মঙ্গলবার, ১৭ মে, ২০২২

“ছেলের নামে কলঙক এনেছে সে । ” — কে ছেলের নামে কলঙ্ক এনেছে ? কলঙ্ক শব্দটি ব্যবহারের কারণ কী ?

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 eleventh bengali questions answers ছেলের নামে কলঙক এনেছে সে কে ছেলের নামে কলঙ্ক এনেছে কলঙ্ক শব্দটি ব্যবহারের কারণ কী cheler name kolonko aneche se ke cheler name kolonko aneche kolonko sobdotir baboharer karon ki


উত্তর : সৌখীর মা ছেলে সৌখীর নামে কলঙ্ক এনেছে । 
 সৌখী জেল থেকে ছাড়া পেয়ে রাতে ঘরে এসেছে । তাকে রাতে সৌখীর মা সামান্য মুড়ি খই ছাড়া কিছুই খেতে দিতে পারেনি । তা নিয়ে মায়ের মনে কষ্ট । সকালে ছেলেকে কি খেতে দেবে সে-ভাবনায় মা অস্থির । সৌখীর জেল থেকে আনা নতুন কম্বলখানা গায়ে দিয়েও ঘুম আসেনি বুড়ির । আলুর চচ্চড়ি আর ভাত অন্তত এটুকু ছেলের জন্যে ব্যবস্থা করতে হবে । কিন্তু সে-পয়সা কোথায় ? সকালে উঠেই ছেলেকে তাে পয়সা চাওয়া যায় না । রাত তখন দুটো । বুড়ি,মাতাদিন পেশকারের বারান্দার দোরগােড়ায় গুছিয়ে রাখা জলভরা ঘটি চুরি করে আনে । বাসনের দোকানে ঘটি বেচে বুড়ি চাল ডাল আলু তেল কিনে আনে । সৌখী তখনও বিছানায় ঘুমােচ্ছে । বুড়ি উনুনে আলুর চচ্চড়ি বসিয়েছে । আলুর চচ্চড়ি ছেলের বড়াে প্রিয় । এমন সময় দারােগার সঙ্গে মাতাদিন পেশকার আর বাসনওয়ালা এসে হাজির । তাদের দেখেই বুড়ির বুক কেঁপে ওঠে । বুড়ি পুলিশ দেখে কখনােই ভয় পায় না । কারণ এতকাল তার স্বামী ও পুত্রের ডাকাতি করা হকের পেশা বলে সে গর্ব করে এসেছে । ছিঁচকে চোরকে সে কেন , সৌখীও অপছন্দ করে । অথচ ঘটি চুরি করে সে ছিঁচকে চোরের মতাে নিকৃষ্ট কাজ করেছে । লজ্জায় দারােগার অভিযােগও সে অস্বীকার করতে ভুলে যায় । সৌখী ঘুম থেকে উঠে সমস্ত ব্যাপারটা জানার পর মায়ের চুরির নিকৃষ্ট কাজের অপরাধ নিজের কাঁধে তুলে নেয় । বুড়ির তখন মনে হয় নিরপরাধ ছেলেকে সে চুরির কলঙ্কে কলঙ্কিত করেছে । ‘ কলঙ্ক ’ শব্দ ব্যবহারের এই হল কারণ ।


1 টি মন্তব্য: