সামাজিক ঘটনাস্রোত MCQ প্রশ্নোত্তর
১। স্পাটার ক্রীতদাসদের বলা হত ?
ক) হেলট
খ) পেনেসটাই
গ) মেটিক
ঘ) পেরিওকয়
উত্তর : ক) হেলট
২। থেসালির ক্রীতদাসদের বলা হত ?
ক) পেনেসটাই
খ) হেলট
গ) ক্লারোটাই
ঘ) এগুলির কোনোটিই নয়
উত্তর : ক) পেনেসটাই
৩। প্রাচীন গ্রিসের অধিকাংশ ক্রীতদাস আসত ?
ক) যুদ্ধবন্দীদের মধ্য থেকে
খ) জলদস্যুদের আক্রমণে বন্দি হওয়া মানুষদের মধ্য থেকে
গ) ঋণ পরিশোধে অক্ষম ব্যাক্তিদের মধ্য থেকে
ঘ) বিদেশে থেকে আমদানি করে
উত্তর : ক) যুদ্ধবন্দীদের মধ্য থেকে
৪। বিক্রয়যোগ্য ক্রীতদাসদের মাথায় চিহ্ন থাকত ?
ক) মালা
খ) তির
গ) যাতা
ঘ) বল্লম
উত্তর : ক) মালা
৫। গ্রিসের ক্রীতদাসদের বেশিরভাগ ছিল ?
ক) ক্রীতদাসের সন্তান
খ) যুদ্ধবন্দি
গ) বিদেশ থেকে আমদানিকৃত
ঘ) খনির শ্রমিকরা
উত্তর : খ) যুদ্ধবন্দি
৬। স্পাটার স্বাধীন নাগরিকদের বলা হত ?
ক) পেরিওকয়
খ) হেলট
গ) স্পাটিয়েট
ঘ) মেটিক
উত্তর : গ) স্পাটিয়েট
৭। স্পাটার সমাজে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল ?
ক) হেলট
খ) পেরিওসি
গ) স্পাটান
ঘ) মেটিক
উত্তর : গ) স্পাটান
৮। স্পাটার নগর রাষ্ট্রের সর্বনিম্ন স্তরে ছিল ?
ক) ক্রীতদাস
খ) হেলট
গ) পেরিতসিগণ
ঘ) পেরিয়সি
উত্তর : খ) হেলট
৯। স্পাটার শাসন কাঠামো কেমন ছিল ?
ক) রাজতান্ত্রিক
খ) প্রজাতান্ত্রিক
গ) গণতান্ত্রিক
ঘ) অভিজাততান্ত্রিক
উত্তর : ঘ) অভিজাততান্ত্রিক
১০। গ্রীক পলিস গুলির ক্রীতদাসদের মধ্যে অন্যতম ছিল ?
ক) মেটিক
খ) থেটিস
গ) হেলট
ঘ) ইয়ার
উত্তর : গ) হেলট
১১। স্পাটাকাস ছিলেন ?
ক) কৃষকবিদ্রোহের নেতা
খ) শ্রমিক বিদ্রোহের নেতা
গ) দাস বিদ্রোহের নেতা
ঘ) সাঁওতাল বিদ্রোহের নেতা
উত্তর : গ) দাস বিদ্রোহের নেতা
১২। ঋগবৈদিক যুগে বর্ণব্যাবস্থা কীসের ভিত্তিতে গড়ে উঠেছিল ?
ক) ধর্ম
খ) কর্ম
গ) বংশমর্যাদা
ঘ) গায়ের রং
উত্তর : খ) কর্ম
১৩। ‘বর্ণপ্রথা’ ও ‘জাতিপ্রথা’ যে দেশের বৈশিষ্ট্য ছিল ?
ক) ভারত
খ) মিশর
গ) এথেন্স
ঘ) চিনের
উত্তর : ক) ভারত
১৪। ঋগবেদ ‘দাস’ বা ‘দস্যু’ বলা হয়েছে ?
ক) ক্ষত্রিয়দের
খ) অনার্যদের
গ) শূদ্রদের
ঘ) বৈশ্যদের
উত্তর : খ) অনার্যদের
১৫। পতিত ক্ষত্রিয় বলা হল ?
ক) রাজপুতদের
খ) বহিরাগত কয়েকটি অনার্য জাতিকে
গ) চন্ডালদের
ঘ) পঞ্চমগণকে
উত্তর : খ) বহিরাগত কয়েকটি অনার্য জাতিকে
১৬। নিষাদ হল ?
ক) শূদ্র
খ) অরণ্যভূমির উপজাতি
গ) পার্বত্য উপজাতি
ঘ) দ্রাবিড় জাতি
উত্তর : খ) অরণ্যভূমির উপজাতি
১৭। গ্রীক দূত মেগাস্থিনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে কটি জাতির উল্লেখ করেছেন ?
ক) ৪টি
খ) ৫টি
গ) ৬টি
ঘ) ৭টি
উত্তর : ঘ) ৭টি
১৮। প্রণয়মূলক বিবাহ নিম্নলিখিত কোন শ্রেণীর বিবাহের অন্তভূক্ত ?
ক) দৈব
খ) অসুর
গ) গান্ধব
ঘ) প্রজাপত্য
উত্তর : গ) গান্ধব
১৯। দেব বিবাহ নিধারিত ছিল কাদের জন্য ?
ক) বৈশ্য
খ) শূদ্র
গ) ব্রাহ্মণ
ঘ) ক্ষত্রিয়
উত্তর : গ) ব্রাহ্মণ
২০। ‘অর্থশাস্ত্রে’ কত প্রকার বিবাহ রীতির উল্লেখ আছে ?
ক) ৪ প্রকার
খ) ৫ প্রকার
গ) ৮ প্রকার
ঘ) ১০ প্রকার
উত্তর : গ) ৮ প্রকার
২১। অর্থশাস্ত্রে কয় প্রকার স্ত্রীধনের কথা বলা হয়েছে ?
ক) ছয় প্রকার
খ) চার প্রকার
গ) সাত প্রকার
ঘ) পাঁচ প্রকার
উত্তর : খ) চার প্রকার
২২। ভারতে নারীশিক্ষার প্রচলন শুরু হয় ?
ক) মৌর্য যুগে
খ) গুপ্ত যুগে
গ) সুলতানী যুগে
ঘ) বৈদিক যুগে
উত্তর : ঘ) বৈদিক যুগে
২৩। প্রাচীন মিশরীয় রানি নেফারতিতি ?
ক) পিতাকে হত্যা করে সিংহাসনে বসেন
খ) মিশরের শেষ ফ্যারাও ছিলেন
গ) আখেনাতেন শহর নির্মাণ করেন
ঘ) আখেনাতেনর প্রধানা মহিষী ও সহশাসক ছিলেন
উত্তর : ঘ) আখেনাতেনর প্রধানা মহিষী ও সহশাসক ছিলেন
২৪। মিশরের প্রথম ফ্যারাও ছিলেন ?
ক) মেনেস
খ) আমেনহোটেপ
গ) তুতেনখামেন
ঘ) রামোসিস
উত্তর : ক) মেনেস
২৫। মিশরের সর্বশেষ ফ্যারাও ছিলেন ?
ক) নেফারতিতি
খ) টুটেনখামেন
গ) এয়োদশ টলেমি
ঘ) সপ্তম ক্লিওপ্রেটা
উত্তর : ঘ) সপ্তম ক্লিওপ্রেটা
২৬। মিশরের প্রথম কতৃত্বশালী মহিলা হলেন ?
ক) আখেনাতেন
খ) ক্লিওপ্রেটা
গ) দূর্গাবর্তী
ঘ) রাজিয়া
উত্তর : খ) ক্লিওপ্রেটা
২৭। ‘মিশরের নেপোলিয়ন’ কাকে বলা হয় ?
ক) দ্বিতীয় থুতমোসকে
খ) তৃতীয় থুতমোসকে
গ) প্রথম থুতমোসকে
ঘ) চতুর্থ থুতমোসকে
উত্তর : খ) তৃতীয় থুতমোসকে
২৮। মিশরে ধর্মবিপ্লব ঘটিয়েছিলেন ?
ক) খুফু
খ) নেফারতিতি
গ) ক্লিওপ্রেটা
ঘ) আখেনাতেন
উত্তর : ঘ) আখেনাতেন
২৯। রানি দূর্গাবতীর সময়ে মোগল সম্রাট ছিলেন ?
ক) আকবর
খ) জাহাঙ্গীর
গ) শাহজাহান
ঘ) বাবর
উত্তর : ক) আকবর
৩০। গন্ডোয়ানা রাজ্যের রাজধানী স্থানান্তরিত হয়েছিল ?
ক) ঔরঙাবাদে
খ) দিল্লিতে
গ) সিঙ্গারগড়ে
ঘ) চোরাগড়ে
উত্তর : ঘ) চোরাগড়ে
৩১। গন্ডোয়ানা অভিযানে মোগল বাহিনীর পক্ষে নেতৃত্ব দেন ?
ক) জয়সিংহ
খ) আসফ খাঁ
গ) টোডরমল
ঘ) মান সিংহ
উত্তর : খ) আসফ খাঁ
৩২। নূরজাহানের প্রকৃত নাম ছিল ?
ক) নূর এ আলম
খ) লাডলি বেগম
গ) মেহেরুন্নিসা
ঘ) অর্জুমন্দ বানুবেগম
উত্তর : গ) মেহেরুন্নিসা
৩৩। নূরজাহান কান্দাহার পুনরুদ্ধারের নির্দেশ দেন ?
ক) শাহরিয়ারকে
খ) জাহাঙ্গীরকে
গ) আকবরকে
ঘ) শাহজাহানকে
উত্তর : ঘ) শাহজাহানকে
কোন মন্তব্য নেই