ভারতে কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তার কারণ গুলি লেখো প্রশ্নোত্তর
উত্তর :- ভারতে কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তার কারণ গুলি হল বর্তমান ভারতের মোট চাষযোগ্য জমির ৩৪.৭ শতাংশ জলসেচের অন্তর্গত । ভারতের সেচ সেবিত জমির পরিমাণ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ।
বৃষ্টিপাতের অনিশ্চয়তা : এদেশের বৃষ্টিপাতের ৪০ শতাংশ হয় , গ্রীষ্মের শেষের দিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবাহে জুন , জুলাই , আগস্ট ও সেপ্টেম্বর এই চার মাসে মৌসুমী বায়ু অত্যন্ত অনিশ্চিত । তাই বৃষ্টির পরিমাণও অনিশ্চিত । এই অনিশ্চিত বৃষ্টি পাতের ওপর নির্ভরশীল কৃষিকার্যও অনিশ্চিত হয়ে পড়ে । বৃষ্টি পাত পরিমিত হলে ফসল ভালো হয় । তাই কৃষির উন্নতি অব্যবহৃত রাখতে হলে জলসেচের একান্ত প্রয়োজন ।
বৃষ্টিপাতের অসম বণ্টন : ভারতে বৃষ্টিপাত সব জায়গায় সমান নয় । তাই স্বল্পবৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিতে রীতিমতো উন্নত শ্রেণীর কৃষিকাজ করতে হলে জলসেচের ব্যাবস্থা অবশ্য প্রয়োজনীয় ।
শীতকালীন বৃষ্টিপাতের অভাব : ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে গ্রীষ্মের শেষের দিকে বৃষ্টিপাত হয় । শীতকালে ভারতের অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হয় না । ফলে চাষ আবাদও হয় না । জলসেচের ব্যাবস্থা হলে এদেশে শীতকালেও সর্বত্র কৃষিকাজ হবে ।
বহুফসলি জমির পরিমাণ বৃদ্ধি : ভারতে জনগণের জীবনযাত্রার মান ধীরে ধীরে উন্নত হচ্ছে , ফলে অন্যান্য জিনিসের সঙ্গে সঙ্গে কৃষিকাজ দ্রব্যের চাহিদাও বাড়ছে । এই ক্রমবর্ধমান চাহিদা মেটানোর দুটি উপায় ( i ) কৃষির ফলন বৃদ্ধি ও ( ii ) জমিতে একাধিকবার ফসল উৎপাদন অর্থাৎ বহু ফসলি জমিতে পরিণত করা । উভয় ক্ষেত্রেই জল সেচ অপরিহার্য ।
জলধারণ ক্ষমতার অভাবযুক্ত মাটিতে কৃষিকাজ : ভারতের অনেক জায়গায় মাটির জল ধারণ ক্ষমতা খুব কম । বৃষ্টির জল পড়লে মাটি তাড়াতাড়ি শুষে নেয় । জল মাটির গভীরে চলে যায় , ওপরের স্তরে থাকে না । ফলে কৃষিকাজ করা যায় না , তাই কৃষিক্ষেত্রে জলসেচের সাহায্য প্রয়োজন ।
আধুনিক কৃষি পদ্ধতির প্রবর্তন : বর্তমানে এদেশে কৃষির ফলন বৃদ্ধির জন্য উচ্চফলনশীল বীজের ব্যাপক প্রচলন হচ্ছে । এইসব বীজের চাষ করে ভালো ফল পেতে হলে প্রচুর জলের সরবরাহ দরকার , এজন্যই জলসেচের প্রয়োজন ।
কোন মন্তব্য নেই