১। Politics গ্রন্থটি কার লেখা ?
ক) প্লেটো
খ) অ্যারিস্টল
গ) গ্রীন
ঘ) লাস্কি
উত্তর:-খ) অ্যারিস্টল
২। " রাষ্ট্র বিজ্ঞান হল একটি প্রগতিশীল বিজ্ঞান " বলেছেন ?
ক) গ্রীন
খ) ব্রাইস
গ) সিলি
ঘ) গেটেল
উত্তর:-খ) ব্রাইস
৩। আধুনিক রাষ্ট্র চিন্তার জনক কাকে বলা হয় ?
ক) আক্রুইনাস
খ) ম্যাকিয়াভেলি
গ) হবস
ঘ) লক
উত্তর:-খ) ম্যাকিয়াভেলি
৪। Political Option গ্রন্থটির লেখক ?
ক) অ্যারিস্টল
খ) গার্নার
গ) লিপম্যান
ঘ) ব্লুন্টসলি
উত্তর:-গ) লিপম্যান
৫। রাষ্ট্র বিজ্ঞান একটি -
ক) গতিশীল রাষ্ট্র
খ) স্থিতিশীল রাষ্ট্র
উত্তর:-ক) গতিশীল রাষ্ট্র
৬। " রাষ্ট্র বিজ্ঞানের এর শুরু ও শেষ রাষ্ট্র কে নিয়ে " বলেছেন ?
ক) গেটেল
খ) গার্নার
গ) সিলি
ঘ) লক
উত্তর:-খ) গার্নার
৭। অ্যারিস্টল একজন _____ দার্শনিক ?
ক) গ্রীক
খ) জার্মান
গ) রোমান
ঘ) ডাচ
উত্তর:-ক) গ্রীক
৮। A Grammar Of Politics গ্রন্থটির লেখক ?
ক) বার্কার
খ) লাস্কি
গ) হবহাউস
ঘ) লক
উত্তর:-খ) লাস্কি
৯। " রাষ্ট্রবিজ্ঞান " শব্দ টির প্রথম প্রয়োগ ঘটে ?
ক) ১৬৮৮ সালে
খ) ১৭০১ সালে
গ) ১৯০৫ সালে
ঘ) ১৯২১ সালে
উত্তর:-ক) ১৬৮৮ সালে
১০। " যেখানেই রাজনীতি সেখানেই বিরোধ " উক্তি টি করেন ?
ক) কালমার্কস
খ) অস্টিন
গ) ক্যাটলিন
ঘ) ওয়াসবী
উত্তর:-ঘ) ওয়াসবী
১১। ক্ষমতা কে রাষ্ট্রবিজ্ঞানের মূল বিষয়বস্তু বলে গণ্য করেছেন ?
ক) গার্নার
খ) গেটেল
গ) পল জানে
ঘ) লাসওয়েল
উত্তর:-ঘ) লাসওয়েল
১২। রাষ্ট্রবিজ্ঞান হল ?
ক) সামাজিক বিজ্ঞান
খ) প্রাকৃতিক বিজ্ঞান
গ) নীতি বিজ্ঞান
ঘ) আবহ বিজ্ঞান
উত্তর:-ক) সামাজিক বিজ্ঞান
১৩। Human Nature in Politics গ্রন্থটির প্রণেতা ?
ক) চার্লস মেরিয়াম
খ) গ্রাহাম ওয়ালাস
গ) রবার্ট ডাল
ঘ) অ্যালান বল
উত্তর:-খ) গ্রাহাম ওয়ালাস
১৪। Modern Politics and Government গ্রন্থটির লেখক কে ?
ক) গার্নার
খ) লেস্কি
গ) অ্যালান বল
ঘ) ম্যাক্সি
উত্তর:-গ) অ্যালান বল
১৫। রাজনীতিকে একটি সার্বজনীন কার্যকলাপ বলেছেন ?
ক) ওয়ালেস
খ) অ্যালান বল
গ) চার্লস মেরিয়াম
ঘ) ইস্টন
উত্তর:-খ) অ্যালান বল
১৬। Personal is Politics উক্তি করেন ?
ক) ইস্টন
খ) রবার্ট ডাল
গ) কেট মিলেট
ঘ) রডি
উত্তর:-গ) কেট মিলেট
১৭। সর্বাপেক্ষা কম শক্তিশালী রাষ্ট্রতত্ত্বের প্রবক্তা ?
ক) সিসেরো
খ) বোদা
গ) রবার্ট নজিক
ঘ) জন স্টুয়ার্ট মিল
উত্তর:-গ) রবার্ট নজিক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন