রবিবার, ২১ আগস্ট, ২০২২

‘ কী হবে দুঃখ করে ?’ — কী নিয়ে দুঃখ করার কথা বলা হয়েছে ? কবির এ মন্তব্যের কারণ কী ? তবুও তাদের খেতে বসে রাগ চড়ে যায় কেন ?


একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 Bengali Question answer কী হবে দুঃখ করে কী নিয়ে দুঃখ করার কথা বলা হয়েছে কবির এ মন্তব্যের কারণ কী তবুও তাদের খেতে বসে রাগ চড়ে যায় কেন ki hobe dukho kore ki niye dukho korar kotha bola hoyeche kobir a montobbor karon ki tobuo tader khete bose rag jai keno


উত্তর : অশেষ দুঃখকষ্ট : ‘দিন আনে দিন খায়’ এমন অল্প আয়ের মানুষের জীবন চলে সাধারণ ভাতকাপড়ে । কানাকড়িও সঞ্চয় না থাকায় অসুখ -বিসুখে দিন চলে ধারদেনা করে । ওই হতদরিদ্র মানুষের জীবনধারণের অশেষ দুঃখকষ্ট । এখানে সেই দুঃখের কথা বলা হয়েছে ।
মন্তব্যের কারণ : দুঃখ নিয়ে মন্তব্যের কারণ হল  দুঃখ প্রকাশ করে দুঃখী মানুষ যদি দুঃখের সুরাহার উপযােগী সহানুভূতি , মমত্ব ও সাহায্য পায় , তাহলে তার দুঃখ প্রকাশের সার্থকতা । যে সমাজে সে সাহায্য - সহযােগিতা , মমত্ব ও সহানুভূতি মেলে না, সে সমাজে দারিদ্র্যপীড়িত দুঃখী মানুষেরা জানে দুঃখ প্রকাশ করে লাভ নেই । তাই ভুক্তভােগী হতদরিদ্র মানুষের উক্তি ‘কী হবে দুঃখ করে ?’ 


খেতে বসে রাগ চড়ার কারণ : যেদিন খাটুনে মানুষের কাজ থাকে না , সেদিন হাতশূন্য থাকায় চাল -ডাল কেনা হয় না, হাঁড়ি চড়ে না । হতাশায় দীর্ণ মানুষটা ঘরে ফেরে মাঝরাতে । বাসি শুকনাে ভাত খেতে বসে সামান্য নুনটুকুও মেলে না । বিস্বাদভরা ভাত মুখে তুলেই দুঃখ প্রকাশ না করার যে সংযম , তা হারিয়ে ফেলে রাগে ক্ষিপ্ত হয়ে ওঠে । তারই ভয়াবহ প্রকাশ মাঝরাতে বাপ - ব্যাটায়, ভাইয়ে ভাইয়ে রাগারাগি , চেঁচামেচি করে পাড়া মাথায় করা । এজন্য বলা হয়েছে ‘তবুও ....রাগ চড়ে ।’
  


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন