রাজনীতির বিবর্তন শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা MCQ প্রশ্নোত্তর
১। নগর রাষ্ট্রের অপর নাম ?
ক) অ্যাপেলা
খ) ইফোর
গ) আক্কাদ
ঘ) পলিস
উত্তর : ঘ) পলিস
২। প্লেটোর মতে , একটি আদর্শ পলিসের জনসংখ্যা হওয়া উচিত ?
ক) ১০,০০০
খ) ২০,০০০
গ) ৪,০০০
ঘ) ৫,০০০
উত্তর : ঘ) ৫,০০০
৩। এথেন্সে বিদেশিরা পরিচিত ছিল ?
ক) থেটিস
খ) হেলট
গ) মেটিক
ঘ) ইয়ার নামে
উত্তর : গ) মেটিক
৪। এথেন্সের শাসনকাঠামো ছিল ?
ক) রাজতান্ত্রিক
খ) প্রজাতান্ত্রিক
গ) অভিজাততান্ত্রিক
ঘ) গণতান্ত্রিক
উত্তর : ঘ) গণতান্ত্রিক
৫। প্রাচীন গ্রিসে ‘অক্টোপলিস’ স্থাপিত হয় ?
ক) পাহাড়ের শিখরে
খ) নদীর তীরে
গ) দুর্গের অভ্যন্তরে
ঘ) দ্বীপের মধ্যভাগে
উত্তর : ক) পাহাড়ের শিখরে
৬। প্রাচীন এথেন্সের আদালতকে বলা হত ?
ক) ইফর
খ) গেরুসিয়া
গ) হেলাইয়া
ঘ) আরকন
উত্তর : গ) হেলাইয়া
৭। স্পাটার শাসনকাঠামো কেমন ছিল ?
ক) রাজতান্ত্রিক
খ) প্রজাতান্ত্রিক
গ) গণতান্ত্রিক
ঘ) অভিজাততান্ত্রিক
উত্তর : ঘ) অভিজাততান্ত্রিক
৮। ভারতে ঋগবৈদিক যুগের আর্যরা ছিল ?
ক) যাযাবর
খ) পশুশিকারী
গ) পশুচারণকারী
ঘ) অর্ধ যাযাবর
উত্তর : খ) পশুশিকারী
৯। গ্রামের শাসনকার্য পরিচালনাকারিকে বলা হত ?
ক) গ্রামনী
খ) গোষ্ঠীপতি
গ) গ্রামপতি
ঘ) রাজা
উত্তর : ক) গ্রামনী
১০। কয়েকটি গ্রাম নিয়ে গড়ে উঠেছিল ?
ক) বিশ বা জন
খ) মহাজনপদ
গ) পরিবার
ঘ) জনপদ
উত্তর : ক) বিশ বা জন
১১। মহাভারতে কয়টি জন পদের উল্লেখ আছে ?
ক) ২০
খ) ২৫
গ) ৩০
ঘ) ৩৫
উত্তর : খ) ২৫
১২। মহাজনপদ গুলির উত্থান হয় ?
ক) খ্রি . পূ . ষষ্ট শতকে
খ) খ্রি . পূ . ষোড়শ শতকে
গ) খ্রি . পূ . চতুর্থ শতকে
ঘ) খ্রি . পূ . পঞ্চম শতকে
উত্তর : ক) খ্রি . পূ . ষষ্ট শতকে
১৩। কোশল মহাজনপদটির রাজধানী ছিল ?
ক) বারাণসী
খ) শ্রাবস্তী
গ) অস্মক
ঘ) বৃজি
উত্তর : খ) শ্রাবস্তী
১৪। খিষ্ট্রপূর্ব ষষ্ট শতকে মূলত উত্তর ভারতে সামান্য কটি যে গঠনমূলক মহাজনপদ গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম হলো ?
ক) মগধ
খ) মল্লে
গ) গান্ধার
ঘ) অবন্তী
উত্তর : ক) মগধ
১৫। মহাজনপদ গুলির মধ্যে অধিকাংশই ছিল ?
ক) গণতান্ত্রিক
খ) প্রজাতান্ত্রিক
গ) স্বৈরতান্ত্রিক
ঘ) রাজতান্ত্রিক
উত্তর : ঘ) রাজতান্ত্রিক
১৬। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন ?
ক) বিম্বিসার
খ) অজাতশত্রু
গ) চন্দ্রগুপ্ত মৌর্য
ঘ) অশোক
উত্তর : গ) চন্দ্রগুপ্ত মৌর্য
১৭। প্রাচীন যুগে ভারতে সর্বপ্রথম যে সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় তা হল ?
ক) মৌর্য সাম্রাজ্যে
খ) কুষাণ সাম্রাজ্যে
গ) গুপ্ত সাম্রাজ্যে
ঘ) পাল সাম্রাজ্যে
উত্তর : ক) মৌর্য সাম্রাজ্যে
১৮। আলেকজান্ডার ভারত অভিযান করেছিলেন ?
ক) ৩২০ খ্রিস্টপূর্বাব্দ
খ) ৩২৩ খ্রিস্টপূর্বাব্দ
গ) ৩২৭ খ্রিস্টপূর্বাব্দ
ঘ) ৩৩০ খ্রিস্টপূর্বাব্দ
উত্তর : গ) ৩২৭ খ্রিস্টপূর্বাব্দ
১৯। গ্রীক দূত মেগাস্থিনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে কটি জাতির উল্লেখ করেছেন ?
ক) ৪টি
খ) ৫টি
গ) ৬টি
ঘ) ৭টি
উত্তর : ঘ) ৭টি
২০। অশোক যেসব ধর্মদূত পাঠিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ?
ক) সংঘমিত্রা
খ) রক্ষিত
গ) ধর্মরক্ষিত
ঘ) মহারক্ষিত
উত্তর : ক) সংঘমিত্রা
২১। মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন ?
ক) পুস্যমিত্র
খ) বৃহদ্রথ
গ) বিন্দুসার
ঘ) বিম্বিসার
উত্তর : খ) বৃহদ্রথ
২২। মৌর্য বংশের পতন ঘটান ?
ক) বৃহদ্রথ
খ) ধননন্দ
গ) পুস্যমিত্র শুঙ্গ
ঘ) মহাপদ্মনন্দ
উত্তর : গ) পুস্যমিত্র শুঙ্গ
২৩। উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক রাজা হলেন ?
ক) বিম্বিসার
খ) অজাতশত্রু
গ) মহাপদ্ম নন্দ
ঘ) চন্দ্রগুপ্ত মৌর্য
উত্তর : গ) মহাপদ্ম নন্দ
২৪। সুপ্রাচীন রোম নগরীর প্রতিষ্ঠা হয়েছিল ?
ক) ৭৫৩ খ্রি.পূ.
খ) ৩২৩ খ্রি.পূ.
গ) ২৪৩ খ্রি.পূ.
ঘ) ১৮৫ খ্রি.পূ.
উত্তর : ক) ৭৫৩ খ্রি.পূ.
২৫। মেগাস্থিনিস ছিলেন ?
ক) আলেকজান্ডার দূত
খ) পুরুর দূত
গ) সিজারের দূত
ঘ) সেলুকাসের দূত
উত্তর : ঘ) সেলুকাসের দূত
২৬। সীতা হল মৌর্য যুগের একটি ?
ক) প্রথা
খ) দেবী
গ) কর
ঘ) দল
উত্তর : গ) কর
২৭। এথেন্সের দেবদেবীদের মধ্যে শ্রেষ্ট ছিলেন ?
ক) অ্যাপোলো
খ) এথেনা
গ) জিউস
ঘ) ডিমিটার
উত্তর : গ) জিউস
২৮। পূর্ব রোমান সাম্রাজ্যের পতন ঘটেছিল ?
ক) ১৫২৬ খ্রি.
খ) ১৪৫৩ খ্রি.
গ) ১৩৫৩ খ্রি.
ঘ) ১২০৯ খ্রি.
উত্তর : খ) ১৪৫৩ খ্রি.
২৯। প্যাক্স রোমানা বলতে বোঝায় ?
ক) রোমান আইন
খ) রোমান রাজধানী
গ) রোম সম্রাটের উপাধি
ঘ) রোমের সৈন্যবাহিনী
উত্তর : ক) রোমান আইন
৩০। সর্বপ্রথম খ্রিস্টধর্ম গ্রহণ করেছিলেন রোমান সম্রাট ?
ক) থিওডোরাস
খ) জুলিয়াস
গ) কনস্টানটাইন
ঘ) অগাস্টাস
উত্তর : গ) কনস্টানটাইন
৩১। রোমান সাম্রাজ্যে প্রথম দাস বিদ্রোহ ঘটে ?
ক) সিসিলিতে
খ) রোমে
গ) গ্রিসে
ঘ) পারস্য
উত্তর : ক) সিসিলিতে
৩২। ভারতের নেপোলিয়ন বলা হয় ?
ক) শ্রীগুপ্তকে
খ) স্কন্দগুপ্তকে
গ) সমুদ্রগুপ্তকে
ঘ) অশোকগুপ্তকে
উত্তর : গ) সমুদ্রগুপ্তকে
৩৩। গুপ্ত বংশের শ্রেষ্ট সম্রাট ছিলেন ?
ক) শ্রীগুপ্ত
খ) সমুদ্রগুপ্ত
গ) চন্দ্রগুপ্ত
ঘ) স্কন্দগুপ্ত
উত্তর : খ) সমুদ্রগুপ্ত
৩৪। এলাহাবাদ প্রশস্তি রচনা করেন ?
ক) সমুদ্রগুপ্ত
খ) বীরসেন
গ) হরিষেন
ঘ) রুদ্রদামন
উত্তর : গ) হরিষেন
৩৫। ‘সূর্যসিদ্ধান্ত’ গ্রন্থটি রচনা করেন ?
ক) মেগাস্থিনিস
খ) বরাহমিহির
গ) কৌটিল্য
ঘ) আর্যভট্ট
উত্তর : ঘ) আর্যভট্ট
৩৬। আর্যভট্ট ও বরাহমিহির ছিলেন ?
ক) বৈদিক যুগের বিজ্ঞানী
খ) মৌর্য যুগের বিজ্ঞানী
গ) গুপ্তযুগের বিজ্ঞানী
ঘ) কুষাণ যুগের বিজ্ঞানী
উত্তর : গ) গুপ্তযুগের বিজ্ঞানী
৩৭। জাবতি প্রথার প্রবর্তন করেন ?
ক) শেরশাহ
খ) আকবর
গ) শাহজাহান
ঘ) ঔরঙ্গজৈব
উত্তর : ক) শেরশাহ
৩৮। ‘মোগল সুবার’ শাসনকর্তাদের বলা হত ?
ক) দেওয়ান
খ) কাজী
গ) সুবাদার
ঘ) মন্ত্রীন
উত্তর : গ) সুবাদার
৩৯। দিল্লীর পুরানো কেল্লা কে নির্মাণ করেন ?
ক) বাবর
খ) শেরশাহ
গ) হুমায়ূন
ঘ) আকবর
উত্তর : খ) শেরশাহ
৪০। পানিপথের প্রথম যুদ্ধ হয় ?
ক) ১৫২৬ খ্রিস্টাব্দে
খ) ১৫৫৬ খ্রিস্টাব্দে
গ) ১৭৬১ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৫৭ খ্রিস্টাব্দে
উত্তর : ক) ১৫২৬ খ্রিস্টাব্দে
কোন মন্তব্য নেই