১। রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজ কে কী বলে ?
ক) জাতি
খ) জাতীয় জনসমাজ
গ) জাতীয়তা
ঘ) জনসমষ্টি
উত্তর:- খ) জাতীয় জনসমাজ
২। রাজনৈতিক ভাবে সংগঠিত , বহি:শাসন থেকে সর্ব প্রকারে মুক্ত অথবা মুক্তকামী একটি জন সমাজকে কী বলে ?
ক) জাতি
খ) জাতীয় জনসমাজ
গ) জনসমাজ
ঘ) জনসমষ্টি
উত্তর:- ক) জাতি
৩। জাতীয় জনসমাজের ধারণা মূলত কীরূপ ?
ক) রাজনৈতিক
খ) সামাজিক
গ) ধর্মীয়
ঘ) অরাজনৈতিক
উত্তর:- ক) রাজনৈতিক
৪। " জাতীয় জনসমাজ মূলত একটি আত্মিক প্রশ্ন ।" কে বলেছেন ?
ক) হায়েস
খ) জির্মান
গ) শেফার
ঘ) উইলসন
উত্তর:- খ) জির্মান
৫। বাংলাদেশের বাঙালিরা একটি ?
ক) জাতি
খ) জাতি নয়
উত্তর:- ক) জাতি
৬। ভারতীয়রা একটি ?
ক) জাতি
খ) জাতীয় জনসমাজ
গ) জাতীয় জনসমষ্টি
ঘ) জনসমষ্টি
উত্তর:- ক) জাতি
৭। জাতীয় জনসমাজের ধারণা মূলত কীরূপ ?
ক) ধর্মগত
খ) বংশগত
গ) ভাবগত
ঘ) জাতিগত
উত্তর:- গ) ভাবগত
৮। জাতীয় জনসমাজ ও জাতি কীরূপ ?
ক) সমার্থক
খ) সমার্থক নয়
গ) বিপরীত
ঘ) পরিপূরক
উত্তর:- খ) সমার্থক নয়
৯। ভাষা জাতি গঠনের একটি ?
ক) বৈশিষ্ট্য
খ) বস্তু
গ) উপাদান
ঘ) উপাদান নয়
উত্তর:- গ) উপাদান
১০। রাষ্ট্র ও জাতি হল একে অপরের ?
ক) পরিপূরক
খ) অনুপূরক
গ) বিপরীধর্মী
ঘ) সমধর্মী
উত্তর:- ক) পরিপূরক
১১। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে , রাষ্ট্র কি ?
ক) রাজনৈতিক ধারণা
খ) সামাজিক ধারণা
গ) ভাবগত ধারণা
ঘ) আইনগত ধারণা
উত্তর:- ঘ) আইনগত ধারণা
১২। কোন বিপ্লবের ফলে জাতি রাষ্ট্রের উদ্ভব হয় ?
ক) ফরাসি বিপ্লব
খ) রুশ বিপ্লব
গ) গৌরবময় বিপ্লব
ঘ) চিনের জনগনতান্ত্রিক বিপ্লব
উত্তর:- ক) ফরাসি বিপ্লব
১৩। জাতীয় জনসমাজ কীরূপ জনসমাজ ?
ক) সামাজিক চেতনাসম্পন্ন
খ) রাজনৈতিক চেতনাসম্পন্ন
গ) সাংস্কৃতিক চেতনাসম্পন্ন
ঘ) ধর্মীয় চেতনাসম্পন্ন
উত্তর:- খ) রাজনৈতিক চেতনাসম্পন্ন
১৪। একটি জনসমাজকে জাতীয় জনসমাজে রূপান্তরিত করে ?
ক) সংঘ গঠনের আকাঙ্ক্ষা
খ) সমাজ গঠনের আকাঙ্ক্ষা
গ) প্রতিষ্ঠান গঠনের আকাঙ্ক্ষা
ঘ) রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা
উত্তর:- ঘ) রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা
১৫। " নেশন " শব্দটি এসেছে ___________শব্দ " নেশিও " থেকে ।
ক) জার্মান
খ) লাতিন
গ) গ্রিক
উত্তর:- খ) লাতিন
১৬। ইজরায়েল রাষ্ট্র গঠিত হয় কত সালে ?
ক) ১৮৪৮
খ) ১৯৪৮
গ) ১৮১৫
ঘ) ১৯০২
উত্তর:- খ) ১৯৪৮
১৭। ________ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাই একটি জনসমাজ কে জাতীয় সমাজে রূপান্তরিত করে ।
ক) সংঘ
খ) সমাজ
গ) সরকার
ঘ) রাষ্ট্র
উত্তর:- ঘ) রাষ্ট্র
১৮। " নেশন " শব্দটি এসেছে লাতিন _______ শব্দ থেকে ।
ক) Natio
খ ) Nato
গ) Nat
ঘ) National
উত্তর:- ক) Natio
১৯। আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতির কীরূপ প্রয়োগ কাম্য ?
ক) অবাধ
খ) সীমিত
গ) অনিয়ন্ত্রিত
ঘ) নিরঙ্কুশ
উত্তর:- খ) সীমিত
২০। প্রতিটি জাতীয় জনসমাজের নিজস্ব________গঠনের অধিকার কে আত্মনিয়ন্ত্রণের অধিকার বলে ।
ক) সরকার
খ) রাষ্ট্র
গ) জাতি
ঘ) জাতীয় জনসমাজ
উত্তর:- খ) রাষ্ট্র
২১।" এক জাতি , এক রাষ্ট্র " এর নীতিকে তুলে ধরে ?
ক) জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার
খ) জাতীয়তাবাদ
গ) আন্তর্জাতিকতাবাদ
ঘ) জাতীয় জনসমাজ
উত্তর:- ক) জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার
২২। আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার স্লোগান কী ?
ক) জাতি রাষ্ট্রনীতি
খ) একজাতি একরাষ্ট্র নীতি
গ) বহুজাতিক রাষ্ট্রনীতি
ঘ) বহু ভাষাভাষী রাষ্ট্রনীতি
উত্তর:- খ) একজাতি একরাষ্ট্র নীতি
২৩। " আত্মনিয়ন্ত্রণের অধিকার একটি দু - মুখো তরোয়াল " এ কথা বলেছেন ?
ক) জন স্টুয়ার্ট মিল
খ) কাল মার্কস
গ) লর্ড কার্জন
উত্তর:- গ) লর্ড কার্জন
২৪। রাজনৈতিক সচেতনতা একটি জাতির প্রধান ?
ক) উপাদান
খ) উপাদান নয়
উত্তর:- ক) উপাদান
২৫। আত্মনিয়ন্ত্রণের অধিকার কীরূপ রাষ্ট্রের দাবিকে সমর্থন করে ?
ক) জাতিভিত্তিক
খ) বহুজাতিক
গ) উগ্রজাতিভিত্তিক
ঘ) প্রকৃত জাতিভিত্তিক
উত্তর:- ক) জাতিভিত্তিক
২৬। জাতীয়তাবাদ কি ?
ক) সামাজিক অনুভূতি
খ) রাজনৈতিক অনুভূতি
গ) মানসিক অনুভূতি
ঘ) আধ্যাত্মিক অনুভূতি
উত্তর:- গ) মানসিক অনুভূতি
২৭। জাতীয়তাবাদের সঙ্গে আন্তর্জাতিকতার সম্পর্ক কীরূপ ?
ক) পরিপন্থী
খ) সহযোগী
গ) বিকল্প
ঘ) পরিপূরক
উত্তর:- ঘ) পরিপূরক
২৮। বিকৃত জাতীয়তাবাদ আন্তর্জাতিকতার ?
ক) শত্রু
খ) মিত্র
গ) সমধর্মী
ঘ) বিকল্প
উত্তর:- ক) শত্রু
২৯। জাতীয়তাবাদ মূলত কীরূপ ধারণা ?
ক) ধর্মগত
খ) ভাবগত
গ) বংশগত
ঘ) জাতিগত
উত্তর:- খ) ভাবগত
৩০। সম্মিলিত জাতিপুঞ্জ ( UNO ) কখন তৈরী হয় ?
ক) প্রথম বিশ্বযুদ্ধের আগে
খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে
গ) প্রথম বিশ্বযুদ্ধের পরে
ঘ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে
উত্তর:- ঘ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে
৩১। আদর্শ জাতীয়তাবাদ হল আন্তর্জাতিকতার ?
ক) পরিপন্থী
খ) সহযোগী
গ) বিপরীত
ঘ) বিকল্প
উত্তর:- ক) পরিপন্থী
৩২। সম্মিলিত জাতিপুঞ্জ কীরূপ সংগঠন ?
ক) জাতীয় সংগঠন
খ) রাষ্ট্রীয় সংগঠন
গ) আন্তর্জাতিক সংগঠন
ঘ) সামাজিক সংগঠন
উত্তর:- গ) আন্তর্জাতিক সংগঠন
৩৩। জাতীয়তাবাদের জনক বলে পরিচিত কে ?
ক) রবীন্দ্রনাথ
খ) নিটসে
গ) মাৎসিনি
ঘ) উইলসন
উত্তর:- গ) মাৎসিনি
৩৪। সাম্রাজ্যবাদের স্রষ্টা হল ?
ক) আন্তর্জাতিকতাবাদ
খ) উগ্র জাতীয়তাবাদ
গ) আদর্শ জাতীয়তাবাদ
ঘ) জাতীয় রাষ্ট্রের ধারণা
উত্তর:- খ) উগ্র জাতীয়তাবাদ
৩৫। জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকার জাতি রাষ্ট্রের ?
ক) উপাদান
খ) উপাদান নয়
গ) ভিত্তি
ঘ) ভিত্তি নয়
উত্তর:- গ) ভিত্তি
৩৬) রবীন্দ্রনাথ তাঁর নেশন কী নামক প্রবন্ধে নেশনকে কীরূপ সত্তা বলেছেন ?
ক) নির্জীব সত্তা
খ) সজীব সত্তা
গ) আদর্শ সত্তা
ঘ) রাষ্ট্রীয় সত্তা
উত্তর:- খ) সজীব সত্তা
৩৭। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবীন্দ্রনাথ কীসের অনুগত হওয়ার পক্ষপাতী ছিলেন ?
ক) স্বদেশী জিনিসের
খ) বিদেশী জিনিসের
গ) স্বাধীনতার আদর্শের
ঘ) শান্তি বজায় রাখার
উত্তর:- ক) স্বদেশী জিনিসের
৩৮। ১৯১৪ সালে ______শুরু হলে রবীন্দ্রনাথের পক্ষে আর নীরব থাকা সম্ভব হল না ।
ক) প্রথম বিশ্বযুদ্ধ
খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
গ) ফরাসি বিপ্লব
ঘ) চিন - জাপান যুদ্ধ
উত্তর:- ক) প্রথম বিশ্বযুদ্ধ
৩৯। আন্তর্জাতিকতার একটি বিশ্বজনীন প্রতিষ্ঠান হল ?
ক) সম্মিলিত জাতিপুঞ্জ
খ) কমনওয়েলথ
গ) আসিয়ান
ঘ) সার্ক
উত্তর:- ক) সম্মিলিত জাতিপুঞ্জ
৪০। Nationalism গ্রন্থটি লিখেছেন ?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) ড. ভি পি ভার্মা
গ) গোল্ডস্মিথ
ঘ) এ আর দেশাই
উত্তর:- ক) রবীন্দ্রনাথ ঠাকুর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন