১। ভারতীয় জাতীয় কংগ্রেস হল একটি ?
ক) নথিভুক্ত রাজনৈতিক দল
খ) জাতীয় দল
গ) আঞ্চলিক দল
ঘ) স্বীকৃত রাজ্য দল
উত্তর:- খ) জাতীয় দল
২। ভারতীয় জনতা পার্টির ( বিজেপি ) উদ্ভব হয় কত সালে ?
ক) ১৯৭৮ সালে
খ) ১৯৮০ সালে
গ) ১৯৮৫ সালে
ঘ) ১৯৮৬ সালে
উত্তর:- খ) ১৯৮০ সালে
৩। ভারতের কমিউনিস্ট পার্টি কবে বিভক্ত হয় ?
ক) ১৯৫২ সালে
খ) ১৯৫০ সালে
গ) ১৯৬৪ সালে
ঘ) ১৯৬৫ সালে
উত্তর:- গ) ১৯৬৪ সালে
৪। ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন ?
ক) নেতাজী
খ) নেহরু
গ) প্যাটেল
ঘ) রাজেন্দ্র প্রসাদ
উত্তর:- ক) নেতাজী
৫। কেবল________রাজনৈতিক দল গঠন করতে পারে ।
ক) বিদেশিরা
খ) নাগরিকরা
গ) নাগরিক ও বিদেশি
ঘ) স্বাধীন ব্যাক্তিরা
উত্তর:- খ) নাগরিকরা
৬।" দলহীন গণতন্ত্র অচল " কে বলেছেন ?
ক) হেনরি অষ্ঠিন
খ) পাইলি
গ) জোহারি
ঘ) অ্যালান বল
উত্তর:- ঘ) অ্যালান বল
৭। তেলুগু দেশম একটি
ক) জাতীয় দল
খ) আঞ্চলিক দল
গ) বামপন্থী দল
ঘ) দক্ষিণপন্থী দল
উত্তর:- খ) আঞ্চলিক দল
৮। দলব্যাবস্থা অপরিহার্য
ক) গণতন্ত্রে
খ) রাজতন্ত্রে
গ) একনায়কতন্ত্রে
ঘ) অভিজাততন্ত্রে
উত্তর:- ক) গণতন্ত্রে
৯। সর্ব প্রথম দল প্রথার উদ্ভব ঘটে
ক) ভারতে
খ) ফ্রান্সে
গ) ইংল্যান্ডে
ঘ) আমেরিকায়
উত্তর:- গ) ইংল্যান্ডে
১০। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল ?
ক) ১৮৮০ সালে
খ) ১৮৮৫ সালে
গ) ১৮৯০ সালে
ঘ) ১৮৯৫ সালে
উত্তর:- খ) ১৮৮৫ সালে
১১। কংগ্রেস সমর্থিত শ্রমিক সংগঠনের নাম কি ?
ক) সিআইটিইউ
খ) আইএনটিইউসি
গ) এআইটিইউসি
ঘ) আইএনটিটিইউসি
উত্তর:- খ) আইএনটিইউসি
১২। চাপসৃষ্টিকারী গোষ্ঠী গুলি কীভাবে কাজ করতে বেশি পছন্দ করে ।
ক) প্রকাশ্যভাবে
খ) মিলেমিশে
গ) গোপনভাবে
ঘ) প্রচারের মাধ্যমে
উত্তর:- গ) গোপনভাবে
১৩। অ্যালান বল চাপসৃষ্টিকারি গোষ্ঠী গুলি কে______ভাগে ভাগ করেছেন ।
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
উত্তর:- ঘ) চার
১৪। চাপসৃষ্টিকারীর গোষ্ঠীর প্রাধান্য সবচেয়ে বেশি ।
ক) উদারনৈতিক গণতন্ত্রে
খ) প্রত্যক্ষ গণতন্ত্রে
গ) সমাজতন্ত্রে
ঘ) একনায়কতন্ত্রে
উত্তর:- ক) উদারনৈতিক গণতন্ত্রে
১৫। ভারতীয় মজদুর সংঘ কোন জাতীয় দলের সঙ্গে যুক্ত ?
ক) কংগ্রেস
খ) বিজেপি
গ) সিপিআই ( এম )
ঘ) সিপিআই
উত্তর:- খ) বিজেপি
১৬। চতুর্দশ লোকসভা নির্বাচনে ক-টি দল জাতীয় দলের স্বীকৃতি পেয়েছিলেন ?
ক) ৪ টি
খ) ৫ টি
গ) ৬ টি
ঘ) ৭ টি
উত্তর:- গ) ৬ টি
১৭। ভারতে আঞ্চলিক দল প্রথম সরকার গঠন করে ।
ক) মহারাষ্ট্রে
খ) কেরলে
গ) তামিনাড়ুতে
ঘ) পাঞ্জাবে
উত্তর:- খ) কেরলে
১৮। ভারতে দলত্যাগ রোধের জন্য কততম সংবিধান সংশোধনী আইন প্রণীত হয় ?
ক) ৪১ তম
খ) ৪২ তম
গ) ৫২ তম
ঘ) ৮৫ তম
উত্তর:- গ) ৫২ তম
১৯। ভারতের প্রথম রাজনৈতিক দল হল ?
ক) জাতীয় কংগ্রেস
খ) ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন
গ) মুসলিম লিগ
ঘ) আত্মীয় সভা
উত্তর:- ক) জাতীয় কংগ্রেস
২০। ভারতীয় দলব্যাবস্থায় জোট রাজনীতির উদ্ভব ঘটে ?
ক) চতুর্থ সাধারণ নির্বাচনের পরে
খ) পঞ্চম সাধারণ নির্বাচনের পরে
গ) ষষ্ট সাধারণ নির্বাচনের পরে
ঘ) সপ্তম সাধারণ নির্বাচনের পরে
উত্তর:- ক) চতুর্থ সাধারণ নির্বাচনের পরে
২১। ভারতে দলত্যাগ নিরোধক আইন পাস হয় ______ খ্রী: ।
ক) ১৯৮৫
খ) ১৯৯০
গ) ১৯৯৫
ঘ) ২০০০
উত্তর:- ক) ১৯৮৫
২২। ডিএমকে কোন রাজ্যের প্রধান রাজনৈতিক দল ?
ক) তামিলনাড়ু
খ) কর্ণাটক
গ) অন্ধ্রপ্রদেশ
ঘ) মহারাষ্ট্র
উত্তর:- ক) তামিলনাড়ু
২৩। বর্তমানে পশ্চিম বঙ্গের ক্ষমতাসীন দল হল
ক) সিপিআই ( এম )
খ) কংগ্রেস
গ) টিএমসি
ঘ) বামফ্রন্ট
উত্তর:- গ) টিএমসি
২৪। নীচের কোনটি ভারতের একটি ভাষাভিত্তিক দল ?
ক) গোর্খা লিগ
খ) লোকদল
গ) জনতা দল
ঘ) আকালি দল
উত্তর:- ক) গোর্খা লিগ
২৫। ভারতের মূল সংবিধানে_________এর কোনো উল্লেখ ছিল না ।
ক) স্বার্থগোষ্ঠীর
খ) ভোটাধিকারের
গ) দলব্যাবস্থার
ঘ) নির্বাচন কমিশনের
উত্তর:- গ) দলব্যাবস্থার
২৬। ২০০৮ সালে_______ প্রথম ইউপিএ সরকার থেকে সমর্থন তুলে নেয় ।
ক) তৃনমূল কংগ্রেস
খ) ডিএমকে
গ) বামপন্থীরা
ঘ) এআই এডিএমকে
উত্তর:- গ) বামপন্থীরা
২৭। দলত্যাগের পিছনে থাকে _________রাজনীতি ।
ক) দলীয়
খ) স্বার্থপর
গ) নীতিহীন
ঘ) আনুগত্যহীন
উত্তর:- গ) নীতিহীন
২৮। ভারতে _______ ব্যাবস্থা আছে ।
ক) একদলীয়
খ) দ্বিদলীয়
গ) বহুদলীয়
উত্তর:- গ) বহুদলীয়
২৯। জাতীয় দল হতে গেলে ভারতে রাজনৈতিক দলকে অন্তত_________রাজ্যের স্বীকৃতি পেতে হবে ।
ক) তিনটি
খ) চারটি
গ) পাঁচটি
উত্তর:- খ) চারটি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন