শনিবার, ৯ অক্টোবর, ২০২১

ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এবং উদ্ভুত ভূমিরূপ সমূহ MCQ প্রশ্নোত্তর

 

একাদশ শ্রেণী ভূগোল Class 11 xi eleven ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এবং উদ্ভুত ভূমিরূপ সমূহ MCQ প্রশ্নোত্তর bhumirup gothonkari prokriya abong udvut bhumirup somuho mcq questions answer

১। নীচের কোনটি গিরিজনি আলোড়নের সঙ্গে যুক্ত ?


ক) ভঙ্গিল পর্বত 


খ) মালভূমি 


গ) স্তূপ পর্বত 


ঘ) সঞ্চয়জাত পর্বত 


উত্তর:- ক) ভঙ্গিল পর্বত

২। মহীভাবক আলোড়ন ভূপৃষ্টে কীভাবে কাজ করে ?


ক) উল্লম্বভাবে 


খ) পাশ্বিয়ভাবে 


গ) অনুভূমিকভাবে 


ঘ) কোনোটিই নয় 


উত্তর:- ক) উল্লম্বভাবে


৩। গিরিজনি আলোড়নের প্রভাবে শিলাস্তরে কি সৃষ্টি হয় ?


ক) চুক্তি 


খ) ভাঁজ 


গ) ফাটল 


ঘ) দারণ 


উত্তর:- খ) ভাঁজ


৪। কোনো ভাঁজের দুদিকের বাহু সমান কোণে নত থাকলে তাকে বলা হয় ?


ক) সমনত ভাঁজ 


খ) একনত ভাঁজ


গ) প্রতিসম ভাঁজ


ঘ) অপ্রতিসম ভাঁজ


উত্তর:- গ) প্রতিসম ভাঁজ


৫। বৃহৎ আকৃতির ঊর্ধভঙ্গের মধ্যে অসংখ্য ছোটো ছোটো ভাঁজকে বলে ?


ক) শায়িত ভাঁজ 


খ) অধভঙ্গ ধারা 


গ) ঊর্ধভঙ্গ ধারা 


ঘ) উদ্ঘট্ট ভাঁজ 


উত্তর:- গ) ঊর্ধভঙ্গ ধারা

৬। সমভাবে নত বাহুযুক্ত ভাঁজ কে কি ভাঁজ বলে ?


ক) অপ্রতিসম ভাঁজ 


খ) প্রতিসম ভাঁজ 


গ) সমপ্রবন ভাঁজ 


ঘ) একনত ভাঁজ 


উত্তর:- গ) সমপ্রবন ভাঁজ


৭। ভূমধ্যসাগরের অলোকস্তম্ভ বলে 


ক) ভিসুভিয়াসকে 


খ) স্ট্রম্বলিকে 


গ) এটনাকে 


ঘ) পোপোকে 


উত্তর:- খ) স্ট্রম্বলিকে


৮। ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হল 


ক) ব্যারেন 


খ) পোপো 


গ) কোলিমা 


ঘ) কেলুড 


উত্তর:- ক) ব্যারেন


৯। অবতল আকৃতি বিশিষ্ট উদভেদি আগ্নেয় শীলাকে বলা হয় 


ক) ল্যাকলিথ 


খ) ফ্যাকলিথ 


গ) লোপোলিথ


ঘ) ব্যাথোলিথ 


উত্তর:- গ) লোপোলিথ


১০। লাভা থেকে সৃষ্টি হয় ?


ক) কৃষ্ণমৃত্তিকা 


খ) দো আঁশ মৃত্তিকা 


গ) পাললিক মৃত্তিকা


ঘ) লাল মৃত্তিকা


উত্তর:- ক) কৃষ্ণমৃত্তিকা

১১। ভূমিকম্পের কেন্দ্রের সোজাসুজি ভূপৃষ্ঠের ওপরের স্থানটিকে বলে 


ক) উপকেন্দ্র 


খ) কেন্দ্র 


গ) প্রতিপাদ কেন্দ্র 


ঘ) ভুকেন্দ্র 


উত্তর:- ক) উপকেন্দ্র


১২। দড়ির মতো পাকানো লাভা প্রবাহকে বলে 


ক) আ আ 


খ) পা হো হো 


গ) টিউমুলি 


ঘ) কলয়েড 


উত্তর:- খ) পা হো হো


১৩। সবচেয়ে বেশি সংখ্যক আগ্নেয় গিরি আছে 


ক) আলাস্কাতে 


খ) জাপানে 


গ) ইটালিতে 


ঘ) ইন্দোনেশিয়ায় 


উত্তর:- ক) আলাস্কাতে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন