দিগন্তের প্রসার MCQ প্রশ্নোত্তর
১। অপরসায়ন চর্চার সূত্রপাত ঘটেছিল ?
ক) চিনে
খ) মিশরে
গ) গ্রিসে
ঘ) রোমে
উত্তর : খ) মিশরে
২। আধুনিক পরমাণুবাদের জনক হলেন ?
ক) নিউটন
খ) জন ডালটন
গ) গ্যালিলিয়ো
ঘ) ফ্রান্সিস বেকন
উত্তর : খ) জন ডালটন
৩। সাধারণ ধাতু থেকে সোনা তৈরির প্রচেষ্টা যে নামে পরিচিত ছিল , তাহলো ?
ক) রসায়নবিদ্যা
খ) অপরসায়নবিদ্যা
গ) পদার্থবিদ্যা
ঘ) জীববিদ্যা
উত্তর : খ) অপরসায়নবিদ্যা
৪। আধুনিক রসায়নের উদ্ভব হয় ?
ক) পদার্থবিদ্যা থেকে
খ) জ্যোতিবিদ্যা থেকে
গ) অপরসায়ন থেকে
ঘ) ম্যাজিক থেকে
উত্তর : গ) অপরসায়ন থেকে
৫। অক্সিজেন গ্যাস আবিষ্কার করেন ?
ক) বিজ্ঞানী প্রিষ্টলি
খ) বিজ্ঞানী জন ডালটন
গ) বিজ্ঞানী নিউটন
ঘ) ল্যাভয়েসিয়র
উত্তর : ক) বিজ্ঞানী প্রিষ্টলি
৬। আধুনিক জ্যোতিবিদ্যার জনক হলেন ?
ক) কোপারনিকাস
খ) কেপলার
গ) গ্যালিলিয়ো
ঘ) টাইকো ব্রাহে
উত্তর : ক) কোপারনিকাস
৭। সৌরকেন্দ্রিক মহাবিশ্বের ধারণার আধুনিক প্রবক্তা ছিলেন ?
ক) টলেমি
খ) অ্যারিস্টটল
গ) কোপারনিকাস
ঘ) কেপালার
উত্তর : গ) কোপারনিকাস
৮। বিশ্বের বিন্যাস সম্পর্কে ভুকেন্দ্রিক মতবাদের উদগাতা কে ছিলেন ?
ক) নাগাজুন
খ) টলেমি
গ) বেকন
ঘ) কোপারনিকাস
উত্তর : ঘ) কোপারনিকাস
৯। আধুনিক বিজ্ঞানের বাইবেল বলে ?
ক) প্রিন্সিপিয়া গ্রন্থকে
খ) দ্য প্রিন্স গ্রন্থকে
গ) দে লোভা স্তেলা গ্রন্থকে
ঘ) পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থকে
উত্তর : ক) প্রিন্সিপিয়া গ্রন্থকে
১০। পৃথিবীকেন্দ্রিক ব্রহ্মাণ্ডের ধারণা প্রচার করেন ?
ক) ব্রুনো
খ) কেপলার
গ) টাইকো ব্রাহে
ঘ) অ্যারিস্টটল
উত্তর : গ) টাইকো ব্রাহে
১১। ‘পঞ্চসিদ্ধান্ত’ গ্রন্থটি রচনা করেন ?
ক) আর্যভট্ট
খ) বরাহমিহির
গ) ব্রহ্মগুপ্ত
ঘ) দ্বিতীয় আর্যভট্ট
উত্তর : খ) বরাহমিহির
১২। পাতন প্রক্রিয়াকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রতিষ্ঠান হল ?
ক) লাইব্রেরী
খ) ক্লিনিক
গ) ল্যাবরেটরি
ঘ) বিদ্যালয়
উত্তর : গ) ল্যাবরেটরি
১৩। উড়ন্ত মাকু আবিষ্কার করেন ?
ক) জেমস হারগ্রিভস
খ) হামফ্রে ডেভি
গ) জন কে
ঘ) জেমস ওয়াট
উত্তর : গ) জন কে
১৪। টেলিফোনের আবিষ্কারক হলেন ?
ক) গ্রাহাম বেল
খ) কেপলার
গ) জেমস লং
ঘ) মার্কনি
উত্তর : ক) গ্রাহাম বেল
১৫। নিরাপত্তা বাতি আবিষ্কার করেন ?
ক) স্পিনিং জেনি
খ) হামফ্রে ডেভি
গ) জেমস ওয়াট
ঘ) জন কে
উত্তর : খ) হামফ্রে ডেভি
১৬। প্রথম শস্য ঝারাই যন্ত্র আবিষ্কার করেন ?
ক) ওয়াল্টার মিল
খ) ফুলটন
গ) জনকে
ঘ) জন স্মিটন
উত্তর : ক) ওয়াল্টার মিল
১৭। কোন দেশে বারুদ তৈরির কৌশল উদ্ভাবন হয় ?
ক) চিনে
খ) আরবে
গ) ভারতে
ঘ) জার্মানিতে
উত্তর : ক) চিনে
১৮। ধাতুনির্মিত গোলা বা হাতকামানের ব্যাবহার প্রথম যে দেশে চালু হয়েছিল ?
ক) ফ্রান্সে
খ) চিনে
গ) ভারতে
ঘ) ইংল্যান্ডে
উত্তর : খ) চিনে
১৯। ‘বিস্ময়কর ডাক্তার’ বলা হয় ?
ক) ফ্রান্সিস বেকনকে
খ) রজার বেকনকে
গ) কেপলারকে
ঘ) গ্যালিলিওকে
উত্তর : খ) রজার বেকনকে
২০। কোন দেশে প্রথম মুদ্রণযন্ত্র আবিষ্কার হয় ?
ক) ইংল্যান্ড
খ) জার্মানি
গ) ভারত
ঘ) চিন
উত্তর : খ) জার্মানি
২১। ‘জাতক পদ্ধতি’ গ্রন্থের রচয়িতা ?
ক) আর্যভট্ট
খ) বরাহমিহির
গ) অ্যারিস্টটল
ঘ) শ্রীপতি
উত্তর : ঘ) শ্রীপতি
২২। আমেরিকা আবিষ্কৃত হয় ?
ক) ১৪৫৩ খ্রিস্টাব্দে
খ) ১৪৯২ খ্রিস্টাব্দে
গ) ১৫২০ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৬১ খ্রিস্টাব্দে
উত্তর : খ) ১৪৯২ খ্রিস্টাব্দে
২৩। ইউরোপ থেকে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন ?
ক) বাথোলোমিউ
খ) ভাস্কো দা গামা
গ) কলম্বাস
ঘ) জন কেব্রাল
উত্তর : খ) ভাস্কো দা গামা
২৪। আফ্রিকার কঙ্গো আবিষ্কার করেন ?
ক) দিয়োগা ক্যাও
খ) রাজকুমার হেনরি
গ) বাথোলোমিউ দিয়াজ
ঘ) ভাস্কো দা গামা
উত্তর : ক) দিয়োগা ক্যাও
২৫। প্রশান্ত মহাসাগরের নামকরণ করেন ?
ক) বালবোয়া
খ) কলম্বাস
গ) ম্যাগেলান
ঘ) আমেরিগো ভেসপুচি
উত্তর : গ) ম্যাগেলান
২৬। আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন ?
ক) কলম্বাস
খ) মার্কোপোলো
গ) বালবোয়া
ঘ) ভাস্কো দা গামা
উত্তর : ক) কলম্বাস
কোন মন্তব্য নেই