বুধবার, ১২ অক্টোবর, ২০২২

একাদশ শ্রেণী দর্শন সাজেশন

একাদশ শ্রেণী  দর্শন সাজেশন eleven class 11 xi philosophy suggestions


[ জ্ঞানের স্বরূপ ও জ্ঞান সম্পর্কিত বিভিন্ন মতবাদ ] 

                ( প্রশ্নের মান - ৮ ) 

১। ‘জনা’ বা ‘জ্ঞান’ বলতে কি বোঝায় ? ‘জানার’ সঙ্গে বিশ্বাসের পার্থক্য কি ?

২। বাচনিক জ্ঞানের বিভিন্ন শর্ত কি ? বাচনিক জ্ঞানের আবশ্যিক ও পর্যাপ্ত শর্তগুলি উল্লেখ করো ।

৩। বুদ্ধিবাদ কাকে বলে ? জ্ঞানের উৎস সম্পর্কে বুদ্ধিবাদের মূল বক্তব্যগুলি আলোচনা করো ।

৪। জ্ঞানের স্বরূপ বিষয়ে বুদ্ধিবাদের মূলতত্ত্বগুলি আলোচনা করো ।

৫। চরমপন্থী ও নরমপন্থী বুদ্ধিবাদের বিষয়টি আলোচনা করো ।

৬। অভিজ্ঞতাবাদ কাকে বলে ? জ্ঞানের উৎস সম্পর্কে অভিজ্ঞতাবাদের মূল বক্তব্যগুলি আলোচনা করো ।

৭। কান্টের বিচারবাদের সংক্ষিপ্ত বিবরণ দাও ।





                    [ কারণ সম্বন্ধ ] 

                  ( প্রশ্নের মান - ৮ ) 

১। কার্যকারণ সম্বন্ধে পরিপ্রেক্ষিতে সাধারণ বা লৌকিক মত কি ? 

২। প্রশক্তি সম্বন্ধ কাকে বলে ? কারণ ও কার্য বিষয়ে প্রশক্তি তত্ত্ব সমালোচনা সহ ব্যাখ্যা করো ।

৩। কারণ ও কার্যের সম্বন্ধ বিষয়ে হিউমের বক্তব্য উল্লেখ করো । তাঁর বক্তব্য কি সন্তোষজনক ? 




                  [ বস্তুবাদ ও ভাববাদ ] 

                     ( প্রশ্নের মান - ৮ ) 

১। সরল বস্তুবাদের মূল বক্তব্যগুলি কি কি ? লক কীভাবে সরল বস্তুবাদের সমালোচনা করে তাঁর বক্তব্য উপস্থাপনা করেছেন ? 

২। আত্মগত ভাববাদের পরিপ্রেক্ষিতে বার্কলের মূল বক্তব্যটি কি ? 

৩। ভাববাদ ও বস্তুবাদের মৌল পার্থক্যগুলি কি ? 





                       [ ন্যায় দর্শন ] 

                    ( প্রশ্নের মান - ৮ ) 

১। সন্নিকর্ষ কাকে বলে ? ন্যায়দর্শন স্বীকৃত লৌকিক সন্নিকর্ষ গুলি দৃষ্টান্তসহ ব্যাখ্যা করো ।

২। লৌকিক সন্নিকর্ষ কাকে বলে ? দৃষ্টান্তসহ বিভিন্ন প্রকার অলৌকিক সন্নিকর্ষের আলোচনা করো ।

৩। সন্নিকর্ষ কাকে বলে ? ন্যায়দর্শনে স্বীকৃত বিভিন্ন প্রকার অলৌকিক সন্নিকর্ষ আলোচনা করো ।

৪। ন্যায়মতে ব্যাপ্তি কাকে বলে ? ব্যাপ্তি জ্ঞানের উপায়গুলি কি কি ? 

৫। অনুমিতি কি ? অনুমিতির উপাদানরুপে সাধ্য , পক্ষ এবং হেতুর ধারণা ব্যাখ্যা করো ।





              [ সমসাময়িক ভারতীয় দর্শন ] 

                      ( প্রশ্নের মান - ৮ ) 

১। কর্মযোগের আদর্শ কী ? আলোচনা করো ।

২। কর্মযোগের অর্থ ও উদ্দেশ্য কি ? বিবেকানন্দের বক্তব্যের আলোকে আলোচনা করো ।

৩। সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য কি ? বিবেকানন্দ কীভাবে নিষ্কাম কর্মকে ব্যাখ্যা করেছেন ? 

৪। রবীন্দ্রনাথের মানবতাবাদী দর্শনের মূল উৎসগুলি উল্লেখ করো ও বিশ্লেষণ করো ।

 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন