Breaking News

একাদশ শ্রেণী ইতিহাস সাজেশন

একাদশ শ্রেণী ইতিহাস সাজেশন একাদশ শ্রেণী কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আদিম মানব থেকে প্রারম্ভিক সত্যতাসমূহ রাষ্ট্রের প্রকৃতি  এবং এর উপাদান ধর্ম সামাজিক


[ আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমুহ ]

                   ( প্রশ্নের মান - ৮ ) 

১। মধ্যপ্রস্তর যুগের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল ? 

২। নব্য প্রস্তর বা নতুন পাথরের যুগের মানবজীবনের নানা দিকগুলি উল্লেখ করো ।

৩। কীভাবে বিবর্তনের মধ্যে দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয় ? 

৪। মেহেরগড় সভ্যতার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো ।

৫। হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলি লেখো । 

৬। সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা কেন বলা হয় ? এই সভ্যতার মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবনের বর্ণনা দাও ।

৭। সুমেরীয় সভ্যতার নগর পরিকল্পনা ও জীবনযাত্রা কেমন ছিল ? 





[ রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা ] 

                ( প্রশ্নের মান - ৮ )  

১। পলিস বা নগর রাষ্ট্র বলতে কি বোঝায় ? পলিসের বৈশিষ্ট্যগুলি লেখো । 

২। ষোড়শ মহাজনপদ বলতে কি বোঝ ? মগধের উত্থানের কারণগুলি লেখো ।

৩। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো ।





          [ রাষ্ট্রের প্রকৃতি এবং এর উপাদান ] 

                      ( প্রশ্নের মান - ৮ ) 

১। অর্থশাস্ত্রে রাজার ক্ষমতা , গুণাবলী এবং কার্যাবলী সম্পর্কে কি বলা হয়েছে ? 

২। টমাস ক্রমওয়লের সংস্কারগুলি আলোচনা করো ।

৩। আকবর কেন মনসবদারি প্রথা প্রবর্তন করেন ? এর গুরুত্ব কি ছিল ? 





               [ অর্থনীতির বিভিন্ন দিক ] 

                   ( প্রশ্নের মান - ৮ ) 

১। প্রাচীন রোমের ক্রীতদাসরা কোন কোন কাজে নিযুক্ত হত ? রোমে ক্রীতদাসদের জীবন কেমন ছিল ? 

২। প্রাচীন মিশরে কি কি উপায়ে ক্রীতদাস সৃষ্টি হত ? প্রাচীন মিশরের ক্রীতদাস ব্যাবসা কেমন ছিল ? 

৩। ভারতে সুলতানী আমলে ক্রীতদাসরা কোন কোন কাজে নিযুক্ত হত ? সুলতানী যুগের অর্থনীতিতে ক্রীতদাস প্রথার কতটা ভূমিকা ছিল ? 

৪। মধ্যযুগে ইউরোপে সামন্তপ্রভূদের প্রধান ক্ষমতা ও কার্যাবলী উল্লেখ করো ।

৫। ‘সামন্ত’ বলতে কি বোঝ ? ভারতের সামন্ত প্রথার বৈশিষ্ট্য উল্লেখ করো ।





                  [ সামাজিক ঘটনাস্রোত ] 
       
                       ( প্রশ্নের মান - ৮ ) 

১। বৈদিক যুগের বর্ণপ্রথার উদ্ভবের পটভূমি ও কারণ উল্লেখ করো ।

২। প্রাচীন ভারতে ‘বর্ণ’ ও ‘জাতি’ প্রথা সম্পর্কে বিশদভাবে আলোচনা করো ।

৩। প্রাচীন ভারতে নারীশিক্ষার বর্ণনা দাও ।

৪। প্রাচীন মিশরে ক্লিওপেট্রার পরিচয় ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো ।

৫। রানী দুর্গাবর্তীর পরিচয় ও কার্যাবলী আলোচনা করো ।





                            [ ধর্ম ] 

                  ( প্রশ্নের মান - ৮ ) 

১। ক্রুসেডের কারণগুলি আলোচনা করো ।

২। খলিফা যুগ শুরু হওয়ার প্রেক্ষাপট বর্ণনা করো ।

৩। বৌদ্ধ ও জৈন ধর্মের সাদৃশ্য ও বৈসাদৃশ্য গুলি উল্লেখ করো ।

৪। ইউরোপের ধর্মসংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো ।







কোন মন্তব্য নেই