বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

ব্রাহ্মণচৌরপিশাচকথা MCQ প্রশ্নোত্তর

একাদশ শ্রেণী xi class Sanskrit সংস্কৃত ব্রাহ্মণচৌরপিশাচকথা MCQ প্রশ্নোত্তর brammonchouropishachokotha mcq questions answers


১। ‘ব্রাহ্মণচৌরপিশাচকথা’ গল্পটি কোন গ্রন্থ থেকে গৃহীত ? 

ক) হিতোপদেশ 

খ) বৃহৎকথা 

গ) পঞ্চতন্ত্র

ঘ) বৃহৎকথামঞ্জরী 


উত্তর : গ) পঞ্চতন্ত্র

২। ‘তন্ত্র’ কথাটির অর্থ কী ?

ক) পূজার পুঁথিবিশেষ 

খ) মন্ত্র 

গ) তান্ত্রিক 

ঘ) বিভাগ 


উত্তর : ঘ) বিভাগ 

৩। পঞ্চতন্ত্রে ক টি বিভাগ আছে ? 

ক) দুটি 

খ) তিনটি 

গ) চারটি 

ঘ) পাঁচটি 


উত্তর : ঘ) পাঁচটি 

৪। আলোচ্য গল্পটি পঞ্চতন্ত্রের কোন তন্ত্র থেকে গৃহীত ? 

ক) মিত্রভেদ 

খ) মিত্রপ্রাপ্তি 

গ) কাকোলুকিয়

ঘ) লব্ধপ্রণাশ 


উত্তর : গ) কাকোলুকিয়

৫। ব্রাহ্মণ যে স্থানে বাস করত , সেই স্থানটির নাম কি ? 

ক) কাঞ্চি

খ) শোভাবতী

গ) পুষ্পপুরী 

ঘ) কোনোটিই নয় 


উত্তর : ঘ) কোনোটিই নয় 



৬। আলোচ্য গল্পে ব্রাহ্মণের নাম কি ? 

ক) ভীষ্ম 

খ) দ্রোণ 

গ) কর্ন 

ঘ) জয়দ্রথ 


উত্তর : খ) দ্রোণ 

৭। দ্রোণের অবস্থা কেমন ছিল ? 

ক) দরিদ্র 

খ) ধনী 

গ) মধ্যবিত্ত 

ঘ) সচ্ছল 


উত্তর : ক) দরিদ্র 

৮। ‘যজমান’ কাকে বলে ? 

ক) যে পূজা করে 

খ) যার হিতকামনায় পূজা করা হয় 

গ) যাকে পূজা করা হয় 

ঘ) যে পূজিত হয় 


উত্তর : খ) যার হিতকামনায় পূজা করা হয় 

৯। যজমান ব্রাহ্মণকে কি দিয়েছিল ? 

ক) দুটি গোবৎস 

খ) দুটি গাভী 

গ) দুটি বৃষ 

ঘ) একটি বৃষ ও একটি গাভী 


উত্তর : ক) দুটি গোবৎস 

১০। সত্যবচন কে ? 

ক) ব্রাহ্মণ 

খ) ব্রহ্মরাক্ষস 

গ) চোর 

ঘ) সত্যবাদী 


উত্তর : খ) ব্রহ্মরাক্ষস 



১১। কে ক্রুরকর্মা ? 

ক) গোরু দুটি 

খ) ব্রাহ্মণ 

গ) ব্রহ্মরাক্ষস 

ঘ) চোর 


উত্তর : ঘ) চোর 

১২। রাক্ষসের চুলগুলি ছিল ? 

ক) কৃষ্ণ বর্ণের 

খ) হরিৎ বর্ণের

গ) পিংগল বর্ণের

ঘ) পীত বর্ণের


উত্তর : গ) পিংগল বর্ণের

১৩। রাক্ষসের দাঁতগুলি ছিল ? 

ক) তীক্ষ্ণ 

খ) মোটা

গ) বাঁকা 

ঘ) সরু 


উত্তর : ক) তীক্ষ্ণ 

১৪। চোর ব্রাহ্মণের গোরু দুটিকে চুরি করার জন্য নিয়ে গিয়েছিল ? 

ক) যবের তুষ 

খ) শুকনো ঘাস 

গ) লগুড়

ঘ) দড়ি 


উত্তর : ঘ) দড়ি 

১৫। ব্রাহ্মণ রাক্ষসের হাত থেকে প্রাণ বাঁচিয়েছিল ? 

ক) লগুরের দ্বারা 

খ) তাম্বুলাদির দ্বারা

গ) বন্ধনপাশের 

ঘ) মন্ত্রজপের দ্বারা


উত্তর : ঘ) মন্ত্রজপের দ্বারা



১৬। রাক্ষসের গাল ছিল ?

ক) নিটোল 

খ) শুকনো 

গ) পিঙ্গল 

ঘ) তীক্ষ্ণ 


উত্তর : খ) শুকনো 

১৭। রাক্ষসের শিরাগুলি ছিল ? 

ক) ফুলে ওঠা 

খ) পিঙ্গল 

গ) শুকনো 

ঘ) বসে যাওয়া 


উত্তর : ক) ফুলে ওঠা 

১৮। ‘কপোল’ শব্দের অর্থ ? 

ক) হাত 

খ) কপাল 

গ) গাল 

ঘ) চোখ 


উত্তর : গ) গাল 

১৯। ‘জেগে উঠেছিল’ এর সংস্কৃত শব্দ হল ? 

ক) জজাগর

খ) জজাগার

গ) বুদ্ধোত 

ঘ) উত্থায় 


উত্তর : ক) জজাগর

২০। শত্রুরাও হিতকারী হয় যখন তারা পরস্পর ? 

ক) প্রতিবেশী হয় 

খ) অচেনা হয়

গ) বিবাদমান হয় 

ঘ) মিত্রভাবাপন্ন হয় 


উত্তর : গ) বিবাদমান হয় 



২১। চোর ব্রাহ্মরাক্ষস কে দেখে ? 

ক) তাকে গরুজোড়া দান করেছিল 

খ) বাড়ি ফিরে এসেছিল 

গ) জ্ঞান হারিয়েছিল 

ঘ) ভয় পেয়ে গিয়েছিল 


উত্তর : ঘ) ভয় পেয়ে গিয়েছিল

২২। রাক্ষস ব্রাহ্মণকে ? 

ক) নিজের উদ্দেশ্য বলে দিয়েছিল 

খ) গরুজোড়া দান করতে চেয়েছিল 

গ) ভয় দেখিয়েছিল 

ঘ) খেতে চেয়েছিল 


উত্তর : ঘ) খেতে চেয়েছিল 

২৩। রাক্ষস যখন ব্রাহ্মণকে খেতে যাচ্ছিল তখন ব্রাহ্মণ ? 

ক) গরু দুটিকে খাওয়াচ্ছিল 

খ) ঘুমিয়েছিল 

গ) যজমানের সঙ্গে কথা বলছিল 

ঘ) বই পড়ছিল 


উত্তর : খ) ঘুমিয়েছিল 




বুধবার, ৫ অক্টোবর, ২০২২

ধর্ম MCQ প্রশ্নোত্তর

একাদশ শ্রেণী xi class history ইতিহাস ধর্ম MCQ প্রশ্নোত্তর dhormo mcq questions answers


১। অশোক সিংহলে ধর্মপ্রচারে পাঠিয়েছিলেন ? 

ক) মহেন্দ্র ও সংঘমিত্রাকে 

খ) শীলভদ্রকে 

গ) কুমারজিবকে

ঘ) মহারক্ষিতকে


উত্তর : ক) মহেন্দ্র ও সংঘমিত্রাকে 

২। অশোক বৌদ্ধধর্মের দীক্ষা নিয়েছিলেন ? 

ক) শ্যামগুপ্তের কাছে 

খ) রামগুপ্তের কাছে

গ) বিষ্ণুগুপ্তের কাছে

ঘ) উপগুপ্তের কাছে


উত্তর : খ) রামগুপ্তের কাছে

৩। কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক যে ধর্ম গ্রহণ করেন ? 

ক) হিন্দুধর্ম

খ) জৈনধর্ম

গ) পারসিকধর্ম

ঘ) বৌদ্ধধর্ম


উত্তর : ঘ) বৌদ্ধধর্ম

৪। অশোক নিম্নলিখিত কোন লিপিতে সর্বপ্রথম ‘ধম্ম’ কথাটি ব্যাবহার করেন ? 

ক) সারনাথ লিপি

খ) মাস্কি লিপি

গ) সাঁচি লিপি

ঘ) জুনাগড় লিপি


উত্তর : খ) মাস্কি লিপি

৫। ‘ধম্ম’ পালনের জন্য অশোক যেসব নিয়মবিধি উল্লেখ করেছেন তা কোন শিলালেখের অন্তর্ভুক্ত ? 

ক) প্রথম 

খ) দ্বিতীয় 

গ) তৃতীয় 

ঘ) চতুর্থ 


উত্তর :  গ) তৃতীয়



৬। সম্রাট অশোক তৃতীয় বৌদ্ধ সংগীতি আহ্বান করেন ? 

ক) পাটলিপুত্রে 

খ) কলিঙ্গ

গ) বৈশালীতে

ঘ) সারনাথে


উত্তর : ক) পাটলিপুত্রে

৭। ‘মাহজারনামা’ শীর্ষক ঘোষণাপত্রটি জারি করেছিলেন ? 

ক) সম্রাট জাহাঙ্গীর 

খ) সম্রাট শাহজাহান 

গ) সম্রাট আকবর 

ঘ) সম্রাট ঔরঙ্গজেব


উত্তর : গ) সম্রাট আকবর

৮। কে নিজেকে ‘কোরানের চূড়ান্ত ব্যাখ্যাকারী’ ঘোষণা করেন ? 

ক) সম্রাট বাবর 

খ) সম্রাট আকবর 

গ) সম্রাট হুমায়ূন 

ঘ) সম্রাট ঔরঙ্গজেব 


উত্তর : খ) সম্রাট আকবর

৯। সম্রাট শালাম্যানকে অভিষিক্ত করেন ? 

ক) পোপ হার্ডিয়ান 

খ) পোপ তৃতীয় লিও 

গ) পোপ সপ্তম গ্রেগরি 

ঘ) পোপ তৃতীয় ক্লিমেন্ট


উত্তর : খ) পোপ তৃতীয় লিও

১০। সর্বপ্রথম খ্রিস্টধর্ম গ্রহণ করেন যে রোমান সম্রাট ? 

ক) কনস্টানটাইন 

খ) জুলিয়াস সিজার 

গ) অগাস্টাস সিজার 

ঘ) থিওজেসিয়াস 


উত্তর : ক) কনস্টানটাইন



১১। ‘ক্রুসেড’ কথাটির অর্থ হল ? 

ক) ক্রুস চিহ্ন 

খ) ধর্মযুদ্ধ

গ) খ্রিস্টান যুদ্ধ

ঘ) ধর্মস্থান 


উত্তর : খ) ধর্মযুদ্ধ 

১২। ইংল্যান্ডে সর্বপ্রথম খ্রিষ্টান ধর্মের প্রচার ( ৫৯৭ খ্রি ) করেন ? 

ক) প্রথম লিও 

খ) সেন্ট অগাস্টাইন

গ) প্রথম গ্রেগরি 

ঘ) দ্বিতীয় গ্রেগরি


উত্তর : গ) প্রথম গ্রেগরি

১৩। ক্রুসেডের ফলে রাষ্ট্রে ক্ষমতা বৃদ্ধি ঘটেছিল ? 

ক) রাজার 

খ) অভিজাতদের 

গ) বণিকদের 

ঘ) পোপের 


উত্তর : ঘ) পোপের

১৪। প্রথম খলিফা হলেন ? 

ক) ওমর

খ) আবু বকর 

গ) ওসমান 

ঘ) আলি


উত্তর : খ) আবু বকর

১৫। আরবে খলিফাতন্ত্রের প্রতিষ্ঠা করেন ? 

ক) হজরত আলি 

খ) হজরত আবু বকর

গ) হজরত ওমর ফারুক

ঘ) হজরত ওসমান গনি 


উত্তর : খ) হজরত আবু বকর



১৬। কোন শহরকে কেন্দ্র করে হজরত মুহাম্মদের ইসলামিক গোষ্ঠী প্রতিষ্ঠিত হয় ? 

ক) মক্কা 

খ) মদিনা 

গ) কৃষ্ণা 

ঘ) বাগদাদ 


উত্তর : খ) মদিনা

১৭। কোন খলিফা সর্বপ্রথম জেরুজালেম দখল করেন ? 

ক) ওমর

খ) আবু বকর

গ) ওসমানগনি

ঘ) হজরত আলি 


উত্তর : ক) ওমর

১৮। কবে বাগদাদের খলিফাতন্ত্রের পতন ঘটে ? 

ক) ১১৯২ খ্রি:

খ) ১২০৬ খ্রি:

গ) ১২৫৮ খ্রি:

ঘ) ১২৯৬ খ্রি:


উত্তর : গ) ১২৫৮ খ্রি:

১৯। ‘খলিফা’ কথাটির অর্থ ? 

ক) গোষ্ঠী প্রধান 

খ) রাজা 

গ) প্রতিনিধি 

ঘ) প্রভু 


উত্তর : গ) প্রতিনিধি

২০। ইউরোপের প্রাচীন ধর্মের নাম ? 

ক) শিখধর্ম

খ) অগ্নিধর্ম

গ) পেগানধর্ম

ঘ) ইহুদিধর্ম


উত্তর : গ) পেগানধর্ম



২১। সত্যের সন্ধানে বুদ্ধদেবের গৃহত্যাগকে বৌদ্ধশাস্ত্রে বলা হয় ? 

ক) মহাপরিনিবার্ন

খ) অস্টাঙ্গিক মার্গ 

গ) ধর্মচক্র প্রবর্তন 

ঘ) মহাভিনিষ্ক্রিমণ


উত্তর : ঘ) মহাভিনিষ্ক্রিমণ

২২। গৌতম বুদ্ধ প্রথম ধর্মপ্রচার করেন ? 

ক) কাশীতে 

খ) সারনাথে

গ) কাঞ্চিতে

ঘ) পাটলিপুত্রে


উত্তর : খ) সারনাথে

২৩। ‘ধর্মচক্র প্রবর্তন’ বলতে বোঝায় ? 

ক) ধর্মপ্রচার 

খ) বুদ্ধের গৃহত্যাগ

গ) সিদ্ধিলাভ 

ঘ) মহাপরিনিবার্ন


উত্তর : ক) ধর্মপ্রচার 

২৪। জৈন ধর্মের শেষ প্রবর্তক ছিলেন ?

ক) মহাবীর 

খ) ঋষভদেব

গ) পাস্বনাথ

ঘ) অশ্বসেন


উত্তর : ক) মহাবীর 

২৫। মধ্যযুগের ইউরোপের স্বর্গের টিকিট বিক্রি হত ? 

ক) পাপ মুক্তির জন্য 

খ) বিমানে চড়ার জন্য 

গ) ফুটবল খেলা দেখার জন্য 

ঘ) ধমাচারণ করার জন্য 


উত্তর : ক) পাপ মুক্তির জন্য



২৬। ‘৯৫ থিসিস’ প্রচলন করেন ? 

ক) মাটিন লুথার 

খ) ইরাসমাস 

গ) টেটজেল 

ঘ) জন হাস


উত্তর : ক) মাটিন লুথার

২৭। ইংল্যান্ডে ধর্মসংস্কার আন্দোলনের প্রথম উদ্যোগ নেন ? 

ক) সপ্তম হেনরি 

খ) অষ্টম হেনরি 

গ) মেরি স্টুয়ার্ট 

ঘ) প্রথম এলিজাবেথ 


উত্তর : খ) অষ্টম হেনরি

২৮। খ্রিস্টধর্মের কুসংস্কার গুলি দূর করে ধর্ম সংস্কার আন্দোলনের প্রথম ডাক দিয়েছিলেন ? 

ক) জুইংলি

খ) ওয়াট টাইলার 

গ) মাটিন লুথার 

ঘ) জন ওয়াইক্লিক


উত্তর : গ) মাটিন লুথার

 


মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

সামাজিক ঘটনাস্রোত MCQ প্রশ্নোত্তর

একাদশ শ্রেণী xi class history ইতিহাস সামাজিক ঘটনাস্রোত MCQ প্রশ্নোত্তর samajik ghotonasrot mcq questions answers


১। স্পাটার ক্রীতদাসদের বলা হত ? 

ক) হেলট

খ) পেনেসটাই

গ) মেটিক

ঘ) পেরিওকয়


উত্তর : ক) হেলট

২। থেসালির ক্রীতদাসদের বলা হত ? 

ক) পেনেসটাই

খ) হেলট

গ) ক্লারোটাই

ঘ) এগুলির কোনোটিই নয়


উত্তর : ক) পেনেসটাই

৩। প্রাচীন গ্রিসের অধিকাংশ ক্রীতদাস আসত ? 

ক) যুদ্ধবন্দীদের মধ্য থেকে 

খ) জলদস্যুদের আক্রমণে বন্দি হওয়া মানুষদের মধ্য থেকে 

গ) ঋণ পরিশোধে অক্ষম ব্যাক্তিদের মধ্য থেকে 

ঘ) বিদেশে থেকে আমদানি করে 


উত্তর : ক) যুদ্ধবন্দীদের মধ্য থেকে

৪। বিক্রয়যোগ্য ক্রীতদাসদের মাথায় চিহ্ন থাকত ? 

ক) মালা 

খ) তির

গ) যাতা

ঘ) বল্লম


উত্তর : ক) মালা

৫। গ্রিসের ক্রীতদাসদের বেশিরভাগ ছিল ? 

ক) ক্রীতদাসের সন্তান 

খ) যুদ্ধবন্দি

গ) বিদেশ থেকে আমদানিকৃত 

ঘ) খনির শ্রমিকরা


উত্তর : খ) যুদ্ধবন্দি



৬। স্পাটার স্বাধীন নাগরিকদের বলা হত ? 

ক) পেরিওকয়

খ) হেলট

গ) স্পাটিয়েট

ঘ) মেটিক


উত্তর : গ) স্পাটিয়েট

৭। স্পাটার সমাজে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল ? 

ক) হেলট

খ) পেরিওসি

গ) স্পাটান

ঘ) মেটিক


উত্তর : গ) স্পাটান

৮। স্পাটার নগর রাষ্ট্রের সর্বনিম্ন স্তরে ছিল ? 

ক) ক্রীতদাস 

খ) হেলট

গ) পেরিতসিগণ

ঘ) পেরিয়সি


উত্তর : খ) হেলট

৯। স্পাটার শাসন কাঠামো কেমন ছিল ? 

ক) রাজতান্ত্রিক 

খ) প্রজাতান্ত্রিক

গ) গণতান্ত্রিক

ঘ) অভিজাততান্ত্রিক


উত্তর : ঘ) অভিজাততান্ত্রিক 

১০। গ্রীক পলিস গুলির ক্রীতদাসদের মধ্যে অন্যতম ছিল ? 

ক) মেটিক

খ) থেটিস

গ) হেলট

ঘ) ইয়ার 


উত্তর : গ) হেলট



১১। স্পাটাকাস ছিলেন ? 

ক) কৃষকবিদ্রোহের নেতা 

খ) শ্রমিক বিদ্রোহের নেতা

গ) দাস বিদ্রোহের নেতা

ঘ) সাঁওতাল বিদ্রোহের নেতা


উত্তর : গ) দাস বিদ্রোহের নেতা

১২। ঋগবৈদিক যুগে বর্ণব্যাবস্থা কীসের ভিত্তিতে গড়ে উঠেছিল ? 

ক) ধর্ম 

খ) কর্ম 

গ) বংশমর্যাদা

ঘ) গায়ের রং 


উত্তর : খ) কর্ম

১৩। ‘বর্ণপ্রথা’ ও ‘জাতিপ্রথা’ যে দেশের বৈশিষ্ট্য ছিল ? 

ক) ভারত 

খ) মিশর 

গ) এথেন্স

ঘ) চিনের


উত্তর : ক) ভারত

১৪। ঋগবেদ ‘দাস’ বা ‘দস্যু’ বলা হয়েছে ?

ক) ক্ষত্রিয়দের 

খ) অনার্যদের

গ) শূদ্রদের

ঘ) বৈশ্যদের


উত্তর : খ) অনার্যদের

১৫। পতিত ক্ষত্রিয় বলা হল ? 

ক) রাজপুতদের

খ) বহিরাগত কয়েকটি অনার্য জাতিকে 

গ) চন্ডালদের

ঘ) পঞ্চমগণকে


উত্তর : খ) বহিরাগত কয়েকটি অনার্য জাতিকে



১৬। নিষাদ হল ?

ক) শূদ্র 

খ) অরণ্যভূমির উপজাতি 

গ) পার্বত্য উপজাতি 

ঘ) দ্রাবিড় জাতি 


উত্তর : খ) অরণ্যভূমির উপজাতি

১৭। গ্রীক দূত মেগাস্থিনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে কটি জাতির উল্লেখ করেছেন ? 

ক) ৪টি

খ) ৫টি

গ) ৬টি

ঘ) ৭টি


উত্তর : ঘ) ৭টি

১৮। প্রণয়মূলক বিবাহ নিম্নলিখিত কোন শ্রেণীর বিবাহের অন্তভূক্ত ? 

ক) দৈব 

খ) অসুর

গ) গান্ধব

ঘ) প্রজাপত্য


উত্তর : গ) গান্ধব

১৯। দেব বিবাহ নিধারিত ছিল কাদের জন্য ? 

ক) বৈশ্য 

খ) শূদ্র 

গ) ব্রাহ্মণ 

ঘ) ক্ষত্রিয় 


উত্তর : গ) ব্রাহ্মণ

২০। ‘অর্থশাস্ত্রে’ কত প্রকার বিবাহ রীতির উল্লেখ আছে ? 

ক) ৪ প্রকার 

খ) ৫ প্রকার

গ) ৮ প্রকার

ঘ) ১০ প্রকার


উত্তর : গ) ৮ প্রকার



২১। অর্থশাস্ত্রে কয় প্রকার স্ত্রীধনের কথা বলা হয়েছে ? 

ক) ছয় প্রকার

খ) চার প্রকার

গ) সাত প্রকার

ঘ) পাঁচ প্রকার


উত্তর : খ) চার প্রকার

২২। ভারতে নারীশিক্ষার প্রচলন শুরু হয় ? 

ক) মৌর্য যুগে

খ) গুপ্ত যুগে

গ) সুলতানী যুগে

ঘ) বৈদিক যুগে


উত্তর : ঘ) বৈদিক যুগে 

২৩। প্রাচীন মিশরীয় রানি নেফারতিতি ? 

ক) পিতাকে হত্যা করে সিংহাসনে বসেন 

খ) মিশরের শেষ ফ্যারাও ছিলেন 

গ) আখেনাতেন শহর নির্মাণ করেন 

ঘ) আখেনাতেনর প্রধানা মহিষী ও সহশাসক ছিলেন 


উত্তর : ঘ) আখেনাতেনর প্রধানা মহিষী ও সহশাসক ছিলেন

২৪। মিশরের প্রথম ফ্যারাও ছিলেন ?

ক) মেনেস

খ) আমেনহোটেপ

গ) তুতেনখামেন

ঘ) রামোসিস


উত্তর : ক) মেনেস 

২৫। মিশরের সর্বশেষ ফ্যারাও ছিলেন ? 

ক) নেফারতিতি

খ) টুটেনখামেন 

গ) এয়োদশ টলেমি 

ঘ) সপ্তম ক্লিওপ্রেটা


উত্তর : ঘ) সপ্তম ক্লিওপ্রেটা



২৬। মিশরের প্রথম কতৃত্বশালী মহিলা হলেন ? 

ক)  আখেনাতেন

খ) ক্লিওপ্রেটা

গ) দূর্গাবর্তী

ঘ) রাজিয়া 


উত্তর : খ) ক্লিওপ্রেটা 

২৭। ‘মিশরের নেপোলিয়ন’ কাকে বলা হয় ? 

ক) দ্বিতীয় থুতমোসকে

খ) তৃতীয় থুতমোসকে

গ) প্রথম থুতমোসকে

ঘ) চতুর্থ থুতমোসকে


উত্তর : খ) তৃতীয় থুতমোসকে 

২৮। মিশরে ধর্মবিপ্লব ঘটিয়েছিলেন ? 

ক) খুফু 

খ) নেফারতিতি

গ) ক্লিওপ্রেটা 

ঘ) আখেনাতেন


উত্তর : ঘ) আখেনাতেন 

২৯। রানি দূর্গাবতীর সময়ে মোগল সম্রাট ছিলেন ? 

ক) আকবর 

খ) জাহাঙ্গীর 

গ) শাহজাহান 

ঘ) বাবর 


উত্তর : ক) আকবর

৩০। গন্ডোয়ানা রাজ্যের রাজধানী স্থানান্তরিত হয়েছিল ? 

ক) ঔরঙাবাদে 

খ) দিল্লিতে 

গ) সিঙ্গারগড়ে 

ঘ) চোরাগড়ে 


উত্তর : ঘ) চোরাগড়ে 



৩১। গন্ডোয়ানা অভিযানে মোগল বাহিনীর পক্ষে নেতৃত্ব দেন ? 

ক) জয়সিংহ 

খ) আসফ খাঁ

গ) টোডরমল 

ঘ) মান সিংহ 


উত্তর : খ) আসফ খাঁ

৩২। নূরজাহানের প্রকৃত নাম ছিল ? 

ক) নূর এ আলম 

খ) লাডলি বেগম 

গ) মেহেরুন্নিসা

ঘ) অর্জুমন্দ বানুবেগম 


উত্তর : গ) মেহেরুন্নিসা

৩৩। নূরজাহান কান্দাহার পুনরুদ্ধারের নির্দেশ দেন ? 

ক) শাহরিয়ারকে 

খ) জাহাঙ্গীরকে 

গ) আকবরকে

ঘ) শাহজাহানকে


উত্তর : ঘ) শাহজাহানকে




সোমবার, ৩ অক্টোবর, ২০২২

রাজনীতির বিবর্তন শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা MCQ প্রশ্নোত্তর

একাদশ শ্রেণী xi class history ইতিহাস রাজনীতির বিবর্তন শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা MCQ প্রশ্নোত্তর rajnitir biborton shashontantrik abong pratishthanik dharona mcq questions answers


১। নগর রাষ্ট্রের অপর নাম ? 

ক) অ্যাপেলা

খ) ইফোর 

গ) আক্কাদ 

ঘ) পলিস 


উত্তর : ঘ) পলিস

২। প্লেটোর মতে , একটি আদর্শ পলিসের জনসংখ্যা হওয়া উচিত ? 

ক) ১০,০০০

খ) ২০,০০০

গ) ৪,০০০

ঘ) ৫,০০০


উত্তর : ঘ) ৫,০০০ 

৩। এথেন্সে বিদেশিরা পরিচিত ছিল ? 

ক) থেটিস 

খ) হেলট 

গ) মেটিক 

ঘ) ইয়ার নামে 


উত্তর : গ) মেটিক 

৪। এথেন্সের শাসনকাঠামো ছিল ? 

ক) রাজতান্ত্রিক 

খ) প্রজাতান্ত্রিক

গ) অভিজাততান্ত্রিক

ঘ) গণতান্ত্রিক


উত্তর : ঘ) গণতান্ত্রিক

৫। প্রাচীন গ্রিসে ‘অক্টোপলিস’ স্থাপিত হয় ? 

ক) পাহাড়ের শিখরে 

খ) নদীর তীরে 

গ) দুর্গের অভ্যন্তরে 

ঘ) দ্বীপের মধ্যভাগে 


উত্তর : ক) পাহাড়ের শিখরে 



৬। প্রাচীন এথেন্সের আদালতকে বলা হত ? 

ক) ইফর

খ) গেরুসিয়া 

গ) হেলাইয়া 

ঘ) আরকন


উত্তর : গ) হেলাইয়া 

৭। স্পাটার শাসনকাঠামো কেমন ছিল ? 

ক) রাজতান্ত্রিক

খ) প্রজাতান্ত্রিক

গ) গণতান্ত্রিক

ঘ) অভিজাততান্ত্রিক


উত্তর : ঘ) অভিজাততান্ত্রিক

৮। ভারতে ঋগবৈদিক যুগের আর্যরা ছিল ? 

ক) যাযাবর 

খ) পশুশিকারী

গ) পশুচারণকারী

ঘ) অর্ধ যাযাবর 


উত্তর : খ) পশুশিকারী

৯। গ্রামের শাসনকার্য পরিচালনাকারিকে বলা হত ? 

ক) গ্রামনী 

খ) গোষ্ঠীপতি 

গ) গ্রামপতি

ঘ) রাজা 


উত্তর : ক) গ্রামনী

১০। কয়েকটি গ্রাম নিয়ে গড়ে উঠেছিল ? 

ক) বিশ বা জন 

খ) মহাজনপদ 

গ) পরিবার 

ঘ) জনপদ 


উত্তর : ক) বিশ বা জন



১১। মহাভারতে কয়টি জন পদের উল্লেখ আছে ? 

ক) ২০

খ) ২৫

গ) ৩০

ঘ) ৩৫


উত্তর : খ) ২৫

১২। মহাজনপদ গুলির উত্থান হয় ? 

ক) খ্রি . পূ . ষষ্ট শতকে 

খ) খ্রি . পূ . ষোড়শ শতকে

গ) খ্রি . পূ . চতুর্থ শতকে

ঘ) খ্রি . পূ . পঞ্চম শতকে


উত্তর : ক) খ্রি . পূ . ষষ্ট শতকে

১৩। কোশল মহাজনপদটির রাজধানী ছিল ? 

ক) বারাণসী 

খ) শ্রাবস্তী

গ) অস্মক

ঘ) বৃজি 


উত্তর : খ) শ্রাবস্তী

১৪। খিষ্ট্রপূর্ব ষষ্ট শতকে মূলত উত্তর ভারতে সামান্য কটি যে গঠনমূলক মহাজনপদ গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম হলো ? 

ক) মগধ 

খ) মল্লে 

গ) গান্ধার 

ঘ) অবন্তী 


উত্তর : ক) মগধ

১৫। মহাজনপদ গুলির মধ্যে অধিকাংশই ছিল ? 

ক) গণতান্ত্রিক 

খ) প্রজাতান্ত্রিক

গ) স্বৈরতান্ত্রিক

ঘ) রাজতান্ত্রিক


উত্তর : ঘ) রাজতান্ত্রিক 



১৬। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন ? 

ক) বিম্বিসার 

খ) অজাতশত্রু 

গ) চন্দ্রগুপ্ত মৌর্য 

ঘ) অশোক 


উত্তর : গ) চন্দ্রগুপ্ত মৌর্য 

১৭। প্রাচীন যুগে ভারতে সর্বপ্রথম যে সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় তা হল ? 

ক) মৌর্য সাম্রাজ্যে

খ) কুষাণ সাম্রাজ্যে

গ) গুপ্ত সাম্রাজ্যে

ঘ) পাল সাম্রাজ্যে


উত্তর : ক) মৌর্য সাম্রাজ্যে 

১৮। আলেকজান্ডার ভারত অভিযান করেছিলেন ? 

ক) ৩২০ খ্রিস্টপূর্বাব্দ

খ) ৩২৩ খ্রিস্টপূর্বাব্দ

গ) ৩২৭ খ্রিস্টপূর্বাব্দ

ঘ) ৩৩০ খ্রিস্টপূর্বাব্দ


উত্তর : গ) ৩২৭ খ্রিস্টপূর্বাব্দ 

১৯। গ্রীক দূত মেগাস্থিনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে কটি জাতির উল্লেখ করেছেন ? 

ক) ৪টি 

খ) ৫টি 

গ) ৬টি 

ঘ) ৭টি 


উত্তর : ঘ) ৭টি

২০। অশোক যেসব ধর্মদূত পাঠিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ? 

ক) সংঘমিত্রা 

খ) রক্ষিত 

গ) ধর্মরক্ষিত

ঘ) মহারক্ষিত


উত্তর : ক) সংঘমিত্রা



২১। মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন ?

ক) পুস্যমিত্র 

খ) বৃহদ্রথ

গ) বিন্দুসার 

ঘ) বিম্বিসার


উত্তর : খ) বৃহদ্রথ 

২২। মৌর্য বংশের পতন ঘটান ? 

ক) বৃহদ্রথ

খ) ধননন্দ

গ) পুস্যমিত্র শুঙ্গ

ঘ) মহাপদ্মনন্দ


উত্তর : গ) পুস্যমিত্র শুঙ্গ 

২৩। উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক রাজা হলেন ? 

ক) বিম্বিসার

খ) অজাতশত্রু 

গ) মহাপদ্ম নন্দ

ঘ) চন্দ্রগুপ্ত মৌর্য 


উত্তর : গ) মহাপদ্ম নন্দ 

২৪। সুপ্রাচীন রোম নগরীর প্রতিষ্ঠা হয়েছিল ? 

ক) ৭৫৩ খ্রি.পূ.

খ) ৩২৩ খ্রি.পূ.

গ) ২৪৩ খ্রি.পূ.

ঘ) ১৮৫ খ্রি.পূ.


উত্তর : ক) ৭৫৩ খ্রি.পূ. 

২৫। মেগাস্থিনিস ছিলেন ? 

ক) আলেকজান্ডার দূত 

খ) পুরুর দূত

গ) সিজারের দূত

ঘ) সেলুকাসের দূত


উত্তর : ঘ) সেলুকাসের দূত



২৬। সীতা হল মৌর্য যুগের একটি ? 

ক) প্রথা 

খ) দেবী 

গ) কর 

ঘ) দল 


উত্তর : গ) কর 

২৭। এথেন্সের দেবদেবীদের মধ্যে শ্রেষ্ট ছিলেন ? 

ক) অ্যাপোলো

খ) এথেনা 

গ) জিউস

ঘ) ডিমিটার


উত্তর : গ) জিউস 

২৮। পূর্ব রোমান সাম্রাজ্যের পতন ঘটেছিল ? 

ক) ১৫২৬ খ্রি.

খ) ১৪৫৩ খ্রি.

গ) ১৩৫৩ খ্রি.

ঘ) ১২০৯ খ্রি.


উত্তর : খ) ১৪৫৩ খ্রি.

২৯। প্যাক্স রোমানা বলতে বোঝায় ? 

ক) রোমান আইন 

খ) রোমান রাজধানী 

গ) রোম সম্রাটের উপাধি 

ঘ) রোমের সৈন্যবাহিনী 


উত্তর : ক) রোমান আইন 

৩০। সর্বপ্রথম খ্রিস্টধর্ম গ্রহণ করেছিলেন রোমান সম্রাট ? 

ক) থিওডোরাস

খ) জুলিয়াস 

গ) কনস্টানটাইন

ঘ) অগাস্টাস


উত্তর : গ) কনস্টানটাইন



৩১। রোমান সাম্রাজ্যে প্রথম দাস বিদ্রোহ ঘটে ? 

ক) সিসিলিতে 

খ) রোমে 

গ) গ্রিসে 

ঘ) পারস্য


উত্তর : ক) সিসিলিতে 

৩২। ভারতের নেপোলিয়ন বলা হয় ? 

ক) শ্রীগুপ্তকে 

খ) স্কন্দগুপ্তকে

গ) সমুদ্রগুপ্তকে

ঘ) অশোকগুপ্তকে


উত্তর : গ) সমুদ্রগুপ্তকে 

৩৩। গুপ্ত বংশের শ্রেষ্ট সম্রাট ছিলেন ? 

ক) শ্রীগুপ্ত

খ) সমুদ্রগুপ্ত 

গ) চন্দ্রগুপ্ত 

ঘ) স্কন্দগুপ্ত


উত্তর : খ) সমুদ্রগুপ্ত 

৩৪। এলাহাবাদ প্রশস্তি রচনা করেন ? 

ক) সমুদ্রগুপ্ত 

খ) বীরসেন 

গ) হরিষেন

ঘ) রুদ্রদামন


উত্তর : গ) হরিষেন

৩৫। ‘সূর্যসিদ্ধান্ত’ গ্রন্থটি রচনা করেন ? 

ক) মেগাস্থিনিস

খ) বরাহমিহির 

গ) কৌটিল্য 

ঘ) আর্যভট্ট


উত্তর : ঘ) আর্যভট্ট



৩৬। আর্যভট্ট ও বরাহমিহির ছিলেন ? 

ক) বৈদিক যুগের বিজ্ঞানী 

খ) মৌর্য যুগের বিজ্ঞানী

গ) গুপ্তযুগের বিজ্ঞানী

ঘ) কুষাণ যুগের বিজ্ঞানী


উত্তর : গ) গুপ্তযুগের বিজ্ঞানী 

৩৭। জাবতি প্রথার প্রবর্তন করেন ? 

ক) শেরশাহ 

খ) আকবর 

গ) শাহজাহান 

ঘ) ঔরঙ্গজৈব


উত্তর : ক) শেরশাহ

৩৮। ‘মোগল সুবার’ শাসনকর্তাদের বলা হত ? 

ক) দেওয়ান 

খ) কাজী 

গ) সুবাদার 

ঘ) মন্ত্রীন


উত্তর : গ) সুবাদার

৩৯। দিল্লীর পুরানো কেল্লা কে নির্মাণ করেন ? 

ক) বাবর 

খ) শেরশাহ 

গ) হুমায়ূন 

ঘ) আকবর 


উত্তর : খ) শেরশাহ

৪০। পানিপথের প্রথম যুদ্ধ হয় ? 

ক) ১৫২৬ খ্রিস্টাব্দে

খ) ১৫৫৬ খ্রিস্টাব্দে

গ) ১৭৬১ খ্রিস্টাব্দে

ঘ) ১৮৫৭ খ্রিস্টাব্দে


উত্তর : ক) ১৫২৬ খ্রিস্টাব্দে




শনিবার, ১ অক্টোবর, ২০২২

দিগন্তের প্রসার MCQ প্রশ্নোত্তর

একাদশ শ্রেণী xi class history ইতিহাস দিগন্তের প্রসার MCQ প্রশ্নোত্তর digontter prosar mcq questions answers


১। অপরসায়ন চর্চার সূত্রপাত ঘটেছিল ? 

ক) চিনে 

খ) মিশরে 

গ) গ্রিসে 

ঘ) রোমে 


উত্তর : খ) মিশরে

২। আধুনিক পরমাণুবাদের জনক হলেন ? 

ক) নিউটন 

খ) জন ডালটন

গ) গ্যালিলিয়ো

ঘ) ফ্রান্সিস বেকন 


উত্তর : খ) জন ডালটন

৩। সাধারণ ধাতু থেকে সোনা তৈরির প্রচেষ্টা যে নামে পরিচিত ছিল , তাহলো ? 

ক) রসায়নবিদ্যা

খ) অপরসায়নবিদ্যা

গ) পদার্থবিদ্যা

ঘ) জীববিদ্যা


উত্তর : খ) অপরসায়নবিদ্যা

৪। আধুনিক রসায়নের উদ্ভব হয় ? 

ক) পদার্থবিদ্যা থেকে

খ) জ্যোতিবিদ্যা থেকে

গ) অপরসায়ন থেকে

ঘ) ম্যাজিক থেকে


উত্তর : গ) অপরসায়ন থেকে

৫। অক্সিজেন গ্যাস আবিষ্কার করেন ? 

ক) বিজ্ঞানী প্রিষ্টলি 

খ) বিজ্ঞানী জন ডালটন 

গ) বিজ্ঞানী নিউটন 

ঘ) ল্যাভয়েসিয়র


উত্তর : ক) বিজ্ঞানী প্রিষ্টলি 



৬। আধুনিক জ্যোতিবিদ্যার জনক হলেন ? 

ক) কোপারনিকাস 

খ) কেপলার 

গ) গ্যালিলিয়ো 

ঘ) টাইকো ব্রাহে 


উত্তর : ক) কোপারনিকাস 

৭। সৌরকেন্দ্রিক মহাবিশ্বের ধারণার আধুনিক প্রবক্তা ছিলেন ? 

ক) টলেমি 

খ) অ্যারিস্টটল 

গ) কোপারনিকাস 

ঘ) কেপালার


উত্তর : গ) কোপারনিকাস 

৮। বিশ্বের বিন্যাস সম্পর্কে ভুকেন্দ্রিক মতবাদের উদগাতা কে ছিলেন ? 

ক) নাগাজুন 

খ) টলেমি 

গ) বেকন 

ঘ) কোপারনিকাস 


উত্তর : ঘ) কোপারনিকাস 

৯। আধুনিক বিজ্ঞানের বাইবেল বলে ?

ক) প্রিন্সিপিয়া গ্রন্থকে

খ) দ্য প্রিন্স গ্রন্থকে

গ) দে লোভা স্তেলা গ্রন্থকে

ঘ) পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থকে


উত্তর : ক) প্রিন্সিপিয়া গ্রন্থকে

১০। পৃথিবীকেন্দ্রিক ব্রহ্মাণ্ডের ধারণা প্রচার করেন ?

ক) ব্রুনো 

খ) কেপলার 

গ) টাইকো ব্রাহে

ঘ) অ্যারিস্টটল 


উত্তর : গ) টাইকো ব্রাহে 



১১। ‘পঞ্চসিদ্ধান্ত’ গ্রন্থটি রচনা করেন ? 

ক) আর্যভট্ট

খ) বরাহমিহির 

গ) ব্রহ্মগুপ্ত

ঘ) দ্বিতীয় আর্যভট্ট


উত্তর : খ) বরাহমিহির 

১২। পাতন প্রক্রিয়াকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রতিষ্ঠান হল ? 

ক) লাইব্রেরী 

খ) ক্লিনিক 

গ) ল্যাবরেটরি 

ঘ) বিদ্যালয় 


উত্তর : গ) ল্যাবরেটরি 

১৩। উড়ন্ত মাকু আবিষ্কার করেন ? 

ক) জেমস হারগ্রিভস

খ) হামফ্রে ডেভি

গ) জন কে 

ঘ) জেমস ওয়াট 


উত্তর :  গ) জন কে

১৪। টেলিফোনের আবিষ্কারক হলেন ? 

ক) গ্রাহাম বেল 

খ) কেপলার 

গ) জেমস লং 

ঘ) মার্কনি


উত্তর : ক) গ্রাহাম বেল

১৫। নিরাপত্তা বাতি আবিষ্কার করেন ? 

ক) স্পিনিং জেনি 

খ) হামফ্রে ডেভি 

গ) জেমস ওয়াট 

ঘ) জন কে 


উত্তর : খ) হামফ্রে ডেভি 



১৬। প্রথম শস্য ঝারাই যন্ত্র আবিষ্কার করেন ? 

ক) ওয়াল্টার মিল 

খ) ফুলটন 

গ) জনকে 

ঘ) জন স্মিটন 


উত্তর : ক) ওয়াল্টার মিল

১৭। কোন দেশে বারুদ তৈরির কৌশল উদ্ভাবন হয় ? 

ক) চিনে 

খ) আরবে 

গ) ভারতে 

ঘ) জার্মানিতে 


উত্তর : ক) চিনে 

১৮। ধাতুনির্মিত গোলা বা হাতকামানের ব্যাবহার প্রথম যে দেশে চালু হয়েছিল ? 

ক) ফ্রান্সে 

খ) চিনে 

গ) ভারতে 

ঘ) ইংল্যান্ডে 


উত্তর : খ) চিনে

১৯। ‘বিস্ময়কর ডাক্তার’ বলা হয় ? 

ক) ফ্রান্সিস বেকনকে 

খ) রজার বেকনকে

গ) কেপলারকে

ঘ) গ্যালিলিওকে


উত্তর : খ) রজার বেকনকে

২০। কোন দেশে প্রথম মুদ্রণযন্ত্র আবিষ্কার হয় ? 

ক) ইংল্যান্ড 

খ) জার্মানি 

গ) ভারত 

ঘ) চিন 


উত্তর : খ) জার্মানি



২১। ‘জাতক পদ্ধতি’ গ্রন্থের রচয়িতা ? 

ক) আর্যভট্ট

খ) বরাহমিহির

গ) অ্যারিস্টটল 

ঘ) শ্রীপতি


উত্তর : ঘ) শ্রীপতি

২২। আমেরিকা আবিষ্কৃত হয় ? 

ক) ১৪৫৩ খ্রিস্টাব্দে

খ) ১৪৯২ খ্রিস্টাব্দে

গ) ১৫২০ খ্রিস্টাব্দে

ঘ) ১৮৬১ খ্রিস্টাব্দে


উত্তর : খ) ১৪৯২ খ্রিস্টাব্দে

২৩। ইউরোপ থেকে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন ? 

ক) বাথোলোমিউ

খ) ভাস্কো দা গামা 

গ) কলম্বাস 

ঘ) জন কেব্রাল 


উত্তর : খ) ভাস্কো দা গামা

২৪। আফ্রিকার কঙ্গো আবিষ্কার করেন ? 

ক) দিয়োগা ক্যাও

খ) রাজকুমার হেনরি 

গ) বাথোলোমিউ দিয়াজ 

ঘ) ভাস্কো দা গামা 


উত্তর : ক) দিয়োগা ক্যাও

২৫। প্রশান্ত মহাসাগরের নামকরণ করেন ? 

ক) বালবোয়া

খ) কলম্বাস 

গ) ম্যাগেলান

ঘ) আমেরিগো ভেসপুচি 


উত্তর : গ) ম্যাগেলান



২৬। আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন ? 

ক) কলম্বাস 

খ) মার্কোপোলো 

গ) বালবোয়া

ঘ) ভাস্কো দা গামা 


উত্তর : ক) কলম্বাস




শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

মেঘদূতম MCQ প্রশ্নোত্তর

একাদশ শ্রেণী xi class Sanskrit সংস্কৃত মেঘদূতম MCQ প্রশ্নোত্তর meghdutom mcq questions answers


১। ‘মেঘদূতম’ কোন শ্রেণীর কাব্য ? 

ক) মহাকাব্য 

খ) চম্পূকাব্য 

গ) গীতিকাব্য 

ঘ) দৃশ্যকাব্য 


উত্তর : গ) গীতিকাব্য

২। ‘মেঘদূতম’ কোন শ্রেণীর গীতিকাব্য ? 

ক) ভক্তিমূলক 

খ) প্রেমমূলক

গ) বিরহমূলক

ঘ) কাহিনীমূলক


উত্তর : খ) প্রেমমূলক

৩। ‘মেঘদূতম’ এর রচয়িতা কে ? 

ক) কালিদাস 

খ) মাঘ 

গ) ভবভূতি

ঘ) ভারবি 


উত্তর : ক) কালিদাস

৪। কালিদাস রচিত অপর গীতিকাব্যটির নাম কি ? 

ক) রঘুবংশম 

খ) কুমারসম্ভব 

গ) বিক্রমোবর্শিয়ম 

ঘ) ঋতুসংহারম


উত্তর : ঘ) ঋতুসংহারম

৫। সংস্কৃত কাব্যজগতে শ্রেষ্ট গীতিকাব্য কোনটি ? 

ক) পবনদূতম

খ) হংসদূতম

গ) মেঘদূতম

ঘ) মনোদূতম


উত্তর : গ) মেঘদূতম



৬। যক্ষকে কে শাপ দিয়েছিলেন ? 

ক) দুর্বাসা 

খ) ইন্দ্র 

গ) কুবের 

ঘ) ব্রহ্মা 


উত্তর : গ) কুবের

৭। যক্ষকে কোথায় নির্বাসন দন্ড দেওয়া হয়েছিল ? 

ক) হিমালয়ে 

খ) বিন্ধ পর্বতে 

গ) ধবলগিরিতে

ঘ) রামগিরিতে


উত্তর : ঘ) রামগিরিতে

৮। যক্ষকে কতদিনের জন্য শাপভোগ করতে হয়েছিল ? 

ক) এক বছরের জন্য 

খ) পাঁচ বছরের জন্য 

গ) দশ বছরের জন্য 

ঘ) যাবজ্জীন 


উত্তর : ক) এক বছরের জন্য 

৯। রামগিরির আশ্রমগুলি কার স্নানের দ্বারা পুণ্যদক হয়েছিল ? 

ক) সতী 

খ) সাবিত্রী 

গ) সীতা 

ঘ) দয়মন্তী


উত্তর : গ) সীতা

১০। যক্ষ কোন মাসে আকাশে মেঘের সঞ্চার দেখা পেল ? 

ক) বৈশাখ 

খ) জৈষ্ট 

গ) আষাঢ়

ঘ) শ্রাবণ 


উত্তর : গ) আষাঢ়



১১। যক্ষ কোন দিনে আকাশে মেঘের সঞ্চার দেখেছিলেন ? 

ক) ১ আষাঢ়

খ) ২ শ্রাবণ 

গ) ৩১ আষাঢ়

ঘ) ৫ আষাঢ়


উত্তর : ক) ১ আষাঢ়

১২। মেঘকে কবি কার সঙ্গে তুলনা করেছেন ? 

ক) হস্তির 

খ) বিন্ধ্যপর্বতের 

গ) হিমালয়ের চূড়ায় 

ঘ) পর্বতের সানুপ্রদেশের 


উত্তর : ক) হস্তির

১৩। ‘রামগিরি’র বর্তমান নাম কি ? 

ক) চুনার 

খ) রামাচল

গ) রামটেক 

ঘ) জয়ন্তী 


উত্তর : গ) রামটেক

১৪। যক্ষ কোন পুষ্প দিয়ে অর্ঘ্য রচনা করেছিল ? 

ক) উটজ 

খ) কুটজ

গ) গোলাপ 

ঘ) পদ্ম


উত্তর : খ) কুটজ

১৫। কারা চেতন অচেতনের বিভেদ ভুলে যায় ?

ক) প্রবাসীরা 

খ) কামাতরা

গ) প্রিয়াবিরহীরা

ঘ) নারীজাতি 


উত্তর : খ) কামাতরা



১৬। যক্ষ মেঘকে কার প্রকৃতি পুরুষ বলে জানে ? 

ক) আকাশে 

খ) দেবরাজ ইন্দ্রের

গ) সৃষ্টিকর্তা ব্রহ্মার 

ঘ) প্রলয়কর্তা মহাদেবের 


উত্তর : খ) দেবরাজ ইন্দ্রের

১৭। যক্ষ কাকে ‘দূরবন্ধুগর্ত:’ বলেছে ? 

ক) মেঘকে 

খ) যক্ষপ্রিয়াকে 

গ) প্রবাসীকে 

ঘ) নিজেকে 


উত্তর : ঘ) নিজেকে

১৮। মেঘের বামভাগে কে কূজন করবে ? 

ক) বলাকা 

খ) চাতক

গ) বিহগ

ঘ) পরভূত


উত্তর : খ) চাতক

১৯। বর্ষাকালে কাদের গর্ভাধান হয় ? 

ক) বলাকা 

খ) চাতক 

গ) যক্ষপত্নী 

ঘ) কুবেরপত্নী 


উত্তর : ক) বলাকা

২০। মেঘকে পরিচালিত করতে বাতাস কীভাবে প্রবাহিত হবে ? 

ক) পূর্ব থেকে পশ্চিমে 

খ) পশ্চিম থেকে পুবে 

গ) পূর্ব থেকে উত্তরে 

ঘ) উত্তর থেকে দক্ষিণে 


উত্তর : গ) পূর্ব থেকে উত্তরে 



২১। ‘মেঘদূতম’ কটি খন্ডে বিভক্ত ? 

ক) একটি 

খ) দুটি 

গ) তিনটি 

ঘ) চারটি 


উত্তর : খ) দুটি

২২। ‘মেঘদূতম’ কাব্যের একজন বিখ্যাত টিকাকার হলেন ? 

ক) রূপ গোস্বামী 

খ) মল্লিনাঠ 

গ) কালিদাস 

ঘ) জয়দেব 


উত্তর : খ) মল্লিনাথ

২৩। যক্ষের প্রভু ছিলেন ? 

ক) দুর্বাসা 

খ) ব্রহ্মা 

গ) কুবের 

ঘ) ইন্দ্র 


উত্তর : গ) কুবের 

২৪। কুবেরের দেওয়া অভিশাপ ভোগের সময় ছিল ? 

ক) চার মাস

খ) তিন মাস

গ) বারো মাস

ঘ) নয় মাস


উত্তর : গ) বারো মাস

২৫। যক্ষের হাত থেকে খসে পড়েছিল ? 

ক) সোনার কুন্ডল 

খ) রুপোর কঙ্কন 

গ) সোনার বালা

ঘ) রুপোর নূপুর


উত্তর : গ) সোনার বালা



২৬। যা দেখে সুখী মানুষের মনও উত্মনা হয়ে ওঠে , সেটি হল ? 

ক) বলাকা 

খ) সরোবর 

গ) মেঘ 

ঘ) বর্ষা


উত্তর : গ) মেঘ

২৭। কুবেরের উদ্যানে স্থাপিত মূর্তিটি ছিল ? 

ক) বিষ্ণুর 

খ) কালীর 

গ) ব্রহ্মার 

ঘ) শিবের 


উত্তর : ঘ) শিবের

২৮। আকাশে চলার পথে মেঘকে সেবা করবে ? 

ক) বলাকারা 

খ) চাতকেরা

গ) সারিকারা

ঘ) কোকিলেরা


উত্তর : ক) বলাকারা

২৯। মেঘের সঙ্গে উড়তে উড়তে মিলনের আনন্দ অনুভব করবে ? 

ক) চাতকবধূরা 

খ) বলাকাবধূরা

গ) ক্রঞ্চোবধূরা

ঘ) চক্রবাকবধূরা


উত্তর : খ) বলাকাবধূরা

৩০। ধনপতি কে ? 

ক) কুবের 

খ) রাজা 

গ) লক্ষ্মী 

ঘ) রাবণ 


উত্তর : ক) কুবের 






বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

কর্তার ভূত MCQ প্রশ্নোত্তর

একাদশ শ্রেণী xi class bengali বাংলা কর্তার ভূত MCQ প্রশ্নোত্তর kortar bhut mcq questions answers


১। ‘কর্তার ভূত’ কাহিনীটি ?

ক) প্রতীকী রচনা 

খ) সাংকেতিক রচনা 

গ) রূপক রচনা

ঘ) লঘু রচনা

উত্তর : গ) রূপক রচনা


২। ‘কর্তার ভূত’ গল্পে যে চরিত্রগুলি রয়েছে , সেগুলি হল ?

ক) দেবতা ও মানব 

খ) মানুষ , দেবতা 

গ) ভূত , রাক্ষস 

ঘ) ভূত , দেবতা , মানুষ 

উত্তর : ঘ) ভূত , দেবতা , মানুষ 

৩। ‘বুড়ো কর্তার মরণকালে দেশশুদ্ধ সবাই’ উদ্বিগ্ন, কারণ ?

ক) কর্তা গেলে তাদের কে দেখবে 

খ) কর্তা গেলে তাদের কি দশা হবে 

গ) কর্তা গেলে তাদের ভাবনা কে ভাববে 

ঘ) কর্তা গেলে তাদের নিয়ে কে হ্যাপা পোয়াবে

উত্তর : খ) কর্তা গেলে তাদের কি দশা হবে

৪। ‘ আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে ।’ – এখানে ‘ঠান্ডা’ অর্থে ?

ক) শীতল

খ) নম্ভ্র

গ) ল অ্যান্ড অর্ডারের মাধ্যমে শান্তি রক্ষা

ঘ) শান্তি

উত্তর : ঘ) শান্তি

৫। দেবতা দয়া করে কর্তাকে বলেছিলেন ?

ক) দেবী হয়ে থাক

খ) ভূত হয়ে থাক

গ) মানুষ হয়ে থাক

ঘ) দানব হয়ে থাক

উত্তর : খ) ভূত হয়ে থাক


৬। ‘ভূতের কারও জন্যে মাথাব্যাথাও নেই ।’ কারণ ?

ক) ভূতের মাথা নেই 

খ) ভূতের হৃদয় নেই

গ) ভূতের সময় নেই

ঘ) ভূতের পা নেই

উত্তর : ক) ভূতের মাথা নেই 

৭। ‘তার বিরুদ্ধে না চলে নালিশ’ - কার বিরূদ্ধে নালিশ না চলার কারণ ?

ক) দেবতার 

খ) মানুষের 

গ) ভূতের 

ঘ) দানবের

উত্তর : গ) ভূতের

৮। হুঁশিয়ার যারা তাদের কাছে ঘেঁষতে চায় না , কারণ ?

ক) পাছে অত্যাচারিত হয় 

খ) পাছে মার খায় 

গ) পাছে প্রায়শ্চিত্ত করতে হয়

ঘ) পাছে অপদস্থ হয় 

উত্তর : গ) পাছে প্রায়শ্চিত্ত করতে হয়

৯। ‘চুপ । এখনো ঘানি অচল হয়নি ।’ ভূতের নায়েবের এই ভয় দেখানোর কারণ ?

ক) ঘানি টানার লোকের অভাব 

খ) ঘানি টানতে অসম্মত হওয়া

গ) অবাচীনদের ভূত ছাড়ানোর হুমকি 

ঘ) ঘানি টানার মতো অসহযোগিতার আশঙ্কা

উত্তর : খ) ঘানি টানতে অসম্মত হওয়া

১০। ভূতুড়ে জেলখানার নিরন্তর ঘোরা ঘানি থেকে কি বেরোয় ?

ক) মানুষের তেজ 

খ) তেল

গ) মানুষের মেধা 

ঘ) মানুষের রক্ত - মজ্জা 

উত্তর : ক) মানুষের তেজ


১১। ‘খোকা ঘুমোলো, পাড়া জুড়ালো’ এর সঙ্গে ছন্দ মিলিয়ে পরের পদটি ?

ক) হার্মাদ এল দেশে 

খ) লুটেরা এল দেশে 

গ) বর্গি এল দেশে 

ঘ) দুশমন এল দেশে 

উত্তর : গ) বর্গি এল দেশে 


১২। ‘এটা ভূতের দোষ নয়’ - এ কথা কে বলেছেন ?

ক) চুড়ামনি

খ) শিরোমণি - চুড়ামনি

গ) শিরোমণি

ঘ) বিদ্যারত্ন

উত্তর : খ) শিরোমণি - চুড়ামনি

১৩। খিড়কির আনাচে কানাচে ঘোরে ভূতের ?

ক) পেয়াদা 

খ) পেশকার

গ) পুলিশ

ঘ) পাহারাদার

উত্তর : ক) পেয়াদা

১৪। গভীর রাতে দেশে দু-একটা লোকের হাত জোড় করার কারণ ?

ক) কর্তার ভূত যেন তাদের ছেড়ে না যান 

খ) কর্তার ভূত যেন শান্তিতে থাকতে দেন 

গ) কর্তার ভূতের কি এখনো ছাড়বার সময় হয়নি

ঘ) কর্তার ভূত কি চিরকাল থেকে যাবেন 

উত্তর : গ) কর্তার ভূতের কি এখনো ছাড়বার সময় হয়নি

১৫। ভূতের নায়েব ভূতের জেলখানার কে ?

ক) জেলার

খ) কর্তা

গ) দারোগা

ঘ) আধিকারিক

উত্তর : গ) দারোগা


১৬। বেঁহুশ যারা তারাই কি ?

ক) অশুচি

খ) অপবিত্র

গ) পবিত্র

ঘ) পাপী

উত্তর : গ) পবিত্র

১৭। ‘তাতে অত্যন্ত আনন্দ পায় ।’ কারা আনন্দ পায় ?

ক) দার্শনিক

খ) বিজ্ঞানী

গ) তত্ত্বজ্ঞানী দেশ 

ঘ) ভূতগ্রস্থ দেশ 

উত্তর : ঘ) ভূতগ্রস্থ দেশ 

১৮। ‘ভাবনা কি’ এ কথা কে বললেন ?

ক) দেবতা 

খ) অসুর

গ) দানব

ঘ) রাক্ষস

উত্তর : ক) দেবতা 

১৯। ‘সেইখানেই তো ভূত ।’ এ কথা কে বলেছে ?

ক) দানব 

খ) অবাচীনেরা

গ) দেবতা

ঘ) কর্তা

উত্তর : ঘ) কর্তা
 
২০। ভূতের মাথায় কি চাপে ?

ক) সকল  চিন্তা

খ) সকল ভাবনা

গ) সকল দুঃখ

ঘ) সকল ভার

উত্তর : খ) সকল ভাবনা


২১। ‘ কারও হুঁশ ছিল না ’ - কোন ব্যাপারে ?

ক) বর্গির দলের আক্রমণের ব্যাপারে 

খ) বুলবুলির ঝাঁকের ধান খাওয়ার ব্যাপারে 

গ) ভূতুড়ে জেলখানায় ঘানি ঘোরালো যে তেজ বেরিয়ে যায় সে ব্যাপারে 

ঘ) বিদেশের লোকেরা ভয়ংকর সজাগ আছে - সে ব্যাপারে

উত্তর : খ) বুলবুলির ঝাঁকের ধান খাওয়ার ব্যাপারে

২২। ‘মানুষের মৃত্যু আছে ’ ?

ক) অমানুষের তো মৃত্যু নেই  

খ) ভূতের তো মৃত্যু নেই 

গ) কুসস্কারের তো মৃত্যু নেই 

ঘ) ঘাতকের তো মৃত্যু নেই 

উত্তর : খ) ভূতের তো মৃত্যু নেই 

২৩। কেবল অতি সামান্য একটা কারণে একটু মুশকিল বাঁধল । কারণটি হল ?

ক) পৃথিবীর সকল দেশেই অত্যন্ত ভূতের উপদ্রব

খ) পৃথিবীর কোনো দেশেই ভূতের অস্তিত্ব নেই 

গ) পৃথিবীর অন্য দেশগুলিকে ভূতে পায়নি

ঘ) পৃথিবীর কোনো দেশেই উপযুক্ত ওঝা পাওয়া গেল না

উত্তর : গ) পৃথিবীর অন্য দেশগুলিকে ভূতে পায়নি

২৪। তারা বলে ‘ভয় করে যে কর্তা ।’ তাদের ভয়ের কারণ ?

ক) কর্তা বেঁচে নেই 

খ) কর্তা খুবই অসুস্থ

গ) অন্ধ সংস্কারকে তারা ছাড়তে চায় না 

ঘ) কর্তাকে ছাড়া তারা চলতে পারবে না 

উত্তর : ঘ) কর্তাকে ছাড়া তারা চলতে পারবে না

 

২৫। ‘যেমন করে পারি ভূত ছাড়াব ।’ উক্তিটির বক্তা হল ?

ক) মাসিপিসি 

খ) ভূতের নায়েব

গ) মাসতুতো - পিসতুতোর দল 

ঘ) অবাচীনেরা

উত্তর : ঘ) অবাচীনেরা

২৭। ভূতুড়ে জেলখানার দারোগা ছিল ?

ক) ভূতের রায়ত  

খ) ভূতের নায়েব

গ) ভূতের জমিদার 

ঘ) ভূতের গোমস্তা

উত্তর :  খ) ভূতের নায়েব

২৮। আগে আগে ভূত পেয়ে বসেছে ?

ক)  সমাজকে 

খ) ওঝাকে

গ) অবাচীনদের

ঘ) মাসিপিসিদের 

উত্তর : খ) ওঝাকে

২৯। ‘অভূতের পেয়াদা ঘোরে ’ – ?

ক) খিড়কির আনাচে কানাচে 

খ) সদরের রাস্তায় ঘাটে

গ) শশ্মানের রাস্তায় ঘাটে 

ঘ) জেলখানার আনাচে কানাচে 

উত্তর : ক) খিড়কির আনাচে কানাচে

৩০। জগতের সবচেয়ে আদিম চলার রীতিটি হল ?

ক) চোখ বুজে চলা  

খ) চোখ খুলে চলা 

গ) গুটিসুটি হয়ে চলা 

ঘ) জোরে জোরে হাঁটা 

উত্তর :  ক) চোখ বুজে চলা


৩১। সনাতন ঘুম বলতে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছেন ? 

ক) আদিমকালের ঘুম

খ) অন্ধকারে ঘুম

গ) ভাতঘুম

ঘ) চিরকালের ঘুম

উত্তর :  ক) আদিমকালের ঘুম

৩২। ‘সেইখানেই তো ভূত ।’ কথাটি বলেন ?

ক) অভূতের পেয়াদা

খ) শিরোমণি চুরামনি

গ) বুড়ো কর্তা 

ঘ) ভূতের দল 

উত্তর : ঘ) ভূতের দল



বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

সুয়েজখালে হাঙর শিকার MCQ প্রশ্নোত্তর

একাদশ শ্রেণী xi class bengali বাংলা সুয়েজখালে হাঙর শিকার MCQ প্রশ্নোত্তর suyejkhale hangor shikar mcq questions answers


১। ‘সুয়েজখালে হাঙর শিকার’ প্রবন্ধে ফাতনা হিসেবে ব্যাবহার করা হয়েছিল ? 

ক) জাহাজের কাঠ

খ) মস্ত কাঠ

গ) করিকাঠ

ঘ) বড়ো শোলা


উত্তর : খ) মস্ত কাঠ


২। প্রথম হাঙরটিকে লেখকের ‘বাঘা’ নাম দেওয়ার কারণ ? 

ক) সে বাঘের মতো হিংস্র ও ভয়ংকর ছিল 

খ) সে বাঘের মতোই দ্রুতগতিসম্পন্ন ছিল 

গ) বাঘের মতোই কালো ডোরাকাটা দাগ ছিল তাঁর 

ঘ) বাঘের মতোই একাকী ভ্রমন করছিল সে 


উত্তর : গ) বাঘের মতোই কালো ডোরাকাটা দাগ ছিল তাঁর 

৩। হাঙরকে ঘায়েল করতে ব্যাবহার করা হয়েছিল ? 

ক) কড়িকাঠ 

খ) বর্শা 

গ) বন্দুক

ঘ) দা


উত্তর : ক) কড়িকাঠ

৪। ‘কোথা থেকে জাহাজ খুঁজে একটি ভীষণ বড়শির জোগাড় করলে’ কারণ ? 

ক) সে হাঙর শিকার করতে উৎসাহী 

খ) যে কোনো মাছই সে ধরতে চায় 

গ) জাহাজের ছোটো ছোটো ছেলে মেয়েরা তার কাছে আবদার জানিয়েছে 

ঘ) আগেরবার বড়শি দিয়ে হাঙর ধরা গিয়েছিল


উত্তর : ক) সে হাঙর শিকার করতে উৎসাহী 


৫। সুয়েজ বন্দরের প্রায় তিনদিকে রয়েছে ?

ক) বালির ঢিপি আর পাহাড়  

খ) সমুদ্র 

গ) অরণ্য

ঘ) গম্বুজ 


উত্তর : ক) বালির ঢিপি আর পাহাড়




৬। কোন মাছ দেখে লেখকের হাঙরের বাচ্চা মনে হয়েছিল ? 

ক) তিমি  

খ) বনিটো

গ) ইলিশ

ঘ) ডলফিন


উত্তর : খ) বনিটো

৭। ‘গতস্য শোচনা নাস্তি’ কথাটির অর্থ ? 

ক) ভুলের জন্য অনুশোচনা  

খ) যা হয়ে গেছে তাঁর জন্য অনুশোচনা করে লাভ নেই 

গ) অনুশোচনাই সংশোধনের উপায় 

ঘ) অনুশোচনা করলেই ক্ষমা করা যায় না 


উত্তর : খ) যা হয়ে গেছে তাঁর জন্য অনুশোচনা করে লাভ নেই


৮। কলম্বাস ভারতে আসার নতুন রাস্তা খোঁজার চেষ্টায় পার হয়েছিলেন ? 

ক) ভারত মহাসাগর 

খ) প্রশান্ত মহাসাগর

গ) আটলান্টিক মহাসাগর

ঘ) বঙ্গোপসাগর


উত্তর : গ) আটলান্টিক মহাসাগর


৯। যে মাছগুলি হাঙরের আশে পাশে ঘুরছিল , পিঠে চড়ে বসছিল তাদের নাম ছিল ? 

ক) বনিটো

খ) ম্যাকারেল 

গ) চোষক

ঘ) পাইলট ফিস


উত্তর : গ) চোষক

১০। কার উৎসাহে হাঙর ধরার উপকরণ সংগৃহীত হয়েছিল ? 

ক) আরব মিঞা 

খ) খালাসী

গ) লেখক

ঘ) সেকেন্ড ক্লাসের ফৌজি


উত্তর : ঘ) সেকেন্ড ক্লাসের ফৌজি




১১। সুয়েজ খাল কে খনন করেন ? 

ক) আমুন্ডসেন  

খ) কলম্বাস 

গ) ফার্ডিনেন্ড লেসেস্প

ঘ) মিশরের ফেরো


উত্তর : গ) ফার্ডিনেন্ড লেসেস্প


১২। স্বামীজি কাদের প্রণাম জানিয়েছেন ? 

ক) ভারতের অস্পৃশ্য মানুষজনকে  

খ) ভারতের তাঁতি জোলা শ্রেণির লোকজনকে

গ) ভারতের শ্রমজীবী মানুষজনকে

ঘ) ভারতের আপামর জনসাধারণকে 


উত্তর : গ) ভারতের শ্রমজীবী মানুষজনকে

১৩। সুয়েজ খাল কোম্পানির অধিকাংশ শেয়ার এখন কাদের ? 

ক) ফরাসিদের  

খ) ওলন্দাজদের 

গ) ইংরেজদের

ঘ) ইতালিয়দের


উত্তর : গ) ইংরেজদের


১৪। সুয়েজ বন্দরে যাত্রীদের নামতে না দেওয়ার কারণ ? 

ক) বন্দরের ভগ্নদশা থাকার জন্য  

খ) প্লেগ সংক্রমণের ভয়ে 

গ) ম্যালেরিয়া সংক্রমণের ভয়ে 

ঘ) যাত্রীরা পালিয়ে যেতে পারে এই ভয়ে 


উত্তর : খ) প্লেগ সংক্রমণের ভয়ে 

১৫। বনিটোর সঙ্গে হাঙরের পার্থক্য হল ? 

ক) বনিটোর তুলনায় হাঙর কুৎসিত

খ) বনিটো দ্রুতগতিসম্পন্ন , হাঙরের গদাইলশকরি চাল

গ) হাঙরের তুলনায় বনিটো হিংস্র 

ঘ) বনিটো হাঙরের তুলনায় নভ্র


উত্তর : খ) বনিটো দ্রুতগতিসম্পন্ন , হাঙরের গদাইলশকরি চাল




১৬। ‘সুয়েজখালে হাঙর শিকার’ প্রবন্ধে লেখক হাঙরকে যে নামে উল্লেখ করেছেন , তাহল ? 

ক) আরকটি মাছ  

খ) পাইলট ফিশ

গ) থাবড়ামুখো

ঘ) হাঙর চোষক


উত্তর : গ) থাবড়ামুখো


১৭। গতবারে আসবার সময়ে সুয়েজে জাহাজ কতক্ষন ছিল ? 

ক) অল্পক্ষণই

খ) সারাদিনই

গ) বেশিক্ষণই

ঘ) অনেক অনেককক্ষনই


উত্তর : ক) অল্পক্ষণই


১৮। ‘বুঝি উনি হাঙরের বাচ্চা’ এখানে ‘উনি’ বলতে কে ? 

ক) ডলফিন 

খ) বনিটো

গ) তিমি

ঘ) হাঙর


উত্তর : খ) বনিটো

১৯। কাতারে কাতারে স্ত্রী পুরুষ , ছেলে মেয়ে ঝুঁকে পড়ে কি দেখছিল ? 

ক) কুমির

খ) তিমি

গ) ডলফিন

ঘ) হাঙর


উত্তর : ঘ) হাঙর

২০। দশ হাত দরিয়ার ওপর তেল ভাসছে কেমন করে ? 

ক) থিকথিক করে

খ) ঝিকঝিক করে

গ) চিকচিক করে

ঘ) ঝিকমিক করে


উত্তর : খ) ঝিকঝিক করে




২১। ‘আহা কি নিষ্টুর ! মেরো না’ বলে চিৎকার করতে লাগল কারা ? 

ক) যাত্রীরা 

খ) ছেলেরা

গ) মেয়েরা

ঘ) বুড়োরা


উত্তর : গ) মেয়েরা

২২। কি পেলে অনেকেই বীর হয় ? 

ক) অস্ত্র পেলে

খ) বুড়ো কাজ হাতে পেলে

গ) সম্মান পেলে

ঘ) পুরস্কার পেলে


উত্তর : খ) বুড়ো কাজ হাতে পেলে


২৩। ‘সুয়েজ খালে হাঙর শিকার’ একটি কি ? 

ক) প্রবন্ধ  

খ) গল্প

গ) রম্যরচনা 

ঘ) উপন্যাসের অংশ 


উত্তর : ক) প্রবন্ধ  

২৪। ‘ওর মাংস লাল ও বড়ো সুস্বাদু’ এখানে কোন মাছের কথা বলা হয়েছে ? 

ক) বনিটো  

খ) ইলিশ

গ) তিনি

ঘ) পাইলট ফিশ


উত্তর : ক) বনিটো

২৫। জাহাজ থেকে ক্রেনে করে মাল তুলে নৌকায় ফেলেছিল , কারা ? 

ক) কুলিরা

খ) খালাসিরা 

গ) মজুররা 

ঘ) মুটেরা


উত্তর : খ) খালাসিরা



২৬। প্লেগ রোগ বহন করে কে ? 

ক) আরশোলা

খ) ইঁদুর

গ) মশা

ঘ) মাছি


উত্তর : খ) ইঁদুর

২৭। প্লেগ বিষ শরীরে ঢুকলে তার প্রকাশ ঘটে কত দিনের মধ্যে ? 

ক) আট দিন 

খ) সাত দিন

গ) নয় দিন

ঘ) দশ দিন 


উত্তর : ঘ) দশ দিন

২৮। কখন শোনা গেল যে , জাহাজের পেছনে বড়ো বড়ো হাঙর ভেসে ভেসে বেড়াচ্ছে ? 

ক) দুপুর বেলা খাবার দাবার আগেই 

খ) দুপুর বেলা খাবার দাবার পরেই

গ) সকাল বেলা খাবার দাবার আগেই

ঘ) সকাল বেলা খাবার দাবার পরেই


উত্তর : গ) সকাল বেলা খাবার দাবার আগেই


২৯। সাদা টুপিগুলি নামানোর কথা বলা হয়েছে , কারণ ? 

ক) হাঙর ভড়কে যাবে

খ) হাঙর পালাবে

গ) হাঙর ভয় পেয়ে আসবে না 

ঘ) হাঙর ঘাবড়ে যাবে 


উত্তর : ক) হাঙর ভড়কে যাবে


৩০। ‘তাই ইংরেজ এখন সকলের উপর বড়ো জাত’ কারণ ? 

ক) ইংরেজের সম্পদ সবার চেয়ে বেশি  

খ) ইংরেজের সাম্রাজ্য সবার চেয়ে বড়ো 

গ) ইংরেজের ব্যাবসার জায়গা সবার চেয়ে বিস্তৃত 

ঘ) ইংরেজের ঘরে ভারতের সমস্ত বানিজ্য ও রাজস্ব 


উত্তর : ঘ) ইংরেজের ঘরে ভারতের সমস্ত বানিজ্য ও রাজস্ব