বুধবার, ৬ জুলাই, ২০২২

আধুনিক রাজনীতির মৌলিক ধারণাসমূহ MCQ প্রশ্নোত্তর

 

একাদশ শ্রেণী class xi 11 eleven রাষ্ট্রবিজ্ঞান আধুনিক রাজনীতির মৌলিক ধারণাসমূহ MCQ প্রশ্নোত্তর political science adhunik rajnitir moulik dharonasomuho mcq questions answer

১। কার মতে রাষ্ট্র আইনের স্রষ্টা নয় ?


ক) হেনরি মেইনের 


খ) মিলের 


গ) হবহাউসের 


ঘ) গ্রিনের 


উত্তর:- ক) হেনরি মেইনের

২। কে " পার্থক্য নীতি " প্রণয়ন করেছিলেন ?


ক) প্লেটো 


খ) অ্যারিস্টটল 


গ) রলস 


ঘ) নোজিক 


উত্তর:- গ) রলস


৩। " রাষ্ট্রের কতৃত্ব আইনকে বৈধতা দেয় আর ন্যায় বিচার তাকে দেয় মূল্য " একথা কে বলেছেন ?


ক) বার্কার 


খ) অষ্ঠিন 


গ) লাস্কি 


ঘ) মিল 


উত্তর:- ক) বার্কার


৪। আইনের উৎস ক-টি ?


ক) ৫ টি 


খ) ৬ টি 


গ) ৭ টি 


ঘ) ১০ টি 


উত্তর:- খ) ৬ টি


৫। আইনের ধারণা কীরূপ ?


ক) স্থিতিশীল 


খ) গতিশীল 


গ) সাবেকি 


ঘ) আধুনিক 


উত্তর:- খ) গতিশীল

৬। আইনের প্রকৃতি কীরূপ ?


ক) সীমিত 


খ) অসীম 


গ) সর্বজনীন 


ঘ) সর্বজনীন নয় 


উত্তর:- ঘ) সর্বজনীন নয় 


৭। কোন আইন লঙ্ঘন করলে শাস্তি পেতে হয় ?


ক) নৈতিক আইন 


খ) প্রাকৃতিক আইন


গ) ধর্মীয় আইন 


ঘ) রাষ্ট্রীয় আইন 


উত্তর:- ঘ) রাষ্ট্রীয় আইন


৮। ভারতের সংবিধানে আইনের চোখে সমতা সুরক্ষিত হয়েছে কত নম্বর ধারায় ?


ক) ১৪ 


খ) ১৯ 


গ) ১৫ 


ঘ) ১৬ 


উত্তর:- ক) ১৪


৯। আইন বলতে কার আদেশকে বোঝায় ?


ক) রাষ্ট্রের 


খ) সংঘের 


গ) প্রতিষ্ঠানের 


ঘ) সংগঠনের 


উত্তর:- ক) রাষ্ট্রের


১০। সাংবিধানিক আইন কী ?


ক) সাধারণ আইন 


খ) মৌলিক আইন 


গ) আন্তর্জাতিক আইন 


ঘ) জাতীয় আইন 


উত্তর:- খ) মৌলিক আইন

১১। আন্তর্জাতিক আইন কমিশন কবে গঠিত হয় ?


ক) ১৯৪৭ সালে 


খ) ১৯৪৮ সালে 


গ) ১৯৩০ সালে 


ঘ) ১০৩১ সালে 


উত্তর:- ক) ১৯৪৭ সালে


১২। রাষ্ট্রবিজ্ঞানে ___________অর্থে আইন প্রযুক্ত হয় না ।


ক) ব্যাপক 


খ) সংকীন 


গ) সামাজিক 


ঘ) নৈতিক 


উত্তর:- ক) ব্যাপক


১৩। বার্কারের মতে স্বাধীনতা হল _______!


ক) অবাধ 


খ) শর্তসাপেক্ষ


গ) অনিয়ন্ত্রিত 


ঘ) স্বেচ্ছাচার 


উত্তর:- খ) শর্তসাপেক্ষ


১৪। সাম্যের নির্যাস হল 


ক) রাজনৈতিক সমতা 


খ) আইনগত সমতা 


গ) অর্থনৈতিক সমতা 


ঘ) সামাজিক সমতা 


উত্তর:- গ) অর্থনৈতিক সমতা


১৫। প্রকৃতি ন্যায় ধারণার অন্যতম ?


ক) কেন্দ্র 


খ) কেন্দ্র নয় 


গ) উৎস 


ঘ) উৎস নয় 


উত্তর:- গ) উৎস

১৬। ন্যায় বিচার কে প্রতিষ্ঠা করে কে ?


ক) আইন 


খ) কর্তব্য 


গ) প্রথা 


ঘ) রীতিনীতি 


উত্তর:- ক) আইন


১৭। ন্যায় কে " একটি দুমুখো ধারণা " বলেছেন ?


ক) বার্কার 


খ) লেস্কি 


গ) রাফেল 


ঘ) পিথাগোরাস 


উত্তর:- গ) রাফেল


১৮। স্বাধীনতা কে ব্যাখ্যার ক্ষেত্রে কে অধিকার কে প্রাধান্য দেননি ?


ক) লাস্কি 


খ) মিল 


গ) হবস


ঘ) বার্কার 


উত্তর:- গ) হবস


১৯। " সমাজতন্ত্র ছাড়া গণতন্ত্র অসম্পূর্ণ " কে বলেছেন ?


ক) রুশো 


খ) মার্কস 


গ) লাস্কি 


ঘ) মতেস্কু 


উত্তর:- গ) লাস্কি


২০। সম্মলিলিত গণতন্ত্রের নির্দশন হল ?


ক) ভারত 


খ) ব্রিটেন 


গ) সুইজারল্যান্ড 


ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র 


উত্তর:- গ) সুইজারল্যান্ড

২১। গণতন্ত্রে সাবভৌম হল ?


ক) সরকার 


খ) জনগন 


গ) দল 


ঘ) গোষ্ঠী 


উত্তর:- খ) জনগন


২২। বর্তমানে প্রত্যক্ষ গণতন্ত্র বিদ্যমান ?


ক) ভারতে 


খ) ব্রিটেনে 


গ) ফ্রান্সে 


ঘ) সুইজারল্যান্ডে


উত্তর:- ঘ) সুইজারল্যান্ডে


২৩। প্রত্যক্ষ গণতন্ত্র পরোক্ষ গণতন্ত্রের মতো______নয় ।


ক) জটিল 


খ) ব্যয়বহুল 


গ) আমলাতান্ত্রিক 


ঘ) অনিশ্চিত 


উত্তর:- খ) ব্যয়বহুল


২৪। প্রাচীনকালে নগররাষ্ট্রগুলির জনসংখ্যা কীরূপ ছিল ?


ক) অল্প 


খ) বেশি 


গ) মাঝারি 


ঘ) অত্যল্প 


উত্তর:- ঘ) অত্যল্প


২৫। অনেকের মতে কেবল গণতন্ত্রেই ________শাসন প্রতিষ্ঠিত হতে পারে ।


ক) রাজার 


খ) মানুষের 


গ) আইনের 


ঘ) সকলের 


উত্তর:- গ) আইনের

২৬। এ গ্রামার অব পলিটিকস গ্রন্থটির লেখক হলেন ?


ক) বার্কার 


খ) লেষ্কি 


গ) হবহাউস


ঘ) লক 


উত্তর:- খ) লেষ্কি


২৭। সমাজতান্ত্রিক দেশে একনায়কতন্ত্রের রূপটি হল 


ক) সামরিক 


খ) দলগত 


গ) ব্যক্তিগত 


ঘ) উপরের কোনোটিই নয় 


উত্তর:- ঘ) উপরের কোনোটিই নয়


২৮। দলগত একনায়কতন্ত্রে কেবল একটিমাত্র _____ অস্তিত্ব থাকে ।


ক) গোষ্ঠীর 


খ) শ্রেণীর 


গ) ব্যাক্তির 


ঘ) দলের 


উত্তর:- খ) শ্রেণীর


২৯। মিশরের কর্নেল নাসের কীরূপ একনায়কতন্ত্রে প্রতিষ্ঠা করেছিলেন ?


ক) দলগত 


খ) ব্যাক্তিগত


গ) গোষ্ঠীগত


ঘ) সামরিক 


উত্তর:- ঘ) সামরিক


৩০। একনায়কতন্ত্রের মূলভিত্তি হল_________।


ক) জনকল্যাণ 

খ) দমনপীড়ন

গ) জনস্বার্থরক্ষা

ঘ)অত্যাচার 

উত্তর:- খ) দমনপীড়ন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন