বুধবার, ১৮ মে, ২০২২

‘আজ যে ব্যাপার অন্য।’– ‘আজ’ বলতে কোন্ দিনের কথা বলা হয়েছে ? সেদিনের অন্য ব্যাপারটির পরিচয় দাও ।

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 eleventh bengali questions answers আজ যে ব্যাপার অন্য আজ বলতে কোন্ দিনের কথা বলা হয়েছে সেদিনের অন্য ব্যাপারটির পরিচয় দাও aaj beppar anno aaj bolte kon diner kotha bola hoyeche sediner anno bappartir porichoy dao

উত্তর : ‘আজ ’ বলতে যেদিন সৌখীর মা জেল থেকে ঘরে ফেরা ছেলের জন্য আলুর চচ্চড়ি উনানে চড়িয়েছে, সেদিন ।

সেদিনের ব্যাপারটি হল আগের রাতে সৌখী জেল থেকে ছাড়া পেয়ে ঘরে এসেছে । ঘরে খই -মুড়ি ছাড়া আর কিছু না থাকায় তাই খেতে দিয়েছে মা । সকালে ছেলেকে কি খেতে দেবে তা নিয়ে বুড়ির মস্ত ভাবনা । ভাত খেতে চাইলে কী করবে সে ? আলুর চচ্চড়ি খেতে ছেলে খুব ভালােবাসে । জেলে খেতে পায়নি হয়তাে । সকালে উঠেই ছেলের কাছে পয়সা চাইবে তা হয় না । চাল , আলু , তেল কেনবার পয়সা তার কাছে নেই । অগত্যা রাতেই বুড়ি মাতাদিন পেশকারের বাড়ি থেকে লােটা চুরি করে সকালে বাজারে বাসন দোকানে তা বিক্রি করে চাল , আলু , তেল কিনে এনে উনানে আলুর চচ্চড়ি বসায় । এদিকে দারােগা - পুলিশের সঙ্গে মাতাদিন পেশকার ও বাসনওয়ালা যার কাছে লােটা বেচেছে দেখে বুড়ির বুক কেঁপে ওঠে । পুলিশ দেখে বুড়ি ভয় পাওয়ার লােক নয় । কিন্তু আজ ব্যাপারটা একেবারে অন্য । দারােগার সঙ্গে মাতাদিন পেশকার ও বাসনওয়ালাকে দেখে চুরি ধরা পড়ার আশঙ্কায় বুড়ি ভয় পেয়েছে । তার ধারণা ছিল বাসনওয়ালারা চুরির পুরােনাে জিনিসকে রংচং করে বিক্রি করে । এ যে তার ধারণার উলটো— ডাকাতি মরদের কাজ বলে তার এতদিন গর্ব ছিল , চুরি করা নিকৃষ্ট কাজ বলে মনে করত । শেষকালে সে নিজেই ছিঁচকে চোরের কাজ করেছে —তার লজ্জার অবধি নেই, এমনকি চুরির অভিযােগ অস্বীকার করতেও ভুলে গেছে ।

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন