বুধবার, ১৭ আগস্ট, ২০২২

“এলিসেন্দা একটা স্বস্তির নিশ্বাস ফেললে— ” -এলিসেন্দা কী দেখেছিল ? এলিসেন্দা কেন স্বস্তির নিশ্বাস ফেলেছিল ? সে কেমনভাবে উড়ে যাচ্ছিল ? এলিসেন্দা কেন তাকিয়ে তাকে দেখতে থাকে ?

একাদশ শ্রেণী বাংলা প্রশ্নোত্তর xi class 11 Bengali Question answer এলিসেন্দা একটা স্বস্তির নিশ্বাস ফেললে এলিসেন্দা কী দেখেছিল এলিসেন্দা কেন স্বস্তির নিশ্বাস ফেলেছিল সে কেমনভাবে উড়ে যাচ্ছিল এলিসেন্দা কেন তাকিয়ে তাকে দেখতে থাকে alisenda ki dekechilo alisenda keno swastir niswas felechilo se kemonvabe ure jachilo alisenda keno takiye dekhte thake


উত্তর : এলিসেন্দা দেখেছিল দেবদূত এই প্রথম ডানা ছড়িয়ে ওড়বার চেষ্টা করছে । দেবদূত নড়বড়ে ভাবে হলেও একটু ওপরে উঠতে পারায় এলিসেন্দা স্বস্তির নিশ্বাস ফেলল । দেবদূত এখন শেষ বাড়িগুলির ওপর দিয়ে উড়ে যাচ্ছে কোনােরকমে সে নিজেকে ধরে রেখেছে উড়ালটায় , কোনাে মতিচ্ছন্ন জরাগ্রস্ত শকুনের ঝুঁকি ভরা ডানা ঝাপটানি দিয়ে । পিঁয়াজ কাটা সারা হয়ে যাওয়ার পরেও এলিসেন্দা দেবদূতকে তাকিয়ে দেখতেই থাকে । একসময় আর দেখা সম্ভব হয় না, কারণ দেবদূত উড়তে উড়তে চলে যায় সমুদ্রের দিকচক্রবালে নিছকই একটা কাল্পনিক ফুটকির মতাে ।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন