ভূগোল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ভূগোল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১০ অক্টোবর, ২০২১

ভারতে কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তার কারণ গুলি লেখো প্রশ্নোত্তর

 

একাদশ শ্রেণী ভূগোল Class 11 xi eleven ভারতে কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তার কারণ গুলি লেখো প্রশ্নোত্তর bharoter krishite jolsecher proyojoniyotar karon guli lekho questions answer

উত্তর:- ভারতে কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তার কারণ গুলি হল বর্তমান ভারতের মোট চাষযোগ্য জমির ৩৪.৭ শতাংশ জলসেচের অন্তর্গত । ভারতের সেচ সেবিত জমির পরিমাণ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ।

বৃষ্টিপাতের অনিশ্চয়তা : এদেশের বৃষ্টিপাতের ৪০ শতাংশ হয় , গ্রীষ্মের শেষের দিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবাহে জুন , জুলাই , আগস্ট ও সেপ্টেম্বর এই চার মাসে মৌসুমী বায়ু অত্যন্ত অনিশ্চিত । তাই বৃষ্টির পরিমাণও অনিশ্চিত । এই অনিশ্চিত বৃষ্টি পাতের ওপর নির্ভরশীল কৃষিকার্যও অনিশ্চিত হয়ে পড়ে । বৃষ্টি পাত পরিমিত হলে ফসল ভালো হয় । তাই কৃষির উন্নতি অব্যবহৃত রাখতে হলে জলসেচের একান্ত প্রয়োজন ।

বৃষ্টিপাতের অসম বণ্টন : ভারতে বৃষ্টিপাত সব জায়গায় সমান নয় । তাই স্বল্পবৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিতে রীতিমতো উন্নত শ্রেণীর কৃষিকাজ করতে হলে জলসেচের ব্যাবস্থা অবশ্য প্রয়োজনীয় ।


শীতকালীন বৃষ্টিপাতের অভাব : ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে গ্রীষ্মের শেষের দিকে বৃষ্টিপাত হয় । শীতকালে ভারতের অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হয় না । ফলে চাষ আবাদও হয় না । জলসেচের ব্যাবস্থা হলে এদেশে শীতকালেও সর্বত্র কৃষিকাজ হবে ।

বহুফসলি জমির পরিমাণ বৃদ্ধি : ভারতে জনগণের জীবনযাত্রার মান ধীরে ধীরে উন্নত হচ্ছে , ফলে অন্যান্য জিনিসের সঙ্গে সঙ্গে কৃষিকাজ দ্রব্যের চাহিদাও বাড়ছে । এই ক্রমবর্ধমান চাহিদা মেটানোর দুটি উপায় ( i ) কৃষির ফলন বৃদ্ধি ও ( ii ) জমিতে একাধিকবার ফসল উৎপাদন অর্থাৎ বহু ফসলি জমিতে পরিণত করা । উভয় ক্ষেত্রেই জল সেচ অপরিহার্য । 


জলধারণ ক্ষমতার অভাবযুক্ত মাটিতে কৃষিকাজ : ভারতের অনেক জায়গায় মাটির জল ধারণ ক্ষমতা খুব কম । বৃষ্টির জল পড়লে মাটি তাড়াতাড়ি শুষে নেয় । জল মাটির গভীরে চলে যায় , ওপরের স্তরে থাকে না । ফলে কৃষিকাজ করা যায় না  , তাই কৃষিক্ষেত্রে জলসেচের সাহায্য প্রয়োজন । 


আধুনিক কৃষি পদ্ধতির প্রবর্তন : বর্তমানে এদেশে কৃষির ফলন বৃদ্ধির জন্য উচ্চফলনশীল বীজের ব্যাপক প্রচলন হচ্ছে । এইসব বীজের চাষ করে ভালো ফল পেতে হলে প্রচুর জলের সরবরাহ দরকার , এজন্যই জলসেচের প্রয়োজন । 



শনিবার, ৯ অক্টোবর, ২০২১

ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এবং উদ্ভুত ভূমিরূপ সমূহ MCQ প্রশ্নোত্তর

 

একাদশ শ্রেণী ভূগোল Class 11 xi eleven ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এবং উদ্ভুত ভূমিরূপ সমূহ MCQ প্রশ্নোত্তর bhumirup gothonkari prokriya abong udvut bhumirup somuho mcq questions answer

১। নীচের কোনটি গিরিজনি আলোড়নের সঙ্গে যুক্ত ?


ক) ভঙ্গিল পর্বত 


খ) মালভূমি 


গ) স্তূপ পর্বত 


ঘ) সঞ্চয়জাত পর্বত 


উত্তর:- ক) ভঙ্গিল পর্বত

২। মহীভাবক আলোড়ন ভূপৃষ্টে কীভাবে কাজ করে ?


ক) উল্লম্বভাবে 


খ) পাশ্বিয়ভাবে 


গ) অনুভূমিকভাবে 


ঘ) কোনোটিই নয় 


উত্তর:- ক) উল্লম্বভাবে


৩। গিরিজনি আলোড়নের প্রভাবে শিলাস্তরে কি সৃষ্টি হয় ?


ক) চুক্তি 


খ) ভাঁজ 


গ) ফাটল 


ঘ) দারণ 


উত্তর:- খ) ভাঁজ


৪। কোনো ভাঁজের দুদিকের বাহু সমান কোণে নত থাকলে তাকে বলা হয় ?


ক) সমনত ভাঁজ 


খ) একনত ভাঁজ


গ) প্রতিসম ভাঁজ


ঘ) অপ্রতিসম ভাঁজ


উত্তর:- গ) প্রতিসম ভাঁজ


৫। বৃহৎ আকৃতির ঊর্ধভঙ্গের মধ্যে অসংখ্য ছোটো ছোটো ভাঁজকে বলে ?


ক) শায়িত ভাঁজ 


খ) অধভঙ্গ ধারা 


গ) ঊর্ধভঙ্গ ধারা 


ঘ) উদ্ঘট্ট ভাঁজ 


উত্তর:- গ) ঊর্ধভঙ্গ ধারা

৬। সমভাবে নত বাহুযুক্ত ভাঁজ কে কি ভাঁজ বলে ?


ক) অপ্রতিসম ভাঁজ 


খ) প্রতিসম ভাঁজ 


গ) সমপ্রবন ভাঁজ 


ঘ) একনত ভাঁজ 


উত্তর:- গ) সমপ্রবন ভাঁজ


৭। ভূমধ্যসাগরের অলোকস্তম্ভ বলে 


ক) ভিসুভিয়াসকে 


খ) স্ট্রম্বলিকে 


গ) এটনাকে 


ঘ) পোপোকে 


উত্তর:- খ) স্ট্রম্বলিকে


৮। ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হল 


ক) ব্যারেন 


খ) পোপো 


গ) কোলিমা 


ঘ) কেলুড 


উত্তর:- ক) ব্যারেন


৯। অবতল আকৃতি বিশিষ্ট উদভেদি আগ্নেয় শীলাকে বলা হয় 


ক) ল্যাকলিথ 


খ) ফ্যাকলিথ 


গ) লোপোলিথ


ঘ) ব্যাথোলিথ 


উত্তর:- গ) লোপোলিথ


১০। লাভা থেকে সৃষ্টি হয় ?


ক) কৃষ্ণমৃত্তিকা 


খ) দো আঁশ মৃত্তিকা 


গ) পাললিক মৃত্তিকা


ঘ) লাল মৃত্তিকা


উত্তর:- ক) কৃষ্ণমৃত্তিকা

১১। ভূমিকম্পের কেন্দ্রের সোজাসুজি ভূপৃষ্ঠের ওপরের স্থানটিকে বলে 


ক) উপকেন্দ্র 


খ) কেন্দ্র 


গ) প্রতিপাদ কেন্দ্র 


ঘ) ভুকেন্দ্র 


উত্তর:- ক) উপকেন্দ্র


১২। দড়ির মতো পাকানো লাভা প্রবাহকে বলে 


ক) আ আ 


খ) পা হো হো 


গ) টিউমুলি 


ঘ) কলয়েড 


উত্তর:- খ) পা হো হো


১৩। সবচেয়ে বেশি সংখ্যক আগ্নেয় গিরি আছে 


ক) আলাস্কাতে 


খ) জাপানে 


গ) ইটালিতে 


ঘ) ইন্দোনেশিয়ায় 


উত্তর:- ক) আলাস্কাতে

শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

ভূমি ব্যাবহার মানচিত্র কাকে বলে ? ভূমি ব্যাবহারের প্রাকৃতিক ও রাজনৈতিক , অর্থনৈতিক নিয়ন্ত্রণ গুলি আলোচনা করো ? প্রশ্নোত্তর

 

একাদশ শ্রেণী ভূগোল Class 11 xi eleven ভূমি ব্যাবহার মানচিত্র কাকে বলে ভূমি ব্যাবহারের প্রাকৃতিক ও রাজনৈতিক অর্থনৈতিক নিয়ন্ত্রণগুলি আলোচনা করো প্রশ্নোত্তর bhumi babohar manchitro kake bole bhumi baboharer prakritik o rajnoitik orthonoitik niyontronguli alochona koro

উত্তর:- ভূমি ব্যাবহার মানচিত্র : কোন অঞ্চলে বিভিন্ন ভূমির ব্যাবহার দেখিয়ে সৃষ্ট মানচিত্র কে ভূমি ব্যাবহার মানচিত্র বলে । সাধারণত এক্ষেত্রে ভূমির বিভিন্ন ব্যাবহার দেখানোর জন্য রং কিংবা সেড এর সাহায্য নেওয়া হয় ।

ভূমি ব্যাবহারের প্রাকৃতিক নিয়ন্ত্রণ : ভুতাত্ত্বিক গঠন এবং ভূপ্রকৃতি হল অন্যতম দুটি প্রাকৃতিক কারণ , যা ভূমি ব্যাবহার কে গভীর ভাবে নিয়ন্ত্রিত করে । শক্ত আগ্নেয় ও রূপান্তরিত শিলা গঠিত অঞ্চলে মৃত্তিকাস্তরের অভাবে কৃষিকাজ হয় না , পাললিক শিলা গঠিত অঞ্চলে মৃত্তিকা উর্বর হওয়ায় উন্নত কৃষিকাজ হয় , সমভূমি অঞ্চল মৃদু ঢাল যুক্ত হওয়ায় জল সম্পদের প্রাচুর্য থাকে , ফলে কৃষি , শিল্প , বসতি যে কাজে ভূমিকে ব্যাবহার করা হয় । মৃত্তিকা জলবায়ু ভূমি ব্যাবহারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক নিয়ন্ত্রণ । উষ্ণতা ও বৃষ্টিপাতের বণ্টন , আদ্রতার তারতম্য , মেঘ মুক্ত দিবসের সংখ্যা কৃষি ও শিল্প উভয় প্রকার ভূমি ব্যাবহার কে নিয়ন্ত্রণ করে । উদ্ভিদ ভূমির ব্যাবহার কে পরোক্ষ ভাবে নিয়ন্ত্রণ করে । আবার উদ্ভিদ মৃত্তিকার ক্ষয় প্রতিরোধ করে ভূমির উর্বরতা বাড়ায় ।



রাজনৈতিক নিয়ন্ত্রণ : কোন দেশের সরকারি দৃষ্টিভঙ্গির উপর ভূমির ব্যাবহার অনেকাংশে নির্ভর করে । খাস জমির বণ্টন , জমির ঊর্ধসীমা নিধারণ , ভূমি সংস্কার ইত্যাদি বিষয়ে প্রায়শই সরকারি বা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় । এক্ষেত্রে রাজনৈতিক সিদ্ধান্ত ভূমি ব্যাবহারের প্রাকৃতিক নিয়ন্ত্রণ হয়ে ওঠে ।

অর্থনৈতিক নিয়ন্ত্রণ : ভূমির ব্যাবহারে অর্থনীতি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক । গ্রামাঞ্চলে বসত জমির আয়তন আর্থিক অবস্থার উপর নির্ভরশীল । অর্থনীতিতে লোকসমূহের বসত বাড়ি সংলগ্ন সবজিক্ষেত , ফুলের বাগান এবং জলাশয় থাকে , তা ছাড়া উন্নত জলাশয় ব্যাবস্থা , কৃষিতে যান্ত্রিক পদ্ধতির ব্যাবহার , বিদ্যুতের সুবিধা , কৃষি বা শিল্পে মূলধন বিনিয়োগ ইত্যাদি কারণও অনেক সময় ভূমি ব্যাবহার অন্যতম নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে ।


বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

ভূমির ব্যাবহার MCQ প্রশ্নোত্তর

 

একাদশ শ্রেণী ভূগোল Class 11 xi eleven ভূমির ব্যাবহার MCQ প্রশ্নোত্তর bhumir babohar mcq question answer

১) অস্ট্রেলিয়ার পশ্চিমাংশে রয়েছে ?


ক) বনভূমি 


খ) পর্বত 


গ) মরুভূমি 


ঘ) তৃণভূমি 


উত্তর:- গ) মরুভূমি

২। প্লোডার ভূমি দেখা যায় ?


ক) কোরিয়ায় 


খ) চিলিতে 


গ) নেদারল্যান্ডে 


ঘ) জাপানে 


উত্তর:- গ) নেদারল্যান্ডে


৩। স্থান ও কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ?


ক) ভূমির ব্যাবহার 


খ) ভূমির আবরণ 


গ) ভূমির উপাদান 


ঘ) ভূমির সংজ্ঞা পরিবর্তিত হয় 


উত্তর:- ক) ভূমির ব্যাবহার


৪। ভূমির সঠিক ব্যাবহারে ভূমির ক্রমবিবর্তন পক্রিয়াকে বেশী জোর দেন ?


ক) বিজ্ঞানী গ্রাহাম 


খ) বিজ্ঞানী ভন থুলেন 


গ) বিজ্ঞানী স্ট্যাম্প 


ঘ) বিজ্ঞানী ওয়েবার 


উত্তর:- গ) বিজ্ঞানী স্ট্যাম্প


৫। অকৃষিকাজে ভূমির ব্যাবহারে অন্যতম হল ?


ক) বসতবাড়ী


খ) পশুচারণ


গ) মৎস্যচাষ 


ঘ) বাগানক্ষেত


উত্তর:- ক) বসতবাড়ী

৬। বনভূমির পরিমাণ সবচেয়ে বেশী 


ক) এশিয়ায় 


খ) উত্তর আমেরিকা 


গ) দক্ষিণ আমেরিকা 


ঘ) আফ্রিকা মহাদেশে 


উত্তর:- ক) এশিয়ায়


৭। আটাকামা মরুভূমি অবস্থিত ?


ক) চিলিতে 


খ) ব্রাজিলে 


গ) আর্জেন্টিনায় 


ঘ) পেরুতে 


উত্তর:- ক) চিলিতে


৮। জাপানে অধিকাংশ কৃষিজমি গড়ে উঠেছে ?


ক) উপকূলবর্তী অঞ্চলে 


খ) নদী অঞ্চলে 


গ) ব দ্বীপ অঞ্চলে 


ঘ) মৃত আগ্নেয়গিরি অঞ্চলে 


উত্তর:- ক) উপকূলবর্তী অঞ্চলে


৯। ব্রাজিলের আমাজন অববাহিকায় বনভূমি যে নামে পরিচিত তা হল ?


ক) সেলভা 


খ) প্রেইরী 


গ) পম্পাস 


ঘ) সরলবর্গীয় 


উত্তর:- ক) সেলভা


১০। কোন দেশকে “ রুটির ঝুড়ি ” বলা হয় ?


ক) চিলিকে 


খ) নিউজিল্যান্ডকে


গ) ইউক্রেনকে 


ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র 


উত্তর:- গ) ইউক্রেনকে

১১। অস্ট্রেলিয়ার অন্যতম কৃষিজ অঞ্চল হল ?


ক) মারে ডার্লিং অববাহিকা 


খ) পূর্বদিকের মালভূমি অঞ্চল 


গ) আয়ারহ্রদ অববাহিকা 


ঘ) উত্তর উপকূল অঞ্চল 


উত্তর:- ক) মারে ডার্লিং অববাহিকা 


১২। হে , ক্লোভার , আলফা প্রভৃতি হল ?


ক) চারণক্ষেত্রের বিভিন্ন ঘাসের নাম 


খ) আমাজন অববাহিকার উদ্ভিদের নাম 


গ) ব্রাজিলের বিভিন্ন জনগোষ্ঠীর নাম 


ঘ) চারণক্ষেত্রের বিভিন্ন পশুর নাম 


উত্তর:- ক) চারণক্ষেত্রের বিভিন্ন ঘাসের নাম


১৩। বেশিরভাগ জমিকে সমুদ্র থেকে পুনরুদ্ধার করা হয় ?


ক) আর্জেন্টিনায় 


খ) জাপানে 


গ) তাসমানিয়ায় 


ঘ) হল্যান্ডে 


উত্তর:- ঘ) হল্যান্ডে


১৪। প্রেইরি তৃণভূমির অবস্থান হল ?


ক) দক্ষিণ আমেরিকায় 


খ) দক্ষিণ আফ্রিকায় 


গ) ইউরোপে 


ঘ) উত্তর আমেরিকায় 


উত্তর:- ঘ) উত্তর আমেরিকায়

বুধবার, ৬ অক্টোবর, ২০২১

জীবমণ্ডল MCQ প্রশ্নোত্তর

 

একাদশ শ্রেণী ভূগোল Class 11 xi eleven জীবমণ্ডল MCQ প্রশ্নোত্তর jibmondol mcq questions answer

১। বিয়োজকের একটি উদাহরণ হল 


ক) ব্যাকটিরিয়া 


খ) সরীসৃপ 


গ) পতঙ্গ 


ঘ) উভচর প্রাণী 


উত্তর:- ক) ব্যাকটিরিয়া

২। “ ইকোলজি ” শব্দটি প্রথম ব্যাবহার করেন ?


ক) ওডাম 


খ) হেকেল 


গ) লিন্ডেম্যান 


ঘ) ট্যানসলে 


উত্তর:- খ) হেকেল


৩। ইকোলজিক্যাল পিরামিড প্রথম প্রবতন করেন ?


ক) ট্যানসলে 


খ) এলটন 


গ) ডারউইন 


ঘ) হেকেল 


উত্তর:- খ) এলটন


৪। “ Ecosystem ” শব্দটি প্রথম ব্যাবহার করেন ? 


ক) ওডাম


খ) এলটন 


গ) ট্যানসলে 


ঘ) হেকেল 


উত্তর:- গ) ট্যানসলে


৫। বাস্তুতন্ত্রের শক্তি 


ক) একমুখী


খ) বহুমুখী


গ) দ্বিমুখী 


ঘ) কোনোটিই নয় 


উত্তর:- ক) একমুখী

৬। খাদ্য শৃঙ্খলের সবচেয়ে বেশি জীবের সংখ্যা থাকে ?


ক) গৌণ খাদকে 


খ) প্রগৌণ খাদকে 


গ) উৎপাদকে 


ঘ) প্রাথমিক খাদকে 


উত্তর:- গ) উৎপাদকে


৭। একটি পুষ্টিস্তর থেকে অন্য পুষ্টিস্তরে শক্তি প্রবাহিত হওয়াকে বলে 


ক) খাদ্যচক্র 


খ) খাদ্যশৃঙ্খল


গ) খাদ্যজাল


ঘ) পুষ্টিচক্র 


উত্তর:- খ) খাদ্যশৃঙ্খল


৮। উদ্ভিদ ও প্রাণী জগৎ জলবায়ু ও মাটির সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তু তান্ত্রিক একক গড়ে তোলে তাকে বলে 


ক) ইকোটন 


খ) জীবভর 


গ) বায়োম 


ঘ) বাস্তুকুলুঙ্গি 


উত্তর:- গ) বায়োম

৯। বাস্তুতন্ত্রে সৌরশক্তি রূপান্তরিত হয়ে এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হওয়াকে বলে 


ক) শক্তির সঞ্চয় 


খ) শক্তির প্রবাহ 


গ) শক্তির উৎপাদন 


ঘ) সবগুলি 


উত্তর:- খ) শক্তির প্রবাহ


১০। ১০% সূত্রের ধারণাটি হল 


ক) লিন্ডেম্যান


খ) ওডাম 


গ) হামবোল্ড


ঘ) হেকেল 


উত্তর:- ক) লিন্ডেম্যান


১১। ট্রপিক লেভেল হল 


ক) শক্তির স্তর 


খ) পুষ্টির স্তর 


গ) বায়োমের স্তর 


ঘ) বায়ুমন্ডলের স্তর 


উত্তর:- খ) পুষ্টির স্তর


১২। স্ট্যান্ডিং ক্রপ বলতে কী বোঝায় ?


ক) সমস্ত উদ্ভিদ 


খ) সমস্ত খাদক 


গ) সমস্ত উৎপাদক 


ঘ) বিভিন্ন খাদ্য স্তরের সমস্ত জীব 


উত্তর:- ঘ) বিভিন্ন খাদ্য স্তরের সমস্ত জীব


১৩। নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি প্রথম শ্রেণীর খাদক 


ক) ব্যাঙ 


খ) সাপ 


গ) খরগোশ 


ঘ) বাঘ 


উত্তর:- গ) খরগোশ