ্রিনের
উত্তর:- ক) হেনরি মেইনের
২। কে " পার্থক্য নীতি " প্রণয়ন করেছিলেন ?
ক) প্লেটো
খ) অ্যারিস্টটল
গ) রলস
ঘ) নোজিক
উত্তর:- গ) রলস
৩। " রাষ্ট্রের কতৃত্ব আইনকে বৈধতা দেয় আর ন্যায় বিচার তাকে দেয় মূল্য " একথা কে বলেছেন ?
ক) বার্কার
খ) অষ্ঠিন
গ) লাস্কি
ঘ) মিল
উত্তর:- ক) বার্কার
৪। আইনের উৎস ক-টি ?
ক) ৫ টি
খ) ৬ টি
গ) ৭ টি
ঘ) ১০ টি
উত্তর:- খ) ৬ টি
৫। আইনের ধারণা কীরূপ ?
ক) স্থিতিশীল
খ) গতিশীল
গ) সাবেকি
ঘ) আধুনিক
উত্তর:- খ) গতিশীল
৬। আইনের প্রকৃতি কীরূপ ?
ক) সীমিত
খ) অসীম
গ) সর্বজনীন
ঘ) সর্বজনীন নয়
উত্তর:- ঘ) সর্বজনীন নয়
৭। কোন আইন লঙ্ঘন করলে শাস্তি পেতে হয় ?
ক) নৈতিক আইন
খ) প্রাকৃতিক আইন
গ) ধর্মীয় আইন
ঘ) রাষ্ট্রীয় আইন
উত্তর:- ঘ) রাষ্ট্রীয় আইন
৮। ভারতের সংবিধানে আইনের চোখে সমতা সুরক্ষিত হয়েছে কত নম্বর ধারায় ?
ক) ১৪
খ) ১৯
গ) ১৫
ঘ) ১৬
উত্তর:- ক) ১৪
৯। আইন বলতে কার আদেশকে বোঝায় ?
ক) রাষ্ট্রের
খ) সংঘের
গ) প্রতিষ্ঠানের
ঘ) সংগঠনের
উত্তর:- ক) রাষ্ট্রের
১০। সাংবিধানিক আইন কী ?
ক) সাধারণ আইন
খ) মৌলিক আইন
গ) আন্তর্জাতিক আইন
ঘ) জাতীয় আইন
উত্তর:- খ) মৌলিক আইন
১১। আন্তর্জাতিক আইন কমিশন কবে গঠিত হয় ?
ক) ১৯৪৭ সালে
খ) ১৯৪৮ সালে
গ) ১৯৩০ সালে
ঘ) ১০৩১ সালে
উত্তর:- ক) ১৯৪৭ সালে
১২। রাষ্ট্রবিজ্ঞানে ___________অর্থে আইন প্রযুক্ত হয় না ।
ক) ব্যাপক
খ) সংকীন
গ) সামাজিক
ঘ) নৈতিক
উত্তর:- ক) ব্যাপক
১৩। বার্কারের মতে স্বাধীনতা হল _______!
ক) অবাধ
খ) শর্তসাপেক্ষ
গ) অনিয়ন্ত্রিত
ঘ) স্বেচ্ছাচার
উত্তর:- খ) শর্তসাপেক্ষ
১৪। সাম্যের নির্যাস হল
ক) রাজনৈতিক সমতা
খ) আইনগত সমতা
গ) অর্থনৈতিক সমতা
ঘ) সামাজিক সমতা
উত্তর:- গ) অর্থনৈতিক সমতা
১৫। প্রকৃতি ন্যায় ধারণার অন্যতম ?
ক) কেন্দ্র
খ) কেন্দ্র নয়
গ) উৎস
ঘ) উৎস নয়
উত্তর:- গ) উৎস
১৬। ন্যায় বিচার কে প্রতিষ্ঠা করে কে ?
ক) আইন
খ) কর্তব্য
গ) প্রথা
ঘ) রীতিনীতি
উত্তর:- ক) আইন
১৭। ন্যায় কে " একটি দুমুখো ধারণা " বলেছেন ?
ক) বার্কার
খ) লেস্কি
গ) রাফেল
ঘ) পিথাগোরাস
উত্তর:- গ) রাফেল
১৮। স্বাধীনতা কে ব্যাখ্যার ক্ষেত্রে কে অধিকার কে প্রাধান্য দেননি ?
ক) লাস্কি
খ) মিল
গ) হবস
ঘ) বার্কার
উত্তর:- গ) হবস
১৯। " সমাজতন্ত্র ছাড়া গণতন্ত্র অসম্পূর্ণ " কে বলেছেন ?
ক) রুশো
খ) মার্কস
গ) লাস্কি
ঘ) মতেস্কু
উত্তর:- গ) লাস্কি
২০। সম্মলিলিত গণতন্ত্রের নির্দশন হল ?
ক) ভারত
খ) ব্রিটেন
গ) সুইজারল্যান্ড
ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তর:- গ) সুইজারল্যান্ড
২১। গণতন্ত্রে সাবভৌম হল ?
ক) সরকার
খ) জনগন
গ) দল
ঘ) গোষ্ঠী
উত্তর:- খ) জনগন
২২। বর্তমানে প্রত্যক্ষ গণতন্ত্র বিদ্যমান ?
ক) ভারতে
খ) ব্রিটেনে
গ) ফ্রান্সে
ঘ) সুইজারল্যান্ডে
উত্তর:- ঘ) সুইজারল্যান্ডে
২৩। প্রত্যক্ষ গণতন্ত্র পরোক্ষ গণতন্ত্রের মতো______নয় ।
ক) জটিল
খ) ব্যয়বহুল
গ) আমলাতান্ত্রিক
ঘ) অনিশ্চিত
উত্তর:- খ) ব্যয়বহুল
২৪। প্রাচীনকালে নগররাষ্ট্রগুলির জনসংখ্যা কীরূপ ছিল ?
ক) অল্প
খ) বেশি
গ) মাঝারি
ঘ) অত্যল্প
উত্তর:- ঘ) অত্যল্প
২৫। অনেকের মতে কেবল গণতন্ত্রেই ________শাসন প্রতিষ্ঠিত হতে পারে ।
ক) রাজার
খ) মানুষের
গ) আইনের
ঘ) সকলের
উত্তর:- গ) আইনের
২৬। এ গ্রামার অব পলিটিকস গ্রন্থটির লেখক হলেন ?
ক) বার্কার
খ) লেষ্কি
গ) হবহাউস
ঘ) লক
উত্তর:- খ) লেষ্কি
২৭। সমাজতান্ত্রিক দেশে একনায়কতন্ত্রের রূপটি হল
ক) সামরিক
খ) দলগত
গ) ব্যক্তিগত
ঘ) উপরের কোনোটিই নয়
উত্তর:- ঘ) উপরের কোনোটিই নয়
২৮। দলগত একনায়কতন্ত্রে কেবল একটিমাত্র _____ অস্তিত্ব থাকে ।
ক) গোষ্ঠীর
খ) শ্রেণীর
গ) ব্যাক্তির
ঘ) দলের
উত্তর:- খ) শ্রেণীর
২৯। মিশরের কর্নেল নাসের কীরূপ একনায়কতন্ত্রে প্রতিষ্ঠা করেছিলেন ?
ক) দলগত
খ) ব্যাক্তিগত
গ) গোষ্ঠীগত
ঘ) সামরিক
উত্তর:- ঘ) সামরিক
৩০। একনায়কতন্ত্রের মূলভিত্তি হল_________।
ক) জনকল্যাণ
খ) দমনপীড়ন
গ) জনস্বার্থরক্ষা
ঘ)অত্যাচার
উত্তর:- খ) দমনপীড়ন
কোন মন্তব্য নেই