মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

‘ কৌতূহলীরা এল দূর -দূরান্তর থেকে ।’ কৌতূহলী মানুষগুলির পরিচয় লেখাে ।

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 Bengali Question answer কৌতূহলীরা এল দূর দূরান্তর থেকে কৌতূহলী মানুষগুলির পরিচয় লেখাে koutuholi manushgulir porichoy lekho



উত্তর : মুরগি খাঁচায় বন্দি দেবদূতকে দেখতে কৌতূহলী মানুষের ভিড় পেলাইওদের উঠোনে । দূর- দূরান্ত থেকে আসছে তারা । এক ভ্রাম্যমাণ সার্কাস দলও এসে পৌঁছেচে । সেই দলে আছে এক উড়ন্ত দড়বাজিকর । সে বারকয়েক ভিড়ের ওপর ভোঁ ভোঁ করে উড়লে । কিন্তু তাকে কেউ পাত্তা দিল না । কারণ তার ডানাগুলি দেবদূতের ডানার মতাে ছিল না । সেগুলি দেখাচ্ছিল কোনাে নক্ষত্র বাদুড়ের ডানার মতাে । যারা সবচেয়ে দুর্ভাগা ও অশক্ত , তারা  এসেছে স্বাস্থ্য উদ্ধারের খোঁজে । সেই আশায় দেবদূতের শরণাপন্ন হয়েছে তারা । এক বেচারি মেয়ে জন্ম থেকেই গুনে আসছে তার বুকের ধুকধুক । গুনতে গুনতে এখন শেষ সংখ্যায় সে হাজির । এসেছে এক পাের্তুগিজ, সে ঘুমােতে পারে না কখনও । কারণ তারাদের কোলাহল তার ঘুম চটিয়ে দেয় । এক ঘুমে -হাঁটা লােক এসেছে । সে দিনে জেগে থাকা অবস্থায় যা যা করে রাতে যখন ঘুমােয় , তখন ঘুমের ঘােরে সে সবকিছু গুবলেট করে বসে । তা ছাড়া আরও কত মানুষ এসেছে নানা ব্যাধিগ্রস্ত হয়ে । অবশ্য তাদের রােগ তত ভয়ংকর নয় ।
 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন