বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

বাড়ীর কাছে আরশিনগর MCQ প্রশ্নোত্তর

একাদশ শ্রেণী xi class bengali বাংলা বাড়ীর কাছে আরশিনগর MCQ প্রশ্নোত্তর barir kache arshinagar mcq questions answers


১। ‘ক্ষণেক ভাসে নীরে’ কার সম্বন্ধে এ কথা বলা হয়েছে ? 

ক) পড়শি 

খ) লালন

গ) সিরাজ সাঁই

ঘ) ফিরোজ সাঁই


উত্তর : ক) পড়শি 

২। ‘পড়শি’ বাস করেন ? 

ক) কবির পাশের গ্রামে

খ) আরশিনগরে 

গ) শূন্যে ও নীরে

ঘ) কবির মনে 


উত্তর : খ) আরশিনগরে 

৩। ‘গ্রাম বেড়িয়ে অগাধ পানি’ এখানে ‘বেড়িয়ে’ শব্দের অর্থ ? 

ক) পার হয়ে 

খ) বেষ্টন করে 

গ) ঘুরে ঘুরে 

ঘ) মধ্যে 


উত্তর : খ) বেষ্টন করে 

৪। ‘পড়শি যদি আমায় ছুত ।’ পড়শি ছুলে কি হবে ? 

ক) যত যাতনা দূর হবে

খ) সুবুদ্ধির বিকাশ হবে 

গ) সমাজ সচেতনতা বাড়বে 

ঘ) ভালোবাসা বোধ জাগবে 


উত্তর : ক) যত যাতনা দূর হবে

৫। লালন ও পড়শির মধ্যে দুরত্ব হল ? 

ক) কয়েক মাইল

খ) একশো যোজন

গ) হাজার যোজন 

ঘ) লক্ষ যোজন 


উত্তর : ঘ) লক্ষ যোজন



৬। আরশি শব্দের অর্থ কী ? 

ক) আয়না 

খ) পড়শি 

গ) কাচ

ঘ) ছায়া 


উত্তর : ক) আয়না 

৭। ‘ ও তার নাই কিনারা নাই তরণী পারে ’ - ‘তরণী’ শব্দের অর্থ ? 

ক) স্থলভাগ 

খ) বাসস্থান 

গ) মানুষ

ঘ) নৌকা 


উত্তর : ঘ) নৌকা 

৮। লালন আর পড়শির মধ্যে কত দূরত্ব ছিল ? 

ক) অসীম 

খ) লক্ষ যোজন 

গ) একশো যোজন 

ঘ) হাজার যোজন 


উত্তর : খ) লক্ষ যোজন 


৯। ‘বাড়ির কাছে আরশিনগর’ পদটি কে লিখেছেন ? 

ক) পাঞ্জু শাহ

খ) লালন ফকির 

গ) গোঁসাই গোপাল

ঘ) দুন্দু শাহ 


উত্তর : খ) লালন ফকির

১০। বাউল লালন ফকির কোথায় জন্মগ্রহণ করেন ? 

ক) কুষ্টিয়ায়

খ) কুমাখালীতে 

গ) ভাঁড়ারায়

ঘ) সেউড়িয়ায়


উত্তর : গ) ভাঁড়ারায়



১১। বাউলরা কাকে খোঁজে ? 

ক) রাধাকৃষ্ণকে 

খ) আল্লাকে

গ) দেবী শ্যামাকে 

ঘ) মনের মানুষকে 


উত্তর : ঘ) মনের মানুষকে 

১২। লালন কত বছর জীবিত ছিলেন ? 

ক) ১১৪ বছর 

খ) ১১৫ বছর

গ) ১১৬ বছর

ঘ) ১১৭ বছর


উত্তর : গ) ১১৬ বছর

১৩। ____যদি আমায় ছুঁত ।

ক) কাছের মানুষ 

খ) মনের মানুষ

গ) প্রিয় মানুষ

ঘ) পড়শি 


উত্তর : ঘ) পড়শি

১৪। ______সে আর লালন একখানে রয় ।

ক) ফের 

খ) আবার

গ) পুনরায়

ঘ) পুনবার


উত্তর : খ) আবার

১৫। আবার ক্ষণেক ভাসে ______।

ক) জলে

খ) পানিতে

গ) নীরে 

ঘ) বারিতে


উত্তর : ক) জলে



১৬। বাউল গান প্রকৃতপক্ষে এক ধরনের ? 

ক) লোকসংগীত

খ) দরবেশি গান 

গ) আধ্যাতমিক সংগীত

ঘ) কবি গান 


উত্তর : গ) আধ্যাতমিক সংগীত

১৭। ‘বাউল’ শব্দটি এসেছে ? 

ক) সংস্কৃত শব্দ ‘বাতুল’ থেকে 

খ) হিন্দি শব্দ  ‘বাতুল’ থেকে 

গ) আরবি শব্দ  ‘বাতুল’ থেকে 

ঘ) তেলুগু শব্দ  ‘বাতুল’ থেকে 


উত্তর : ক) সংস্কৃত শব্দ ‘বাতুল’ থেকে

১৮। কবি পড়শীকে দেখেননি ? 

ক) এক দিন 

খ) কোনোদিন দেখেননি 

গ) তিন দিন 

ঘ) দু দিন 


উত্তর : খ) কোনোদিন দেখেননি

১৯। ‘লক্ষ যোজন ফাঁক রে ।’ এখানে ‘ফাঁক’ শব্দের অর্থ কী ? 

ক) শূন্য

খ) ফাঁকা 

গ) তফাত

ঘ) ব্যবধান


উত্তর : ঘ) ব্যবধান

২০। ‘আমি একদিনও না দেখিলাম তারে ’ - ‘আমি’ হলেন কে ? 

ক) ভক্ত কবি রামপ্রসাদ সেন 

খ) ভক্ত বাউল দূন্দু শাহ

গ) ভক্ত কবি কমলাকান্ত ভট্টাচার্য 

ঘ) বাউল সাধক লালন ফকির 


উত্তর : ঘ) বাউল সাধক লালন ফকির 



২১। ‘আমি একদিনও না দেখিলাম তারে ’ - ‘তারে’ বলতে কাকে ? 

ক) আরাধ্য দেবতা 

খ) মনের মানুষ

গ) আরাধ্য দেবী

ঘ) নিরাকার দেবতা


উত্তর : খ) মনের মানুষ

২২। লালন বাড়ির কাছে যে জায়গার কথা বলেছেন , তাঁর নাম কি ? 

ক) রূপক নগর

খ) আরশিনগর

গ) যশোহর

ঘ) মহানগর


উত্তর : খ) আরশিনগর

২৩। আরশিনগরে বাস কে করেন ?

ক) মুর্শিদ

খ) আল্লাহ্ বা ভগবান 

গ) মনের মানুষ 

ঘ) পড়শি 


উত্তর : ঘ) পড়শি 

২৪। লালন কোথায় যেতে চেয়েছিলেন ?

ক) গঞ্জে

খ) মাঠে 

গ) পথেঘাটে 

ঘ) গাঁয়ে


উত্তর : ঘ) গাঁয়ে

২৫। পড়শি ক্ষণেকের জন্যে যেখানে থাকতেন , সেটি কি ?

ক) বাড়িতে

খ) শূণ্যের ওপরে

গ) মাঠে

ঘ) গাঁয়ে 


উত্তর : খ) শূণ্যের ওপরে



২৬। ‘ক্ষণেক’ শব্দের অর্থ কী ? 

ক) এক মুহূর্তের জন্য

খ) ক্ষণকালের জন্য

গ) সামান্য সময়ের জন্য 

ঘ) অতি অল্প সময়ের জন্য


উত্তর : ক) এক মুহূর্তের জন্য

২৭। ‘সে আর লালন একখানে রয়’ সরলার্থ কি ? 

ক) সাধক লালন আর তাঁর পড়শি এক জায়গায় থাকেন 

খ) সাধক লালন ও তাঁর আরাধ্য একত্রে থাকেন

গ) ভক্ত ও ভগবান ভিন্ন জায়গায় থাকেন না 

ঘ) লালন আর তাঁর মনের মানুষ আলাদা আলাদা থাকেন না 


উত্তর : ক) সাধক লালন আর তাঁর পড়শি এক জায়গায় থাকেন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন