বুধবার, ৬ জুলাই, ২০২২

রাজনৈতিক দল এবং চাপসৃষ্টিকারী গোষ্ঠী McQ প্রশ্নোত্তর

 

একাদশ শ্রেণী class xi 11 eleven রাষ্ট্রবিজ্ঞান রাজনৈতিক দল এবং চাপসৃষ্টিকারী গোষ্ঠী McQ প্রশ্নোত্তর political science rajnoitik dol abong chapsrishtikari goshti mcq questions answer


১। ভারতীয় জাতীয় কংগ্রেস হল একটি ?


ক) নথিভুক্ত রাজনৈতিক দল 


খ) জাতীয় দল 


গ) আঞ্চলিক দল 


ঘ) স্বীকৃত রাজ্য দল 


উত্তর:- খ) জাতীয় দল

২। ভারতীয় জনতা পার্টির ( বিজেপি ) উদ্ভব হয় কত সালে ?


ক) ১৯৭৮ সালে 


খ) ১৯৮০ সালে  


গ) ১৯৮৫ সালে 


ঘ) ১৯৮৬ সালে 


উত্তর:- খ) ১৯৮০ সালে  


৩। ভারতের কমিউনিস্ট পার্টি কবে বিভক্ত হয় ?


ক) ১৯৫২ সালে 


খ) ১৯৫০ সালে 


গ) ১৯৬৪ সালে 


ঘ) ১৯৬৫ সালে 


উত্তর:- গ) ১৯৬৪ সালে


৪। ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন ?


ক) নেতাজী 


খ) নেহরু 


গ) প্যাটেল 


ঘ) রাজেন্দ্র প্রসাদ 


উত্তর:- ক) নেতাজী


৫। কেবল________রাজনৈতিক দল গঠন করতে পারে ।


ক) বিদেশিরা 


খ) নাগরিকরা 


গ) নাগরিক ও বিদেশি 


ঘ) স্বাধীন ব্যাক্তিরা 


উত্তর:- খ) নাগরিকরা

৬।" দলহীন গণতন্ত্র অচল " কে বলেছেন ?


ক) হেনরি অষ্ঠিন 


খ) পাইলি 


গ) জোহারি 


ঘ) অ্যালান বল 


উত্তর:- ঘ) অ্যালান বল


৭। তেলুগু দেশম একটি 


ক) জাতীয় দল 


খ) আঞ্চলিক দল 


গ) বামপন্থী দল 


ঘ) দক্ষিণপন্থী দল 


উত্তর:- খ) আঞ্চলিক দল


৮। দলব্যাবস্থা অপরিহার্য 


ক) গণতন্ত্রে 


খ) রাজতন্ত্রে 


গ) একনায়কতন্ত্রে 


ঘ) অভিজাততন্ত্রে 


উত্তর:- ক) গণতন্ত্রে


৯। সর্ব প্রথম দল প্রথার উদ্ভব ঘটে 


ক) ভারতে 


খ) ফ্রান্সে 


গ) ইংল্যান্ডে 


ঘ) আমেরিকায় 


উত্তর:- গ) ইংল্যান্ডে


১০। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল ?


ক) ১৮৮০ সালে 


খ) ১৮৮৫ সালে 


গ) ১৮৯০ সালে 


ঘ) ১৮৯৫ সালে 


উত্তর:- খ) ১৮৮৫ সালে

১১। কংগ্রেস সমর্থিত শ্রমিক সংগঠনের নাম কি ?


ক) সিআইটিইউ 


খ) আইএনটিইউসি


গ) এআইটিইউসি


ঘ) আইএনটিটিইউসি


উত্তর:- খ) আইএনটিইউসি


১২। চাপসৃষ্টিকারী গোষ্ঠী গুলি কীভাবে কাজ করতে বেশি পছন্দ করে ।


ক) প্রকাশ্যভাবে 


খ) মিলেমিশে 


গ) গোপনভাবে 


ঘ) প্রচারের মাধ্যমে 


উত্তর:- গ) গোপনভাবে


১৩। অ্যালান বল চাপসৃষ্টিকারি গোষ্ঠী গুলি কে______ভাগে ভাগ করেছেন ।


ক) এক 


খ) দুই 


গ) তিন 


ঘ) চার 


উত্তর:- ঘ) চার


১৪। চাপসৃষ্টিকারীর গোষ্ঠীর প্রাধান্য সবচেয়ে বেশি ।


ক) উদারনৈতিক গণতন্ত্রে 


খ) প্রত্যক্ষ গণতন্ত্রে 


গ) সমাজতন্ত্রে 


ঘ) একনায়কতন্ত্রে 


উত্তর:- ক) উদারনৈতিক গণতন্ত্রে


১৫। ভারতীয় মজদুর সংঘ কোন জাতীয় দলের সঙ্গে যুক্ত ?


ক) কংগ্রেস 


খ) বিজেপি 


গ) সিপিআই ( এম ) 


ঘ) সিপিআই 


উত্তর:- খ) বিজেপি

১৬। চতুর্দশ লোকসভা নির্বাচনে ক-টি দল জাতীয় দলের স্বীকৃতি পেয়েছিলেন ?


ক) ৪ টি 


খ) ৫ টি 


গ) ৬ টি 


ঘ) ৭ টি 


উত্তর:- গ) ৬ টি


১৭। ভারতে আঞ্চলিক দল প্রথম সরকার গঠন করে ।


ক) মহারাষ্ট্রে 


খ) কেরলে 


গ) তামিনাড়ুতে 


ঘ) পাঞ্জাবে 


উত্তর:- খ) কেরলে


১৮। ভারতে দলত্যাগ রোধের জন্য কততম সংবিধান সংশোধনী আইন প্রণীত হয় ?


ক) ৪১ তম 


খ) ৪২ তম 


গ) ৫২ তম 


ঘ) ৮৫ তম 


উত্তর:- গ) ৫২ তম


১৯। ভারতের প্রথম রাজনৈতিক দল হল ?


ক) জাতীয় কংগ্রেস 


খ) ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 


গ) মুসলিম লিগ 


ঘ) আত্মীয় সভা 


উত্তর:- ক) জাতীয় কংগ্রেস

২০। ভারতীয় দলব্যাবস্থায় জোট রাজনীতির উদ্ভব ঘটে ?


ক) চতুর্থ সাধারণ নির্বাচনের পরে 


খ) পঞ্চম সাধারণ নির্বাচনের পরে 


গ) ষষ্ট সাধারণ নির্বাচনের পরে 


ঘ) সপ্তম সাধারণ নির্বাচনের পরে 


উত্তর:- ক) চতুর্থ সাধারণ নির্বাচনের পরে

২১। ভারতে দলত্যাগ নিরোধক আইন পাস হয় ______ খ্রী: ।


ক) ১৯৮৫ 


খ) ১৯৯০


গ) ১৯৯৫ 


ঘ) ২০০০


উত্তর:- ক) ১৯৮৫


২২। ডিএমকে কোন রাজ্যের প্রধান রাজনৈতিক দল ?


ক) তামিলনাড়ু 


খ) কর্ণাটক 


গ) অন্ধ্রপ্রদেশ 


ঘ) মহারাষ্ট্র 


উত্তর:- ক) তামিলনাড়ু


২৩। বর্তমানে পশ্চিম বঙ্গের ক্ষমতাসীন দল হল 


ক) সিপিআই ( এম )


খ) কংগ্রেস 


গ) টিএমসি 


ঘ) বামফ্রন্ট 


উত্তর:- গ) টিএমসি


২৪। নীচের কোনটি ভারতের একটি ভাষাভিত্তিক দল ?


ক) গোর্খা লিগ 


খ) লোকদল 


গ) জনতা দল 


ঘ) আকালি দল 


উত্তর:- ক) গোর্খা লিগ


২৫। ভারতের মূল সংবিধানে_________এর কোনো উল্লেখ ছিল না ।


ক) স্বার্থগোষ্ঠীর 


খ) ভোটাধিকারের 


গ) দলব্যাবস্থার 


ঘ) নির্বাচন কমিশনের 


উত্তর:- গ) দলব্যাবস্থার

২৬। ২০০৮ সালে_______ প্রথম ইউপিএ সরকার থেকে সমর্থন তুলে নেয় ।


ক) তৃনমূল কংগ্রেস 


খ) ডিএমকে 


গ) বামপন্থীরা 


ঘ) এআই এডিএমকে 


উত্তর:- গ) বামপন্থীরা


২৭। দলত্যাগের পিছনে থাকে _________রাজনীতি ।


ক) দলীয় 


খ) স্বার্থপর 


গ) নীতিহীন 


ঘ) আনুগত্যহীন 


উত্তর:- গ) নীতিহীন


২৮। ভারতে _______ ব্যাবস্থা আছে ।


ক) একদলীয় 


খ) দ্বিদলীয় 


গ) বহুদলীয়


উত্তর:- গ) বহুদলীয়


২৯। জাতীয় দল হতে গেলে ভারতে রাজনৈতিক দলকে অন্তত_________রাজ্যের স্বীকৃতি পেতে হবে ।


ক) তিনটি 


খ) চারটি 


গ) পাঁচটি 


উত্তর:- খ) চারটি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন