ধর্ম MCQ প্রশ্নোত্তর
১। অশোক সিংহলে ধর্মপ্রচারে পাঠিয়েছিলেন ?
ক) মহেন্দ্র ও সংঘমিত্রাকে
খ) শীলভদ্রকে
গ) কুমারজিবকে
ঘ) মহারক্ষিতকে
উত্তর : ক) মহেন্দ্র ও সংঘমিত্রাকে
২। অশোক বৌদ্ধধর্মের দীক্ষা নিয়েছিলেন ?
ক) শ্যামগুপ্তের কাছে
খ) রামগুপ্তের কাছে
গ) বিষ্ণুগুপ্তের কাছে
ঘ) উপগুপ্তের কাছে
উত্তর : খ) রামগুপ্তের কাছে
৩। কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক যে ধর্ম গ্রহণ করেন ?
ক) হিন্দুধর্ম
খ) জৈনধর্ম
গ) পারসিকধর্ম
ঘ) বৌদ্ধধর্ম
উত্তর : ঘ) বৌদ্ধধর্ম
৪। অশোক নিম্নলিখিত কোন লিপিতে সর্বপ্রথম ‘ধম্ম’ কথাটি ব্যাবহার করেন ?
ক) সারনাথ লিপি
খ) মাস্কি লিপি
গ) সাঁচি লিপি
ঘ) জুনাগড় লিপি
উত্তর : খ) মাস্কি লিপি
৫। ‘ধম্ম’ পালনের জন্য অশোক যেসব নিয়মবিধি উল্লেখ করেছেন তা কোন শিলালেখের অন্তর্ভুক্ত ?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ
উত্তর : গ) তৃতীয়
৬। সম্রাট অশোক তৃতীয় বৌদ্ধ সংগীতি আহ্বান করেন ?
ক) পাটলিপুত্রে
খ) কলিঙ্গ
গ) বৈশালীতে
ঘ) সারনাথে
উত্তর : ক) পাটলিপুত্রে
৭। ‘মাহজারনামা’ শীর্ষক ঘোষণাপত্রটি জারি করেছিলেন ?
ক) সম্রাট জাহাঙ্গীর
খ) সম্রাট শাহজাহান
গ) সম্রাট আকবর
ঘ) সম্রাট ঔরঙ্গজেব
উত্তর : গ) সম্রাট আকবর
৮। কে নিজেকে ‘কোরানের চূড়ান্ত ব্যাখ্যাকারী’ ঘোষণা করেন ?
ক) সম্রাট বাবর
খ) সম্রাট আকবর
গ) সম্রাট হুমায়ূন
ঘ) সম্রাট ঔরঙ্গজেব
উত্তর : খ) সম্রাট আকবর
৯। সম্রাট শালাম্যানকে অভিষিক্ত করেন ?
ক) পোপ হার্ডিয়ান
খ) পোপ তৃতীয় লিও
গ) পোপ সপ্তম গ্রেগরি
ঘ) পোপ তৃতীয় ক্লিমেন্ট
উত্তর : খ) পোপ তৃতীয় লিও
১০। সর্বপ্রথম খ্রিস্টধর্ম গ্রহণ করেন যে রোমান সম্রাট ?
ক) কনস্টানটাইন
খ) জুলিয়াস সিজার
গ) অগাস্টাস সিজার
ঘ) থিওজেসিয়াস
উত্তর : ক) কনস্টানটাইন
১১। ‘ক্রুসেড’ কথাটির অর্থ হল ?
ক) ক্রুস চিহ্ন
খ) ধর্মযুদ্ধ
গ) খ্রিস্টান যুদ্ধ
ঘ) ধর্মস্থান
উত্তর : খ) ধর্মযুদ্ধ
১২। ইংল্যান্ডে সর্বপ্রথম খ্রিষ্টান ধর্মের প্রচার ( ৫৯৭ খ্রি ) করেন ?
ক) প্রথম লিও
খ) সেন্ট অগাস্টাইন
গ) প্রথম গ্রেগরি
ঘ) দ্বিতীয় গ্রেগরি
উত্তর : গ) প্রথম গ্রেগরি
১৩। ক্রুসেডের ফলে রাষ্ট্রে ক্ষমতা বৃদ্ধি ঘটেছিল ?
ক) রাজার
খ) অভিজাতদের
গ) বণিকদের
ঘ) পোপের
উত্তর : ঘ) পোপের
১৪। প্রথম খলিফা হলেন ?
ক) ওমর
খ) আবু বকর
গ) ওসমান
ঘ) আলি
উত্তর : খ) আবু বকর
১৫। আরবে খলিফাতন্ত্রের প্রতিষ্ঠা করেন ?
ক) হজরত আলি
খ) হজরত আবু বকর
গ) হজরত ওমর ফারুক
ঘ) হজরত ওসমান গনি
উত্তর : খ) হজরত আবু বকর
১৬। কোন শহরকে কেন্দ্র করে হজরত মুহাম্মদের ইসলামিক গোষ্ঠী প্রতিষ্ঠিত হয় ?
ক) মক্কা
খ) মদিনা
গ) কৃষ্ণা
ঘ) বাগদাদ
উত্তর : খ) মদিনা
১৭। কোন খলিফা সর্বপ্রথম জেরুজালেম দখল করেন ?
ক) ওমর
খ) আবু বকর
গ) ওসমানগনি
ঘ) হজরত আলি
উত্তর : ক) ওমর
১৮। কবে বাগদাদের খলিফাতন্ত্রের পতন ঘটে ?
ক) ১১৯২ খ্রি:
খ) ১২০৬ খ্রি:
গ) ১২৫৮ খ্রি:
ঘ) ১২৯৬ খ্রি:
উত্তর : গ) ১২৫৮ খ্রি:
১৯। ‘খলিফা’ কথাটির অর্থ ?
ক) গোষ্ঠী প্রধান
খ) রাজা
গ) প্রতিনিধি
ঘ) প্রভু
উত্তর : গ) প্রতিনিধি
২০। ইউরোপের প্রাচীন ধর্মের নাম ?
ক) শিখধর্ম
খ) অগ্নিধর্ম
গ) পেগানধর্ম
ঘ) ইহুদিধর্ম
উত্তর : গ) পেগানধর্ম
২১। সত্যের সন্ধানে বুদ্ধদেবের গৃহত্যাগকে বৌদ্ধশাস্ত্রে বলা হয় ?
ক) মহাপরিনিবার্ন
খ) অস্টাঙ্গিক মার্গ
গ) ধর্মচক্র প্রবর্তন
ঘ) মহাভিনিষ্ক্রিমণ
উত্তর : ঘ) মহাভিনিষ্ক্রিমণ
২২। গৌতম বুদ্ধ প্রথম ধর্মপ্রচার করেন ?
ক) কাশীতে
খ) সারনাথে
গ) কাঞ্চিতে
ঘ) পাটলিপুত্রে
উত্তর : খ) সারনাথে
২৩। ‘ধর্মচক্র প্রবর্তন’ বলতে বোঝায় ?
ক) ধর্মপ্রচার
খ) বুদ্ধের গৃহত্যাগ
গ) সিদ্ধিলাভ
ঘ) মহাপরিনিবার্ন
উত্তর : ক) ধর্মপ্রচার
২৪। জৈন ধর্মের শেষ প্রবর্তক ছিলেন ?
ক) মহাবীর
খ) ঋষভদেব
গ) পাস্বনাথ
ঘ) অশ্বসেন
উত্তর : ক) মহাবীর
২৫। মধ্যযুগের ইউরোপের স্বর্গের টিকিট বিক্রি হত ?
ক) পাপ মুক্তির জন্য
খ) বিমানে চড়ার জন্য
গ) ফুটবল খেলা দেখার জন্য
ঘ) ধমাচারণ করার জন্য
উত্তর : ক) পাপ মুক্তির জন্য
২৬। ‘৯৫ থিসিস’ প্রচলন করেন ?
ক) মাটিন লুথার
খ) ইরাসমাস
গ) টেটজেল
ঘ) জন হাস
উত্তর : ক) মাটিন লুথার
২৭। ইংল্যান্ডে ধর্মসংস্কার আন্দোলনের প্রথম উদ্যোগ নেন ?
ক) সপ্তম হেনরি
খ) অষ্টম হেনরি
গ) মেরি স্টুয়ার্ট
ঘ) প্রথম এলিজাবেথ
উত্তর : খ) অষ্টম হেনরি
২৮। খ্রিস্টধর্মের কুসংস্কার গুলি দূর করে ধর্ম সংস্কার আন্দোলনের প্রথম ডাক দিয়েছিলেন ?
ক) জুইংলি
খ) ওয়াট টাইলার
গ) মাটিন লুথার
ঘ) জন ওয়াইক্লিক
উত্তর : গ) মাটিন লুথার
কোন মন্তব্য নেই